Dr. Abu Bakar Siddique

Dr. Abu Bakar Siddique Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Abu Bakar Siddique, Doctor, Narayanganj.

এখানে সকল প্রকার রোগীদের হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে সরাসরি ও অনলাইনে সু চিকিৎসা দেওয়া হয়।যেমনঃ চর্ম,যৌন দূর্বলতা,বন্ধাত্ব বা বাচ্চা না হওয়া, টিউমার, পাইলস,ফিস্টুলা,বাচ্চাদের বিভিন্ন সমস্যা ,পুরুষ,মহিলা সহ সকলের জটিল কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয়।

হার্নিয়া রোগে হোমিওপ্যাথি চিকিৎসাঃ- (Hernia treatment in Homeopathy ) #হার্নিয়াঃযদি কোন কারণে পেটের অভ্যন্তরে চাপের পর...
08/07/2025

হার্নিয়া রোগে হোমিওপ্যাথি চিকিৎসাঃ- (Hernia treatment in Homeopathy )

#হার্নিয়াঃ

যদি কোন কারণে পেটের অভ্যন্তরে চাপের পরিমাণ বেড়ে যায় (Increase Internal pressure), তাহলে আমাদের অন্ত্রের (Intestinal) বিভিন্ন অংশ ঐ চাপে স্থানচ্যূত হয়ে সেই দুর্বল যায়গা দিয়ে প্রবেশ(penetrate) করে ফেলে তখন নাভী, উদর (Abdomen) ও উরুর সংযোগস্থল (Inguinal region), অণ্ডকোষ (Te**es) ইত্যাদি এলাকা ফুলে ওঠে। এটিই হল হার্নিয়া।

কেন উদর অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায়?

* পুরনো কাশি (Chronic cough)
* হাঁচি (Sneezing)
* কোষ্ঠকাঠিন্য (Constipation)
* প্রোস্টেটগ্রন্থি বড় হয়ে যাওয়া (Enlarge prostrate gland)
* প্রেগনেন্সি (Pregnancy) ইত্যাদি

#প্রকারভেদঃ

ইঙ্গুইনাল হার্নিয়া (Inguinal Hernia):
এই ধরনের হার্নিয়ায় অন্ত্রের অংশবিশেষ (Parts of intestine) উদর ও উরুর সংযোগস্থলে ইঙ্গুইনাল অঞ্চল দিয়ে প্রবেশ করে। তখন উদর ও উরুর সংযোগস্থল ফোলা মনে হয়।

ইঙ্গুইনো-স্ক্রোটাল(Inguino-scrotal):
এধরনের হার্নিয়া ইঙ্গুইনাল হার্নিয়াতে কোন ব্যবস্থা না নিলে হয়ে থাকে। তখন অন্ত্রের অংশবিশেষ নামতে নামতে একেবারে অন্ডকোষে (Te**es) এসে প্রবেশ করে(Enter), ফলে অন্ডথলি (Sc***um) ফুলে যায়।

ফিমোরাল হার্নিয়া(Femoral Hernia):
ফিমোরাল হার্নিয়া সাধারনত মহিলাদের হয়। এক্ষেত্রে উরুর ভেতরের দিকে স্ফিতি দেখা দেয়।

আম্বিলিকাল হার্নিয়া(Umbilical Hernia):
এক্ষেত্রে নাভির চারপাশ(Around Naval) বা একপাশ ফুলে ওঠে।

ইনসিসনাল হার্নিয়া(Incisional Hernia):
উদরের পূর্বে অপারেশন (Previous operation area) করা হয়েছে এমন অঞ্চলে ইনসিসনাল (Incisional) হার্নিয়া হয়। কেননা অপারেশনের ফলে সেই অঞ্চল খানিকটা দুর্বল হয়ে পড়ে।

#হার্নিয়ার লক্ষণঃ

* কুঁচকি বা অন্ডথলি (Sc***um) ফুলে যাওয়া।
* নাভির (Naval) আশপাশ ফুলে যাওয়া।
* উরুর গোড়ার ভেতর (Inguinal region) দিক ফুলে যাওয়া।
* পেটে পূর্বে অপারেশন (Operation area) করা হয়েছে এমন স্থান ফুলে যাওয়া।

