Ifran physio & Hijama therapy Center

Ifran physio & Hijama therapy Center বাত-ব্যথা, স্টোক প্যারালাইজড,মুখ বেঁকে যাওয়া ও প্রতিবন্ধি রোগীদের চিকিৎসা প্রতিস্ঠান।
(1)

★ ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার এর বৈশিষ্ট্য

১। অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা হিজামা এবং ফিজিওথেরাপি দেওয়া হয়।
২। হিজামা ও আকুপাংচার এক্সপার্ট এর তত্বাবধানে সেবা প্রদান।
৩। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যাবস্থা।

৪। মহিলা রোগীদের জন্য মহিলা হিজামা থেরাপিস্ট ও মহিলা এসিস্ট্যান্ট আছেন।
পরিপূর্ন পর্দার সাথে আলাদা রুমে মহিলাদের হিজামা ও ফিজিওথেরাপির ব্যবস্থা আছে।

৫। আমরা হিজামার জন্য ব্য

বহত জিনিস একবার ব্যবহার করে থাকি।কারন একজনের ব্যবহার করা কাপ আরেক জনের জন্য ব্যবহার করলে রক্তবাহিত রোগ ছড়ানোর আশংকা থাকে।সুতরাং প্রতি রোগীর জন্য নতুন কাপ গ্লোবস ইত্যাদি ব্যবহারের কোন বিকল্প নেই।

৬। পরিস্কার, পরিচ্ছন্ন, প্রশস্ত ও মনোরম পরিবেশ।

•• #হিজামা_cupping_therapy এর ইতিহাস-

হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যাহা প্রাচীন সময় থেকে চীন এবং মিসরে প্রচলিত ছিল।আমাদের নবী সা:বিভিন্ন সময় এই চিকিৎসা নিয়েছেন এবং সাহাবাদেরকে হিজামার আদেশ করেছেন।বর্তমানে আরব আমিরাত সৌদি মিসর জার্মান ইংল্যান্ড, চীন, জাপান, ইউরোপ সহ বিভিন্ন দেশে এটাকে আধুনিক চিকিৎসা হিসেবে গ্রহন করা হয়েছে।

হিজামার পদ্ধতি

হিজামা দ্বারা শরীর থেকে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে নেয়া হয়।যার দ্বারা শরীর এর মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়।পেশী চামড়ার ত্বক ওশরীরের ভেতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে শরীর সতেজ ওকর্মক্ষম হয়। শরীর এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।শরীর হাল্কা ও সুস্থ বোধ হয় মনে প্রশান্তি আসে। স্বরন শক্তি বৃদ্ধি পায়।

★★হিজামা কি :-

**হিজামা হচ্ছে এমন প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরীক, মানসিক ও আধ্যাত্নিক সুস্থ্যতা বিদ্যমান রয়েছে।
হিজামা কাপিং থেরাপি সম্পর্কে কতিপয় হাদিসের উদধৃতি দেওয়া যায় যা চিকিৎসার জন্য সুন্নত হিসাবেও পরিগনিত।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ (সাঃ), আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, হুজুর (স) বলেছেন, জিবরাঈল (আঃ) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে,তন্মধ্যে হিজামা ই হলো সর্বোত্তম। (আল-হাকিম : ৭৪৭০)

হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্নিত: রসুলু্ল্লাহ (সাঃ) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে, মেরুদণ্ড শক্ত করে, ও দৃষ্টিশক্তি প্রখর করে। (সুনানে তিরমিযী,২০৫৩)

হযরত আনাস (রা) হতে বর্নিত ; হুজুর (সাঃ) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (আল- হাকিম :৭৪৮২)

হিজামা বা ওয়েট কাপিং ঃ
হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র ন্যাচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীরকে সতেজ ও অধিক কর্মক্ষম করে।

★ হিজামার দ্বারা যেসব রোগের উপকার হয়ঃ

১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। স্পোর্টস ইনজুরী।
১১। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১২। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৩।অনিদ্রা
১৪। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৫। হাপানি।
১৬। হৃদরোগ।(শুরু অবস্থায়)
১৭। মুটিয়ে যাওয়া।
১৮। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
১৯। চর্মরোগ।
২০। ডায়াবেটিস।
২১। সাইনুসাইটিস।
২২। চুল পড়া।
২৩। ব্রেইন ডিজেজ।
২৪। কোলেষ্টরেল।
২৫। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
২৬। মানসিক সমস্যা।
২৭। পারকিনসন্স ডিজিজ।
২৮। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
২৯। লিভার ডিজিজ।
৩০। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩১। মাদকাসক্তি।
৩২। প্যরালাইসিস।
৩৩। মাথা ঘোরা।
৩৪। যাদু টোনা
৩৫। পাইলস
এবং আরো অনেক রোগের উপকার হয়।

**যেহেতু মাথায় হিজামা করার বিশেষ কিছু উপকারিতা আছে এইজন্য সেটা আলাদা ভাবে উল্লেখ করা হল।**

আব্দুল্লাহ বিন আব্বাস রা: বর্ণনা করেন ।রাসুলূল্লাহ সা: যখন ইহরাম অবস্থায় তখন একগুঁয়ে মাথাব্যথার জন্য হিজামা ব্যবহার করেন। (বুখারী ৫৭০১)

সালমা রা: বলেন.যখন কেউ রাসুলুল্লাহ সা: এর নিকট এসে মাথা ব্যথার কথা বলত, তিনি তাদেরকে হিজামা লাগানোর কথা বলতেন ।
(আবু দাউদ ৩৮৫৮)

কালো যাদু বা কুফরী বিনষ্ট করার উদ্দেশ্য

ইবনুল কাইয়ুম রহ:মন্তব্য করেন.রাসুলুল্লাহ সা:যখন যাদু দ্বারা পীড়ীত হন তখন তিনি মাথায় শিঙ্গা লাগান।এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিক ভাবে করা হয়।
(যাদুল মায়াদ ৪/১২৫-১২৬)

**মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় যেমন ঃ

১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।

#ড্রাই_কাপিং বা ফায়ার কাপিং ঃ এটা এক ধরনের ড্রাই কাপিং ম্যাসাজ। যারা রক্ত বের করতে চান না তাদের জন্য এই থেরাপি।
এই থেরাপির দ্বারা শরীরের রক্ত চলাচল বৃদ্ধি ও মাংস পেশী সতেজ হয়, ব্যাথা- বেদনা দূর হয়। যা আপনাকে দিবে এক আনন্দদায়ক অনুভূতি।

#ফেসিয়াল_কাপিং: এটা এক ধরনের ফেসিয়াল ম্যাসাজ, যা ভ্যাকিউয়াম কাপ দ্বারা করা হয়, ফলে চেহারার সৌন্দর্য্য বৃদ্ধি পায় ও ত্বক মসৃন হয়।

হিজামার পুর্বে করনীয় বিষয়সমূহ

১। হিজামার পুর্বে দুই ঘন্টা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন।
২। গোসল করে নিবেন।
৩। পুরুষরা মাথা মুন্ডিয়ে আসলে ভাল।যেহেতু মাথায় হিজামা করলে বিশেষ কিছু উপকারিতা পাওয়া যায়।

হিজামার পরে করনীয় বিষয়সমূহ

১। ২৪ ঘন্টা পর্যন্ত গোসল করা যাবে না এবং হিজামার জায়গায় পানি লাগানো যাবেনা।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবেনা।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবেনা।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।

**হিজামার খরচ**
প্রতি কাপ/পয়েন্ট = ১০০ টাকা
ফেসিয়াল কাপিং = ৬০০ টাকা
ড্রাই কাপিং = ৮০০ টাকা
ফিজিওথেরাপি = ২৫০ থেকে ৫০০ টাকা
কম্বাইন্ড চিকিৎসার ফুল প্যাকেজ ১৫০০ টাকা

আমরা সাধারণত কমভাইন্ড চিকিৎসা পদ্ধতি
ওয়েস্টার্ন, চাইনিজ এবং আরাবিক মেডিকেশন পেইন ম্যানেজম্যান্টের জন্য অনুসরণ করে । থাকি।

মোবাইল: 01749-878541/ 01647-679125

ইফরান ডেন্টাল কেয়ার  সুন্দর দাঁত উজ্জ্বল হাসি দেখতে সবাই ভালবাসি আপনার মুখ ও দাঁতের সব ধরনের সমস্যার আধুনিক ও নিরাপদ সমা...
09/04/2025

