থেরাপি সেন্টার

থেরাপি সেন্টার থেরাপি সেন্টার

19/08/2025

থেরাপি মেশিনটি কি ভাবে ব্যবহার করলে খুব দ্রুত ব্যথা নিরাময় হয়, ব্যবহারের নিয়মটি সুন্দরভাবে দেখানো হলো।

17/08/2025

থেরাপি ব্যবহার করলে কি লাভ /ক্ষতি হয় ডাক্তার সাহেবের মুখ থেকে শুনুন

15/08/2025

৭৯০ টাকার থেরাপি মেশিন টি ব্যবহার করে উপকার পেয়ে
১৫৯০ টাকার বড় মেশিনটিও নিলাম।

04/08/2025

ব্যথা ও প্যারালাইসিস রোগীদের জন্য আশ্চর্যজনক সমাধান, প্রমান সহ দেখুন।

02/08/2025

ব্যথা নিরাময় এবং প্যারালাইসিস রোগীদের জন্য এই থেরাপি মেশিন টি ম্যাজিক এর মত কাজ করে ইনশাআল্লাহ।

28/05/2025

চুম্বকের মত আপনার শরীর থেকে ব্যথা বের করে দিতে পারে, একটিই মাধ্যম যেটার নাম ফিজিওথেরাপি।

ব্যথা নিরাময়ের শেষ চিকিৎসা হলো,ফিজিওথেরাপি।

যারা ব্যথার রোগী তাদের চিকিৎসা থেরাপি,
ব্যথার জন্য ওষুধ নয়,
ওষুধ খেলে ক্ষতি হয়।

দীর্ঘ প্রায়- ১ যূগ ধরে পরীক্ষা করে আসছি ব্যথার সমাধান
কেবলমাত্র ফিজিওথেরাপির মাধ্যমেই সম্ভব ইনশাআল্লাহ।

তাই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, অরিজিনাল টেন্স ফিজিওথেরাপি মেশিন।

তিন সপ্তাহ'র রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের ওয়ারেন্টি সার্ভিস।

মেশিনের সাথে থাকছে, ১ টি,এডাপটার, ১ টি ইউএসবি ক্যাবল, ২পিস সাদা কানেক্টর কেবল, ৩ পিস এর ১সেট ব্যাটারি, ১টি প্যাড হোল্ডার, ১ টি বাংলায় ব্যবহার বিধি,
১ টি ইউজার ম্যানুয়াল বই।

সম্পূর্ণ অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি মেশিনটি অর্ডার করতে পারেন।
অর্ডার করতে -আপনার নাম, মোবাইল নম্বর, গ্রাম, থানা জেলা, লিখে এসএমএস করুন, ইনশাল্লাহ,
২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় প্রোডাক্টটি হোম ডেলিভারি দেওয়া হবে।
প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান কে বিল পরিশোধ করার সুযোগ রয়েছে।

মেশিনটি সরাসরি কারেন্টের মাধ্যমে ব্যবহার করা যায়।
অথবা তিন পিস পেন্সিল ব্যাটারির মাধ্যমে ব্যবহার করা যায়।
ব্যথা ভালো হয়ে গেলে, মেশিনটি যখন ব্যবহারে থাকবেনা তখন ব্যাটারি খুলে রাখুন।

তিন পিস পেন্সিল ব্যাটারি দিয়ে দেড় থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করা যায়।
তাই এই মেশিনে চার্জ দেওয়ার কোন প্রয়োজন হয় না।

আমাদের অরিজিনাল মেশিনটি ব্যবহার করে আলহামদুলিল্লাহ শত শত ব্যথার রোগী বর্তমানে ব্যথার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।

ইনশাল্লাআহ সঠিক নিয়মে ব্যবহার করলে আপনিও ব্যথার সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি লাভ করবেন।

মেশিনটি ব্যবহার করার জন্য আপনার মোবাইলে প্র্যাকটিক্যাল ব্যবহার করার ভিডিও দেওয়া হবে।

আরো বিস্তারিত জানতে ও অর্ডার করতে -
নিচের দেওয়া নম্বরে কল ও whatsapp এ এসএমএস করুন, 01869 20 35 25 এই নম্বরে।

