Allied Mother & Child Specialized Hospital Ltd

Allied Mother & Child Specialized Hospital Ltd We Believe In Care.

নারায়ণগঞ্জ শহরের বুকে প্রথমবারের মতো মা ও নবজাতকের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয় — Allied Mother & Child Specialized Hospi...
23/07/2025

নারায়ণগঞ্জ শহরের বুকে প্রথমবারের মতো মা ও নবজাতকের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয় — Allied Mother & Child Specialized Hospital Ltd.

- যেখানে প্রতিটি শিশুর প্রথম নিঃশ্বাস আর প্রতিটি মায়ের ভালোবাসা পায় বিশেষ যত্নের ছোঁয়া।

- যেখানে নবজাতকের প্রতিটি মুহূর্তে সজাগ থাকেন অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা।

আমাদের এই হাসপাতালটি শুধুই একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়,
এটি প্রতিটি পরিবারের স্বপ্নকে সুরক্ষিত রাখার একটি নির্ভরযোগ্য ঠিকানা।

মা ও শিশু চিকিৎসায় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রতিনিয়ত কাজ করছেন ভালোবাসা, যত্ন ও নিখুঁত যত্নশীলতায়।

কারণ, প্রতিটি মায়ের হাসি আর প্রতিটি সুস্থ শিশুর আগমন আমাদের কাছে অমূল্য।

📞 মা ও শিশুর যে কোন চিকিৎসার পরামর্শের জন্য আজই কল করুন: 01948-004422, 02-47650667, 02-47650668

📍 ঠিকানা: 207/6, (নুর মসজিদের পাশে এবং পাট সমিতি ভবন সংলগ্ন), বঙ্গবন্ধু রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ

🗺️ গুগল ম্যাপঃ https://tinyurl.com/alliedhospitalbd
🎥 আমাদের হাসপাতালের আধুনিক সুবিধা দেখতে চান? ভিডিও দেখুন।https://www.facebook.com/AlliedMCSH/videos/1086842779648744

🎥 আপনার আদরের শিশুর যত্নের মান দেখতে এই ভিডিওটি দেখুনঃ
https://www.facebook.com/AlliedMCSH/videos/4321536324739939

নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম Dedicated NICU সুবিধাসহ মা এবং শিশু চিকিৎসায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হচ্ছে Allied Mother & Chi...
22/07/2025

নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম Dedicated NICU সুবিধাসহ মা এবং শিশু চিকিৎসায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হচ্ছে Allied Mother & Child Specialized Hospital Ltd.

গাইনী ও প্রসুতি রোগের চিকিৎসার জন্য নিয়মিত রোগী দেখছেনঃ

👩‍⚕️ডাঃ নূর-এ-নাজমা লিমা
এমবিবিএস, এমএস (গাইনী ও অবস)
বন্ধ্যাত্ব এবং প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ সার্জন
কনসালট্যান্ট, গাইনী বিভাগ

⏰ রোগী দেখার সময়ঃ
🔹মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা
🔹শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা

👩‍⚕️ডাঃ নূর-এ-নাজমা লিমা ম্যামের কাছে এলাইড হাসপাতালে রোগী দেখাতে সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ
📞01948-004422

এছাড়া নারায়ণগঞ্জ শহরে মা ও শিশু চিকিৎসায় আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছেঃ

🔹 NICU
🔹 HDU
🔹 NURSERY
🔹 IUI LAB
🔹 Painless Normal Delivery
🔹 Consultation
🔹 Infertility Center
🔹 Diagnostic Center
🔹 Pharmacy

📞 মা ও শিশুর যে কোন চিকিৎসার পরামর্শের জন্য আজই কল করুন: 01948-004422, 02-47650667, 02-47650668

📍 ঠিকানা: 207/6, (নুর মসজিদের পাশে এবং পাট সমিতি ভবন সংলগ্ন), বঙ্গবন্ধু রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ
🗺️ গুগল ম্যাপঃ https://tinyurl.com/alliedhospitalbd

🎥 আমাদের হাসপাতালের আধুনিক সুবিধা দেখতে চান? ভিডিও দেখুন।https://www.facebook.com/AlliedMCSH/videos/1086842779648744

