
11/01/2025
তাজউদ্দিন আহমদের মেয়ে, শারমিন আহমেদ তার বই "তাহজউদ্দিন আহমদ: নেতা ও পিতা"তে লিখেছেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেন এবং চারদিকে ছিলো আনন্দে আত্মহারা লক্ষ লক্ষ মানুষের ঢল।
এসময় খোলা ট্রাকে করে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মী সহ রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দিকে যাচ্ছিলেন।
শারমিন আহমেদ লিখেন, এসময় শেখ মুজবুর রহমানের পাশেই দাঁড়িয়ে ছিলো তাজউদ্দিন আহমদ। ঠিক তখনই তার কানের কাছে মুখ নিয়ে এসে শেখ মুজিব বলেন, "তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব!"