#জটিলতাঃ

* প্রচন্ড ব্যাথা (Severe headache)
* বমি ভাব (Nausea)
* বমি (Vomiting)
* মল ত্যাগে অসুবিধা (Difficulty evacuation)
* হার্নিয়ার চিকিৎসায় বিলম্ব (Late stage of treatment) হলে আটকে যাওয়া খাদ্য নালীর রক্ত(Blood circulation) সরবরাহ ব্যাহত করে গ্যাংগ্রিন (Gangrene) ঘটাতে পারে।
* পেরিটোনাইটিস (Peritonitis)
* সেফটিসেমিয়া (Septicemia)
* শক (Shock)
* মৃত্যুও(Death) হতে পারে।

#রোগ নির্ণয়ঃ

সাধারণ শারীরিক পরীক্ষায় মাধ্যমে ইন্টেস্টইনাল হার্নিয়া (Intestinal hernia) নির্ণয় করা হয়। আপনার চিকিৎসক আপনাকে আপনার উপসর্গগুলো জানতে চাইবেন, তারপর কুঁচকি (Inguinal hernia) এলাকায় ফোলাটা (Swelling) পরীক্ষা করে দেখবেন। যেহেতু কাশি দিলে হার্নিয়া অধিক স্পষ্ট হয়ে দেখা দেয়, তাই কাশি (Coughing) দেয়াটাও আপনার পরীক্ষার একটা অংশ হতে পারে।

#প্রতিরোধঃ

স্বাস্থ্যকর ওজন বজায় রাখুনঃ
যদি আপনার ওজন স্বাভাবিক ওজনের চেয়ে বেশি থাকে (Over weight), তাহলে চিকিৎসকের পরামর্শ (Consult) মতো ব্যায়াম ও খাদ্যগ্রহণ করুন। উচ্চ আঁশসমৃদ্ধ খাবার খান। টাটকা ফলফূল ও শাক-সবজি এবং সম্পূর্ণ খাদ্যশস্য আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো।

ভারী বস্তু উত্তোলনে সতর্ক হোনঃ
পারতপক্ষে ভারী বস্তু উত্তোলন করবেন না। যদি একান্তই উত্তোলন করতে হয় তাহলে সর্বদা হাঁটু ভাঁজ করে শুরু করবেন, কখনো কোমর (Waist) বাঁকাবেন না।

ধূমপান বন্ধ করাঃ
ধূমপান মারাত্মক রোগ যেমন ক্যান্সার (Cancer), এমফাইসেমা (Emphysema) ও হ্নদরোগের ঝুঁকি (Risk) বাড়াতে পারে। এ ছাড়া ধূমপান সচরাচর দীর্ঘস্থায়ী কাশির সৃষ্টি করে, যা ইনগুইনাল হার্নিয়া (Inguinal) সৃষ্টিতে উৎসাহ জোগায়।

#হোমিওপ্যাথি চিকিৎসাঃ

রবিন মার্ফি'র রেপার্টরী হার্নিয়া আরোগ্য সহায়ক ওষুধসমূহের নাম তুলে ধরা হলোঃ

১ম গ্রেডঃ লাইকোপোডিয়াম, নাক্স ভম।

২য় গ্রেডঃ এলিয়াম সেপা, এলোমিনা, এপিস মেল, অ্যাসারাম, অরাম, ক্যাল্কেরিয়া কার্ব, ক্যার্বো এনি, কার্বো ভেজ, ককোলাস, কফিয়া, ডিজিটালিস, ম্যাগ কার্ব, ম্যাগ এসিড, নাইট্রিক এসিড, অপিয়াম, রাস টক্স, সাইলিসিয়া, স্পাইজেলিয়া, এসিড সালফ, সালফার, ভেরেট্রাম, জিঙ্ক।

৩য় গ্রেডঃ ইস্কিউলাস হিপ, এমোন কার্ব, বার্বারিস, ক্যাল্কেরিয়া আর্স, ক্যাপসিকাম, ক্যামোমিলা, কলোসিন্থ, ল্যাকেসিস, ম্যাগ মিউর, মিলিফোলিয়াম, পেট্রোলিয়াম, ফসফরাস, সোরিনাম, সারসাপেরিলা, স্ট্যাফিস্যাগ্রিয়া, টেলুরিয়াম, থুজা।

(( আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সুচিকিৎসা পেতে আপনার রোগ লক্ষণগুলো পেজে ম্যাসেজ দিয়ে বিস্তারিত জানান))

ডাঃ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক
ডি এইচ এম এস (বি এফ আই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নরসিংদী)
কনসালটেন্ট অব হোমিওপ্যাথি মেডিসিন।
(বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ঢাকা)
বি টি আই এস ( ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা)
এম এস এস ( জাতীয় বিশ্ববিদ্যালয়)
Dr. Muhammad Abu Bakar Siddique
DHMS (BFI Homoeopathic Medical College Narsingdi)
(Bangladesh Homeopathic Medical Education Council, Ministry of Health and Family Welfare, Dhaka).
BTIS (Islamic Arabic University Dhaka)
MSS (National University)
Contact : 01932-659270
01703-128600

চেম্বারঃ বারাকাহ হোমিও হল মোগড়াপাড়া চৌরাস্তা, হাজী জালাল টাওয়ারের পিছনে, মুরগী ও কাচা বাজারের নতুন গলী,সোনারগাঁও,নারায়ণগঞ্জ।

অনলাইনে বাসায় থেকে ও সেবা নেওয়ার সু ব্যবস্থা আছে।
কুরিয়ারে বাংলাদেশের যে কোন জায়গায় ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

হোমিওপ্যাথি চিকিৎসা সকল বয়সের সকল মানুষের জন্য খুবই নিরাপদ, তাই
হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন।

ডাঃ আবু বকর ছিদ্দিক এর যে কোন রোগ সম্পর্কীত ভিডিও পেতে ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। https://youtube.com/channel/UCn0yv9JUETIuPuuw_hcETrw?si=ndZat60pZuVy21wa

বাংলাদেশের যে কোন জায়গা থেকে বারাকাহ হোমিও হল এ আসার গুগল ম্যাপ https://maps.app.goo.gl/5iGXVKEyKZsPNoiw8
পেইজ লিংক ডাঃ আবু বকর ছিদ্দিক
https://www.facebook.com/profile.php?id=61550848752278

04/07/2025
টনসিলের প্রদাহে কার্যকর
18/06/2025

টনসিলের প্রদাহে কার্যকর

🔸🏖️জীব জন্তু পোকা-মাকড় থেকে যে সমস্ত হোমিওপ্যথিক মেডিসিন তৈরী হয়মশা দিয়ে তৈরি হয় - Culex Musca. ছারপোকা দিয়ে তৈরি হয় - C...
18/06/2025

🔸🏖️জীব জন্তু পোকা-মাকড় থেকে যে সমস্ত হোমিওপ্যথিক মেডিসিন তৈরী হয়
মশা দিয়ে তৈরি হয় - Culex Musca.
ছারপোকা দিয়ে তৈরি হয় - Cimex Lectularius.
তেলাপোকা দিয়ে তৈরি হয় - Blatta orientalis & Americana.
মৌমাছি দিয়ে তৈরি হয় - Apis Mellifica.
ইউরোপিয়ান জায়ান্ট ভীমরুল দিয়ে তৈরি হয় - Vespa Crabo. (জার্মানিতে এই ভীমরুল হত্যা করা আইনত দন্ডনীয়)
Spanish মাছি দিয়ে - Cantharis.
জীবন্ত মাকড়শা (New zealand এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় - Lactrodectus katipo.
বড় কালো রঙের কিউবান মাকড়শা দিয়ে তৈরি হয় - Mygale.
কিউবার বিষাক্ত এক ধরনের মাকড়শা দিয়ে তৈরি হয় - Terentula Cubensis.
স্পেনের এক ধরনের মাকড়শা মিউজিকের তালে নাচতে থাকে সেটা দিয়ে তৈরি হয় (রোগীও মিউজিকের তালে নৃত্য করে) - Terentula Hispanica.
কমলা রঙের মাকড়শা দিয়ে তৈরি হয় - Theridion.
হাঙর মাছের তৈল (Cod Liver Oil) দিয়ে তৈরি - Oleum Jecoris Aselli.
সবুজ বর্ণের টিকটিকি (USA এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় - Lacerta.
রাজহাঁস (Tundra Swan) থেকে তৈরি হয় - Lactis Vaccini Flos.
সামুদ্রিক কিং ক্র্যাব বা কাঁকড়ার শুকনো রক্ত দিয়ে তৈরি হয় - Limulus.
পাগলা কুকুরের লালা দিয়ে তৈরি হয় - Lyssinum/Hydrophobinum.
বিচ্ছুর বিষাক্ত বিষ দিয়ে - Scorpio.
বিড়ালের দুধ দিয়ে - Lac Felinum.
কুকুরের দুধ দিয়ে - Lac Caninum.
গরুর দুধ দিয়ে - Lac Vaccinum.
গরুর দুধের সড় (Skimmed milk) দিয়ে - Lac defloratum.
গরুর দুধের দই দিয়ে তৈরি হয় - Lac Vaccinum Coagulatum. (গর্ভবতী মহিলাদের বমির ভাবে ভালো কাজ করে)
ঘরের কুনোব্যাঙের গ্ল্যান্ড থেকে নিঃসৃত সাদা রঙের আঠালো পদার্থ দিয়ে তৈরি হয় - Bufo Rana.
জীবন্ত পিঁপড়া গুঁড়া করে তৈরি হয় - Formica Rufa/Myrmexine.
গরুর চামড়ার ভস্ম দিয়ে তৈরি হয় - Carbo Animalis.
গরুর gallbladder (Ox gall) থেকে তৈরি হয় - Fel Tauri.
সদ্য প্রসূত গরু বা ঘোড়ার বাছুরের জিহবার লালা দিয়ে তৈরি হয় (যৌনশক্তি বৃদ্ধি করে যা গ্রীক সৈন্যরা সেবন করত) - Hippomanes.
ভেড়া বা ষাঁড়ের অগ্ন্যাশয় ও লালাগ্রন্থি দিয়ে তৈরি হয় - Pancreatinum.
ভেড়া ও গরুর ওভারির জুস দিয়ে - Oophorinum/Ovininum.
ভেড়া ও গরুর টেস্টিসের জুস দিয়ে - Orchitinum.
ভেড়া ও বাছুরের থাইরয়েড দিয়ে - Thyroidinum.
শুঁয়োরের পাকস্থলীর জুস থেকে তৈরি হয় - Pepsinum.
মাছের ফসিল দিয়ে তৈরি হয় - Ichthyolum.
তিমি মাছের বমি দিয়ে তৈর

12/06/2025

মহিলাদের জরায়ুর সমস্যা বাল্কি ইউটেরাস কি? বিস্তারিত জানুন ও শেয়ার করুন।
ডাঃ আবু বকর ছিদ্দিক
ডি এইচ এম এস (বি এফ আই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নরসিংদী)
কনসালটেন্ট অব হোমিওপ্যাথি মেডিসিন।
(বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ঢাকা)
বি টি আই এস ( ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা)
এম এস এস ( জাতীয় বিশ্ববিদ্যালয়)
Dr. Muhammad Abu Bakar Siddique
DHMS (BFI Homoeopathic Medical College Narsingdi)
(Bangladesh Homeopathic Medical Education Council, Ministry of Health and Family Welfare, Dhaka).
BTIS (Islamic Arabic University Dhaka)
MSS (National University)
Contact : 01932-659270
01703-128600

চেম্বারঃ বারাকাহ হোমিও হল মোগড়াপাড়া চৌরাস্তা, হাজী জালাল টাওয়ারের পিছনে, মুরগী ও কাচা বাজারের নতুন গলী,সোনারগাঁও,নারায়ণগঞ্জ।

অনলাইনে বাসায় থেকে ও সেবা নেওয়ার সু ব্যবস্থা আছে।
কুরিয়ারে বাংলাদেশের যে কোন জায়গায় ঔষধ পাঠানোর ব্যবস্থা আছে।

হোমিওপ্যাথি চিকিৎসা সকল বয়সের সকল মানুষের জন্য খুবই নিরাপদ, তাই
হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন।

ডাঃ আবু বকর ছিদ্দিক এর যে কোন রোগ সম্পর্কীত ভিডিও পেতে ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। https://youtube.com/channel/UCn0yv9JUETIuPuuw_hcETrw?si=ndZat60pZuVy21wa

বাংলাদেশের যে কোন জায়গা থেকে বারাকাহ হোমিও হল এ আসার গুগল ম্যাপ https://maps.app.goo.gl/5iGXVKEyKZsPNoiw8

পেইজ লিংক ডাঃ আবু বকর ছিদ্দিক
https://www.facebook.com/profile.php?id=61550848752278

গনোরিয়া (Gonorrhea) একটি যৌনবাহিত রোগ (STD/STI), যা Neisseria gonorrhoeae নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটি পুরুষ ও ...
11/06/2025

গনোরিয়া (Gonorrhea) একটি যৌনবাহিত রোগ (STD/STI), যা Neisseria gonorrhoeae নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটি পুরুষ ও মহিলাদের উভয়েরই যৌনাঙ্গ, মূত্রনালী, গলা এবং মলদ্বারে সংক্রমণ ঘটাতে পারে।

---

🔍 কারণ (Causes):

গনোরিয়া সাধারণত নিচের কারণে ছড়ায়:

1. অরক্ষিত যৌন সম্পর্ক (vaginal, a**l, oral)

2. সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক

3. গর্ভবতী মায়ের শরীর থেকে সন্তানের মধ্যে জন্মের সময় ছড়াতে পারে

4. খুব কম হলেও সংক্রমিত বস্ত্র বা তোয়ালে থেকেও ছড়াতে পারে

---

⚠️ লক্ষণ (Symptoms):

👨‍⚕️ পুরুষদের ক্ষেত্রে:

প্রস্রাব করার সময় জ্বালা

লিঙ্গ থেকে হলুদ/সবুজ রঙের পিচ্ছিল তরল বের হওয়া

অন্ডকোষ ফুলে যাওয়া বা ব্যথা

যৌনাঙ্গে চুলকানি বা জ্বালা

👩‍⚕️ নারীদের ক্ষেত্রে:

অতিরিক্ত এবং দুর্গন্ধযুক্ত স্রাব

যোনিতে চুলকানি বা জ্বালা

প্রস্রাবে জ্বালাভাব

মাসিকের বাইরে রক্তপাত

তলপেটে ব্যথা

অনেক নারী গনোরিয়ায় আক্রান্ত হলেও প্রাথমিক পর্যায়ে লক্ষণ দেখা দেয় না, তাই নিয়মিত STD টেস্ট করা জরুরি।

---

🌿 হোমিওপ্যাথিক চিকিৎসা:

হোমিওপ্যাথিতে রোগীর পুরো শরীর, মানসিক অবস্থা এবং নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়। নিচে কয়েকটি সাধারণভাবে ব্যবহৃত হোমিও ঔষধের নাম দেওয়া হলো:

ওষুধের নাম লক্ষণের ধরন

Medorrhinum দীর্ঘস্থায়ী গনোরিয়া, ঘন তরল নিঃসরণ, রাতের দিকে উপসর্গ বেড়ে যায়
Thuja occidentalis গনোরিয়ার পরে জটিলতা বা ক্রনিক উপসর্গ
Cannabis sativa প্রস্রাবে তীব্র জ্বালা, পিচ্ছিল তরল নিঃসরণ
Nitric acid প্রস্রাবে রক্ত মিশ্রিত হওয়া ও ব্যথা
Mercurius solubilis পুঁজ বা ঘন তরল নিঃসরণ, রাতের বেলা উপসর্গ বাড়ে, মুখে দুর্গন

---

🛡️ প্রতিরোধ:

নিরাপদ যৌন সম্পর্ক (কন্ডম ব্যবহার)

নিয়মিত STD টেস্ট

একাধিক যৌন সঙ্গী পরিহার করা

সংক্রমিত হলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যৌন সম্পর্ক না করা।
---
ডাঃ আবু বকর ছিদ্দিক
ডি এইচ এম এস (বি এফ আই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নরসিংদী)
কনসালটেন্ট অব হোমিওপ্যাথি মেডিসিন।
(বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ঢাকা)
বি টি আই এস ( ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা)
এম এস এস ( জাতীয় বিশ্ববিদ্যালয়)

বারাকাহ হোমিও হল
মোগড়াপাড়া চৌরাস্তা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
01932-659270

05/06/2025

ধ্বজভঙ্গ এবং অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত যৌন দুর্বলতায় কার্যকর।

04/06/2025

কতটা হয়রানি করলে একজন প্রবাসী এমন কাজ করতে পারে! বাকিটা ইতিহাস,,
এইটা এমন একটা দেশ এই দেশে সরকার যেই আসুক না কেনো সবার নজর পড়ে এই রেমিট্যান্স যোদ্ধাদের উপর প্রতিনিয়ত এদেরকে হয়রানির শিকার হতে হয়। সম্মান পাওয়া তো দুরের কথা অথচ এদের রক্ত পানি করা টাকা দিয়েই দেশ চলে। মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর খুব ঘৃণা হয় এই দেশে জন্ম নিয়েছি বলে।

03/06/2025

হেপাটাইটিস

30/05/2025

অতিরিক্ত রোদ ও গরমের তাপে জ্বর হলে লক্ষণ ভিত্তিক যে সকল হোমিওপ্যাথি ঔষধ সেবন করা যায়।

বৃষ্টিতে ভিজে যাওয়ার পর সাধারণত ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা বা শরীরের ব্যথা হতে পারে। এর জন্য কিছু সাধারণ হোমিওপ্যাথি...
29/05/2025

বৃষ্টিতে ভিজে যাওয়ার পর সাধারণত ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা বা শরীরের ব্যথা হতে পারে। এর জন্য কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ উল্লেখ করা হলো, তবে সঠিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:

1. Rhus toxicodendron বৃষ্টিতে ভিজে যাওয়ার পর শরীরের ব্যথা এবং অস্বস্তি হলে।
2. **Bryonia**: মাথা ব্যথা এবং শুষ্ক কাশির সাথে শারীরিক যন্ত্রণা হলে।
3. **Aconitum napellus**: হঠাৎ করে ঠান্ডা লেগে জ্বর হলে এবং শীত লাগা অনুভব করলে।
4. **Arsenicum album**: দুর্বলতা, বমি বমি ভাব এবং শীত লাগার সাথে ঠান্ডা লাগলে।
5. **Dulcamara**: ঠান্ডা এবং সর্দি হলে, বিশেষ করে আর্দ্র অবস্থার কারণে।
6. **Gelsemium**: দুর্বলতা, শরীর ব্যথা এবং গ্ল্যান্ড ফুলে গেলে।

**সতর্কতা**: এই ওষুধগুলি ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ রোগীর নির্দিষ্ট লক্ষণ এবং শারীরিক অবস্থা অনুযায়ী ওষুধের ডোজ এবং পছন্দ পরিবর্তিত হতে পারে।

ডাঃ আবু বকর ছিদ্দিক
বারাকাহ হোমিও হল মোগড়াপাড়া চৌরাস্তা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

Address

Narayanganj

Telephone

+8801603715170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Bakar Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Bakar Siddique:

Share

Category