🎥 আপনার আদরের শিশুর যত্নের মান দেখতে এই ভিডিওটি দেখুনঃ
https://www.facebook.com/AlliedMCSH/videos/4321536324739939

🧠 বিশ্ব মস্তিষ্ক দিবস ২০২৫মস্তিষ্কের যত্ন কোনো একক মুহূর্তের দায়িত্ব নয়—এটা আজীবনের একটি অঙ্গীকার। শিশুকাল থেকে বার্ধক্য...
22/07/2025

🧠 বিশ্ব মস্তিষ্ক দিবস ২০২৫

মস্তিষ্কের যত্ন কোনো একক মুহূর্তের দায়িত্ব নয়—এটা আজীবনের একটি অঙ্গীকার। শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের স্নায়বিক সুস্থতা রক্ষার জন্য প্রয়োজন সচেতনতা, যত্ন এবং সমান সুযোগ।

🌍 এই দিবসটির মূল বার্তা তুলে ধরেছেন বিশ্ব নিউরোলজি ফেডারেশনের প্রেসিডেন্ট, অধ্যাপক উল্ফগ্যাং গ্রিসোল্ড (Prof. Wolfgang Grisold)। তিনি বলেন:

🔸 "Brain health isn’t a moment in time—it’s a lifelong commitment. World Brain Day 2025 is our call to action to protect neurological well-being from the earliest stages of development, through childhood, adulthood and into older age. It’s a commitment to care, equity, and access for all."

🔹“মস্তিষ্কের স্বাস্থ্য কোনো ক্ষণিকের বিষয় নয়—এটি একটি আজীবন অঙ্গীকার। বিশ্ব মস্তিষ্ক দিবস ২০২৫ আমাদের আহ্বান জানায় জীবনের প্রারম্ভ থেকে শুরু করে শৈশব, যৌবন এবং বার্ধক্য পর্যন্ত স্নায়বিক সুস্থতাকে রক্ষা করার জন্য। এটি যত্ন, সমতা এবং সবার জন্য সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি।”

🧩 চলুন আজই আমরা অঙ্গীকার করি—নিজের ও পরিবারের প্রতিটি সদস্যের মানসিক ও স্নায়বিক সুস্থতা নিশ্চিত করতে সচেতন হই।

💙 "Brain Health for All Ages"—শিশু থেকে প্রবীণ, সবাই থাকুক সুস্থ, সক্রিয় এবং সজাগ!"

📌 সমঝোতা স্মারক (MoU) সংক্রান্ত প্রাথমিক আলোচনা সম্পন্নএলাইড মাদার অ্যান্ড চাইল্ড স্পেশালাইজড হাসপাতালওআর. পি. সাহা বিশ্...
21/07/2025

📌 সমঝোতা স্মারক (MoU) সংক্রান্ত প্রাথমিক আলোচনা সম্পন্ন
এলাইড মাদার অ্যান্ড চাইল্ড স্পেশালাইজড হাসপাতাল

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এলাইড মাদার অ্যান্ড চাইল্ড স্পেশালাইজড হাসপাতাল এবং আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়-এর মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সংক্রান্ত প্রাথমিক আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সহযোগিতার মূল লক্ষ্য— বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

🔹 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন টেস্ট ও চিকিৎসা পরামর্শে বিশেষ ছাড় প্রদান নিয়ে আলোচনা হয়েছে।
🔹 শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এক্সক্লুসিভ হেলথ কার্ড সুবিধা চালুর সম্ভাবনাও আলোচিত হয়েছে।

আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভবিষ্যতে একটি কার্যকর চুক্তিতে রূপ নেবে এবং উভয় প্রতিষ্ঠানের সদস্যদের জন্য এটি একটি সুসংবাদ বয়ে আনবে।

🤝 আলোচনায় উপস্থিত ছিলেন:

👉 আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে:
তানজিল হাসনাইন মঈন রনিত
এসোসিয়েট প্রফেসর ও চেয়ারম্যান (ডিপার্টমেন্ট অব ফ্যাশন এন্ড ডিজাইন)
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়

