Narayanganj Blood Donors Association - নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Narayanganj Blood Donors Association - নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন

Narayanganj Blood Donors Association - নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশ?

13/07/2025

ওপেন হার্ট সার্জারীর রোগীর জন্য ৪ ব্যাগ এবি+(পজেটিভ) রক্তের প্রয়োজন।
অনুগ্রহ পূর্বক সাহায্যের জন্য আবেদন।
এবি+ রক্তদাতাগন সাড়া দিন।

19/04/2025

একজন বি+(পজেটিভ)রক্তদাতা আবশ্যক।
রক্তশূন্যতার রোগীর জন্য।
নারায়ণগঞ্জ সদরে,
আগামীকালকে যেকোন সময় হলেই হবে।

30/03/2025

নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সকল রক্তদাতা স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষী,সদস্যদের জানাই
পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

22/03/2025

Narayanganj Blood Donors Association - নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তী উপলক্ষে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি অপু রায়হান!!

01/03/2025

নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সকল রক্তদাতা,স্বেচ্ছাসেবী,এবং গ্রুপ সদস্যদের মাহে রমজানের শুভেচ্ছা।

26/02/2025

একজন A+(পজেটিভ)রক্তদাতা আবশ্যক।
আগামীকাল নারায়ণগঞ্জ সদরে।
রক্তস্বল্পতার এক মায়ের জন্য
+8801716221898

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? ...
03/03/2024

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন

" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? "

বললাম " বাবা আমি পরিবারের ছোট ছেলে।সবার শখ বিয়েতে আসবে।কিকরে না বলি বলুন তো? "

" সে নাহয় ঠিক আছে।আগে থেকে বললে ভালো হতো।এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরী হবে।সবার আয়োজন করে একসাথে খেতে দিবো "

" বাবা আপনি টেনশন করবেন না।আমি বলে দিবো "

বিয়েতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি।সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই!

বিয়ে হয়ে গেলো।বছর ফিরতে স্ত্রীর ডে"লিভা"রি।হসপিটালে আমার রুদ্ধশ্বাস! এ নে"গেটিভ র"ক্তের অভাব।আত্নীয়-স্বজন অনেকের সাথে র"ক্ত মিলে যায়,তারা বাহানা দিয়ে এড়িয়ে গেলো।

রিক্সায় উঠে রওনা হলাম কলেজ গুলোর উদ্দেশ্য।সেখানে র"ক্ত জোগাড় করার সেচ্চাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে।ওদের বললে যদি কোনো উপায় হয়!

আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বললো " মামা এতো ঘাবড়াইছেন কেন? কার কি হইছে? "

" র"ক্ত লাগবে।জোগাড় হয়নি, স্ত্রীর ডে"লিভা"রি "

" কি র"ক্ত লাগবো? "

" এ নে"গেটিভ "

" মামা আমার তো এই র"ক্ত। আমার কাছে র"ক্ত নিবেন? "

শেষমেশ রিকশাওয়ালা মামার র"ক্ত দিয়েই স্ত্রীর ডে"লিভা"রি হলো।মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম?কাদের আপন ভাবতাম?এই বিপদের দিনে আমি একা! কেউ নাই।

রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম।বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই।সে আপনজন "

গল্প #অনুধাবন
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

আচ্ছা ?ধরুন, কেও একজন কান্না করে , আকুতি মিনতি করি বললো ভাই ব্লাড না পেলে আমার রুগী মরে যাবে। আপনি সারাবেলা নিজের গুরুত্...
25/05/2023

আচ্ছা ?
ধরুন, কেও একজন কান্না করে , আকুতি মিনতি করি বললো ভাই ব্লাড না পেলে আমার রুগী মরে যাবে।
আপনি সারাবেলা নিজের গুরুত্বপূর্ণ সময় ব্যায় করে, মোবাইলের ব্যালেন্স খরচ করে অনেক কষ্ট করে ডোনার ম্যানেজ করলেন।
আবার, ডোনার রিসিভ করতে নিজের পকেটের টাকা খরচ করে হসপিটালে গেলেন, ডোনেট শেষে নিজ খরচে ডোনারকে চা আপ্যায়ন করালেন। কোন পরিস্থিতিতে নিজের টাকা দিয়ে ডোনার বিদায় করলেন।
অতঃপর বাসায় চলে আসলেন,
তারপর জানতে পারলেন ওই ব্লাড টা লাগেনি, আর ওই হসপিটালের ঝুড়িতে/ ডাস্টবিন কিংবা পাশের ময়লার স্তুপে ব্লাড ব্যাগ টা ব্লাডসহ এভাবে পড়ে আছে।
আপনার অনুভুতি বলবেন ?
আচ্ছা আপনার কথা বাদ দিলাম , ওই ডোনার যদি দেখে তার দেওয়া ব্লাড টা ময়লার স্তুপে পড়ে আছে।

সেচ্ছাসেবী জগতে এসেছেন সেবা করতে , কারন আপনি উদার মনের মানুষ। এতটা উদার হবেন না, যে কানা হাফেজের মতো শুধু সেবা করেই গেলেন। সেচ্ছাসেবী নয়, সচেতন নগরীক হোন আগে, তারপর সেচ্ছাসেবী হোন। আর পারলে ওই ডাক্তারগুলাকে একটু ... দিয়েন।

13/11/2022

গ্রুপে বেশি বেশি ইনভাইট করুন।
হতে পারে আপনার ইনভাইট করা একজন নিয়মিত রক্তদাতা।
বা,বিপদগ্রস্থ কোন রোগীর স্বজন।

ওমর ফারুক ভাইয়ের O+ পজেটিভ,১ম শুভ রক্তদান আলহামদুলিল্লাহ। রক্তশূন্যতার রোগীর জন্য।
13/11/2022

ওমর ফারুক ভাইয়ের O+ পজেটিভ,১ম শুভ রক্তদান আলহামদুলিল্লাহ।
রক্তশূন্যতার রোগীর জন্য।

আহমেদ শিকদার ভাইয়ের ১৬তম B+(পজেটিভ) রক্তদান আলহামদুলিল্লাহ।রক্তশূন্যতার রোগীর জন্য।
13/11/2022

আহমেদ শিকদার ভাইয়ের ১৬তম B+(পজেটিভ) রক্তদান আলহামদুলিল্লাহ।
রক্তশূন্যতার রোগীর জন্য।

22/09/2022

বিয়ের দাওয়াতের মতো সিজারের দাওয়াত দুই চার দিন আগে দিয়েন। রক্তদাতা রক্ত দিতে যাওয়ার ও একটা প্রস্তুতির প্রয়োজন ।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Blood Donors Association - নারায়ণগঞ্জ ব্লাড ডোনার্স এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share