Friendship Hospital & Lab,Volail kashipur,Narayonganj

Friendship Hospital & Lab,Volail kashipur,Narayonganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friendship Hospital & Lab,Volail kashipur,Narayonganj, Hospital, Volail, kashipur, Narayonganj, Narayanganj.

25/06/2024
20/06/2024
20/06/2024
04/11/2022

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি : ফ্রেন্ডশীপ হসপিটাল এন্ড ল্যাব, ভোলাইল,কাশিপুর, নারায়ণগন্জ এ দুইজন অবিজ্ঞতা সম্পন্ন নাসর্ লাগবে ( ডিপ্লোমা/নন ডিপ্লোমা)। যোগাযোগঃ ০১৬৭৫১৮৩৮৭০,০১৭২১১৪৯৯০৫

06/08/2022

#অগ্নাশয়ের_ক্যান্সারের_কিছু_বিষয়_যা_আপনার_জানা_প্রয়োজন

অগ্ন্যাশয় হচ্ছে দেহের ইনস্যুলিন ক্ষরণের প্রধান কেন্দ্র। আর শরীরের এই গ্রন্থিতেই বাসা বাধতে পারে মরণঘাতী ক্যান্সার। সাধারণত এই ক্যান্সার মধ্যবয়সিদের মাঝে বেশি হয়ে থাকে। আর নারীদের তুলনায় এটি পুরুষদের মধ্যে বেশি হতে দেখা যায়। অগ্ন্যাশয়ের ক্যান্সার তখনই হয়, যখন পাকস্থলীর পেছনের এই গ্রন্থি অগ্ন্যাশয়ের কোষসমূহ আনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে একটি পিণ্ড সৃষ্টি করে। আর এই ক্যান্সার কোষগুলো শরীরের অন্য অংশে আক্রমণ করতে পারে।

#অগ্ন্যাশয়_ক্যান্সারের_লক্ষণ
এটি কে একটি নীরব রোগ হিসেবে উল্লেখ করা যেতে পারে, কারণ এটি সাধারণত শুরুতে কোন উপসর্গ প্রদর্শন করে না । তবে কখনো কখনো কিছু সাধারণ লক্ষণ প্রকাশ পেতে পারে।

#জন্ডিস
হ্যাঁ শুধুমাত্র লিভারের ইনফেকশন বা লিভারের রোগের কারণেই জন্ডিস হয়না অগ্নাশয় ক্যান্সারের কারণেও জন্ডিস হতে পারে। যার ফলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায়। কারণ যকৃতে বিপাকের ফলে উপজাত হিসেবে বিলিরুবিন উৎপন্ন হয়। বিলিরুবিন পিত্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং ক্যান্সার কোষের বৃদ্ধির কারণে অগ্নাশয়ে পিত্তনালী অবরুদ্ধ হয়ে যায়।
#মলের_রঙের_পরিবর্তন_হয়
অগ্নাশয় ক্যান্সারের একটি সাধারণ লক্ষণ হচ্ছে হালকা বর্ণের মল নির্গত হওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই অগ্নাশয় ক্যান্সারে আক্রান্তদের মল ধূসর বা খড়িমাটির মত সাদাটে বর্ণের হয়। পিত্তনালী অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণেই এমনটা হয়।
#গাঢ়_বর্ণের_প্রস্রাব
যেহেতু পিত্ত রঞ্জক যকৃতে জড়ো হতে পারে না সেহেতু অতিরিক্ত রঞ্জক প্রস্রাবের সাথে বের হয়ে যায়। একারণেই অগ্নাশয় ক্যান্সারের রোগীদের প্রস্রাবের বর্ণ গাঢ় হয়। যা হতে পারে কমলা বা হালকা চা রঙের।

#পেটে_ব্যথা
যদি অগ্নাশয়ের ক্যান্সার কোষ পেটের স্নায়ুর বিরুদ্ধে চাপ প্রয়োগ করে তাহলে পেটের উপরের অংশে এবং পিঠে ব্যথা হতে পারে। এই ব্যথা নিয়মিতই থাকে তবে নিস্তেজ অবস্থায় থাকে। পিঠের মধ্যভাগ ও উপরের অংশে এবং পেটে হয় এই ব্যথা। কিছু ক্ষেত্রে এই ব্যথা কাঁধেও ছড়িয়ে যেতে পারে।
#পেট_ফাঁপা
প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত বেশীরভাগ মানুষেরই বদহজমের সমস্যা হতে দেখা যায়। বিশেষ করে চর্বি জাতীয় খাবার খেলে। যদি আপনার ক্ষুধামন্দা, বমি বমি ভাব, ডায়রিয়া বা ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলুন।
#ডায়াবেটিস
যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে হঠাৎ করেই রক্তের গ্লুকোজের পরিমাণে পরিবর্তন হলে অথবা ডায়াবেটিসের আকস্মিক সূত্রপাত হলে এটি হতে পারে অগ্নাশয় ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত হলে ত্বকে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে।


