Organic Food BD

Organic Food BD 100% Authentic.home delivery all over Bangladesh

আলকুশি গাছের উপকারিতাঃ১) কোন পোকামাকড়ের কামড়ে বা বিছের দংশনে আলকুশীর বীজের গুড়া লাগালে অনেকাংশ যন্ত্রণা কমে যায়।২) এর শি...
28/02/2023

আলকুশি গাছের উপকারিতাঃ

১) কোন পোকামাকড়ের কামড়ে বা বিছের দংশনে আলকুশীর বীজের গুড়া লাগালে অনেকাংশ যন্ত্রণা কমে যায়।

২) এর শিকড়ের রস এক চামচ করে একমাস খেলে আমাশয় রোগ সারে।

৩) আলকুশীর পাতার রস ফোঁড়ায় দিলে অচিরেই সেটি ফেটে যায়।

৪) এর বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।

৫) এর শিকড়ের রসে জ্বর, সর্দি-কাশি ভালো করে।

৬) আলকুশীর শিকড়ের মণ্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময়ে বেশ উপকার।

৭) এর কাণ্ডের রস চোখের রোগের ক্ষেত্রেও ফলপ্রসূ।

৮) শিকড়ের রস জীবজন্তুর গায়ের ঘায়ে লাগালে ক্ষত দ্রুত সরে যায়।

29/12/2022
16/12/2022

..🤲আসসালামু আলাইকুম সবাইকে🕋

🥀পবিত্র জুম্মা মোবারক 🤲

বর্তমান সময়ে যৌ_ন শক্তি কমে যাওয়া ছেলেদের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরু_ষত্ব শক্তি কমে যাওয়ার পেছনে অনেক কারনই...
10/12/2022

বর্তমান সময়ে যৌ_ন শক্তি কমে যাওয়া ছেলেদের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরু_ষত্ব শক্তি কমে যাওয়ার পেছনে অনেক কারনই দায়ী। তবে বিশেষজ্ঞদের মতে কিছু খারাপ অভ্যাস এবং খাদ্যাভাস পুরু_ষত্ব ক্ষম_তার উপর মারা_ত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ছেলেদের ব_য়ঃসন্ধি_র সময় থেকেই সতর্ক না থাকলে পরিনত বয়সে বা বিবাহীত জীবনে এসে সমস্যায় পরতে হয়। যেমন, অনেক পুরুষই অল্প বয়সে অতিরিক্ত হ_স্তমৈথু_নের ফলে নিজের বি_বাহীত জীবনের মারা_ত্মক ক্ষ_তি করে ফেলেন। এমনকি নিজেকে ধ্ব_জভংয় রোগে_র দিকে ঠেলে দেন। তাই আমাদের সবার পুরুষ_ত্ব শ_ক্তি বাড়ানোর উপায় কি তা জানার পাশাপাশি কোন কাজ পুরু_ষত্ব ক্ষ_মতা নষ্ট করে তাও জেনে রাখতে হবে।

পুরুষত্ব শক্তি বাড়ানোর উপায় :
১৪। পুরু_ষত্ব শ_ক্তি বাড়ানোর জন্য আপেল:
বিশেষজ্ঞগণ সকলকেই প্রতিদিন একটি করে আপেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ! বলা হয়ে থাকে প্রতি দিন অন্তত একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না; কোনো রোগে ধরে না। আপেলের শতকরা ৮০ ভাগ জল এবং এটি সকলের পছন্দের একটি সুমিষ্ট ফল। আপেলে রয়েছে দেহের জন্য প্রয়োজনীয় সকল প্রকার ভিটামিন ও খনিজ। আপেল খেলে পুরু_ষত্ব শক্তি বাড়ে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই পুরুষত্ব শক্তি বাড়ানোর উপায় বা মাধ্যম হিসেবে আপনি প্রত্যহ একটি করে সবুজ আপেল খেতে পারেন।

ভেষজ পণ্য সেবন করি, আজীবন সুস্থ থাকি। সেই আঙ্গিকে আমিও আমার সকল চিকিৎসা ভেষজ ও আয়ুর্বেদ পদ্ধতিতে করে থাকি।

নারীর যৌন সুখের উৎস সন্ধানেসুস্থ জীবনের জন্য অতি প্রয়োজনীয় সুখকর যৌন জীবন। আর নারীদের ক্ষেত্রে সুখী যৌন জীবনের জন্য অত্য...
04/12/2022

নারীর যৌন সুখের উৎস সন্ধানে

সুস্থ জীবনের জন্য অতি প্রয়োজনীয় সুখকর যৌন জীবন। আর নারীদের ক্ষেত্রে
সুখী যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। অন্তত তেমনই দাবি
মার্কিন গবেষকদের।
অ্যারিজোনার একদল বিজ্ঞানীর গবেষণা বলছে, বিশেষত মধ্য ও বেশি বয়সের নারীদের ক্ষেত্রে
যাঁরা পর্যাপ্ত নিদ্রা থেকে বঞ্চিত হন, তাদের মধ্যে যৌন সমস্যার আশঙ্কা
বেড়ে যায় প্রায় দ্বিগুণ হারে। ৩৪০০ জনের উপর করা এই গবেষণায়
অংশগ্রহণকারীদের মধ্যে ৫৪ শতাংশ জানিয়েছেন যে, তারা সম্পূর্ণ যৌন সুখ পান
না। এর মধ্যে শতকরা ৭৪ জন মহিলার মধ্যে দেখা গিয়েছে অনিদ্রার সমস্যা।

যদিও কেন এমন ঘটে, তা সম্পর্কে এখনও নিশ্চিত নন গবেষকরা। তাঁদের ধারণা,
পর্যাপ্ত ঘুমের অভাব ডেকে আনে শারীরিক ও মানসিক ক্লান্তি। যৌনতার সঙ্গে
পেশীর ক্লান্তি ওতপ্রোতভাবে জড়িত। আবার পর্যাপ্ত ঘুম শরীরের একাধিক হরমোনের
ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি, ঘুম যেহেতু মনোযোগ ও মানসিক সুস্থতার
সঙ্গেও যুক্ত, তাই যৌন পরিতৃপ্তির সঙ্গেও পরোক্ষভাবে এর যোগ থাকতে পারে বলে
মত গবেষকদের।

বরকতময় “জয়তুন ফল"জয়তুন নিঃসন্দেহে বরকতময় ফল এর তেলেরও রয়েছে বহু স্বাস্থ্যগত উপকারিতা।জয়তুন ফলের উপকারীতা:১. জয়তুন র...
01/12/2022

বরকতময় “জয়তুন ফল"
জয়তুন নিঃসন্দেহে বরকতময় ফল এর তেলেরও রয়েছে বহু স্বাস্থ্যগত উপকারিতা।
জয়তুন ফলের উপকারীতা:
১. জয়তুন রক্তের অতিরিক্ত কোলেস্টেরল দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
২. এতে রয়েছে প্রচুর আঁশ বা ফাইবার। ফলে এটি সবজি ও ফল দুটিরই কাজ করে।
৩. অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কোষের সুরক্ষার কাজ করে জলপাই।
৪. দাঁতের ক্যাভিটি ইত্যাদি রোগের প্রভাব কমিয়ে আনে জয়তুন।
৫. জয়তুন ক্যান্সার বিস্তারের বিরুদ্ধে কোষের মেমব্রেনকে রক্ষা করে।
৯. রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার একটি বড় প্রতিকারের নাম জয়তুন।

🌱🌿পুরুষ’দের শু’ক্রা’ণু বৃদ্ধিতে উপকারী গাছ হলো অশ্বগন্ধা!বয়স কম হোক কিংবা বেশি, আজকাল সবার মধ্যেই এটি সাধারণ লক্ষণ করা ...
01/12/2022

🌱🌿পুরুষ’দের শু’ক্রা’ণু বৃদ্ধিতে উপকারী গাছ হলো অশ্বগন্ধা!বয়স কম হোক কিংবা বেশি, আজকাল সবার মধ্যেই এটি সাধারণ লক্ষণ করা যায় তা হল দুশ্চিন্তা এবং মানসিক চাপ, যা আরো বেশি শরীরে সমস্যা সৃষ্টি করে। এই গাছ এই সমস্ত রোগকে কমানোয় সহায়তা করে।🥣🌴

Address

Dhaka Madanpur, Narayangang
Narayanganj
1400

Telephone

+8801766886262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Food BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share