06/11/2022
দাঁতের ব্রিজ!!!
শুনেই অবাক হচ্ছেন তাই তো?
সাধারণ কথায় ব্রিজ মানে দুটো স্থানকে একত্রীকরণ। তবে এখানে রাস্তা বা নদীর দুই পাশকে একত্রীকরণ নয়। এখানে মুখের ভেতরকার অনুপস্থিত দাঁতকে আবার নতুনভাবে স্থায়ী সংযোগ দেয়ার নাম দাঁতের ব্রিজ বা Dental Bridge.
♦কাদের করতে হয়:
১. মুখের চোয়ালে কোনো দাঁত অনুপস্থিত থাকলে বা উঠানো হলে সেই স্থান আবার কর্মক্ষম করার জন্য ব্রিজ করতে হয়।
২. দুধ দাঁতে ব্রিজ হয় না।
৩. একেবারে শেষের দাঁত পড়ে গেলে সেখানে ব্রিজ হয় না।
৪. ডেন্টাল ব্রিজ করতে পাশাপাশি দাঁতের সাহায্য নিতে হয়।
♦কিভাবে করতে হয়:
এ ক্ষেত্রে মুখের যে জায়গায় দাঁত অনুপস্থিত সেখানে পাশাপাশি দাঁতের বিশেষ চিকিৎসা রুট ক্যানেল করে দাঁতের ব্রিজ করা হয়। দাঁতের ব্রিজ সাধারণত পোরসেলিন নামের পদার্থ দিয়ে তৈরি করা হয়।
♦স্থায়িত্ব কেমন:
দাঁতের ব্রিজ একটি স্থায়ী চিকিৎসা। দাঁতের ব্রিজ সাধারণত যে পদার্থ দ্বারা লাগানো হয় তা দীর্ঘস্থায়ী। তাই রোগী চাইলেও তা খুলতে পারবেন না। তবে যদি কখনো ব্রিজ খুলে যায় বিচলিত হওয়ার কিছু নেই। ব্রিজটি অভিজ্ঞ ডেন্টিস্ট এর কাছে নিয়ে গেলেই তা আবার লাগিয়ে দিতে পারবেন।
♦ব্রিজ ব্যবহারে সাবধানতা:
অনেকেই মনে করেন দাঁতের ব্রিজ যখন মুখে লাগানো হয়েছে তাহলে ইচ্ছেমতো সব খাবো, কামড়াবো, চিবাবো। ব্রিজ স্থাপনের পর রোগী মাছ, গোশত, দুধ, ডিম ও ছানা সবই খেতে পারবেন। তবে পেয়ারার বিচি, গোশতের কড়কড়ে শক্ত হাড় ও চালভাজা জাতীয় খাবার বেছে খেতে হবে। এ ক্ষেত্রে ব্রিজ ভালো থাকে, এর স্থায়িত্বও বাড়ে।
♦যত্ন কিভাবে নেবেন:
দাঁতে ব্রিজ লাগানোর পর স্বাভাবিকভাবে প্রতিবার খাবারের পর কুলি করবেন। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ করবেন। মাঝে মধ্যে mouth wash ব্যবহার করবেন। দিনে অন্তত একবার হালকা লবণ গরম পানি কুলকুচি করবেন।
♦দীর্ঘ দিন ধরে মুখে দাঁত না থাকলে যা হয়:
১. পাশাপাশি দাঁত দুই পাশ থেকে চেপে আসে।
২. ফাঁকা স্থানের বিপরীতে অবস্থিত দাঁত নিচের বা ওপরের দিকে উঠতে বা নামতে থাকে।
৩. পাশাপাশি দাঁত ফাঁকা হয়ে যায়।
৪. কথা বলতে অসুবিধা হয়।
৫. খাওয়া-দাওয়া করতে অসুবিধা হয়।
৬. মুখের গালের গোশত ভেতরের দিকে দেবে যায়,তাই ২০ বছরের যুবক ছেলেকে ৬০ বছরের বৃদ্ধ মনে হয়।
৭. মুখের সৌন্দর্য পুরোপুরিভাবে ব্যাহত হয়।
🥰নিয়মিত দাঁতের যত্ন নিন,বছরে অন্তত দুইবার আপনার ডেন্টিস্টের পরামর্শ গ্রহণ করুন।
সানজি ওরাল এন্ড ডেন্টাল কেয়ার, নিতাইগঞ্জ, নারায়নগঞ্জ।
যোগাযোগ - ০১৮২৪৯৩২২৪৪