👉 আমাদের পক্ষ থেকে:
ডা. মুহাম্মদ বদরুদ্দোজা — ব্যবস্থাপনা পরিচালক
ইঞ্জি. মুহা. রুহুল আলম — পরিচালক, অপারেশন
আব্দুর রব সিকদার — পরিচালক
এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

🔔 আমাদের সঙ্গে থাকুন ভবিষ্যৎ আপডেটের জন্য।




উত্তরায় ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এবং মাইলস্টোন স্কুল-কলেজ চত্বরে সংঘটিত মর্মান্তিক এই ঘটনা আমাদের সবাইকে গভী...
21/07/2025

উত্তরায় ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এবং মাইলস্টোন স্কুল-কলেজ চত্বরে সংঘটিত মর্মান্তিক এই ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।

প্রিয় প্রাণগুলো যারা অকালে ঝরে গেল— তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা।
আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই দুঃখজনক সময়ে চলুন আমরা একসাথে প্রার্থনা করি—
হে আল্লাহ, আমাদের রক্ষা করুন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে এবং সবাইকে আপনার অবারিত রহমতে রাখুন।
আমিন।


🦷 দাত সুস্থ রাখার ১০টি বৈজ্ঞানিক ও ঘরোয়া উপায় দাঁত ও মাড়ি সুস্থ না থাকলে শুধু মুখের নয়, পুরো শরীরের স্বাস্থ্যে নেতিবা...
21/07/2025

🦷 দাত সুস্থ রাখার ১০টি বৈজ্ঞানিক ও ঘরোয়া উপায়

দাঁত ও মাড়ি সুস্থ না থাকলে শুধু মুখের নয়, পুরো শরীরের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। মুখের অসুখ থেকে হৃদরোগ, ডায়াবেটিস এমনকি ফুসফুসের সংক্রমণ পর্যন্ত হতে পারে। তাই প্রতিদিনের অভ্যাসেই দাঁতের যত্ন রাখা সবচেয়ে জরুরি। জেনে নিন কীভাবে সহজে ও ঘরোয়া উপায়ে দাঁত রাখতে পারেন স্বাস্থ্যবান ও উজ্জ্বল।

🪥 ১. দিনে অন্তত দুইবার ব্রাশ করুন
✅ সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করুন।
✅ ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।
✅ ব্রাশ করার সময় অন্তত ২ মিনিট সময় নিন।

🧵 ২. প্রতিদিন ফ্লস করুন (দাঁতের ফাঁকে পরিষ্কার করুন)
✅ দাঁতের ফাঁকে খাবারের কণা জমে গিয়ে দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যা হয়।
✅ একবার হলেও প্রতিদিন ফ্লস ব্যবহার করুন।
✅ যারা ফ্লস করতে পারেন না, তারা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে পারেন।

🍎 ৩. চিনি ও অ্যাসিডিক খাবার কম খান

✅ মিষ্টি, সফট ড্রিংকস ও চুইং ক্যাণ্ডি দাঁতের সবচেয়ে বড় শত্রু।
✅ অ্যাসিডিক খাবার (যেমন: লেবু, ভিনেগার) দাঁতের এনামেল নষ্ট করতে পারে।
✅ মিষ্টি খাবার খাওয়ার পরপরই ব্রাশ না করে মুখ কুলকুচি করুন।

🧂 ৪. দাঁতের ক্ষয় রোধে লবণ পানি দিয়ে গার্গল করুন

✅ গরম পানিতে লবণ মিশিয়ে প্রতিদিন গার্গল করলে মুখের ব্যাকটেরিয়া দূর হয়।
✅ মুখের দুর্গন্ধ ও মাড়ির ফোলাভাব কমে।

🪞 ৫. মুখের প্রতিটি অংশ পরিষ্কার করুন

✅ শুধু দাঁত না, জিহ্বা ও মাড়ির যত্নও নিন।
✅ জিহ্বা পরিষ্কার করলে দুর্গন্ধ কমে ও ব্যাকটেরিয়া জমতে পারে না।
✅ মুখ ধোয়ার পর কুলকুচি করে সব অংশ পরিষ্কার করুন।

🚭 ৬. ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন

✅ ধূমপান দাঁতের রঙ নষ্ট করে, মুখে দুর্গন্ধ আনে এবং মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
✅ পান, জর্দা, গুল ইত্যাদি ব্যবহার করলে দাঁতের মাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