#চিকিৎসা
অগ্নাশয়ের ক্যান্সারের চিকিৎসা টিউমার, টিউমারের আকার ও অবস্থানের উপর নির্ভর করে । ক্যান্সার ছড়িয়ে পড়েছে কিনা, এবং ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হয় । যদি প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা যায়, তবে, এই ক্যান্সারের চিকিৎসা সফল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে । যাইহোক, এমন কিছু চিকিৎসা আছে যা রোগীদের রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে, এবং আরো বেশী সময় ধরে বেঁচে থাকার সুযোগ করে দেয় । অগ্নাশয়ের ক্যান্সারের যে সব চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার মধ্যে সার্জারি, রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি । এই সব চিকিৎসা প্রয়োজন অনুযায়ী রোগের যে কোনও পর্যায়েই ব্যবহার করা হতে পারে ।

অগ্নাশয়ের ক্যান্সারের উপসর্গ এবং চিকিৎসা নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) HBP and Liver Transplant Surgery বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফ উদ্দিন। তিনি বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, লিভার প্রতিস্থাপন সার্জারি এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অগ্নাশয়ের ক্যান্সারসহ লিভারের বহু জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন এবং লিভার ক্যান্সার বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও আল-মানার হসপিটাল লিঃ এ Hepatobiliary pancreatic department এর প্রধান হিসাবে দীর্ঘদিন ধরে সফলভাবে সার্জারী সেবা দিয়ে যাচ্ছেন ।

06/08/2022

#যে_৫_টি_লক্ষণ_বলে_দেবে_আপনার_লিভার_ঝুঁকির_মধ্যে_আছে

আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল যকৃৎ বা লিভার। পরিপাক ক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ। শরীরের সব বর্জ্যপদার্থ বের করে শরীরকে সুস্থ রাখাই যকৃৎ বা লিভারের কাজ। কিন্তু যদি লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়, তাহলে বাড়ে মৃত্যুর ঝুঁকি। এখন কী করে বুঝবেন আপনার যকৃত ঠিক মতো কাজ করছে কিনা বা কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? শরীরে প্রকাশ পাওয়া কিছু লক্ষণ দেখেই বোঝা সম্ভব আপনার যকৃৎ বা লিভার ঝুঁকিতে আছে কিনা ।

৫ টি লক্ষণ যা প্রমাণ করে আপনার লিভার ধিরে ধিরে খতিগ্রস্ত হচ্ছে

১/ যদি হঠাৎ করেই খাওয়া-দাওয়ায় অনীহা তৈরি হয়, দীর্ঘদিন ধরে খাবার খেতে ইচ্ছে না করে, তাহলে বিষয়টিকে অবহেলা করা যাবে না। কারণ, এটি লিভার সমস্যার লক্ষণ হতে পারে।
২/ পাঁজরের একটু নীচে, পেটের ডান দিকে তীব্র ব্যথা হলে সেটা অবহেলা করা যাবে না। এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে।
৩/ যদি পেটের উপরের অংশ অস্বাভাবিক রকম ফুলে ওঠে এবং দীর্ঘদিন একই অবস্থা থাকে তাহলে এটি যকৃতে পানি জমার লক্ষণ হতে পারে। এই লক্ষণ অবহেলা করা উচিত নয় ।
৪/ যদি আচমকা আপনার চোখের সাদা অংশের রং, গায়ের চামড়া হলুদ হতে শুরু করেছে, তাহলে বিষয়টিকে অবহেলা করা যাবে না।
৫/ সারাক্ষণ বমি বমি ভাব হওয়া কিংবা দীর্ঘদিন যাবত কিছু খেলেই বমি হয়ে যাওয়া প্রমাণ করে লিভার খতিগ্রস্ত হয়েছে । এমন লক্ষণ প্রকাশ পেলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ।
মনে রাখতে হবে, লিভারের কোন রোগ প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় সু-চিকিৎসা গ্রহণ করলে রোগীর সম্পূর্ণ সুস্থ হবার সম্ভাবনা অনেক বেশি থাকে।

ক্ষতিগ্রস্ত লিভারের কিছু সাধারণ উপসর্গ নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) HBP and Liver Transplant Surgery বিভাগের #সহযোগী_অধ্যাপক #ডাঃ_মোঃ_সাইফ_উদ্দিন যিনি বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, লিভার প্রতিস্থাপন সার্জারি এবং লিভারের জটিল রোগের চিকিৎসায় একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে লিভারের বহু জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর প্রধান হিসেবে সেবা দিয়ে আসছেন ।

নিয়মিত রুগী দেখছেন,,,
22/07/2022

নিয়মিত রুগী দেখছেন,,,

Address

Volail, Kashipur, Narayonganj
Narayanganj
234

Telephone

+8801721149905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friendship Hospital & Lab,Volail kashipur,Narayonganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category