Dr. Abu Bakar Siddique

Dr. Abu Bakar Siddique Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Abu Bakar Siddique, Doctor, Narayanganj.

এখানে সকল প্রকার রোগীদের হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে সরাসরি ও অনলাইনে সু চিকিৎসা দেওয়া হয়।যেমনঃ চর্ম,যৌন দূর্বলতা,বন্ধাত্ব বা বাচ্চা না হওয়া, টিউমার, পাইলস,ফিস্টুলা,বাচ্চাদের বিভিন্ন সমস্যা ,পুরুষ,মহিলা সহ সকলের জটিল কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয়।

তৃতীয় রোগী
20/09/2025

তৃতীয় রোগী

বন্ধাত্ব নিয়ে কোন হতাশা কিংবা দুশ্চিন্তার কিছু নেই,বন্ধাত্ব কোন অভিশাপ ও নয়,সঠিক চিকিৎসায় বন্ধাত্বের সমস্যা দূর হয়ে যাবে...
20/09/2025

বন্ধাত্ব নিয়ে কোন হতাশা কিংবা দুশ্চিন্তার কিছু নেই,বন্ধাত্ব কোন অভিশাপ ও নয়,সঠিক চিকিৎসায় বন্ধাত্বের সমস্যা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ।

 #মুখ_ও_যৌনাঙ্গের_হার্পিস: কারণ, ঝুঁকি ও প্রতিকারহার্পিস (Herpes) হলো একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত Herpes Simplex Vi...
20/09/2025

#মুখ_ও_যৌনাঙ্গের_হার্পিস: কারণ, ঝুঁকি ও প্রতিকার

হার্পিস (Herpes) হলো একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মূলত Herpes Simplex Virus (HSV) দ্বারা হয়ে থাকে। এ ভাইরাস দুটি প্রকার—

HSV-1: মুখে বা ঠোঁটে ফোস্কা/ঘা সৃষ্টি করে (Oral Herpes)

HSV-2: যৌনাঙ্গে ফোস্কা/ঘা সৃষ্টি করে (Ge***al Herpes)

শরীরের একপাশে হঠাৎ ফোসকা, জ্বালা বা ব্যথা দেখলেই
অবহেলা করবেন না
আজ আপনার সচেতনতা হয়তো
একজন তরুণীর সারাজীবনের হাসি বাঁচিয়ে দেবে-

কেন হয়?
১) যৌন সম্পর্কের মাধ্যমে (অরক্ষিত যৌন মিলন)
২) চুম্বন, ওরাল সেক্স বা ত্বক-ত্বকের ঘনিষ্ঠ সংস্পর্শে
৩) সংক্রমিত ব্যক্তির শরীরের তরল, লালা, বা ক্ষতস্থানের সংস্পর্শে
৪) একই তোয়ালে, রেজার, লিপস্টিক ব্যবহার করলে
৫) একবার সংক্রমিত হলে ভাইরাস শরীরে থেকে যায় এবং বারবার সক্রিয় হতে পারে

লক্ষণ:-
১) ছোট ছোট পানিভরা ফোস্কা (blister)
২) জ্বালা, চুলকানি ও ব্যথা
৩) জ্বর, দুর্বলতা বা লিম্ফ নোড ফুলে যাওয়া
৪) বারবার পুনরায় উঠতে পারে

ভয়াবহ পরিণতি:-
১) হার্পিস জোস্টার শুধু ত্বকের রোগ নয়
২) চোখ কেড়ে নিতে পারে আলো
৩) কান কেড়ে নিতে পারে শ্রবণ
আর রেখে যেতে পারে আজীবনের অসহ্য যন্ত্রণা
৪) হার্পিসকে অবহেলা করলে বা চিকিৎসা না নিলে—
দীর্ঘদিন ভুগতে হয়, কারণ এটার স্থায়ী চিকিৎসা অনেকেই দিতে পারেন না, তারা বলে কেবল নিয়ন্ত্রণ করা যায়
৫) বারবার ফোস্কা হয়ে কষ্ট দেয়

Ge***al herpes থাকলে সন্তান জন্মের সময় নবজাতকের মধ্যে ছড়াতে পারে (Neonatal herpes – মারাত্মক)
১) এইচআইভি/এইডস সংক্রমণের ঝুঁকি অনেক বাড়ায়।
২) মস্তিষ্কে ছড়ালে (Herpes encephalitis) প্রাণঘাতী হতে পারে

হার্পিসকে ছোটখাটো রোগ ভেবে ফেলে রাখা উচিত নয়। দ্রুত সঠিক চিকিৎসা নিন।

19/09/2025

ডায়াবেটিসে অত্যন্ত কার্যকরী।

যৌন সমস্যায় ব্যবহৃত ১০টি হোমিও ঔষধ ও কাজ1. Agnus Castusযৌন দুর্বলতা, ইচ্ছাশক্তি হ্রাস, স্বপ্নদোষ, দ্রুত বীর্যপাত।পুরুষত্...
17/09/2025