🦷 ৭. প্রতি ৬ মাসে একবার দাঁতের ডাক্তার দেখান
✅ দাঁতের সমস্যা না থাকলেও রুটিন চেকআপ করান।
✅ দাঁতের পাথর পরিষ্কার ও ফ্লোরাইড ট্রিটমেন্ট করালে দাঁত শক্ত থাকে।
✅ সমস্যা থাকলে শুরুতেই ধরা পড়ে।

🍵 ৮. বেশি পানি পান করুন

✅ পানি মুখে জমে থাকা খাবারকণা ও ব্যাকটেরিয়া ধুয়ে দেয়।
✅ চিনি বা অ্যাসিডিক পানীয়র বদলে পানি পান করুন।

🥛 ৯. দাঁতের জন্য ভালো খাবার খান

✅ দুধ, টকদই, পনির, ব্রকলি, গাজর, আপেল দাঁতের জন্য উপকারী।
✅ ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত গঠনে সাহায্য করে।
✅ চুইং জাতীয় সবজি ও ফল দাঁত পরিষ্কারে সহায়তা করে।

💤 ১০. পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমান

✅ ঘুম কম হলে মুখের শুকনো ভাব বাড়ে, যা দাঁতের ক্ষতির কারণ।
✅ মানসিক চাপ থাকলে ব্রাক্সিজম (ঘুমে দাঁত ঘষা) হতে পারে।
✅ স্ট্রেস কমাতে নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করুন।

📌 মনে রাখুন:
দাঁত সুন্দর রাখা মানেই শুধু হাসির সৌন্দর্য নয়, বরং সার্বিক স্বাস্থ্য ঠিক রাখা। ছোট ছোট অভ্যাস বদলে আপনি দাঁত রাখতে পারেন সারাজীবন সুস্থ ও মজবুত।

✅ তথ্যসূত্রঃ

-World Health Organization (WHO) Oral Health Facts
-American Dental Association (ADA)
-Mayo Clinic – Dental Care Tips
-CDC – Oral Health for Adults
-WebMD & Healthline

একটি শিশুর সঠিক বৃদ্ধি, বিকাশ এবং সময়মতো টিকাদানের জন্য শিশুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। যেকোনো শারীরিক সমস্যা...
20/07/2025

একটি শিশুর সঠিক বৃদ্ধি, বিকাশ এবং সময়মতো টিকাদানের জন্য শিশুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। যেকোনো শারীরিক সমস্যার প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ জটিলতা এড়াতে এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে।

বিশেষজ্ঞরা শিশুর পুষ্টি, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন। সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দ্রুত এবং নিরাপদ আরোগ্য লাভ সম্ভব।

Allied Mother & Child Specialized Hospital Ltd. হচ্ছে নারায়ণগঞ্জ শহরের সর্বপ্রথম NICU সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ মা ও শিশু চিকিৎসা হাসপাতাল, যেখানে মাতৃ ও শিশুস্বাস্থ্যের সর্বোত্তম সেবা প্রদান করা হয়।

নবজাতক ও শিশু রোগের জন্য আমাদের হাসপাতালে নিয়মিত রোগী দেখছেনঃ

👨‍⚕️ডাঃ সুমন সরকার
এমবিবিএস, এমডি
ট্রেইন ইন নিওনেটোলজী
(ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুর)
কনসালট্যান্ট, নবজাতক ও শিশু বিভাগ
প্রাক্তন বিশেষজ্ঞ চিকিৎসক, নবজাতক ও শিশু বিভাগ
ইউনাইটেড হাসপাতাল, গুলশান-২, ঢাকা
বিএমডিসি রেজি. নং A-56593

👨‍⚕️ডাঃ সুমন সরকারের পরামর্শ নিতে সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ ০১৯৫৮৬৫৮৩৬৫

➖ ➖ ➖ ➖ ➖ ➖

নারায়ণগঞ্জ শহরে মা ও শিশু চিকিৎসায় আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছেঃ

🔹 NICU
🔹 HDU
🔹 NURSERY
🔹 IUI LAB
🔹 Painless Normal Delivery
🔹 Consultation
🔹 Infertility Center
🔹 Diagnostic Center
🔹 Pharmacy

