
26/07/2025
প্লাটিলেটের নরমাল রেঞ্জ হল
১,৫০,০০০-৪,৫০,০০০
৪০ হাজারের নিচে নামলে ডাক্তার ডোনার প্রস্তুত রাখতে বলে।
২০ হাজারের নিচে নামতে থাকলে খিচুনী শুরু হতে পারে।
১০ হাজারের নিচে গেলে রোগী শকে চলে যেতে পারে।
ডেংগু রোগীর এখন পর্যন্ত তেমন কোন চিকিৎসা নাই প্যারাসিটামল ছাড়া।
তবে প্লাটিলেট বেশি কমে গেলে ডাক্তার প্লাটিলেট দিতে বলবে।