SeLina Memorial Hospital

SeLina Memorial Hospital Medical & Diagnostic & Pharmacy
Don Chamber Road
Narayanganj, Bangladesh
CareLine:
017 11 93 78 10
017 18 07 78 91

COVID-19
25% Discount for all Test
20% Discount for all Operation
05% Discount for all Medicine

  যেসব নবজাতকের দরকার পড়ে তাদের অভিভাবকদের মানসিক অশান্তি ও আর্থিক দুশ্চিন্তা সারাক্ষণ অস্থির করে রাখে
22/08/2025

যেসব নবজাতকের দরকার পড়ে তাদের অভিভাবকদের মানসিক অশান্তি ও আর্থিক দুশ্চিন্তা সারাক্ষণ অস্থির করে রাখে

22/08/2025
22/08/2025
20/08/2025

ড.আসিফ নজরুলের মন্তব্যে প্রতিবাদ জানাচ্ছেন BPHCDOA এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা: মুজিবুর রহমান সহ সকল হাসপাতাল মালিক
পুরো ভিডিও শুনতে অনুরোধ করছি

ইদানীং সুস্থ মানুষ নাকি হাসপাতালে যায়..!😄
19/08/2025

ইদানীং সুস্থ মানুষ নাকি হাসপাতালে যায়..!😄

19/08/2025

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন
শপথ বাক্য পাঠ করছেন
ডা: এ বি এম হারুন স্যার
মহাসচিব, BDHCDOA
চেয়ারম্যান
শমরিতা হাসপাতাল, ঢাকা

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা কমিটি থেকে প্রাপ্ত সংবর্ধনা স্মারকআলহামদুলিল্লাহ
19/08/2025

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা কমিটি থেকে প্রাপ্ত সংবর্ধনা স্মারক
আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ আজ সকাল ৮ ঘটিকায় যাচ্ছি বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ...
15/08/2025

ইনশাআল্লাহ
আজ সকাল ৮ ঘটিকায় যাচ্ছি
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের
অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা-২০২৫
মিন্টু রোড, ঢাকা।
আপনি উপস্থিত থাকবেন তো ?

 #হাঁসের মাংস: #হাঁসের চামড়ায় প্রচুর কোলেস্টেরল তাই রান্নার সময় চামড়া ফেলে দেয়াই উত্তম। #উচ্চ মাত্রার কোলেস্টেরল বা চর্ব...
14/08/2025

#হাঁসের মাংস:
#হাঁসের চামড়ায় প্রচুর কোলেস্টেরল
তাই রান্নার সময় চামড়া ফেলে দেয়াই উত্তম।
#উচ্চ মাত্রার কোলেস্টেরল বা চর্বি থাকায় হার্ট,ফ্যাটি লিভার, ডায়াবেটিস রোগীদের এড়িয়ে চলাই ভাল।
#প্রচুর প্রোটিন থাকে তাই কিডনি রোগীদের না খাওয়াই উত্তম।
#প্রতি ১০০ গ্রাম মাংশ থেকে ৩০০ ক্যালরি শক্তি পাওয়া যায়।
#সাধারণত একজন মানুষকে যেকোনো মাংস ৬০ গ্রাম বা ৭০ গ্রাম খাওয়ার কথা বলা হয়, ১০০ গ্রামের নিচে খাওয়াটাই ভালো। হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রেও ৩০ গ্রাম ১ টুকরো হিসেবে ২ টুকরো হাঁসের মাংসে ৬০ গ্রাম পরিমাণ খাওয়াটাই সুষম হবে।
#শীতকালে শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। তাই শীতকালে লোকজন বেশি খায়।
#এলার্জি হয় কারো কারো।
তাই এলার্জি হলে না খাওয়াই ভালো।

#অতিরিক্ত সব কিছুই খারাপ।
এমনকি হাসের মাংসও।

নাপা কোনটা কিসের জন্য খাবেন ? 1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁ...
13/08/2025

নাপা কোনটা কিসের জন্য খাবেন ?

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg
ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা, কানে ব্যথা, পিরিয়ডের সময় ব্যথা, মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

প্বার্শপ্রতিক্রিয়া: সাধারণত সমস্যা নাই। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা জনিত মাথাব্যথা।
Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়্যাকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীরে থাকবে)
ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়।
বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব থাকে তাদের জন্য বেশি কার্যকর।

রিয়্যাকশন: অতিরিক্ত সেবনে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত এমনিতে সমস্যা নাই।

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)
ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর।
(শুধু বড়দের জন্য)

রিয়্যাকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক।

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol
ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি #নেশাজাতীয় ব্যথানাশক

রিয়্যাকশন:
মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে।

6.Napa Rapid

রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে) কাজ করে।
তবে ১৮+ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

#সতর্কতা:
একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।
সর্বদা চেষ্টা করবেন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করার।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol, Tramadol ভূলেও ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।
#সংগৃহীত

Address

Don Chamber
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when SeLina Memorial Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SeLina Memorial Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram