Haque Dental Care

Haque Dental Care A Dental Chamber To Serve People Dental Care...

সচেতনতামূলক পোস্ট।। আসসালামু আলাইকুম।। মুখে এই ধরনের ঘা যা কোন মরণঘাতী রোগের লক্ষণ হতে পারে। সাবধান হোন সচেতন হোন। দাঁতে...
29/08/2025

সচেতনতামূলক পোস্ট।। আসসালামু আলাইকুম।।
মুখে এই ধরনের ঘা যা কোন মরণঘাতী রোগের লক্ষণ হতে পারে।
সাবধান হোন সচেতন হোন। দাঁতে গর্ত ভাঙ্গা দাঁত অথবা মুখের যেকোনো সমস্যায় বিডিএস ডাক্তারের শরণাপন্ন হন।
বিডিএস নয় তো দাঁতের ডাক্তার নয়।

29/08/2025
সচেতনতামূলক পোস্ট।। আসসালামু আলাইকুম গতকাল ২৮শে আগস্ট আমাদের চেম্বারে ৭২ বছর বয়সের একজন পেশেন্ট আসেন। ছবিতে দেখতে পাচ্ছ...
29/08/2025

সচেতনতামূলক পোস্ট।।
আসসালামু আলাইকুম গতকাল ২৮শে আগস্ট আমাদের চেম্বারে ৭২ বছর বয়সের একজন পেশেন্ট আসেন। ছবিতে দেখতে পাচ্ছেন উনার প্রায় সকল দাঁত ক্রাউন(ক্যাপ) করা। এটা উনি প্রায় দুই থেকে তিন বছর আগে করেছেন কুমিল্লা নবীনগর থেকে অথচ এ কাজ করার সময় তার কোন এক্সরে করা হয়নি। মূলত এগুলো হলো ব্রিজ এবং এখন তার ব্রিজগুলো নড়ছে এবং প্রচন্ড ব্যথা হচ্ছে । বিভিন্ন স্থানে মাড়ি ফুলে গেছে এবং ইনফেকশন হয়ে গেছে।
দাঁত অমূল্য সম্পদ এবং আল্লাহ্ পাকের এক বিশেষ নিয়ামত। আপনারা সবাই সচেতন হোন এবং দাঁতের যে কোন সমস্যায় এবং মুখের যেকোনো সমস্যায় একজন বিডিএস ডাক্তারের পরামর্শ নিন। প্রয়োজনে বিএমডিসির রেজিস্ট্রেশন এর সাথে মিলিয়ে যাচাই করা নিন ডাক্তার কিনা।
বিডিএস নয় তো দাঁতের ডাক্তার নয়।

03/04/2025
Satisfactory work. We want support from you.Be with us.
02/04/2025

Satisfactory work.
We want support from you.
Be with us.

Surgical excision of Pyogenic Granuloma which had presence of fibrin clot. Alhamdulliah.
17/09/2024

Surgical excision of Pyogenic Granuloma which had presence of fibrin clot. Alhamdulliah.

28/08/2024

🦷 দাঁতের চিকিৎসার খরচ বিষয়ে সর্বাধিক শোনা প্রশ্ন দুটি হলো-

➡️ দাঁতের চিকিৎসায় খরচ এতো বেশী কেনো? 💳 💷 💶 💵 💴
➡️ বিভিন্ন প্রাইভেট ডেন্টাল চেম্বারে খরচের ভিন্নতা কেনো ❓❓

সাধারন মানুষকে সংক্ষেপে খুব সহজে বোঝানোর জন্যে আজ প্রশ্ন দুটির উত্তর দিচ্ছি, ধৈর্য্য ধরে পুরো লেখাটা পড়বার অনুরোধ রইলো।

🦷 🥼 🩺 চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাঃ
পূর্বে চার বছর এবং বর্তমানে পাঁচ বছর পড়াশোনা করে বিডিএস ডিগ্রী অর্জনের পর ইন্টার্ন শেষ করে একজন ডাক্তার প্র‍্যাকটিস শুরু করেন। নিজে ব্যাক্তিগত চেম্বার দিতে যাবার আগে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের জন্যে শিক্ষক অথবা সিনিয়রদের চেম্বারে বিনা পারিশ্রমিকে অথবা নামমাত্র পারিশ্রমিকে একটা লম্বা সময় কাজ শিখতে হয়। পাশাপাশি বিভিন্ন ডেন্টাল কলেজে অতিরিক্ত প্রশিক্ষণ,বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ,দেশে-বিদেশে হ্যান্ডস অন কোর্স করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়। এটা হলো নূন্যতম; অনেকে নিজেকে স্পেসিফিক কোনো বিষয়ে আরো দক্ষ করতে কয়েক বছর অক্লান্ত পড়াশোনা+ট্রেনিং করে সে বিষয়ে এফসিপিএস,এমএস,ডিডিএস,পিএইচডি ইত্যাদি পোস্ট-গ্রাজুয়েশন করে থাকেন।
অধিকাংশ রোগীর নিকট দাঁতের চিকিৎসকের পরামর্শ ফি অষ্টম আশ্চর্যের মতো বিষয়। MBBS ডাক্তার পাঁচ মিনিট সময় দিয়ে পাঁচশ-হাজার টাকা পরামর্শ ফি নিলে সমস্যা নেই, BDS ডাক্তার ডেন্টাল চেয়ারে নিয়ে রোগীকে পরীক্ষা করে তারপরে সে অনুযায়ী চিকিৎসা পদ্ধতি বুঝিয়ে পরামর্শ ফি তিনশ-পাঁচশ টাকা চাইলে অনেক রোগীই অবাক হন।

🦷 চেম্বার লোকেশন,ভাড়া,ডেকোরেশনঃ
গুলশান/ধানমন্ডি/উত্তরার অভিজাত এলাকার চেয়ে অন্যান্য জায়গায় তুলনামূলক চিকিৎসা খরচ কম। যে চেম্বারের মাসিক ভাড়া বেশী,অধিকাংশ ক্ষেত্রে সেখানের চিকিৎসা খরচও বেশী। অনেকে চেম্বার ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেন,সাদামাটা চেম্বারের তুলনায় সেখানে চিকিৎসা খরচ একটু বেশী হওয়াটা স্বাভাবিক।

🦷 ডেন্টাল এসিসটেন্ট,রিসিপশনিস্ট,ক্লিনারের বেতনঃ
চেম্বারে প্রয়োজন অনুযায়ী জুনিয়র ডেন্টিস্ট, ডেন্টাল এসিসট্যান্ট,রিসিপশনিস্ট এবং ক্লিনার রাখলে মাস শেষে তাদের বেতন চেম্বার মালিক ডাক্তারকেই দিতে হবে।

🦷 বড় অংকের ব্যাক্তিগত ইনভেস্টমেন্টঃ
ডেন্টাল চেম্বারের জন্যে ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, আরভিজি, স্কেলার, অটোক্লেভ, আইপিএস, জেনারেটর, এসি থেকে শুরু করে প্রচুর ইন্সট্রুমেন্ট কিনতে হয়। এগুলো শুধু দামীই নয়,মেইন্টেইনেন্স খরচও আছে; এবং সবকিছুই নিদৃষ্ট মেয়াদ পার হলে নষ্ট হতে শুরু করে। তাছাড়া ডেন্টালে ব্যাবহৃত ইন্সট্রুমেন্ট,ম্যাটেরিয়ালস প্রায় সবই ইম্পোর্ট করে আনা; তাই এসব কিনতে খরচ অনেক বেশী পড়ে। কেউ আট-দশ লাখ টাকা দামের জাপানিজ-কোরিয়ান ব্র‍্যান্ডের চেয়ার ব্যাবহার করেন,কেউ দেড়-দুই লাখ টাকার চাইনিজ চেয়ার ব্যাবহার করেন। কেউ দশ-পনেরো হাজার টাকার এন্ডোমটর ব্যাবহার করেন রূট ক্যানেল ট্রিটমেন্ট করতে,কেউ চল্লিশ-পঞ্চাশ হাজার টাকার এন্ডোমটর ব্যাবহার করেন। কারো লাইট কিউর মেশিনের দাম পাঁচ হাজার টাকা,কেউ ত্রিশ-চল্লিশ হাজার টাকার লাইট কিউর মেশিন ব্যাবহার করেন। কোনো জিনিসই আজীবনের জন্যে না,কয়েক বছর পার হলে নতুন কিনতে হয়; তাছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার দারুণ দিন দিন এসব ব্যয় বেড়েই চলেছে। চিকিৎসকের ইনভেস্টমেন্ট অনুযায়ী চিকিৎসা খরচ কম-বেশী হয়।

