Al Rakib

Al Rakib এসো সুস্থতার সন্ধানে, প্রাকৃতিক উপায়ে।

শ্বাসকষ্টের জন্য জীবনধারা ও ঘরোয়া ব্যবস্থা:শ্বাসকষ্ট কমানোর জন্য শুধু খাদ্যাভ্যাসই নয়, বরং সঠিক জীবনধারা এবং কিছু ঘরোয...
04/11/2024

শ্বাসকষ্টের জন্য জীবনধারা ও ঘরোয়া ব্যবস্থা:

শ্বাসকষ্ট কমানোর জন্য শুধু খাদ্যাভ্যাসই নয়, বরং সঠিক জীবনধারা এবং কিছু ঘরোয়া ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। এ ধরনের পদক্ষেপ শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।

কিছু কার্যকরী পরামর্শ:

1. ধূমপান পরিহার করুন: ধূমপান শ্বাসনালীর প্রদাহ বাড়ায় এবং শ্বাসকষ্টের অন্যতম বড় কারণ। শ্বাস-প্রশ্বাসে স্বাচ্ছন্দ্য পেতে ধূমপান থেকে বিরত থাকুন।

2. হালকা ব্যায়াম: নিয়মিত হালকা ব্যায়াম, বিশেষ করে হাঁটাহাঁটি ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। তবে ব্যায়াম করার সময় শ্বাসকষ্ট হলে ডাক্তারি পরামর্শ নিন।

3. অ্যাজমা ট্রিগার এড়ানো: ধূলাবালি, ফুলের রেণু, কেমিক্যাল ইত্যাদি শ্বাসকষ্টের সমস্যা বাড়াতে পারে। এ ধরনের ট্রিগার থেকে দূরে থাকার চেষ্টা করুন।

4. হিউমিডিফায়ার ব্যবহার: ঘরের বাতাস শুষ্ক হলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। হিউমিডিফায়ার ব্যবহার করলে শ্বাসকষ্ট কমতে সহায়ক হয়।

শ্বাসকষ্টের এই ব্যবস্থা গুলো মেনে চলুন, এবং সুস্থ ফুসফুসের জন্য জীবনধারা উন্নত করুন। নতুন স্বাস্থ্য টিপস পেতে পেইজটি ফলো করে রাখুন।

শ্বাসকষ্টের জন্য সঠিক খাদ্যাভ্যাস:শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু খাবার আপনার শ...
03/11/2024

শ্বাসকষ্টের জন্য সঠিক খাদ্যাভ্যাস:

শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু খাবার আপনার শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা উন্নত করতে সহায়ক, আবার কিছু খাবার এড়িয়ে চলা উচিত।

নিম্নলিখিত খাবারগুলো শ্বাসকষ্টের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী:

1. ওমেগা-৩ সমৃদ্ধ মাছ: সালমন, ম্যাকারেল, টুনা ইত্যাদি ফ্যাটি ফিশ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে।

2. ফল ও শাকসবজি: বিটা-ক্যারোটিন, ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার যেমন- গাজর, ব্রকোলি, কমলা, স্ট্রবেরি ইত্যাদি শ্বাসনালীর সুরক্ষা বজায় রাখতে কার্যকর।

3. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বাদাম ও বীজ: আখরোট, বাদাম, সূর্যমুখী বীজ ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

এড়িয়ে চলুন: প্রক্রিয়াজাত ও অতিরিক্ত তেলযুক্ত খাবার, কারণ এগুলো শ্বাসকষ্টের উপসর্গকে আরো বাড়িয়ে তুলতে পারে।

শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে এমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। নতুন স্বাস্থ্য পরামর্শ পেতে পেইজটি ফলো করে রাখুন।

আগামীকাল: শ্বাসকষ্টের জন্য জীবনধারা ও ঘরোয়া ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে।

শ্বাসকষ্ট নিয়ন্ত্রণের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম:প্রতিদিন অন্তত ১০ মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এই ব্যায়ামটি ...
02/11/2024

শ্বাসকষ্ট নিয়ন্ত্রণের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম:

