02/03/2025
🔰🔰Acute Gastroenteritis (একিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস)
সহজ ভাষায় বললে একইসাথে পাতলা পায়খানা ও বমির প্রকোপ।
রোজা শুরু হওয়ার পরপরই এই সমস্যা সাধারণ মানুষের মাঝে তীব্র আকার ধারন করে।আসুন আজ এ সম্পর্কে সহজ ভাষায় কিছু জানি।
⛔⛔ লক্ষনঃ
➡️পানির মত পাতলা পায়খানা
➡️পেট ব্যথা
➡️বমিবমি ভাব বা বমি বা উভয়ই হতে পারে
➡️মাঝে মাঝে জ্বর আসতে পারে
⛔⛔ কিভাবে হয়?
➡️আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে।যেমনঃ আক্রান্ত ব্যক্তির হাতে একই গ্লাসে বা কাপে রাস্তার পাশে আখের সরবত,চা, ফুচকা,চটপটিসহ অন্যান্য হাবিজাবি খাবার খেলে।
➡️দূষিত পানি বা খাবার খেলে। যেমনঃ নোংরা পানি দিয়ে বানানো লাচ্ছি,সরবত,ফালুদা,হালিম বা অন্যান্য খাবার খেলে।এমনকি আপনার বাড়ির পানি যদি নোংরা হয় সেখান থেকেও হতে পারে
⛔⛔ কখন ডাক্তারের কাছে যাবেন??
➡️দুই দিনের বেশি পাতলা পায়খানা হলে
➡️অনেক বেশি বমি হলে
➡️প্রস্রাবের পরিমান স্বাভাবিকের চেয়ে কমে গেলে
➡️ডিহাইড্রেশন হলে।যেমনঃ জিহবা শুকিয়ে গেলে,প্রস্রাবের রঙ গাড় হলুদ হলে,মাথা ঝিমঝিম ভাব,মাথা হালকা ভাব হলে
➡️১০২°F বা এর বেশি জ্বর হলে
🚫🚫 বাচ্চাদের জন্য সতর্কতা
➡️ঘন ঘন বমি করলে
➡️৬ ঘন্টার মধ্যে প্রস্রাব না করলে
➡️ছোট শিশুদের মাথার তালুতে যে অংশ লাফায় বা চাপ দিলে নরম মনে হয় (Anterior fontanelle) তা দেবে গেলে বা স্বাভাবিকের চেয়ে ভিতরে ঢুকে গেলে
➡️কান্না করলে চোখ দিয়ে পানি না আসলে
➡️স্বাভাবিকের চেয়ে বেশি ঘুম ঘুম ভাব থাকলে।
উপরের সমস্যা বড় বা ছোট যাদেরই হোক দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হোন।
ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি (বারডেম)
পিজিটি (মেডিসিন), সি-কার্ড (আইসিএইচআরআই)
ডায়াবেটোলজিস্ট & জেনারেল ফিজিশিয়ান
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল