Anam's Quality Home

Anam's Quality Home Honey, Mustard oil (Export Quality), Cumin Seeds Oil, Ghee (home made) and similar products.This is not only business but also quality product service.

সারাদিনের রমজান শেষে এক গ্লাস আখের গুড় আপনাকে দিতে পারে পরম তৃপ্তি। আপনার শরীরকে শীতল করে তুলবে।শতভাগ খাঁটি আখের গুড় ন...
21/03/2025

সারাদিনের রমজান শেষে এক গ্লাস আখের গুড় আপনাকে দিতে পারে পরম তৃপ্তি। আপনার শরীরকে শীতল করে তুলবে।

শতভাগ খাঁটি আখের গুড় নিয়ে এলাম আপনাদের তৃপ্তির জন্য।

আসল গুড়ের ঘ্রাণে মন হয়ে উঠবে মাতোয়ারা।

ইনবক্সে যোগাযোগ করুন।

03/03/2025
লায়নম্যান স্কুটারআপনার ছেলেমেয়ের জন্য সংগ্রহ করুন।হোম ডেলিভারী ও কুরিয়ার সুবিধা দিচ্ছি।
18/01/2025

লায়নম্যান স্কুটার

আপনার ছেলেমেয়ের জন্য সংগ্রহ করুন।

হোম ডেলিভারী ও কুরিয়ার সুবিধা দিচ্ছি।

শীতে বাইকার্সদের জন্য গুরুত্বপূর্ণ ও অপরিহার্য পণ্য চেস্ট গার্ড।বাইকার্সদের সুবিধার্থে পকেট ওয়ালা চেস্ট গার্ড ও পকেট ছা...
21/11/2024

শীতে বাইকার্সদের জন্য গুরুত্বপূর্ণ ও অপরিহার্য পণ্য চেস্ট গার্ড।

বাইকার্সদের সুবিধার্থে পকেট ওয়ালা চেস্ট গার্ড ও পকেট ছাড়া চেস্ট গার্ড সরবরাহ করছি।

ব্যবসায়ীরা পাইকারী নিতে পারবেন।

ইনবক্সে যোগাযোগ করুন

21/11/2024

চেস্ট গার্ড

চেস্ট গার্ড গাশীতকালে বাইকার্সদের অপরিহার্য সঙ্গী।

পকেটসহ, পকেট ছাড়া মানসম্পন্ন চেস্ট গার্ড সরবরাহ করছি।

পাইকারী ও খুচরা ক্রেতাগণ যোগাযোগ করুন।

27/04/2024

কেজি মূল্য

আমি যখন বাজারে যেতাম ছেলেকে সাথে নিয়ে যেতাম।

একদিন ছেলে আমাকে প্রশ্ন করলো আব্বু দোকানি চালের বস্তার দাম বললে তুমি এত তাড়াতাড়ি কেমন করে কেজির দাম ধরে ফেল?

অর্থাৎ দোকানীর যদি চালের দাম তিন হাজার দুইশত টাকা বস্তা বলে আমি খুব সহজেই বলি চৌষট্টি টাকা কেজি।

ছেলেকে বুঝিয়ে বললাম যখন দেখবে পঞ্চাশ কেজির কোন বস্তার দাম তিন হাজার দুই শত টাকা তখন পরিমাণ এবং দাম দুটোকেই মনে মনে দ্বিগুণ করে ফেলবে। তাহলে একশো কেজির দাম পড়বে ছয় হাজার চারশত টাকা। আর যখন একশো কেজির দাম বের করতে পারবে তখন তুমি ইচ্ছে মত যে কোন পরিমাণের দাম বের করতে পারবে। যেমন একশো কেজির দাম ছয় হাজার চারশত টাকা তাহলে এক কেজির দাম চৌষট্টি টাকা। অর্থাৎ পরিমাণ থেকে দুটো শুন্য বাদ দিলে মূল্য থেকেও দুটো শুন্য বাদ দিতে হবে।

এভাবে যে কোন পরিমাণ পণ্যের মূল্য একশো কেজিতে রুপান্তর করে এর কেজি বা একশো গ্রাম সহ যে কোন পরিমাণের দাম বের করা খুব সহজ।

মোঃ এনামুল হক
২৭.০৪.২০২৪
(FB ID Anam Anamul)

25/02/2024

পণ্য তালিকা

কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, কালোজিরার তেল, কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু রেগুলার প্রডাক্ট গুলো সারা বছর সরবরাহ করছি। এছাড়া শীতকালীন পণ্য খেজুরের পাটালি ও গ্রীষ্মকালীন পণ্য আখের গুড় সিজনাল রেগুলার প্রোডাক্ট হিসাবে সরবরাহ করছি। দুধের সরের ঘি। ঘরোয়া পণ্য সরবরাহ করছি। ঘি অর্ডার এর পনের দিনের মধ্যে ১ কেজি পরিমাণ সরবরাহের ব্যবস্থা আছে।

নতুন নতুন পণ্য সংযুক্ত হলে নতুন করে জানিয়ে দিব ইনশাআল্লাহ।

ইনবক্সে যোগাযোগ করুন।

প্রয়োজনে ফোন করুনঃ
01312 40 55 99 নম্বরে।
01778 03 04 03
এই নম্বরে হোয়াট'স এ্যপ করা আছে।

25/02/2024

আখের গুড়

শীত পেরিয়ে বসন্ত এসেছে। ধীরে ধীরে গরম আবহাওয়া গ্রীষ্মকে স্মরণ করিয়ে দিচ্ছে।

এই আবহাওয়ায় একগ্লাস আখের গুড়ের শরবত শরীর মনকে শীতল করতে পারে। এমনি মন শীতল করা আখের গুড় আপনার দোর গোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট রয়েছি সবসময়।

নির্ভেজাল আখের গুড়ের শরবতে পরিতৃপ্ত হোক আপনার পরিবারের সবার মন।

নির্ভেজাল আখের গুড় পেতে
ইনবক্স করুন।

COUGAR স্কেটিং, নতুন লট বাজারে এসেছে। লাল কালো ও কমলা কালো দুটি কালারের এভেইলেবল।
06/02/2024

COUGAR

স্কেটিং, নতুন লট বাজারে এসেছে। লাল কালো ও কমলা কালো দুটি কালারের এভেইলেবল।

ধন্য করেছ  ধন্য হয়েছি...অনেকেই বলে এনাম তুমি গুড়ের ব্যবসা করো! ওহ্ শীট!কিন্তু তোমরা কি জানো একটা খাটি পণ্য ভোক্তার হাত...
28/12/2023

ধন্য করেছ ধন্য হয়েছি...

অনেকেই বলে এনাম তুমি গুড়ের ব্যবসা করো!

ওহ্ শীট!

কিন্তু তোমরা কি জানো একটা খাটি পণ্য ভোক্তার হাতে তুলে দেয়ার আনন্দ কত?

যখন কেউ রিভিউ দেয় এনাম গত বছর তোমার গুড় নিয়েছিলাম । সেটা অনেক ভালো ছিলো। এবছরও দিও।

তখন আমি যে কি আনন্দ অনুভব করি তা বলে বোঝানো যাবে না। এই অনুভূতিটা প্রকাশ করার সাধ্যি আমার নাই। শুধু মনে হয় আমি ধন্য হলুম! আমি ধন্য হলুম!

