Dr.Jesika Rizvi Tamanna

Dr.Jesika Rizvi Tamanna Dr.Jesika Rizvi Tamanna
MBBS,BCS(Health)
FCPS(Gyn & Obs)
FCPS(Feto-Maternal Medicine)

02/05/2025

প্রি এক্ল্যাম্পসিয়া কী?

প্রি এক্ল্যাম্পসিয়া একটি গর্ভকালীন রোগ যা সাধারণত গর্ভধারণের ২০ সপ্তাহ পর দেখা দেয়। এটি উচ্চ রক্তচাপ ও প্রস্রাবে প্রোটিন থাকার মাধ্যমে চিহ্নিত হয়। এটি মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক হতে পারে।

# লক্ষণসমূহঃ

মাথাব্যথা

চোখের সামনে ঝাপসা দেখা

মুখ, হাত বা পায়ে ফোলা

হঠাৎ ওজন বেড়ে যাওয়া

পেটের উপরের অংশে ব্যথা

বমিভাব বা বমি

প্রস্রাবে কম পরিমাণ বা ফেনাযুক্ত প্রস্রাব

# ঝুঁকির কারণসমূহঃ

প্রথম গর্ভধারণ

আগে প্রিক্ল্যাম্পসিয়া হওয়া

যমজ শিশু

ডায়াবেটিস, কিডনি রোগ বা উচ্চ রক্তচাপের ইতিহাস

৩৫ বছরের বেশি বয়স

# জটিলতা

গর্ভকালীন খিঁচুনি (ইক্ল্যাম্পসিয়া)

অকাল প্রসব

শিশুর বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া

কিডনি বা লিভারের ক্ষতি

মারাত্মক ক্ষেত্রে মায়ের বা শিশুর মৃত্যুও হতে পারে

# করণীয়ঃ

নিয়মিত প্রেগন্যান্সি চেক-আপ

রক্তচাপ পরিমাপ

প্রস্রাবের পরীক্ষা

বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ

# কখন ডাক্তারের কাছে যাবেন?
উপরের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন। মাতৃত্ব হোক নিরাপদ ও আনন্দময়।

ডা.জেসিকা রিজভী তামান্না
এফ সি পি এস ( গাইনী ও অবস )
এফ সি পি এস ( ফিটোমেটারনাল মেডিসিন)
স্ত্রী ও প্রসূতী রোগ এবং হাইরিস্ক প্রেগনেন্সী বিশেষজ্ঞ

Thanks to my newest followers! Excited to have you onboard! Jasim Uddin, Rafiq Islam, Miraj Sharif, Shilpi Shilu, Md. Ab...
12/02/2025

Thanks to my newest followers! Excited to have you onboard! Jasim Uddin, Rafiq Islam, Miraj Sharif, Shilpi Shilu, Md. Abdullah Al Mamun, Riyad Hasan, Md Mursalin Hosen, Firoz Ahmed, Shyamal Das, Md. Ali Akber, Md Imtiaz Zobayar, M Osman Goni, Sekh Suraiya, Sultan Abu Sahadat MD Sayed, Rakibul Hasan, Ashrafun Nahar, Md. Masum Rana, Opurno Jibon, Mustafa Kamal, Abdul Halim, Smb AL Amin Hossain, MD You, Nirob Sohag BD, Ehsanul Karim Rezvi, Mithun Ray, Jillur Rahman, Monsur Khan

11/02/2025

গর্ভাবস্থায় ডায়াবেটিস:
পর্ব: ২

গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কাদের:

১.গর্ভাবস্থার আগে অতিরিক্ত ওজন বা মোটা হওয়া .
২.ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস রয়েছে .
৩. ২৫ বছরের বেশি বয়সী হচ্ছে .
৪. পূর্বে গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকা ।
৫.পূর্বে একটি বড় শিশুর জন্ম দেওয়া (4.5 কেজি বা 10 পাউন্ডের বেশি) .
৬.দক্ষিণ এশীয়, কালো, আফ্রিকান ক্যারিবিয়ান বা মধ্যপ্রাচ্যের পটভূমিতে থাকা .
৭. পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোম (পিসিওএস) .
৮.প্রিডায়াবেটিস থাকা (স্বাভাবিক রক্তে গ্লুকোজের মাত্রা বেশি) .