প্রতিদিন অন্তত ১০ মিনিট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।
এই ব্যায়ামটি আপনার ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং শ্বাসকষ্টের সমস্যা কমাতে সহায়ক।

ব্যায়ামের পদ্ধতি:

1. সোজা হয়ে বসুন বা দাঁড়িয়ে থাকুন।

2. নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন এবং ৪ সেকেন্ড ধরে রাখুন।

3. ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।

প্রতিদিন এভাবে ১০ বার করুন। এটি আপনার শ্বাসনালীকে প্রশস্ত করবে এবং শ্বাসকষ্টের উপসর্গ কমাতে সাহায্য করবে।

এধরনের নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন।

আগামীকাল: শ্বাসকষ্টের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং খাবারের তালিকা নিয়ে আলোচনা করা হবে।

যুগ যুগ ধরে বয়ে বেড়ানো চুল'কানি এলা'র্জি দাউ'দ দূর করুন মাত্র ৮-১০ দিনে ইনশাআল্লাহ🍀,✅তাও সম্পূর্ণ ন্যাচা'রাল ফর্মূলায় কো...
30/06/2024

যুগ যুগ ধরে বয়ে বেড়ানো চুল'কানি এলা'র্জি দাউ'দ দূর করুন মাত্র ৮-১০ দিনে ইনশাআল্লাহ🍀,
✅তাও সম্পূর্ণ ন্যাচা'রাল ফর্মূলায় কোন ধরনের পার্শ্বপ্র'তিক্রিয়া ছাড়াই✅

👉কেন আপনি ন্যাচারাল এলা'র্জি সমাধান ট্যাবলেটটি নিবেন ??
✅এটি সেবনের ১০ থেকে ২০ বছরের পুরানো এলা'র্জি চুল্কা'নির স্থায়ী সমাধান সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ।
✅ন্যাচারাল এলা'র্জি সমাধান ট্যাবলেটনিয়ম মেনে সেবন করার ফলে এলা'র্জি চুল্কা'নির দী'র্ঘস্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ।
✅এটি ১৫ থেকে ৪০ দিন সেবন করলে আপনাকে এলা'র্জি চুল্কা'নি দাউ'দ সমস্যার জন্য আর অন্য কোন ঔষ'ধ ব্যবহার করতে হবে না।
✅ ন্যাচারাল এলা'র্জি সমাধান ট্যাবলেট সেবনে এলা'র্জি, খো'স পা'সড়া, দাউ'দ এক্সি'মা, কোল্ড এলা'র্জি, দূলাবালি জনিত এলা'র্জি, এলা'র্জি জনিত শ্বাস'কষ্ট ইত্যাদি সমস্যার স্থায়ী সমাধান পাবেন।
✅সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ১০০% প্রাকৃতিক ১৫ টি উপাদান দিয়ে তৈরী আমাদের এই প্রোডাক্টটি
যা শতভাগ পার্শ্ব'প্রতিক্রিয়া মুক্ত

অর্ডার করতে ইনবক্স করুন 👇
অথবা সরাসরি কল করুন 👉 01941155242

আদর্শ বাবা-মা তো তারাই যারা কিনা নিজের সন্তানের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখেআপনার আদরের সন্তানের দৈনন্দিন পরিপূর্ণ পুষ...
05/06/2024

আদর্শ বাবা-মা তো তারাই যারা কিনা নিজের সন্তানের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখে
আপনার আদরের সন্তানের দৈনন্দিন পরিপূর্ণ পুষ্টির চাহিদা পূরণ করতে Al-Rakib Shop এর #বেবি_গ্রোথ_পাউডার হতে পারে আপনার বেস্ট চয়েস।

✅পুরুষ যে সকল কারণে যৌন রুগী হয়ে থাকে। ১/ডায়বেটিস২/হস্তমৈথুন৩/মেহ প্রমেহ৪/উঠতি বয়সে অতি মাত্রায় বীর্য ক্ষয়৫/মস্তিষ্...
30/05/2024