🦷 জটিল, সূক্ষ এবং সময়সাপেক্ষ চিকিৎসাঃ
ডেন্টালের অধিকাংশ চিকিৎসাই সূক্ষ,তাই নিখুঁতভাবে কাজ করতে হয়। ধৈর্য ধরে মনোযোগ সহকারে দীর্ঘসময় ধরে কাজ করতে হয়। উদাহরণ স্বরুপ এক রুট ক্যানেল চিকিৎসা শেষ করতে ক্ষেত্রবিশেষে তিন-চার দিন সময় লাগে,এবং প্রতি ভিজিটে নূন্যতম আধঘন্টা সময় লাগে। একই সময় ব্যয় করে একজন MBBS ডাক্তার বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন করতে পারেন এবং বিনিময়ে অনেক বেশী অর্থ উপার্জন করেন। কিন্তু এত দীর্ঘ সময় ব্যয় করে দামী ম্যাটেরিয়ালস খরচ করে,দামী ইন্সট্রুমেন্ট ব্যাবহার করে যদি রুট ক্যানেলের যৌক্তিক খরচ চাওয়া হয়; তাহলে অধিকাংশ রোগীই অবাক হন। লা-মেরিডিয়ানে গিয়ে কেউ মফস্বলের ভাতের দোকানের দামের সাথে তুলনা না করলেও গ্রামের হাতুড়ে ডাক্তারদের কথা বলে অনেকেই প্রাইভেট ডেন্টাল চেম্বারের চিকিৎসা খরচ কমাতে চান। কেএফসি-বিএফসিতে কেউ মুরগী বা আলুর কেজির কথা উল্লেখ করে চিকেন ফ্রাই,ফ্রেঞ্চ ফ্রাইয়ের খরচ কমাতে না চাইলেও ডেন্টাল চেম্বারে এসে ম্যাটেরিয়াল কস্টের কথা বলে খরচ কমাতে চান। বাজারে গেলে কেউ গত বছরে জিনিসপত্রের দামের কথা উল্লেখ করে এখন কম রাখতে অনুরোধ না করলেও ডেন্টাল চেম্বারে এসে পেশেন্টরা দশ বছর পূর্বের চিকিৎসা খরচ উল্লেখ করে বর্তমানে কম রাখতে অনুরোধ করেন; এসবের জন্যে ডেন্টিস্টদের প্রায়শই বিব্রত হতে হয়।

🦷 রোগীর দাঁতের যত্নের প্রতি অসচেতনতা এবং অবহেলাঃ
দাঁতের চিকিৎসার খরচ বেশী হবার পেছনে রোগীরাও অনেকাংশে দায়ী। অধিকাংশ রোগী সমস্যার শুরুতেই চিকিৎসা না করিয়ে প্রথমে ব্যাথার ঔষধ এবং পরবর্তীতে এর ওর পরামর্শে এন্টিবায়োটিক খেয়ে পরে সমস্যা জটিল রুপ ধারন করলে তখন চিকিৎসকের শরনাপন্ন হন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে খরচ কমে যায়। তাই ছয় মাস অন্তর অন্তর নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হবে।

🦷 দাঁতের চিকিৎসায় এককালীন ব্যাবহৃত জিনিসঃ
হ্যান্ড গ্লভস,সাকশন টিপস,রাবার ড্যাম এককালীন ব্যাবহার করা হয়। অন্যান্য যন্ত্রপাতি যেগুলো সরাসরি মুখগহ্বরের সংস্পর্শে আসে সেগুলো অটোক্লেভ,ক্যামিক্যাল স্টেরিলাইজেশন করা হয় যা সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল।

🦷 ল্যাবরেটরি বিলঃ
ডেন্টাল ক্রাউন,ব্রিজ,কমপ্লিট ডেনচার,পার্শিয়াল ডেনচার থেকে শুরু করে অনেক কিছুই ডেন্টাল ল্যাবে তৈরী করা হয়। এসব খরচের একটা বড় অংশ ল্যাবে দিতে হয়।