গর্ভকালীন ডায়াবেটিস কিভাবে নির্ণয় করা হয়:

গর্ভাবস্থায় ডায়াবেটিস নির্ণয় করার জন্য সাধারণত আপনার শরীর কতটা গ্লুকোজ ব্যবহার করে তা পরীক্ষা করার জন্য রক্ত ​​পরীক্ষা করা হয়।

ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (OGTT): যাদের গর্ভকালীন ডায়াবেটিস এর ঝুঁকি রয়েছে তাদের প্রথম চেক আপ এর সময় এই পরীক্ষা করা হয় । এছাড়া সকল গর্ভবতী মায়ের জন্য সাধারণত গর্ভাবস্থার ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে এই পরীক্ষা করা হয়। এটি ৮থেকে ১০ ঘন্টা খালি পেটে থাকার পরে এবং একটি গ্লুকোজ দ্রবণ পান করার পরে রক্ত ​​পরীক্ষা করা হয় । দুই ঘন্টা বিশ্রামের পরে, আপনার শরীর কীভাবে গ্লুকোজ পরিচালনা করে তা দেখার জন্য আরেকটি রক্তের নমুনা নেওয়া হয়।

আপনার খালি পেটে প্লাজমা গ্লুকোজের মাত্রা 5.6mmol/L বা তার বেশি হলে বা আপনার 2-ঘন্টার প্লাজমা গ্লুকোজের মাত্রা 7.8mmol/L বা তার বেশি হলে সাধারণত আপনার গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়বে।

গর্ভকালীন ডায়াবেটিস ব্যাপার টি খুব গুরুত্বপূর্ণ বলে পুরো পোস্ট টি কে ৪ ভাগে ভাগ করেছি। আজ আপনারা পড়লেন দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন অথবা এই পেজ এ লাইক দিয়ে রাখুন।

ডাঃ জেসিকা রিজভী তামান্না
গাইনী -প্রসূতী রোগ ও
হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ।

10/02/2025

গর্ভকালীন ডায়াবেটিস কি :
পর্ব ১

খুব সহজে বুঝিয়ে বললে গর্ভকালীন ডায়াবেটিস মানে হল গর্ভ পূর্ববর্তী সময়ে ডায়াবেটিস ছিল না এমন কারো যদি গর্ভকালীন সময়ে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তবে তার ডায়াবেটিস হয়েছে বলে ধরে নেয়া হয়।
প্রতি ১০ জন গর্ভবতীর মধ্যে ১ জনের এই রোগ হয়।

গর্ভকালীন ডায়াবেটিস এবং আপনার বাচ্চা

যদি আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে তবে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রন করা জরুরী। না হলে তা আপনার এবং আপনার শিশুর জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন:
১. গর্ভের বাচ্চার ওজন বেড়ে যায়।
২. গর্ভের পানি বেড়ে যায়।
৩. বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে।
৪.সময়ের আগে ডেলিভারি ব‍্যথা উঠতে পারে।
৫ মায়ের উচ্চ রক্তচাপ।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে গর্ভে বাচ্চার মৃত্যু হতে পারে।

কেন হয় গর্ভকালীন ডায়াবেটিস

গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে কিছু হরমোন বের হয় যা ইনসুলিনের কাজে বাধা দেয় আর তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ইনসুলিন তৈরি হয় তা যথেষ্ট না। আর স্বাভাবিকের চেয়ে বেশি যেই ইনসুলিনের দরকার হয় তা গর্ভাবস্থায় পাওয়া যায় আর তখন ই রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর দেখা যায় গর্ভকালীন ডায়াবেটিস।

গর্ভকালীন ডায়াবেটিস ব্যাপার টি খুব গুরুত্বপূর্ণ বলে পুরো পোস্ট টি কে ৪ ভাগে ভাগ করেছি। আজ আপনারা পড়লেন প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন অথবা এই পেজ এ লাইক দিয়ে রাখুন।

ডাঃ জেসিকা রিজভী তামান্না
গাইনী -প্রসূতী রোগ ও
হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ।

বন্ধ্যাত্ব, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাইরিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ ডাঃ জেসিকা রিজভী তামান্না নিয়মিত চেম্বার করছে।সিরি...
28/01/2025

বন্ধ্যাত্ব, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাইরিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ ডাঃ জেসিকা রিজভী তামান্না নিয়মিত চেম্বার করছে।

সিরিয়ালের জন্য ফোন করুন:
01943-424101
01735-373748

রোগী দেখার সময়:
শুক্রবার ও বুধবার
রাত ৮.০০ টা - রাত ১১ টা পর্যন্ত

ঠিকানা:
নিউ পপুলার জেনারেল হাসপাতাল
পাগলা বাজার, ফতুল্লা, নারায়নগঞ্জ

05/12/2024
28/01/2024

Address

Haji Muslim Market(3rd Floor), D. N Road, Pagla Bazar, Fatulla
Narayanganj

Opening Hours

Tuesday 11:00 - 14:00
Saturday 11:00 - 14:00

Telephone

+8801735353748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jesika Rizvi Tamanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jesika Rizvi Tamanna:

Share

Category