📞 মা ও শিশুর যে কোন চিকিৎসার পরামর্শের জন্য আজই কল করুন: 01948-004422, 02-47650667, 02-47650668

📍 ঠিকানা: 207/6, (নুর মসজিদের পাশে এবং পাট সমিতি ভবন সংলগ্ন), বঙ্গবন্ধু রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ
🗺️ গুগল ম্যাপঃ https://tinyurl.com/alliedhospitalbd

🎥 আমাদের হাসপাতালের আধুনিক সুবিধা দেখতে এই ভিডিওটি দেখুনঃ
https://www.facebook.com/AlliedMCSH/videos/1086842779648744

🎥 আপনার আদরের শিশুর যত্নের মান দেখতে এই ভিডিওটি দেখুনঃ
https://www.facebook.com/AlliedMCSH/videos/4321536324739939

👂 কান সুস্থ রাখার ১০টি বিজ্ঞানসম্মত উপায় কান শুধু শুনতেই সাহায্য করে না, এটি আমাদের শরীরের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্...
19/07/2025

👂 কান সুস্থ রাখার ১০টি বিজ্ঞানসম্মত উপায়

কান শুধু শুনতেই সাহায্য করে না, এটি আমাদের শরীরের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শোনার ক্ষমতা নষ্ট হয়ে গেলে তা ফিরে পাওয়া অনেক কঠিন। তাই কান ভালো রাখতে আজ থেকেই সতর্ক হোন – মেনে চলুন এই বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞদের পরামর্শ।

💧 ১. কান পরিষ্কার করার সময় সতর্ক থাকুন

✅ কখনোই কানে কটন বাড বা ধারালো কিছু ঢুকাবেন না।
✅ এতে কানের ভেতরের ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে বা কানের ময়লা আরও ভেতরে চলে যেতে পারে।
✅ শুধু বাইরের অংশ হালকা করে পরিষ্কার করুন।

🔉 ২. উচ্চ শব্দ এড়িয়ে চলুন

✅ হেডফোন বা ইয়ারফোনে জোরে গান শোনা বা দীর্ঘসময় ধরে শোনা কানের শ্রবণশক্তি কমিয়ে দেয়।
✅ WHO বলছে, ৮৫ ডেসিবেলের বেশি শব্দে বেশি সময় থাকলে কানের স্থায়ী ক্ষতি হতে পারে।
✅ "৬০-৬০ নিয়ম" মেনে চলুন: সর্বোচ্চ ৬০% ভলিউমে দিনে ৬০ মিনিটের বেশি নয়।

🚫 ৩. কানে কিছু ঢোকাবেন না

✅ পানি, সাবান, তেল বা অন্য কোনো পদার্থ কানে ঢুকানো ঠিক নয় (যদি না চিকিৎসক বলে থাকেন)।
✅ কান ইনফেকশনের ঝুঁকি থাকে।

🦠 ৪. ইনফেকশন হলে অবহেলা নয়

✅ কানে ব্যথা, চুলকানি, তরল বের হওয়া বা শ্রবণশক্তি কমে যাওয়া—এগুলো কানের সংক্রমণের লক্ষণ।
✅ দেরি না করে একজন ENT চিকিৎসকের পরামর্শ নিন।

💦 ৫. কানে পানি ঢোকা থেকে বাঁচুন

✅ গোসল বা সাঁতারের সময় কানে পানি ঢুকলে ইনফেকশন হতে পারে।
✅ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।
✅ প্রয়োজনে কানের জন্য ওয়াটারপ্রুফ ইয়ারপ্লাগ ব্যবহার করুন।

🧑‍⚕️ ৬. নিয়মিত শ্রবণ পরীক্ষা করান

✅ প্রতি বছর একবার কানের চেকআপ করান, বিশেষ করে ৪০ বছরের পর।
✅ বয়স্কদের ক্ষেত্রে শুনতে সমস্যা হলে দ্রুত কানে মেশিন ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
✅ শিশুদেরও জন্মের পর শ্রবণ পরীক্ষা করানো প্রয়োজন।

🧴 ৭. কানের জন্য ওষুধ বা ড্রপ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন

✅ নিজের ইচ্ছামতো কানে ড্রপ দেওয়া বিপজ্জনক হতে পারে।
✅ ভুল ওষুধ বা মাত্রাতিরিক্ত ব্যবহার করলে কানে স্থায়ী ক্ষতি হতে পারে।

🚭 ৮. ধূমপান ও প্যাসিভ স্মোকিং থেকে দূরে থাকুন

✅ ধূমপান ও শিশুরা ধোঁয়ার সংস্পর্শে এলে কানের সংক্রমণ বেশি হয়।
✅ WHO-এর মতে, শিশুর কানের রোগে প্যাসিভ স্মোকিং অন্যতম কারণ।

💉 ৯. টিকা নিন (বিশেষ করে শিশুদের)

✅ কিছু সংক্রমণ যেমন measles, mumps, rubella এবং pneumococcal সংক্রমণ কানে স্থায়ী ক্ষতি করতে পারে।
✅ শিশুরা যেন সময়মতো টিকা নেয়, তা নিশ্চিত করুন।

🧠 ১০. শ্রবণশক্তি কমে গেলে তা লুকাবেন না

✅ অনেকেই কানে কম শোনার বিষয়টি গোপন রাখেন, ফলে সমস্যা বাড়ে।
✅ হিয়ারিং এইড, থেরাপি বা চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।
✅ সচেতন থাকলেই প্রতিরোধ সম্ভব।

📌 মনে রাখুন:
একবার শ্রবণশক্তি নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। তাই প্রতিরোধই কানের সুস্থতার সবচেয়ে ভালো উপায়।

🔍 তথ্যসূত্র (Sources):

-World Health Organization (WHO): Hearing Loss Prevention
-Mayo Clinic
-CDC (Centers for Disease Control and Prevention)
-Cleveland Clinic
-American Academy of Otolaryngology

নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম Dedicated NICU সুবিধাসহ মা এবং শিশু চিকিৎসায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হচ্ছে Allied Mother & Chi...
17/07/2025

নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম Dedicated NICU সুবিধাসহ মা এবং শিশু চিকিৎসায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হচ্ছে Allied Mother & Child Specialized Hospital Ltd

গাইনী ও প্রসুতি বিভাগের জন্য আমাদের হাসপাতালে নিয়মিত রোগী দেখছেনঃ

👩‍⚕️ডাঃ জাকিয়া পারভীন
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস
ল্যাপারোস্কপিক অপারেশন ও বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
কনসালট্যান্ট, গাইনী বিভাগ

⏰রোগী দেখার সময়ঃ প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা
❌মঙ্গলবার এবং শুক্রবার বন্ধ।

👩‍⚕️সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ ০১৭৫৬০৬১২৩৪
⚠️সিরিয়াল দেয়ার সময়ঃ সকাল ৭-৮ টা

➖ ➖ ➖ ➖ ➖ ➖

নারায়ণগঞ্জ শহরে মা ও শিশু চিকিৎসায় আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছেঃ

🔹 NICU
🔹 HDU
🔹 NURSERY
🔹 IUI LAB
🔹 Painless Normal Delivery
🔹 Consultation
🔹 Infertility Center
🔹 Diagnostic Center
🔹 Pharmacy

📞 মা ও শিশুর যে কোন চিকিৎসার পরামর্শের জন্য আজই কল করুন: 01948-004422 (WhatsApp), 02-47650667, 02-47650668

📍 ঠিকানা: 207/6, (নুর মসজিদের পাশে এবং পাট সমিতি ভবন সংলগ্ন), বঙ্গবন্ধু রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ
🗺️ গুগল ম্যাপঃ https://tinyurl.com/alliedhospitalbd

🎥 আমাদের হাসপাতালের আধুনিক সুবিধা দেখতে চান? ভিডিও দেখুন।
https://www.facebook.com/AlliedMCSH/videos/1086842779648744

🎥 আপনার আদরের শিশুর যত্নের মান দেখতে এই ভিডিওটি দেখুনঃ
https://www.facebook.com/AlliedMCSH/videos/4321536324739939

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Allied Mother & Child Specialized Hospital Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Allied Mother & Child Specialized Hospital Ltd:

Share

Category