আল্লাহ পাক আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু দান করুন আমিন।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

15/04/2025

যাদের পুরো শরীরের ব্যথার যন্ত্রণায় ঘুমাতে কষ্ট হয়,
এই আনকমন মাসাজ গানটি ব্যবহার করার মাধ্যমে আপনার ব্যথা নিরাময় লাভ করে, অল্প সময়ের মধ্যে আপনি ঘুমাতে পারবেন।

14/04/2025

প্যারালাইসিস হয়ে অবশ হয়ে গেলে, মুখ বাঁকা হয়ে গেলে, হাটু কোমর মেরুদন্ড ঘাড় ও মাথা ব্যথার যন্ত্রনা থেকে মুক্তি পেতে হলে, পি,এল,আই,ডি আর্থ্রাইটিস, সায়াটিকা, ব্যথার জন্য চমৎকার কার্যকরী সমাধান।

13/04/2025

প্রায় ২০ বছরের পুরানো ব্যথা নিরাময়ের সুখবর দিলেন রাঙ্গামাটি থেকে।

12/04/2025

ম্যাজিকের মত ব্যাথা দূর করার আজব চিকিৎসা,
১৫৯০ টাকায়, অরিজিনাল ডাবল ফাংশন ডাবল পাওয়ার থেরাপি মেশিনটি ব্যবহার করে ব্যথার সমস্যা থেকে মুক্তি লাভ করুন ইনশাআল্লাহ।
৭৯০ টাকায়, অরিজিনাল ডিজিটাল থেরাপি মেশিনটি, অর্ডার করেও আপনি ব্যথার সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন, ইনশাআল্লাহ।
এডাপ্টারের সাহায্যে সরাসরি কারেন্টের মাধ্যমে মেশিনটি ব্যবহার করা যায়।
অথবা তিন পিস পেন্সিল ব্যাটারির সাহায্যেও মেশিনটি ব্যবহার করা যায়।
মেশিনটি ব্যবহার করার পর ব্যথা নিরাময় হয়ে গেলে, ব্যাটারি খুলে যত্নসহকারে রেখে দিন,
ইনশাআল্লাহ দীর্ঘদিন পর্যন্ত টেকসই হবে।

বিস্তারিত জানতেও অর্ডার করতে -01869-203525
WhatsApp এ ভয়েস /মেসেজ করুন।

09/04/2025

৭৯০ টাকায় সাইড ইফেক্ট মুক্ত,টেন্স থেরাপি ব্যবহারে
ইনশাআল্লাহ 100% ব্যাথার সমাধান মিলে।
ব্যথার এক নম্বর চিকিৎসা হলো ফিজিওথেরাপি,
ব্যথার জন্য ওষুধ নয় ওষুধ খেলে ক্ষতি হয়।

ডেলিভারি চার্জ প্রযোজ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারির সু-ব্যবস্থা রয়েছে।

মেশিনটি এডাপ্টারের সাহায্যে সরাসরি কারেন্টের মাধ্যমে ব্যবহার করা যায় অথবা তিন পিস রিমোট, পেন্সিল ব্যাটারির মাধ্যমেও ব্যবহার করা যায়।

তিন দিন পাঁচ দিন সাত দিনে অধিকাংশ ব্যাথার রোগীদের ব্যাথা নিরাময় হয় ইনশাল্লাহ।

১৫ মিনিট করে দৈনিক দুইবার ব্যবহার করলে
খুবই দ্রুত ব্যথা নিরাময় লাভ করা সম্ভব ইনশাল্লাহ।

অর্ডার করতে আপনার নাম মোবাইল নম্বর গ্রাম থানা জেলা লিখে আমাদের দেওয়া, whatsapp নম্বরে এসএমএস করুন-01869 20 35 25
অথবা মেসেঞ্জারে অর্ডার করুন।

03/04/2025

প্যারালাইসিস রোগী এবং ব্যথার রোগীদের জন্য, আশ্চর্যজনক ফলাফল প্রদানকারী টেন্স থেরাপি মেশিন !!!

Address

Chittagong Road, Shiddhirganj
Narayanganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when থেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category