Indian Hospital

Indian Hospital India is best for Medical Treatment.People will get free Medical Treatment information from Us
Sabbir Help People to get better treatment

IVF Clinic in kolkata
21/06/2024

IVF Clinic in kolkata

IVF Kolkata
23/04/2024

IVF Kolkata

এই গরমে কোনো প্রকার উত্তেজক পিল খাবেন না। এটা আপনার মৃত্যুর কারন হতে পারে।
22/04/2024

এই গরমে কোনো প্রকার উত্তেজক পিল খাবেন না। এটা আপনার মৃত্যুর কারন হতে পারে।

আসুন আমরা এই গরমে সবাই বেশি বেশি তরল খাবার খাই।
21/04/2024

আসুন আমরা এই গরমে সবাই বেশি বেশি তরল খাবার খাই।

20/04/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Biddut Natta, Malek Romel, Abdullah Sardar
21/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Biddut Natta, Malek Romel, Abdullah Sardar

NIMHANS. ( National Institute of Mental Health and Neurosciences).নিউরোলজিকাল সমস্যার জন্য ভারতের অন্যতম সেরা হসপিটাল। এ...
19/03/2024

NIMHANS. ( National Institute of Mental Health and Neurosciences).
নিউরোলজিকাল সমস্যার জন্য ভারতের অন্যতম সেরা হসপিটাল। এটা পুরোপুরি সরকারি হসপিটাল।। এটি দক্ষিন ভারতের কর্ণাটকা রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোরে অবস্হিত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিশ্বের বেশকিছু দেশ থেকেও মানুষ নিমহানসে যায় চিকিৎসার জন্য।। বাংলাদেশ থেকেও অনেক রোগী নিমহানসে চিকিৎসার জন্য যায়।।
NIMHANS এ ট্টিটমেন্ট নিতে হতে বাংলাদেশ থেকে আগে থেকে এপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ নেই।ওখানে গিয়ে ভোরে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করতে হবে।সকাল ৮ টা থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে আপনাকে পাসপোর্ট ভিসা দেখিয়ে ২০ রুপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ করার পর আপনাকে যেতে হবে Gate নং 1 এ। ওখানে আপনার পূর্বের রির্পোট এবং রেজিস্ট্রেশন ফর্ম জমা নিবে। ওখানে একজন মেডিকেল অফিসার আপনার পূর্বের রির্পোট দেখার পর আপনার সমস্যা অনুযায়ী আপনাকে Neurology/­­Neurosurgery/ অথবা Psychiatry বিভাগে রেফার করবে। তারপর আপনাকে রেফারকৃত বিভাগে গিয়ে প্রথমে ১০ রুপি দিয়ে নাম এন্ট্রি করতে হবে। এরপর আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী ডাকা হবে। ওখানে প্রথমে আপনাকে একজন জুনিয়র ডাক্তার দেখবে।আপনার সমস্ত সমস্যা শুনে যদি উনি মনে করে প্রফেসরের কাছে যাওয়া উচিত তাহলে উনি নিজেই আপনাকে প্রফেসরের কাছে নিয়ে যাবে।প্রফেসর আপনার সমস্যা অনুযায়ী আপনার ট্টিটমেন্ট সম্পর্কে বলবে।আর আপনার সমস্যা যদি খুব সাধারন হয় তাহলে জুনিয়র ডাক্তারই আপনার ট্টিটমেন্ট করবে।
যদি কোনরকম টেস্ট করতে হয় তাহলে বাইরের যেকোন হসপিটাল থেকে করাতে পারেন।কারন NIMHANS এ টেস্টের সিরিয়াল পেতে অনেক সময় লাগে। MRI এর সিরিয়াল পেতে ১০-১৫, এমনকি আরো বেশী দিনও লাগতে পারে।
আপনার নির্দিষ্ট বিভাগে আপনি যেদিন ডাক্তার দেখাবেন ঠিক একসপ্তাহ পর ঐদিন ই আবার ডাক্তার দেখাতে পারবেন। এর আগে আপনি ডাক্তার দেখাতে পারবেন না।
কোথায় থাকবেন- বাংলাদেশ থেকে যারা NIMHANS এ যায় তারা মূলত থাকে Someshwara Nagar, masjib e atheeq (Brand factory, Wilson garden Road) এর আশেপাশে।এখানে প্রচুর হোটেল আছে।এখান থেকে NIMHANS যেতে অটোতে ভাড়া নিবে ৩০ রুপি।আর হেঁটে যেতে সময় লাগবে ৮-১০ মিনিটের মত।
প্রায় সব হোটেলেই রান্নার ব্যাবস্হা আছে।নিজেরাই রান্না করে খেতে পারবেন। হোটেলের আশেপাশে নিত্য প্রয়োজনীর সকল কিছু পেয়ে যাবেন।মাছ, মাংস থেকে শুরু করে সবকিছুই পাবেন।আর যারা রান্না করে খেতে পারবেন না তাদের জন্য ও সমস্যা নেই।খাওয়া দাওয়ার জন্য এই এলাকায় বেশ কিছু বাঙ্গালী রেস্টুরেন্ট আছে।