ইফরান ডেন্টাল কেয়ার
সুন্দর দাঁত উজ্জ্বল হাসি দেখতে সবাই ভালবাসি
আপনার মুখ ও দাঁতের সব ধরনের সমস্যার আধুনিক ও নিরাপদ সমাধান এখন,
ইফরান ডেন্টাল কেয়ার সেন্টারে
আমাদের সেবা সমূহঃ
দাঁতের ব্যথা ও শিরশির অনুভূতির সমাধান
স্কেলিং ও পলিশিং
দাঁতের ময়লা ও দাগ দুর করা হয়
রুট ক্যানেল, ক্যাপ ও ব্রিজিং করা হয়
ডেন্টাল ইমপ্লান্ট, হারানো দাঁতের স্হায়ী সমাধান
উঁচু নিচু,আকা বাঁকা ও ফাকা দাঁতের চিকিৎসা
আক্কেল দাঁতের সার্জারী
শিশুদের পালপেক্টমি করা হয়
আপনার দাঁতের সঠিক চিকিৎসার জন্য চলে আসুন

আমাদের চেম্বারে

ইফরান ফিজিওথেরাপি এন্ড ডেন্টাল কেয়ার সেন্টার
হাতকোপা, (নতুন ব্রীজের পূর্ব দিকে) থানা রোড সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত ডাক্তার রোগী দেখবেন।
সিরিয়ালের জন্য ০১৭৪৯-৮৭৮৫৪১

02/04/2025

ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার
হাতকোপা নতুন ব্রীজের পূর্ব দিকে, থানা রোড, সোনারগাঁও পৌরসভা, নারায়ণগঞ্জ।
মোবাইলঃ ০১৭৪৯-৮৭৮৫৪১

আমাদের সেবা সমূহঃ
ফিজিওথেরাপি
হিজামা কাপিং থেরাপি
ফায়ার কাপিং থেরাপি
চাইনিজ আকুপাংচার থেরাপি
বডি ডিটক্সিফিকেশন থেরাপি
আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি।

যেসব রোগের থেরাপি দেওয়া হয়ঃ
💮বাত-ব্যথা, 💮ঘাড়ে-কাধের ব্যথা 💮পিঠের ব্যথা 💮 কোমড় ব্যথা 💮 কনুই ও কব্জিতে ব্যথা 💮হাত-পা ঝিনঝিন বা অবশ লাগা
💮 হাঁটুর ব্যথা 💮 পায়ের গোড়ালি ব্যথা 💮 মাথা ব্যথা 💮 লিগামেন্ট ইনজুরি 💮 স্টোক- প্যারালাইসিস পরবর্তী পূনর্বাসন 💮এক্সিডেন্ট পরবর্তী ফিজিওথেরাপি 💮 মুখ একদিকে বেঁকে যাওয়া বা বেইলস পালসি আরও অন্যান্য।

এখানে কসমেটিকস ডিভাইস খাৎনা (মুসলমানি) করানো হয়,যেকোন বয়সের।

বিনা অপারেশন নাকের পলিপাস ও পাইলসের চিকিৎসা করা হয়।

বিঃদ্রঃ প্রতিদিন সকাল ৯ঃ:০০ থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত খোলা।

ইফরান ডেন্টাল কেয়ার  সুন্দর দাঁত উজ্জ্বল হাসি দেখতে সবাই ভালবাসি আপনার মুখ ও দাঁতের সব ধরনের সমস্যার আধুনিক ও নিরাপদ সমা...
01/04/2025

ইফরান ডেন্টাল কেয়ার
সুন্দর দাঁত উজ্জ্বল হাসি দেখতে সবাই ভালবাসি
আপনার মুখ ও দাঁতের সব ধরনের সমস্যার আধুনিক ও নিরাপদ সমাধান এখন,
ইফরান ডেন্টাল কেয়ার সেন্টারে
আমাদের সেবা সমূহঃ
দাঁতের ব্যথা ও শিরশির অনুভূতির সমাধান
স্কেলিং ও পলিশিং
দাঁতের ময়লা ও দাগ দুর করা হয়
রুট ক্যানেল, ক্যাপ ও ব্রিজিং করা হয়
ডেন্টাল ইমপ্লান্ট, হারানো দাঁতের স্হায়ী সমাধান
উঁচু নিচু,আকা বাঁকা ও ফাকা দাঁতের চিকিৎসা
আক্কেল দাঁতের সার্জারী
শিশুদের পালপেক্টমি করা হয়
আপনার দাঁতের সঠিক চিকিৎসার জন্য চলে আসুন আমাদের চেম্বারে

ইফরান ফিজিওথেরাপি এন্ড ডেন্টাল কেয়ার সেন্টারে
হাতকোপা, (নতুন ব্রীজের পূর্ব দিকে) থানা রোড সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

06/03/2025

আলহামদুলিল্লাহ ইফরান ডেন্টাল কেয়ারে ডাক্তার নিয়মিত দাঁতের রোগী দেখছেন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত।
রোগী দেখার চেম্বার
ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার,
হাতকোপা নতুন ব্রিজের পূর্ব দিকে, থানা রোড, সোনারগাঁও , নারায়ণগঞ্জ ।

সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।

মোবাইলঃ 01749878541

আমাদের বৈশিষ্ট্য :
🚺সকল রোগীদের জন্য দাঁতের চিকিৎসা নিলে ডাক্তার ভিজিট ফ্রী

✅ দক্ষতার সাথে মুখ ও দাঁতের সকল ধরনের রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান।

✅ Autoclave machine এর সহায়তায় সম্পূর্ণ জীবাণুমুক্ত যন্ত্রপাতি।
✅সকল রোগীর জন্য পৃথক গ্লাভস,সিরিঞ্জ, সাকসন টিউব ব্যবহার ফলে cross infection এর ঝুঁকি নাই।

✅আধুনিক উন্নতমানের ডেন্টাল ম্যাটেরিয়ালসের ব্যবহার ফলে শারীরিক হ্মতির কোন আশঙ্কা নাই।

🔴🟢স্বল্প খরচে আধুনিক সুচিকিৎসা নিতে চলে আসুন ইফরান ডেন্টাল কেয়ার দাঁত আপনার অমূল্য সম্পদ, দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন ভালো থাকুন

দাঁত ব্যাথা,দাঁত শিরশির করা, মাড়ি ফোলা,মাড়ি দিয়ে ফুজ পড়া,মাড়ি দিয়ে রক্ত পড়া,দাঁত ক্ষয় হয়ে যাওয়া, স্কেলিং, ফিলং, রুট ক্যানেল,ক্যাপ, দাঁত উঠানো,দাঁত বাধানো, আঁকা বাঁকা ও উচুঁ নিচু দাঁতের চিকিৎসা, লাইট কিউর দিয়ে ফাকা দাঁতের চিকিৎসা, কৃত্রিম উপায়ে দাঁত লাগানো।
দাঁত আপনার অমূল্য সম্পদ, দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন ভালো থাকুন

আলহামদুলিল্লাহ ইফরান ডেন্টাল কেয়ার ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার, ইফরান ফার্মেসী, এখন এক ছাঁদের নীচে। হাতকোপা থ...
22/02/2025

আলহামদুলিল্লাহ
ইফরান ডেন্টাল কেয়ার
ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার,
ইফরান ফার্মেসী, এখন এক ছাঁদের নীচে।
হাতকোপা থানা রোড সোনারগাঁও নারায়ণগঞ্জ।
📲01749878541

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/02/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আলহামদুলিল্লাহ ইফরান ডেন্টাল কেয়ার ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার, ইফরান ফার্মেসী, এখন এক ছাঁদের নীচে। হাতকোপা থ...
22/02/2025

আলহামদুলিল্লাহ
ইফরান ডেন্টাল কেয়ার
ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার,
ইফরান ফার্মেসী, এখন এক ছাঁদের নীচে।
হাতকোপা থানা রোড সোনারগাঁও নারায়ণগঞ্জ।
📲01749878541

আগামী মাসেই শুভ উদ্বোদন ইনশাআল্লাহ। ইফরান ডেন্টাল কেয়ার সুন্দর দাঁত, উজ্জ্বল হাসি দেখতে সবাই ভালবাসি (পরিচ্ছন্ন সুন্দর ...
21/01/2025

আগামী মাসেই শুভ উদ্বোদন ইনশাআল্লাহ।
ইফরান ডেন্টাল কেয়ার
সুন্দর দাঁত, উজ্জ্বল হাসি দেখতে সবাই ভালবাসি
(পরিচ্ছন্ন সুন্দর ও মনোরম পরিবেশ)

আমাদের চিকিৎসা সেবা সমূহঃ

💮আল্ট্রাসনিক স্কেলার মেশিনের সাহায্যে দাঁতের স্কেলিং এবং পলিশিং করা হয়।
💮লাইট কিউর মেশিনের সাহায্যে অবিকল দাঁতের কালার এর সাথে ম্যাচিং করে ফিলিং করা হয়।
💮রোড ক্যানেল ও ক্যাপিং করা হয়।
💮ভেনচার (কৃত্রিম দাঁত লাগানো হয়)
💮ফিক্সড ব্রিজ (স্থায়ী দাঁত লাগানো হয়)
💮দাঁত তোলা ও বাঁধানো হয়।
💮আঁকা-বাঁকা উঁচু-নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়।
💮ইন্ট্রা-ওরাল ক্যামেরার সাহায্যে দাঁত ও মুখের অভ্যন্তরীণ রোগ নির্ণয় করা হয়।
💮আল্ট্রা-ভায়োলেট কেবিনেট এবং অটোক্লাভ এর মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় ।
💮দাঁতের এক্সরে করা হয়।

রোগী দেখার সময় সকল ৯:০০ থেকে দুপুর ১টা
বিকেল ৩:০০ থেকে রাত ৯:০০ পর্যন্ত। (শুক্রবার বন্ধ)

আমাদের চেম্বারঃ
ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার হাতকোপা, থানা রোড,সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
মোবাইলঃ 01749-878541

অলটারনেটিভ ন্যাচারোপ্যাথি চিকিৎসা বিনা অপারেশন নাকের পলিপাস ও অর্শ গেজ বা পাইলস এবং টনসিলের চিকিৎসা। নাকের পলিপাস লক্ষনঃ...
13/01/2025

অলটারনেটিভ ন্যাচারোপ্যাথি চিকিৎসা

বিনা অপারেশন নাকের পলিপাস ও অর্শ গেজ বা পাইলস এবং টনসিলের চিকিৎসা।

নাকের পলিপাস
লক্ষনঃ প্রচুর মাথা ব্যথা,অর্ধ মাথা ব্যথা, নাক বন্ধ হওয়া, রাএিকালিন জ্বর থাকা। নাকের এক বা দুই পাশে মাংস বৃদ্ধি পাওয়া ইত্যাদি। আয়ুর্বেদিক কাসারাকর্মা পদ্ধতি।

অর্শ, গেজ বা পাইলস
লক্ষনঃ মল ত্যাগের সময় মাংস পিন্ডের মত বের হওয়া, মলদ্বারে গেজ, মাঝে মধ্যে রক্ত পড়া, পুঁজ পানি বের হওয়া, ব্যথা করা, জ্বালা পোড়া করা, চুলকানো ইত্যাদি। রাবার বেন লাইগেশন পদ্ধতি।

টনসিল
লক্ষনঃ গলার ভিতরে টনসিল ফোলে যাওয়া,যা গলার বাহির থেকেও অনেক সময় বুঝা যায়। কিছু দিন পর পর গলায় ব্যথা করা, ঢুক গিলতে বা খাবার গিলতে ব্যথা হওয়া, রাএিকালিন জ্বর জ্বর ভাব থাকা ইত্যাদি।

আয়ুর্বেদিক টক্সিন ডিটক্স প্যাকেজ
পঞ্চকর্মা থেরাপি, স্টীমবাথ, হিজামা কাপিং ও ব্যালেন্স ডাইটের মাধ্যমে শরির থেকে টক্সিন ডিটক্সিফিকেসনে শরির শুদ্ধ হয়, যার ফলস্রুতিতে পারকিসন্স,এনজাইটি,হাইব্লাড প্রেশার,ডায়াবেটিস, হৃদরোগ ও এসিডিটি নিয়ন্ত্রণে আসে ও ওজন কমাতে সহায়তা করে শরীরে স্বাচ্ছন্দ ফিরিয়ে আনে।

স্টোক,প্যারালাইসিসের সঠিক চিকিৎসা,
আমরা আয়ুর্বেদ ন্যাচারোপ্যাথি, ফিজিওথেরাপি, আকুপাংচার থেরাপি ও হিজামা কাপিং থেরাপির মাধ্যমে এিদোসের ভারসাম্য নিয়ন্ত্রনের মাধ্যমে স্টোক পরবর্তী পূনর্বাসন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের রয়েছে দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা।

রোগী দেখার চেম্বার
🏥 ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার হাতকোপা, থানা রোড, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
📲 01749878541
আমাদের পেইজ
ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার

ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার হাতকোপা থানা রোড, সোনারগাঁও,পৌরসভা  নারায়ণগঞ্জ। মোবাইলঃ ০১৭৪৯-৮৭৮৫৪১আমাদের সেবা স...
12/01/2025

ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার
হাতকোপা থানা রোড, সোনারগাঁও,পৌরসভা নারায়ণগঞ্জ। মোবাইলঃ ০১৭৪৯-৮৭৮৫৪১

আমাদের সেবা সমূহঃ
ফিজিওথেরাপি
হিজামা কাপিং থেরাপি
ফায়ার কাপিং থেরাপি
চাইনিজ আকুপাংচার থেরাপি
বডি ডিটক্সিফিকেশন থেরাপি
আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি।

যেসব রোগের থেরাপি দেওয়া হয়ঃ
💮বাত-ব্যথা, 💮ঘাড়ে-কাধের ব্যথা 💮পিঠের ব্যথা 💮 কোমড় ব্যথা 💮 কনুই ও কব্জিতে ব্যথা 💮হাত-পা ঝিনঝিন বা অবশ লাগা
💮 হাঁটুর ব্যথা 💮 পায়ের গোড়ালি ব্যথা 💮 মাথা ব্যথা 💮 লিগামেন্ট ইনজুরি 💮 স্টোক- প্যারালাইসিস পরবর্তী পূনর্বাসন 💮এক্সিডেন্ট পরবর্তী ফিজিওথেরাপি 💮 মুখ একদিকে বেঁকে যাওয়া বা বেইলস পালসি আরও অন্যান্য।

এখানে কসমেটিকস ডিভাইস খাৎনা (মুসলমানি) করানো হয়,যেকোন বয়সের

বিঃদ্রঃ প্রতিদিন সকাল ৯ঃ:০০ থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত খোলা।

বিনা অপারেশন নাকের পলিপাস ও অর্শ গেজ বা পাইলস এবং টনসিলের চিকিৎসা। নাকের পলিপাস লক্ষনঃ প্রচুর মাথা ব্যথা,অর্ধ মাথা ব্যথা...
11/01/2025

বিনা অপারেশন নাকের পলিপাস ও অর্শ গেজ বা পাইলস এবং টনসিলের চিকিৎসা।

নাকের পলিপাস
লক্ষনঃ প্রচুর মাথা ব্যথা,অর্ধ মাথা ব্যথা, নাক বন্ধ হওয়া, রাএিকালিন জ্বর থাকা। নাকের এক বা দুই পাশে মাংস বৃদ্ধি পাওয়া ইত্যাদি।

অর্শ, গেজ বা পাইলস
লক্ষনঃ মল ত্যাগের সময় মাংস পিন্ডের মত বের হওয়া, মলদ্বারে গেজ, মাঝে মধ্যে রক্ত পড়া, পুঁজ পানি বের হওয়া, ব্যথা করা, জ্বালা পোড়া করা, চুলকানো ইত্যাদি।

টনসিল
লক্ষনঃ গলার ভিতরে টনসিল ফোলে যাওয়া,যা গলার বাহির থেকেও অনেক সময় বুঝা যায়। কিছু দিন পর পর গলায় ব্যথা করা, ঢুক গিলতে বা খাবার গিলতে ব্যথা হওয়া, রাএিকালিন জ্বর জ্বর ভাব থাকা ইত্যাদি।

স্টোক,প্যারালাইসিসের সঠিক চিকিৎসা,
আমরা আয়ুর্বেদ ন্যাচারোপ্যাথি, ফিজিওথেরাপি, আকুপাংচার থেরাপি ও হিজামা কাপিং থেরাপির মাধ্যমে এিদোসের ভারসাম্য নিয়ন্ত্রনের মাধ্যমে স্টোক পরবর্তী পূনর্বাসন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের রয়েছে দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা।

রোগী দেখার চেম্বার
🏥 ইফরান ফিজিও এন্ড হিজামা থেরাপি সেন্টার হাতকোপা, থানা রোড, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
📲 01749878541
আমাদের পেইজ লিংক
https://www.facebook.com/profile.php?id=100063492880933&mibextid=kFxxJD

27/12/2024

Address

হাতকোপা, নতুন ব্রিজের পূর্ব দিকে, থানা রোড সোনারগাঁও নারায়ণগঞ্জ
Narayanganj
1440

Telephone

+8801749878541

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ifran physio & Hijama therapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ifran physio & Hijama therapy Center:

Share