Adhunik dental care শনির আখড়া চিটাগাং রোড় & নারায়ণগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Adhunik dental care শনির আখড়া চিটাগাং রোড় & নারায়ণগঞ্জ

Adhunik dental care শনির আখড়া চিটাগাং রোড় & নারায়ণগঞ্জ ❤️আধুনিক ও টেকসই ভাবে দাতের চিকিৎসা প্রদান করা আমাদের লক্ষ্য। ❤️
❤️আপনি আমন্ত্রিত ❤️
(1)

�আধুনিক ও সেরা ডেন্টাল ক্লিনিক
(অল্প টাকায় উন্নত চিকিৎসা)

� #দন্তরোগ_বিশেষজ্ঞ_ও_সার্জন দ্বারা এবং #আধুনিক_ও_জীবাণুমুক্ত_যন্ত্রপাতির সাহায্যে নিয়মিত দন্তচিকিৎসা সেবা চলছে ��
�বিস্তারিত জানতে কল করুন 01818393185
� : Chasara , narayanganj sadar

�রোগী দেখার সময় সকাল ৯ টা থেকে রাত ১১ পর্যন্ত
�� কল দিয়ে সিরিয়াল নিয়ে আসতে হবে।��

�পেজে চেম্বারের ঠিকানা, লোকেশন, মোবাইল নাম্বার দেওয়া আছে। �


আমাদের সেবাসমূহঃ
---------------------
�আমাদের রয়েছে #নিজস্ব_X_ray_সুবিধা, তাই দ্রুতই রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা সেবা দিয়ে থাকি।
� #দাঁতের_ব্যথা নিরাময় এ প্রয়োজনীয় ও কার্যকরী চিকিৎসা।

� আধুনিক দিয়ে ব্যথামুক্ত ভাবে অল্পসময়ে #রুট_ক্যানেল_চিকিৎসা প্রদান।

�আমরা দিয়ে থাকি দেশের সর্বোচ্চ মানের
যা বিশেষ #কম্পিউটারাইজড_মেশিনে তৈরি করা হয় এবং আপনার দাতের সেরা সৌন্দর্য ফিরে পাবেন।

� দাঁতের গর্তের পূরণ এর জন্য
দিয়ে সেরা ফিলিং করা হয়, যা দাঁতের কালারের সাথে মিশে যায় ও কার্যকরী।

�সামনের #ফাঁকা_দাঁত_পূরণে আমরা ব্যবহার করি #আধুনিক_ও_সেরা_ফিলিং_মেটেরিয়াল।
�দাঁত পরিষ্কার ও সাদা করতে স্কেলিং এবং পলিশিং

� আঁকাবাঁকা ও ফাঁকা দাঁতের চিকিৎসা।
�দাঁতের গর্তে পূরণে বিভিন্ন ধরনের ফিলিং।
� ব্যথামুক্ত ভাবে #আক্কেল_দাঁতসহ যেকোন দাঁত তোলা।
�নতুন ও টেকসই দাঁত প্রতিস্থাপন।
�এছাড়াও দাঁত ও মুখের যেকোন সমস্যার সঠিক পরামর্শ ও চিকিৎসা সেরা দিয়ে থাকি।

�সুবিধা-সমূহঃ�
--------------------
� আধুনিক ও জীবাণুমুক্ত ডেন্টাল ইন্সট্রুমেন্ট। করে জীবাণুমুক্ত করা হয়।
� দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক ডেন্টাল সার্জন দ্বারা পরিচালিত।
� সকল যন্ত্রপাতি অটোক্লেভে জীবাণুমুক্ত করে এ সংরক্ষণ করা হয়।
� #ব্যাথামুক্ত_ভাবে সকল চিকিৎসা করা হয়।
� শিশুসহ সবার চিকিৎসার জন্য অত্যন্ত মনোরম পরিবেশ।

�� রোগী দেখার সময়ঃ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত ��

















16/09/2024
03/06/2024

💥জিরকোনিয়াম ডেন্টাল ক্রাউন (zirconium dental crown)
👉প্রচলিত সিরামিক (দাঁতকালার ক্রাউন) থেকে স্থায়িত্বে ১০ গুন শক্ত।
👉কম্পিউটারের সাহায্যে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়।
👉দাঁতের সাথে জিরকোনিয়াম ক্রাউনের সুন্দর জয়েন্ট হয়, ফলে খাবার জমে না। এতে দাঁতের স্থায়িত্ব বেড়ে যায়।
👉এটা প্রচলিত সিরামিক ক্রাউনের চেয়ে শক্ত, সুন্দর ও মসৃণ।