সম্পূর্ণ লেখা কপি করা।

সিএমসি তে আগত বাংলাদেশী রোগী এবং এটেনডেন্টদের জন্য কিছু কথা:১. পাসপোর্ট  এর ফটোকপি নিয়ে আসবেন২. পিপি সাইজ ফটো নিয়ে আসবেন...
11/03/2024

সিএমসি তে আগত বাংলাদেশী রোগী এবং এটেনডেন্টদের জন্য কিছু কথা:
১. পাসপোর্ট এর ফটোকপি নিয়ে আসবেন
২. পিপি সাইজ ফটো নিয়ে আসবেন
৩. ট্রেন বা এয়ার এ আসতে পারবেন
৪. যারা বেশী দিন থাকবেন তারা শুটকি মাছ নিয়ে আসবেন
৫. রাতে গায়ে দেয়ার জন্য পাতলা চাদর নিয়ে আসবেন
6. হোটেল থেকে থালা বাসন পাতিল গ্যাস সিলিন্ডার সব দিবে
৭. চেন্নাই টু ভেলুর এসি বাস ১৬০ রুপি, নন এসি ১৩০ ট্রেন ৯০
৮. হোটেল ভাড়ার নিয়ম হলো ৩/৫ দিনের জন্য অগ্রিম নিবে
৯. হোটেল থেকে ফরম সি দিবে ১০০ রুপি নিবে
১০. থানায় নিবে ৫০ রুপি
১১. ছাতা নিয়ে আসবেন
১২. চিকিৎসা চলাকালীন কোন টেস্ট এর কাগজ পাবেন না
১৩. ১৭০ রুপি জমা দিলে টেস্ট রিপোর্ট প্রিন্ট পাবেন
১৪. আশে পাশে সুন্দর জায়গা আছে , ঘুরে রোগীদের মন ভালো রাখবেন
১৫. বড় বাজার এ জিনিসপত্রের দাম অনেক কম
১৬, সবজি পিয়াজ আলু ফল সব কিছুর দাম বড় বাজার এ কম
১৭, পাচাইয়াপাচ এ সব পাবেন কেনাকাটার জন্য
১৮. গুড়া মসল্লা নিয়ে আসবেন
১৯. এয়ারপোর্ট এর বাহিরে টাক্সি ক্যাব পাবেন
২০. টিকা সনদ নিয়ে আসবেন

সব গুলা নিজের ব্যক্তিগত মতামত, ভালো না লাগলে এড়িয়ে যাবেন, ভালো লাগলে আমার ছেলের জন্য দোয়া করবেন। শুভ খান
বিদ্রঃ লেখক শুভ খান ভাই এর লেখাটা কপি করা।

Address

346 GODENAIL BAZAR Road, L N MILLS
Narayanganj
1432

Telephone

+880 1712-373427

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indian Hospital:

Share