Dr. Adnan's Chamber

Dr. Adnan's Chamber MBBS, CCD(Birdem)
PGT(Medicine), C-Card(ICHRI)
General Physician & Diabetologist
Narayanganj Diabetic Hospital

ঈদ সকল এর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।🌙 ঈদ মোবারাক 🌙'তাক্বাব্বালাল্লাহু মিন্ন...
30/03/2025

ঈদ সকল এর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।

সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

🌙 ঈদ মোবারাক 🌙

'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি (বারডেম)
পিজিটি(মেডিসিন),সি-কার্ড(আইসিএইচআরআই)
ডায়াবেটোলজিস্ট & জেনারেল ফিজিশিয়ান
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল

12/03/2025

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট; আগামীকাল থেকে অন্যরা ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ

📛আজ একটি Rare তবে আজব রোগ নিয়ে বলছি-✅ Ekbom’s Syndromeএটি একটি মানসিক রোগ যা Delusional Parasitosis নামেও পরিচিত। এটি এক...
12/03/2025

📛আজ একটি Rare তবে আজব রোগ নিয়ে বলছি-

✅ Ekbom’s Syndrome

এটি একটি মানসিক রোগ যা Delusional Parasitosis নামেও পরিচিত। এটি একটি বিরল কিন্তু গুরুতর মানসিক রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তি বিশ্বাস করে তার শরীরে বা ত্বকের নিচে পরজীবী (পোকামাকড় বা ক্ষুদ্র কীট) রয়েছে, যদিও বাস্তবে তেমন কিছু থাকে না। শত চেষ্টা করে কিংবা চিকিৎসাবিজ্ঞানের প্রমাণ দ্বারাও তাকে বোঝানো সম্ভব হয় না যে তার এই ধারণা ভ্রান্ত। এই ডিলিউশনের কারণে রোগীরা নিজেদের ত্বক চুলকায়, আঁচড়ায়, এমনকি কেউ-কেউ ত্বকের নিচ থেকে অদৃশ্য পোকামাকড় বের করার জন্য ত্বকে ক্ষত সৃষ্টি করে ফেলে!

আমি আমার চেম্বারে এইরকম একজন রোগীই পেয়েছি এখন পর্যন্ত।

আর হ্যাঁ, এই রোগের চিকিৎসা সম্ভব।

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি (বারডেম)
পিজিটি(মেডিসিন),সি-কার্ড(আইসিএইচআরআই)
ডায়াবেটোলজিস্ট & জেনারেল ফিজিশিয়ান
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল

11/03/2025
✅আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ে...
09/03/2025

✅আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন।

🔰🔰Acute Gastroenteritis (একিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস)সহজ ভাষায় বললে একইসাথে পাতলা পায়খানা ও বমির প্রকোপ।রোজা শুরু হওয়ার ...
02/03/2025

🔰🔰Acute Gastroenteritis (একিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস)

সহজ ভাষায় বললে একইসাথে পাতলা পায়খানা ও বমির প্রকোপ।

রোজা শুরু হওয়ার পরপরই এই সমস্যা সাধারণ মানুষের মাঝে তীব্র আকার ধারন করে।আসুন আজ এ সম্পর্কে সহজ ভাষায় কিছু জানি।

⛔⛔ লক্ষনঃ

➡️পানির মত পাতলা পায়খানা
➡️পেট ব্যথা
➡️বমিবমি ভাব বা বমি বা উভয়ই হতে পারে
➡️মাঝে মাঝে জ্বর আসতে পারে

⛔⛔ কিভাবে হয়?

➡️আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে।যেমনঃ আক্রান্ত ব্যক্তির হাতে একই গ্লাসে বা কাপে রাস্তার পাশে আখের সরবত,চা, ফুচকা,চটপটিসহ অন্যান্য হাবিজাবি খাবার খেলে।
➡️দূষিত পানি বা খাবার খেলে। যেমনঃ নোংরা পানি দিয়ে বানানো লাচ্ছি,সরবত,ফালুদা,হালিম বা অন্যান্য খাবার খেলে।এমনকি আপনার বাড়ির পানি যদি নোংরা হয় সেখান থেকেও হতে পারে

⛔⛔ কখন ডাক্তারের কাছে যাবেন??

➡️দুই দিনের বেশি পাতলা পায়খানা হলে
➡️অনেক বেশি বমি হলে
➡️প্রস্রাবের পরিমান স্বাভাবিকের চেয়ে কমে গেলে
➡️ডিহাইড্রেশন হলে।যেমনঃ জিহবা শুকিয়ে গেলে,প্রস্রাবের রঙ গাড় হলুদ হলে,মাথা ঝিমঝিম ভাব,মাথা হালকা ভাব হলে
➡️১০২°F বা এর বেশি জ্বর হলে

🚫🚫 বাচ্চাদের জন্য সতর্কতা

➡️ঘন ঘন বমি করলে
➡️৬ ঘন্টার মধ্যে প্রস্রাব না করলে
➡️ছোট শিশুদের মাথার তালুতে যে অংশ লাফায় বা চাপ দিলে নরম মনে হয় (Anterior fontanelle) তা দেবে গেলে বা স্বাভাবিকের চেয়ে ভিতরে ঢুকে গেলে
➡️কান্না করলে চোখ দিয়ে পানি না আসলে
➡️স্বাভাবিকের চেয়ে বেশি ঘুম ঘুম ভাব থাকলে।

উপরের সমস্যা বড় বা ছোট যাদেরই হোক দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হোন।

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি (বারডেম)
পিজিটি (মেডিসিন), সি-কার্ড (আইসিএইচআরআই)
ডায়াবেটোলজিস্ট & জেনারেল ফিজিশিয়ান
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল

✅✅রোজা রেখে কি করা যাবে আর কি করা যাবেনাআহলান সাহলান মাহে রামাদানরোজা রেখে কি করা যাবে আর কি করা যাবেনা তা নিয়ে কিছু সংশ...
01/03/2025

✅✅রোজা রেখে কি করা যাবে আর কি করা যাবেনা

আহলান সাহলান মাহে রামাদান

রোজা রেখে কি করা যাবে আর কি করা যাবেনা তা নিয়ে কিছু সংশয় থাকে।কিছু প্রশ্নের জবাব নিচে দেয়া হলো

➡️রোজা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।
➡️ রোজা অবস্থায় চোখ ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।
➡️নাকের ড্রপের ব্যপারে বিতর্ক আছে তবে গলায় না গেলে সমস্যা নেই।
➡️বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহবার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
➡️রোজা রেখে শিরাপথে স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল গ্রহণ করা যাবে না।
➡️খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশান হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।
➡️রোজা রেখে রক্ত পরীক্ষার জন্যে রক্ত দিতে বাধা নেই।
➡️ডায়বেটিস রোগীদের রোজা অবস্হায় রক্তের সুগার পরিমাপ করার পরামর্শ দেয়া হয়, এতে রোজা নষ্ট হবে না।
➡️চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে রোজা নষ্ট হবে না।
➡️ চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েনমেণ্ট, ব্যাণ্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না।
➡️রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না।
➡️রক্তদানে রোজা নষ্ট হবে না, যদিও ইফতারের পর রক্তদানে উৎসাহিত করা হয়েছে।
➡️রক্ত গ্রহনে রোজা নষ্ট হবে।
➡️চিকিৎসার জন্যে যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটোরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
➡️রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গড়গড়া করা যাবে।
➡️রোজা রাখা অবস্থায় কিডনি ডায়ালাইসিস করা যাবে না, বাস্তবে ডায়ালাইসিস লাগে এমন কিডনি রোগিদের রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়।

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি (বারডেম)
পিজিটি (মেডিসিন), সি-কার্ড (আইসিএইচআরআই)
ডায়াবেটোলজিস্ট & জেনারেল ফিজিশিয়ান
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল

⭕ই’উরিক অ্যা’সিডের সমস্যায় ভুগছেন? কী থেকে এই সমস্যা হয় জানেন ? জেনে নিন।🔰🔰✅ইউরিক অ্যাসিড একটি মারাত্মক সমস্যা। এই অসুখ...
01/03/2025

⭕ই’উরিক অ্যা’সিডের সমস্যায় ভুগছেন? কী থেকে এই সমস্যা হয় জানেন ? জেনে নিন।🔰🔰

✅ইউরিক অ্যাসিড একটি মারাত্মক সমস্যা। এই অসুখে আক্রান্ত হলে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হতে হবে। শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে তা বিভিন্ন অস্থিসন্ধিতে জমে। তখন ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। এক্ষেত্রে গাউট আর্থ্রাইটিস হয়। এই অবস্থায় দাঁড়ালে খুব ব্যথা হয়। আক্রান্তস্থল ফুলে যেতে পারে। এমনকী জ্বালাও করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইউরিক অ্যাসিডের সমস্যা সাধারণত খাদ্যাভাস থেকে হয়। সেক্ষেত্রে কিছু কিছু খাবার এড়িয়ে চলতে হবে।

যেমন-
☑️রেড মিট : রেড মিট অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করতে পারে। কারণ রেড মিটে মাত্রাতিরিক্ত প্রোটিন থাকে। আর রেড মিটের প্রোটিন থেকে অনেকটা পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয়।

☑️চিংড়ি: চিংড়ি কমবেশি সবারই পছন্দের। চিংড়িতে ভালো পরিমাণে প্রোটিন রয়েছে। তাই চিংড়ি খেলেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড থাকলে চিংড়ি থেকে দূরে থাকুন।

☑️সামুদ্রিক মাছ: বিভিন্ন গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ খেলেও এই সমস্যা বাড়ে। এক্ষেত্রে ইলিশ, পমপ্লেট খেলেও কিন্তু সমস্যা দেখা দিতেই পারে। এমনকী ক্যানবন্দি বিদেশি সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা খেলেও সমস্যা হতে পারে। তাই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে এ ব্যাপারে সাবধান হতে হবে।

☑️দানা থাকা সবজি: বিশেষজ্ঞদের মতে, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে বিভিন্ন দানা জাতীয় সবজি যেমন ঢ্যাঁড়শ, টমেটো থেকে দূরে থাকতে হবে। কারণ এই দানা খেলে সমস্যা বাড়তে পারে। এছাড়া বিনস জাতীয় খাবারও এড়িয়ে চলতে হবে।

☑️সয়াবিন : সয়াবিন হল হাই প্রোটিন খাবার। এই খাবার থেকে মানুষের শরীরে প্রোটিন পৌঁছায়। সয়াবিন অত্যন্ত ভালো একটি খাবার। কিন্তু কিছু ক্ষেত্রে এই খাবার থেকে সমস্যা হয়। যেমন -ইউরিক অ্যাসিড বেশি থাকলে এই খাবার নিয়ে অত্যন্ত সচেতন হয়ে যেতে হয়। তবেই ভালো থাকা সম্ভব হবে।

এছাড়া ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে।

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি(বারডেম)
পিজিটি(মেডিসিন),সি-কার্ড(আইসিএইচআরআই)
ডায়াবেটোলজিস্ট & জেনারেল ফিজিশিয়ান
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল

নতুন সময়সূচি। সিরিয়ালের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।
16/11/2024

নতুন সময়সূচি। সিরিয়ালের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।

🔰🔰 হাত- পা জ্বালাপোড়াচেম্বারে অনেক রোগী আসেন যাদের সমস্যা হাত-পা জ্বালাপোড়া। কেউ কেউ বলেন হাত-পা ঝিমঝিম করে,হাত পা টানে...
26/05/2024

🔰🔰 হাত- পা জ্বালাপোড়া

চেম্বারে অনেক রোগী আসেন যাদের সমস্যা হাত-পা জ্বালাপোড়া। কেউ কেউ বলেন হাত-পা ঝিমঝিম করে,হাত পা টানে,খোচাখোচা অনুভূতি হয়।মোটা দাগে এগুলো সব নার্ভের সমস্যা যাকে Peripheral Neuropathy (পেরিফেরাল নিউরোপ্যাথি) বলা হয়।

⭕⭕লক্ষন

➡️ হাত পা ঝিমঝিম,খোঁচাখোঁচা অথবা হালকা অবশ অনুভূতি হওয়া
➡️ হাতের পায়ের তালু প্রচন্ড জ্বালাপোড়া হওয়া, টনটন করা
➡️ ছোটখাটো কাজ করতে গেলেই পায়ে ব্যথা অনুভূতি হওয়া
➡️ হাটাহাটি করার সময় পায়ের সামঞ্জস্যতা রাখতে না পারা। যার ফলে পড়ে যাওয়া
➡️ মাংসপেশীতে দুর্বলতা
➡️ হাত পায়ে মোজা পড়ে রাখার মত অনুভূতি হওয়া যদিও মোজা পড়া থাকেনা
➡️ হাত পা অতিরিক্ত ঘামানো অথবা একদমই না ঘামানো
➡️ হাতে পায়ের মাংসপেশীতে টানাটানি অনুভূতি বা মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার অনুভূতি হওয়া

⭕⭕কারন

➡️ডায়াবেটিস
➡️ রিউমাটয়েড আর্থ্রাইটিস
➡️ হেপাটাইটিস বি,সি
➡️ ভিটামিনের অভাব
➡️ মদ্যপান
➡️ কেমোথেরাপি
➡️মানসিক দুশ্চিন্তা
➡️ ফ্যাক্টরিতে লেড,মার্কারি দিয়ে কাজ করার ফলে অতিরিক্ত এক্সপোজড হওয়া
➡️ দুর্ঘটনায় নার্ভে আঘাত পাওয়া
➡️ কিডনী ও লিভারের রোগ
➡️ থাইরয়েডের রোগ

চিকিৎসায় এই সমস্যার সমাধান হয়।তাই কারো এমন সমস্যা থাকলে চিকিৎসকের শরনাপন্ন হোন।

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি (বারডেম)
পিজিটি (মেডিসিন), সি-কার্ড (আইসিএইচআরআই)

🛑 স্ক্যাবিস এটা স্ক্যাবিস আক্রান্ত রোগীর হাত।বাচ্চার শরীরে ইনফেকশন হয়ে গিয়েছে।সারা হাতে এভাবে ফোস্কা পড়ে গিয়েছে।বাচ্চা হ...
19/05/2024

🛑 স্ক্যাবিস

এটা স্ক্যাবিস আক্রান্ত রোগীর হাত।বাচ্চার শরীরে ইনফেকশন হয়ে গিয়েছে।সারা হাতে এভাবে ফোস্কা পড়ে গিয়েছে।বাচ্চা হাত মুঠ করতে পারছেনা ব্যথায়।জায়গায় জায়গায় পুজ বের হচ্ছে।

▪️স্ক্যাবিস হলে পুরুষদের গোপনাংগে ছোট ছোট গোটার মত হতে পারে।

▪️নারীদের বুকের,নাভীর আশেপাশে গোটার মত হতে পারে।

▪️বাচ্চাদের মাথায় ছোট ছোট গোটার মত হতে পারে।

▪️সারাদিন যেমন তেমন কিন্তু রাত হলেই সারা শরীরে তীব্র চুলকানি শুরু হয়।অনেকে চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে।

এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. মো. মোস্তাফিজুর রহমান আদনান
এমবিবিএস, সিসিডি(বারডেম)
পিজিটি(মেডিসিন),সি-কার্ড(আইসিএইচআরআই)
জেনারেল ফিজিশিয়ান
মডার্ন ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড

Address

Burir Dokan, East Isdair, Upazilla Road
Narayanganj
1400

Telephone

+8801671922821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Adnan's Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Adnan's Chamber:

Share

Category