Dr. Mustak Ahmed
Registered Doctor/Dentist
Bangladesh Medical and Dental Council

বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে
01716-374977









#স্কেলিং #দাতেব্যথা

03/06/2024

Tetracycline Pigmentation on teeth.
(টেট্রাসাইক্লিন ওষুধ সেবনে দাঁতের উপর হলুদাভ কালচে দাগ)

মি. আরিফ (২০) এর ভাষ্যমতে দীর্ঘদিন যাবত দাঁতে হলুদাভ কালচে দাগ নিয়ে কয়েকটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কিন্তু তার চাহিদা মতো দাঁত সাদা হয়নি। অনেক নামি-দামি ডেন্টাল পেস্ট ব্যবহার করেছি কিন্তু সাদা হয় না।

আমি তার দাঁত ও মুখ পরিক্ষা নীরিক্ষা পর মি. আরিফকে জানালাম " আপনার দাঁতে এই দাগগুলো স্থায়ী। এগুলো কে ওঠানো যাবে না "

হতাশ আরিফ জিজ্ঞেস করলেন কেন এমন হয়েছে বা এর কোন চিকিৎসা নেই??

" আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন এমন কেউ আপনার মা কে অথবা অথবা আপনার বয়স যখন ৬ মাস থেকে ১২ বছর ছিল তখন টেট্রাসাইক্লিন ( Tetracycline) এন্টিবায়োটিক দিয়েছিল যার এন্টিবায়োটিক এর ব্যবহার /খারাপ প্রভাব সম্পর্কে অজ্ঞতা ছিল, সেজন্য আপনার দাঁতগুলোতে এমন দাগ পরেছে। এবং এই দাগগুলো স্থায়ী। "

এবং তাকে পরামর্শ দিলাম কিভাবে চিকিৎসা করলে আপনার দাঁতগুলো সাদা হবে।

02/06/2024

ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্ক। ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে। ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইন-২ মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রোরেলের নেটওয়ার্কে যুক্ত হবে।

এ ছাড়া এমআরটি লাইন-৬ এবং এমআরটি লাইন-১ মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। এমআরটি লাইন-৫ নর্দান রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে। এমআরটি লাইন-৫ সাউর্দান ও এমআরটি লাইন-৪ সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাঁচপুর পর্যন্ত।

২০৪১ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান।
(Collected)

ঢাকা মেট্রোরেল ভ্রমণে গুরুত্বপূর্ণ আলোচনা দেখুন
Dhaka MetroRail Helpline ✅ গ্রুপে
Dhaka Metro Rail
Dhaka Mass Transit Company Limited

02/06/2024

এই আয়নায় দাঁত দেখলে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে 😜😜

11/05/2024

#স্কেলিং করলে কি দাঁতের/মাড়ির ক্ষতি হয়??!!!

উত্তর : না।

(তবে স্কেলিং সঠিকভাবে করা হয়েছে কি না, সঠিক পরামর্শ মানা হয়েছে কি না তার উপর চিকিৎসার সফলতা নির্ভর করে। )

18/03/2024
18/03/2024

😊😊বিস্তারিত কমেন্টে দেখুন 👇

28/02/2024

মাড়িতে রক্তপাতের কারণ ও করণীয় 👇👇

👉Dental Calculus (দাঁতে পাথর) : এটি দাত ও মাড়ির সংযোগস্থলে ধীরে ধীরে জমতে থাকা ক্যালসিয়ামের আবরণ,
👉যা অনেক শুক্ত ( পাথরের মতো ) হয়ে থাকে,
👉ব্রাশের মাধ্যমে পরিষ্কার হয় না।
👉এবং এতে ব্যাকটেরিয়ার মতো জীবাণু থাকে।

💥দীর্ঘদিন যাবত এই পাথর জমার কারণে মাড়ি ফোলে যায়।শুরু হয় মাড়িতে রক্তপাত ও মুখে দুর্গন্ধ!!

💥 সঠিক চিকিৎসা এবং মুখ ও দাতের যত্নে সঠিক নিয়মানুবর্তিতা অনুসরণ করলে এই রোগ ভালো হয়।

বিস্তারিত জানতে কল করুন।
ডা. মোশতাক আহমেদ
ডেন্টাল সার্জন
01716-374977

চেম্বারের -০১
👉পুরাণ ঢাকা
https://maps.app.goo.gl/Ce33p9DJQC2h3gXp7

চেম্বার -০২
👉নিকুঞ্জ, খিলক্ষেত
https://maps.app.goo.gl/5TKwSzrJxjU4qxuh9

Address

Sonir Akhra & Chittagong Road & Narayanganj
Narayanganj
1236

Alerts

Be the first to know and let us send you an email when Adhunik dental care শনির আখড়া চিটাগাং রোড় & নারায়ণগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adhunik dental care শনির আখড়া চিটাগাং রোড় & নারায়ণগঞ্জ:

Share