Pioneer Digital Diagnostic

Pioneer Digital Diagnostic Pioneer Digital Diagnostic is a diagnostic based at shonamia market, college road,Nimai Kashari,Sana

27/07/2023

যেকোনো মেডিকেল চেকআপ ও তথ্যের জন্য
যোগাযোগ করুন ঃ ০১৮৮৯৯৯১০০০

মূলত CRP টেস্টটি কখন করা হয়ে থাকে:-·       যদি আপনার শরীরে কোনোভাইরাস বা ব্যাক্টেরিয়ার আক্রমন হয়ে থাকে।·       যদি শরীরে...
25/07/2023

মূলত CRP টেস্টটি কখন করা হয়ে থাকে:-

·
যদি আপনার শরীরে কোনো
ভাইরাস বা ব্যাক্টেরিয়ার আক্রমন হয়ে থাকে।

·
যদি শরীরের অভ্যন্তরে
কোনো রোগ আছে এমন ধারণা করা হয়।যেমন:-
কোলাইটিস বা আলসার, ডিওডেনামে ক্ষত।

·
যদি আপনার বাত ব্যথা
বা বাতজ্বর থাকে।

·
অনেক সময় র্দীঘদিন
যদি শরীরে জ্বর থাকে তখনও এই CRP রক্ত
পরিক্ষাটি করা হয়ে থাকে।

·
ফুসফুসের কোনো রোগ।যেমন:- হাপানি, ফুসফুসের ক্যানসার,নিউমোনিয়া।

ভাই, আলট্রাসোনোগ্রাম দেখে কী বুঝলেন?? আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে??""আমি আপনাকে এটা কোনভাবেই বলবো না। অসম্ভব!! সন্তা...
24/07/2023

ভাই, আলট্রাসোনোগ্রাম দেখে কী বুঝলেন?? আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে??"
"আমি আপনাকে এটা কোনভাবেই বলবো না। অসম্ভব!! সন্তান ছেলে নাকি মেয়ে এইটা জেনে আপনি কী করবেন?? আপনি শুধু এতটুকু জেনে রাখেন, আপনার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছেন এবং সন্তান সুস্থ্য আছে!!"
একজন মা প্রেগনেন্ট থাকাকালে বিভিন্ন সময়ে Ultrasonography করতে হয়।
বাচ্চা হয়তো মায়ের জরায়ুতে বড় না হয়ে পেটের অন্য কোথায় বড় হচ্ছে। এটা আপনাকে আলট্রাসোনোগ্রাম করে জানতে হবে, তা না হলে সেটা মায়ের জীবনের জন্যে হুমকি হয়ে দাঁড়াবে।
গর্ভের বাচ্চা টার কোন Anomaly নাই তো?? presentation, lie সবকিছু ঠিকঠাক আছে তো?? এগুলা আগে থেকে জানা লাগে। তাই Ultrasonogram করা হয়।
তবে আমাদের সমাজের বড় একটা অংশের ধারণা, ultrasonogram করা হয় ছেলে না মেয়ে জানার জন্যে।
অথচ এটা কোনভাবেই আলট্রাসোনোগ্রামের উদ্যেশ্য হতে পারে না।
আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, সন্তান টা আপনাকে মা ডাকবে, বাবা ডাকবে এটাই তো সর্বোচ্চ আনন্দের কথা!! সেখানে ছেলে না মেয়ে জানার জন্যে এত আগ্রহ কেন?? দুইটাই তো সমান আনন্দের।
ওহহ!! আপনার মেন্টালিটিতে প্রবলেম থাকলে সেটা অন্য কথা!!

CBC  টেস্ট কেন করাতে হয়ঃএটি খুবই পরিচিত একটি পরীক্ষা এর মাধ্যমে জানা যায়-★ জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।...
23/07/2023

CBC টেস্ট কেন করাতে হয়ঃ
এটি খুবই পরিচিত একটি পরীক্ষা এর মাধ্যমে জানা যায়-
★ জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
★ শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
★ রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
★ শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
★ রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
★ রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
★ ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

21/07/2023
সাবধান! ভয়াবহ আকারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ যা ঢাকাসহ ৫৭টি জেলায় ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ৮৩৬ জন আক্রান্ত ও ৬ জনের মৃত্যু ...
21/07/2023

সাবধান! ভয়াবহ আকারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ যা ঢাকাসহ ৫৭টি জেলায় ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ৮৩৬ জন আক্রান্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। তাই আমাদের সকলকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে । আসুন জেনে নেই কীভাবে ডেঙ্গু রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়!

১. ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় না থাকার চেষ্টা করুন
২. বাড়িতে মশারি, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করুন
৩. বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করুন
৪. জানালায় নেট লাগান অথবা দরজা জানালা বন্ধ করে রাখুন ।
৫. বাড়িতে এবং আশেপাশে যাতে পানি না জমে সেটা পর্যবেক্ষণ করুন ।
৬. বাড়ির আসেপাশের জমা পানিতে মশার লার্ভা দেখা গেলে কেরোসিন ঢেলে দিন। শ্বাস রোধ হয়ে লার্ভা মারা যাবে।
৭. ডেঙ্গুতে আক্রান্ত হলে সব সময় মশারির ভিতর থাকুন যাতে মশায় কামড়াতে না পারে। সর্বোপরি ডেঙ্গুর লক্ষণ থাকলে ডাক্তার দেখান ।

Pioneer Digital Diagnostic
21/07/2023

Pioneer Digital Diagnostic

রক্তে কোলেস্টেরল এর পরিমান বাড়লে কি কি হতে পারে।*বুকে ব্যথা বা চাপ (এনজাইনা) *মস্তিষ্ক ও হৃদপিন্ডে রক্তনালীতে বাধা। *উচ্...
14/06/2023

রক্তে কোলেস্টেরল এর পরিমান বাড়লে কি কি হতে পারে।
*বুকে ব্যথা বা চাপ (এনজাইনা)
*মস্তিষ্ক ও হৃদপিন্ডে রক্তনালীতে বাধা।
*উচ্চ রক্তচাপ।
*হৃদপিন্ডে হঠাৎ আক্রমণ।
*স্ট্রোক।
প্রতি ৩মাস পরপর একজন সুস্থ মানুষের Lipid Profile চেক করা উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের ঠিকানাঃ সোনামিয়া মার্কেট, কলেজ রোড,
সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারয়ানগঞ্জ।
যোগাযোগঃ ০১৮৮৯৯৯১০০০

Every drop of blood has a story, let's make sure it's a happy ending. On World Blood Cancer Day, join the fight against ...
28/05/2023

Every drop of blood has a story, let's make sure it's a happy ending. On World Blood Cancer Day, join the fight against this cruel disease.


টিকা দ্বারা যেসব রোগ প্রতিরোধ করা যায়.....প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। জি! সামান্য অর্থে টিকা নিয় সহজেই নিম্নের মরণঘ...
27/05/2023

টিকা দ্বারা যেসব রোগ প্রতিরোধ করা যায়.....
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। জি! সামান্য অর্থে টিকা নিয় সহজেই নিম্নের মরণঘাতি ও দূরারোগ্য রোগসমূহ সহজেই প্রতিরোধ করা যায়..........
১) হেপাটাইটিস এ,
২) হেপাটাইটিস বি,
৩) জরায়ু মুখ কেন্সার,
৪) যক্ষা,
৫) ধনুষ্টংকার,
৬) পোলিও,
৭)টাইফয়েড,
৮) বসন্ত,
৯) ডায়রিয়া,
১০) নিউমোনিয়া,
১১) ঠান্ডাজ্বর,
১২)জলাতঙ্ক,
১৩)হুপিংকাশি,
১৪) মিসেলস,
১৫) মামস,
১৬) রুবেলা।
এ সকল টিকা হোম সার্ভিসসহ পেতে কল করুন 01889991000(9AM-8PM) অথবা ভিজিট করুন www.pioneerhsbd.com

Address

Shonamia Market, College Road, Nimai Kashari, Sanarpar, Siddirgonj
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Digital Diagnostic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pioneer Digital Diagnostic:

Share

পাইওনিয়ার হেলথ কার্ডের সুবিধা

যুক্তরাষ্ট্র, কানাডা ও অষ্ট্রেলিয়ার মত উন্নত রাষ্ট্রের ন্যায় পাইওনিয়ার হেলথ কার্ডের মাধ্যমে আমাদের সকল সেবা এবং আমাদের সাথে চুক্তিবদ্ধ দেশের খ্যাতিমান চিকিৎসকগণ ও চিকিৎসাকেন্দ্রের সমুহে ০৫%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধায় চিকিৎসা সেবা। তাছাড়া কলসেন্টার ও নিজস্ব সাইটের মাধ্যমে স্বাস্থ্য তথ্য, ব্লাড ডোনেশন, আকর্ষনীয় ডিসকাউন্ট সুবিধায় বাংলা ও চাইনিজ খাবার, পোষাক, রূপচর্চা, কম্পিউটার ট্রেনিং, শরীর চর্চা এবং ভ্রমন সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবায় পরম বন্ধু হয়ে যখন যেখানে প্রয়োজন আমাদের সাধ্যমত সেবা নিয়ে সব সময় আমরা আপনার পাশে। আরো দেখুন