✅পুরুষ যে সকল কারণে যৌন রুগী হয়ে থাকে।
১/ডায়বেটিস
২/হস্তমৈথুন
৩/মেহ প্রমেহ
৪/উঠতি বয়সে অতি মাত্রায় বীর্য ক্ষয়
৫/মস্তিষ্কের দূর্বলতার কারণে
৬/সেক্স হরমোন কমে যাওয়ার কারণে
৭/প্রোস্টেট এর সমস্যার কারণে
৮/অধিক রাত্রি জাগরণের কারণে
৯/অনিয়মিত সেক্স করার কারণে
১০/পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবারের অভাবে
১১/পেনিস এর রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে
১২/আঘাত জনিত কারণে
১৩/অধিক দুশ্চিন্তার কারণে

**উল্লেখিত সকল কারণগুলো যদি কোন পুরুষের মাঝে পাওয়া যায় তাহলে তাকে ধ্বজভঙ্গ রুগী বলে।

আপনি নিজের সাথে মিলিয়ে নিন আপনার ভিতরে কি কি সমস্যা আছে
এবং সেই সমস্যা অনুযায়ী যদি সমাধান পেতে চান তাহলে দেরি না করে এখনি ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি আমাকে কল করুন 01941155242

15/05/2024

আসসালামু আলাইকুম,
আমাদের অনেকে লেক্সাস বিস্কুটকে ডায়াবেটিস বিস্কুট মনে করেন এবং ডায়াবেটিস রোগীদের খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এটি ভুল ধারণা।

লেক্সাস বিস্কুটও অন্যান্য বিস্কুটের মতো একটি প্রক্রিয়াজাত খাবার তাই এটি সকলের জন্য বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর খাবার।

ধন্যবাদান্তে
ডা. মো. হুমায়ুন কবির
এন্ডোক্রাইনোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

পুরুষের যৌনতাকে সম্মান কর।পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছ...
15/05/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
শেয়ার বা কপি করার অনুমতি রইলো। ধন্যবাদ।। 🥰

এই গরমে আপনার সোনামনির পুষ্টির চাহিদা নিশ্চিত করতে খাবারের তালিকায় যোগ করুন আল-রাকিব "বেবি গ্রোথ পাউডার"
28/04/2024

এই গরমে আপনার সোনামনির পুষ্টির চাহিদা নিশ্চিত করতে খাবারের তালিকায় যোগ করুন
আল-রাকিব "বেবি গ্রোথ পাউডার"

ঈদ পরবর্তি অর্ডারের কার্যক্রম চলছে রাত বারোট পর্যন্ত প্রোডাক্ট লেভেলিং প্যাকেজিং কার্যক্রম শেষ করে এরপর পুনরায় ভোর ছয়ট...
25/04/2024

ঈদ পরবর্তি অর্ডারের কার্যক্রম চলছে
রাত বারোট পর্যন্ত প্রোডাক্ট লেভেলিং প্যাকেজিং কার্যক্রম শেষ করে এরপর পুনরায় ভোর ছয়টা থেকে আবার কার্যক্রম শুরু
যারা কিনা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে
বিস্তারিত জানতে whatsapp এ যোগাযোগ করুন
#01941155242

বলুন তো এটা কি?হ্যাঁ আপনি যেটা ভাবছেন এটা সেটাই এটা হচ্ছে ভাতের মাড়!কি ভাবছেন কি করবো এটা নিয়ে এটা খাওয়ার জন্য নিয়েছ...
19/04/2024

বলুন তো এটা কি?
হ্যাঁ আপনি যেটা ভাবছেন এটা সেটাই
এটা হচ্ছে ভাতের মাড়!
কি ভাবছেন কি করবো এটা নিয়ে এটা খাওয়ার জন্য নিয়েছি,

আপনি খান না?
না খেয়ে থাকলে এখন থেকে খাওয়ার অভ্যাস করুন।
ভাতের মাড়ের মধ্যে রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা।

নিচের লিংকে ক্লিক করে ভাতের মাড়ের উপকারিতা গুলো দেখে আসুন

https://www.facebook.com/share/p/h3SFxeBdujFYCDwE/?mibextid=oFDknk

Address

Jalkury, Shiddirganj
Narayanganj
1430

Telephone

+8801941155242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share