02/05/2025
প্রি এক্ল্যাম্পসিয়া কী?
প্রি এক্ল্যাম্পসিয়া একটি গর্ভকালীন রোগ যা সাধারণত গর্ভধারণের ২০ সপ্তাহ পর দেখা দেয়। এটি উচ্চ রক্তচাপ ও প্রস্রাবে প্রোটিন থাকার মাধ্যমে চিহ্নিত হয়। এটি মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক হতে পারে।
# লক্ষণসমূহঃ
মাথাব্যথা
চোখের সামনে ঝাপসা দেখা
মুখ, হাত বা পায়ে ফোলা
হঠাৎ ওজন বেড়ে যাওয়া
পেটের উপরের অংশে ব্যথা
বমিভাব বা বমি
প্রস্রাবে কম পরিমাণ বা ফেনাযুক্ত প্রস্রাব
# ঝুঁকির কারণসমূহঃ
প্রথম গর্ভধারণ
আগে প্রিক্ল্যাম্পসিয়া হওয়া
যমজ শিশু
ডায়াবেটিস, কিডনি রোগ বা উচ্চ রক্তচাপের ইতিহাস
৩৫ বছরের বেশি বয়স
# জটিলতা
গর্ভকালীন খিঁচুনি (ইক্ল্যাম্পসিয়া)
অকাল প্রসব
শিশুর বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া
কিডনি বা লিভারের ক্ষতি
মারাত্মক ক্ষেত্রে মায়ের বা শিশুর মৃত্যুও হতে পারে
# করণীয়ঃ
নিয়মিত প্রেগন্যান্সি চেক-আপ
রক্তচাপ পরিমাপ
প্রস্রাবের পরীক্ষা
বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ
# কখন ডাক্তারের কাছে যাবেন?
উপরের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন। মাতৃত্ব হোক নিরাপদ ও আনন্দময়।
ডা.জেসিকা রিজভী তামান্না
এফ সি পি এস ( গাইনী ও অবস )
এফ সি পি এস ( ফিটোমেটারনাল মেডিসিন)
স্ত্রী ও প্রসূতী রোগ এবং হাইরিস্ক প্রেগনেন্সী বিশেষজ্ঞ