🦷 ইলেকট্রিসিটি বিলঃ
ডেন্টাল চেম্বার ইলেক্ট্রিসিটি বাদে প্রায় সম্পূর্ন অচল। তাই খরচের একটা ভালো অংশ এ খাতে ব্যায় হয়। চেম্বারের লাইট, ফ্যান, ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, এসি, সাইনবোর্ড, টিভি, ইন্ট্রা ওরাল ক্যামেরা, আইপিএস, সাকশন মেশিন, লাইট কিউর মেশিন, মাইক্রোমটর, এন্ডোমটর, এক্স-রে, আরভিজি, কম্পিউটার, অটোক্লেভ, আলট্রা ভায়োলেট স্টোরেজ সব কিছুতে ইলেক্ট্রিসিটি প্রয়োজন।

🦷 লাইসেন্স বিলঃ
প্রতি বছরে ট্রেড লাইসেন্স নবায়ন, চেম্বারে এক্স-রে মেশিন থাকলে আণবিক শক্তি কমিশনের লাইসেন্স, এসিস্ট্যান্ট রাখতে চাইলে শ্রম ও কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স, ময়লা-আবর্জনার জন্যে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যাবস্থাপনার লাইসেন্স, চেম্বার পরিচালনার জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ইত্যাদির জন্যে যেমন অর্থ খরচ করতে হয়,তেমনি ভোগান্তিও পোহাতে হয়।

🦷 প্রচারণা খরচঃ
খালি সাজিয়ে গুছিয়ে ডেন্টাল চেম্বার দিলেই হবে? পেশেন্টকে চেম্বার সম্পর্কে জানাতে হবে না? চিকিৎসকের যোগ্যতা, চেম্বারের অত্যাধুনিক যন্ত্রপাতি, চেম্বারের অভ্যন্তরীণ সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে হবে না? শহরে তো ডেন্টাল চেম্বারের অভাব নেই, একজন পেশেন্ট কেনো একজন নতুন চেম্বার দেয়া ডেন্টিস্টের নিকট যাবেন? পেশেন্টদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দেয়া হয়, যেটাকে এক ধরনের ইনভেস্টমেন্ট বললেও ভূল হবে না। পেরিফেরিতে মাইকিং করে, লিফলেট বিলি করে প্রচারণা চালানো হয়। আর শহরে যেহেতু মোবাইলে বুদ হওয়া জনগোষ্ঠীই বেশী, তাই অফলাইনের তূলনায় অনলাইন প্রচারণায় বেশী ব্যয় করা হয়। ফেসবুকে বুষ্টিং, গুগল ম্যাপে SEO, ওয়েবসাইট তৈরী-রক্ষণাবেক্ষণ-আপডেট এসবে ব্যয় হওয়া টাকা অংকের হিসেবে খুব একটা কম নয়।

এত কিছুর পরেও উন্নত বিশ্বের 🌍 তুলনায় বাংলাদেশের 🇧🇩 দাঁতের চিকিৎসার খরচ ক্ষেত্র বিশেষে দশ-বিশ ভাগের এক ভাগেরও কম। যাদের আত্মীয়স্বজন বাইরের দেশে থাকেন,তারা অবশ্যই জানেন; আর ইন্টারনেটের কল্যাণে গুগল-ইউটিউব ঘাঁটলেই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবেন। অনেক প্রবাসী শুধুমাত্র দাঁতের চিকিৎসা করাতে এদেশে আসেন।

সর্বশেষে বলি প্রত্যেক চিকিৎসকই তার পরিবার-পরিজন,আত্মীয়স্বজন, পরিচিত মানুষজন,কাছের মানুষজন থেকে শুরু করে গরীব-অসহায় মানুষদের নামেমাত্র মূল্যে চিকিৎসা করে থাকেন এবং সে সংখ্যা খুব একটা কম না। তাই বলে সবাই যদি নামেমাত্র মূল্যে চিকিৎসা করাকে নিজের অধিকার ভাবেন,তাহলে এ পেশায় টিকে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