এনাম গুড়ের ব্যবসা তোমার স্ট্যাটাস নষ্ট করছে এটা কি তুমি বোঝ? এমন মন্তব্যে কোন কোন সময় মনটা বেশ খারাপ হয়ে যায়। পরক্ষণেই মনে হয় আমি তো ব্যবসা করি পরিশ্রম দিয়ে ব্যবসা করি। এতে লজ্জা কিসের? আমি তো ফাকিবাজি ধোঁকাবাজি করছি না।

অনেক ভালো ভালো বন্ধু আমাকে সাবসিও দেয়। এনাম তুমি অনেক চেষ্টা করো সততার সাথে অনেক পরিশ্রম করো। তোমার পরিশ্রম তোমার সততা আমাকে অনেক মুগ্ধ করে। এমন মন্তব্যও অনেক পাই।

সত্যিই তখন অনেক ভালো লাগে। পরিশ্রম ও সততার প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে।

ভাল থাকুক সমালোচনার মানুষ গুলো ভালো থাকুক শুভাকাঙ্ক্ষী মানুষগুলো এই প্রত্যাশা সবসময়।

Anam's Quality Home আমার পেজের সাথে থাকুন লাইক কমেন্ট করে ধন্য করুন।

ধন্য হয়েছি....

খেজুর রসের গুড়শীত এসেছে আর খেজুরের গুড় পিঠা পায়েস খাবো না তা কি হয়? হ্যাঁ, শীত আমাদের জন্য খেজুরের রস উপহার নিয়ে আস...
22/12/2023

খেজুর রসের গুড়

শীত এসেছে আর খেজুরের গুড় পিঠা পায়েস খাবো না তা কি হয়?

হ্যাঁ, শীত আমাদের জন্য খেজুরের রস উপহার নিয়ে আসে। সেই রস, গুড়, পিঠা পায়েসের উল্লাসে আমরা মেতে উঠি।

আর এমন আনন্দ উল্লাসের প্রধান উপকরণ খেজুরের গুড়। নিজস্ব তত্ত্বাবধানে খেজুর রসের গুড় তৈরি ও সরবরাহ করছি। কয়েক বছরের উৎপাদন ও সরবরাহের অভিজ্ঞতায় নিরেট খাঁটি গুড়ের নিশ্চয়তা দিতে পারছি খুব সহজেই।

এলুমিনিয়াম ফয়েল প্যাকেটে ঝকঝকে তকতকে গুড় পেতে ইনবক্স অথবা মোবাইলে যোগাযাগ করুন।

(ঝোলা গুড়ের জন্যেও ডিমান্ড দিতে পারবেন। যে কোন অঞ্চল থেকেও নিতে পারবেন।)

01312 40 55 99

খেজুরের পাটালিছোট বেলায় শীতকালে ভোর হলেই খেজুরের রস পান করার ধুম পড়ে যেত।আজ এত বছর পরেও রসের সেই  সুন্দর ফ্লেভারটা ভূল...
20/12/2023

খেজুরের পাটালি

ছোট বেলায় শীতকালে ভোর হলেই খেজুরের রস পান করার ধুম পড়ে যেত।

আজ এত বছর পরেও রসের সেই সুন্দর ফ্লেভারটা ভূলতে পারিনি।

আমার গ্রামেই খেজুরের রস হচ্ছে। তৈরি হচ্ছে পাটালি।

কাক ভোরেই নামানো হয় সকালে কোর (মাটির হাড়ি)। তারপর শুরু গুড় বানানোর প্রক্রিয়া।

কোয়ালিটি কাষ্টমারের জন্য কোয়ালিটি পাটালি তৈরি করছি।বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় কোয়ালিটিতে পরিপূর্ণ। ঝকঝকে তকতকে হাইজেনিক এ্যলুমিনিয়াম ফয়েলে সেটা সরবরাহ করছি।

খেজুরের পাটালি গুড় পেতে ইনবক্স/ কমেন্ট করুন করুন।

আমার পেজ Anam's Quality Home এ ঘুরে আসার আমন্ত্রণ রইল।

দেশের যে কোন প্রান্তেও থেকেও নিতে পারবেন।

Address

Tusardhara, Sainbod
Narayanganj

Telephone

+8801778030403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anam's Quality Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anam's Quality Home:

Share