যৌন সমস্যায় ব্যবহৃত ১০টি হোমিও ঔষধ ও কাজ

1. Agnus Castus
যৌন দুর্বলতা, ইচ্ছাশক্তি হ্রাস, স্বপ্নদোষ, দ্রুত বীর্যপাত।
পুরুষত্বহীনতা বা নারীদের যৌন ইচ্ছা কমে গেলে কাজে লাগে।

2. Selenium
অতিরিক্ত স্বপ্নদোষ, বীর্যপাতের পর দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া।
যৌনশক্তি দ্রুত নষ্ট হয়ে গেলে সহায়ক।

3. Nuphar Luteum
সম্পূর্ণ যৌন ইচ্ছাশক্তি নষ্ট হয়ে গেলে।
অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা ও নার্ভাসনেসে যৌন অক্ষমতা।

4. Lycopodium
আত্মবিশ্বাসহীনতা, মিলনের সময় লজ্জা বা ভয়, অল্পতেই বীর্যপাত।
শক্তি কম থাকলেও যৌন আকাঙ্ক্ষা প্রবল থাকে।

5. Damiana (Mother Tincture)
পুরুষ ও নারী উভয়ের জন্য টনিকের মতো কাজ করে।
যৌনশক্তি বাড়াতে ও নার্ভ শক্তিশালী করতে কার্যকর।

6. Yohimbinum
পুরুষত্ব বৃদ্ধি, নারীদের যৌন আগ্রহ বৃদ্ধি।
শক্তি বাড়াতে কার্যকর Aphrodisiac।

7. Phosphoric Acid
অতিরিক্ত হস্তমৈথুনের ফলে দুর্বলতা, ক্লান্তি, স্নায়বিক সমস্যা।
স্মৃতিশক্তি দুর্বলতা ও যৌন অক্ষমতায় কাজ করে।

8. Caladium Seguinum
ইচ্ছা থাকলেও মিলনে অক্ষমতা।
হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব ও যৌন দুর্বলতায় সহায়ক।

9. Orchitinum
টেস্টিস দুর্বল হয়ে গেলে, যৌনশক্তি হ্রাস।
পুরুষদের জন্য প্রাকৃতিক টনিকের মতো কাজ করে।

10. China (Cinchona)
অতিরিক্ত বীর্যপাত বা রক্তক্ষরণের কারণে শরীর দুর্বল হলে।।

উপরোক্ত মেডিসিন গুলা শুধুমাত্র ডাক্তারদের শিখার জন্য,, জারা রোগী আছেন তারা নিজে নিজে ওষুধ সেবন করবেন না, হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা, একেক রোগীর উপরে একেক মেডিসিন সিলেকশন করা হয়, তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।

আজকের পঞ্চম রোগী। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ
17/09/2025

আজকের পঞ্চম রোগী। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ

আজকের চতুর্থ নম্বর রুগী। ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ।
17/09/2025

আজকের চতুর্থ নম্বর রুগী। ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ।

ডাক্টারদের কাছে প্রশ্ন হলো এই রোগীর জন্য আপনি কোন ঔষধটি সিলেক্ট করবেন? আমি যে ঔষধ টি দিয়েছি আশা করি ২০ দিনে ৭০% আরোগ্য হ...
17/09/2025

ডাক্টারদের কাছে প্রশ্ন হলো এই রোগীর জন্য আপনি কোন ঔষধটি সিলেক্ট করবেন?
আমি যে ঔষধ টি দিয়েছি আশা করি ২০ দিনে ৭০% আরোগ্য হবে ইনশাআল্লাহ। ২০ দিন পর রিভিউ দিব।
১৭/০৯/২০২৫ ইং আজকের তৃতীয় রোগী।

আজকের দ্বিতীয় রোগী ছিল এটি।১৬/০৯/২৫
16/09/2025

আজকের দ্বিতীয় রোগী ছিল এটি।
১৬/০৯/২৫

16/09/2025

অত্যন্ত কার্যকরী মেডিসিন হলো ম্যাবক্যাল ডি এক্স ক্যালসিয়াম।

কর্ণের অন্যতম চিকিৎসা হলো হোমিওপ্যাথি। ব্লেড দিয়ে বার বার কেটে বা হসপিটাল থেকে সার্জারি করালে কিছু দিন পর আবার দেখা দেয়।...
14/09/2025

কর্ণের অন্যতম চিকিৎসা হলো হোমিওপ্যাথি। ব্লেড দিয়ে বার বার কেটে বা হসপিটাল থেকে সার্জারি করালে কিছু দিন পর আবার দেখা দেয়। তাই হোমিওপ্যাথি ঔষধ খান পুরোপুরি স্থায়ী আরোগ্য হবে ইনশাআল্লাহ।

এই রোগীর সিলেক্টেড মেডিসিন ছিল Antim Crud 200

13/09/2025

Address

Narayanganj

Telephone

+8801603715170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Bakar Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Bakar Siddique:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category