20/08/2024

🚫 ডিএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা নামের আগে ডাক্তার লিখতে চায়।
ফিজিওথেরাপিস্ট নামের আগে ডাক্তার লিখতে চায়।
হোমিও, ইউনানী, কবিরাজ নামের আগে ডাক্তার লিখতে চায়।
ফার্মেসীওয়ালা তো জনগণের ডাক্তার, গরীবের বন্ধু।

⛔ এরা সবাই ডাক্তার লিখুক। আমরা লেখা বাদ দিয়ে দেই। সভ্য দেশে গ্র্যাজুয়েট এবং কোয়াকের উপাধি কখনোই একই হতে পারে না। হয় এদেরকে নিষিদ্ধ করবেন আর না হলে এরা সবাই ডাক্তার লিখবে, আমরা শুধু নামের শেষে ডিগ্রী লিখে পরিচয় দিবো। যেখানে বিএমডিসি আইনে স্পষ্ট লেখা আছে, এমবিবিএস, বিডিএস ছাড়া কেউ ডাক্তার না সেখানে এরা চাঁদা তুলে রিট করে নিজেদের নামের আগে ডাক্তার লিখে ধুমায়ে রোগী দেখে। এদের কুচিকিৎসার নমুনা দেখলে বমি চলে আসে। জীবন যখন যায় যায় তখন রোগীরা আসে আমাদের কাছে। কোনোভাবেই এদের পরিচয় আর আমাদের পরিচয় এক হতে পারে না।

🔃 সবচেয়ে বড় দাবী✊✊
১)MATS/DMF/LMF কোয়াক প্র্যাক্টিস বন্ধ করতে হবে।
২)MBBS ও BDS ব্যাতিত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না এবং চেম্বার প্র্যাক্টিস করতে পারবে না!!
৩)MBBS ডাক্তার ছাড়া কেউ Ultra করতে পারবে না!
৪)MBBS ডাক্তার না রেখে, DMF ও নার্স দিয়ে ক্লিনিক /হাসপাতাল চালানো বন্ধ করতে হবে!!!
৫)সকল ফার্মেসিতে MBBS ও BDS ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ঔষধ বিক্রয় নয়!!!

স্টুডেন্ট,ইন্টার্ন,MBBS,BDS ও সকল ডাক্তারদের আহ্বান জানাচ্ছি...
এটা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সময়ের দাবী।

©

20/08/2024

কিভাবে একজন ডেন্টাল সার্জন হয়?
৫ বছরে কি কি পড়তে হয় জানেন?

First Prof : [1.5 years ]
1)Anatomy
2)Biochemistry
3)Physiology
4)Dental Anatomy
5)Science of Dental Anatomy

Second Prof : [1 year ]
1)Pharmacology
2)Dental Pharmacology
3)Microbiology
4)Pathology

Third Prof : [ 1year ]
1)Medicine
2)Surgery
3)Oral Medicine & Oral Pathology

Final Prof : [1.5 years ]
1) Oral & Maxillofacial Surgery
2) Conservative Dentistry & Endodontics
3)Prosthodontics
4)Orthodontics & Dentofacial Orthopedics
5) Pedodontics & Dental Public Health

৫ বছরে কত নির্ঘুম রাত! কত শত আইটেম,কার্ড, টার্ম দিয়ে একজন ডেন্টাল সার্জন হয়! সাথে ১ বছরের ইন্টার্নী!
তারপর BDS কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন (FCPS, MD, MS, DDS, MPH) করে নিজেকে বিষয়ভিত্তিক ডেন্টাল সার্জারিতে একজন বিশেষ বিশেষজ্ঞ হয়ে উঠেন!

আমরা চাই দেশের মানুষ সচেতন হোক। সবাইকেই মাঠে নামতে হবে! বিডিএস ব্যতিত কেউ মুখ,দন্ত রোগ বিশেষজ্ঞ ও ডেন্টাল সার্জন নয়! ভুল চিকিৎসা করা অধিকার কারও নেই। দেশের স্বাস্থ্য খাতকে সুরক্ষা করতে কোয়াক প্র্যাকটিস বন্ধ সময়ের দাবি!

©

Address

Hossain Sardar Road
Narayanganj

Opening Hours

Monday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 16:00 - 21:00
Friday 09:00 - 12:00
16:00 - 21:30
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801975142079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haque Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category