SeLina Memorial Hospital

SeLina Memorial Hospital Medical & Diagnostic & Pharmacy
Don Chamber Road
Narayanganj, Bangladesh
CareLine:
017 11 93 78 10
017 18 07 78 91

COVID-19
25% Discount for all Test
20% Discount for all Operation
05% Discount for all Medicine

ছবিতে যে ভদ্র লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হলেন নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা (NSI) প্রধান রেজাউল সাহেব। আলহামদুলিল্লাহ উনি নিজ...
17/10/2025

ছবিতে যে ভদ্র লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হলেন নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা (NSI) প্রধান রেজাউল সাহেব।
আলহামদুলিল্লাহ উনি নিজে আমার হাসপাতাল ভিজিট করে পরিবেশ ও লাইসেন্স সহ সকল কিছু নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উনার নিজের মুখে বলতে শুনি হাসপাতালটি যথেষ্ট পরিস্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে।
তাদের টিমকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি আমাদের হাসপাতালের সবার পক্ষ থেকে।

ক্যাথল্যাব (Cath Lab) হলো Cardiac Catheterization Laboratory–এর সংক্ষিপ্ত রূপ।এটি একটি বিশেষায়িত হাসপাতালের বিভাগ বা ইউ...
03/10/2025

ক্যাথল্যাব (Cath Lab) হলো Cardiac Catheterization Laboratory–এর সংক্ষিপ্ত রূপ।

এটি একটি বিশেষায়িত হাসপাতালের বিভাগ বা ইউনিট, যেখানে হৃদযন্ত্র এবং রক্তনালীর বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়। ক্যাথল্যাবে মূলত ক্যাথেটার (পাতলা নল) ব্যবহার করে হৃদযন্ত্রে প্রবেশ করে পরীক্ষা বা চিকিৎসা করা হয়।

ক্যাথল্যাবে কী কী করা হয়:

করোনারি এনজিওগ্রাম (Coronary Angiogram): হৃদযন্ত্রের রক্তনালীতে ব্লক আছে কিনা তা দেখা।

করোনারি এনজিওপ্লাস্টি (Angioplasty): ব্লক খুলে দেওয়ার জন্য স্টেন্ট বসানো।

পেসমেকার বসানো।

ভালভ বা অন্যান্য জটিল হৃদরোগের পরীক্ষা ও চিকিৎসা।

বৈশিষ্ট্য:

এখানে অত্যাধুনিক এক্স-রে ইমেজিং সিস্টেম থাকে।

রোগীর শরীরে বড় অপারেশন না করেই চিকিৎসা করা যায় (Minimally invasive)।

হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজের জরুরি চিকিৎসায় ক্যাথল্যাব খুবই গুরুত্বপূর্ণ।

✅সহজ করে বললে, ক্যাথল্যাব হলো হার্ট ও রক্তনালীর বিশেষায়িত ল্যাব, যেখানে নল ঢুকিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করা হয়।

✅আপনি কখন অপারেশন করার সিদ্ধান্ত নিবেন ?যখন আপনি আল্ট্রাসনো করে দেখবেন অপারেশন করার মতো আপনার শরীরে এমন একটি সমস্যা ধরা ...
15/09/2025

✅আপনি কখন অপারেশন করার সিদ্ধান্ত নিবেন ?
যখন আপনি আল্ট্রাসনো করে দেখবেন অপারেশন করার মতো আপনার শরীরে এমন একটি সমস্যা ধরা পড়েছে তখন বিশেষজ্ঞ ডাক্তার বা সার্জন জরুরি ভর্তি হয়ে অপারেশন করার সিদ্ধান্ত নিলেও আপনি নিজ উদ্যোগে অন্য ভালো ডাক্তার দিয়ে পুনরায় আলট্রাসনো ও অন্য কিছু পরীক্ষার করে সঠিকতা যাচাই করে নিবেন ।
২০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি :
বহু রোগীর আলট্রাসনো রিপোর্ট অনুযায়ী অপারেশন করে পরবর্তীতে জরায়ু টিউমার, কিডনি পাথর বা পিত্তথলির পাথর পাওয়া যায়নি।
বহু রোগী পেয়েছি যারা অপারেশন করাতে ভর্তি হতে আসছিল কিন্তু সেলিনা মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের নিজ উদ্যোগে পুনরায় আলট্রাসনো করে সমস্যা না পেয়ে হাসিমুখে বাসায় ফিরে গেছেন।
পোস্ট করা রিপোর্ট তেমনি এক সৌভাগ্যবান রোগীর যিনি অপারেশন না করে হাসিমুখে মতলব, চাঁদপুর ফিরে গেছেন।
আলহামদুলিল্লাহ❤️❤️

😭বহু বছর আগে ডিগ্রীর চরের একজন স্থানীয় হাতুড়ে চিকিৎসক পিত্তথলির পাথর অপারেশন করাতে একজন রোগী ভর্তি করেছিলেন।
ঐ রোগীর পুনরায় আল্ট্রাসনো করার পর পিত্তথলির পাথর পাওয়া যায়নি তাই অপারেশন করা হয়নি ।
কিন্তু রোগী হাসিমুখে বাড়ি ফিরে গেলেও হাসিমুখ ছিলোনা ঐ নামধারী ভূয়া ডাক্তারের।
সেই দিন থেকে আমাকে আর রোগী দিচ্ছে না
যাইহোক অসৎ পথে ইনকাম না করে ন্যায় ও সততার পথে ইনকাম করে চলা অনেক আনন্দের।

🎗️গর্ভবতী রোগীর জন্য জরুরী সতর্কতা :✅ আপনি যদি গর্ভবতী নারী হয়ে থাকেন তাহলে পুরো সময় আপনার ও গর্ভের বাচ্চার জন্য সচেতনতা...
10/09/2025

🎗️গর্ভবতী রোগীর জন্য জরুরী সতর্কতা :
✅ আপনি যদি গর্ভবতী নারী হয়ে থাকেন তাহলে পুরো সময় আপনার ও গর্ভের বাচ্চার জন্য সচেতনতা বাড়ান।
✅ যেকোনো সময় সমস্যা দেখা দিলে খামখেয়ালি বা অবহেলা না করে চিকিৎসা শুরু করুন এবং আশপাশের বিভিন্ন মানুষের কথায় কান না দিয়ে মেডিকেলের সাথে জড়িত অভিজ্ঞ মানুষের কথায় ভরসা রাখুন।
😭 পোস্টের ছবিগুলো দেখে বুঝতে পারছেন
৩৯ সপ্তাহের এক গর্ভবতী নারি কাঙ্খিত ফল নিয়ে বাসায় ফিরতে পারেনি কারন তার গর্ভের ৩ কেজি ওজনের প্রিয় সন্তানটি ভূমিষ্ঠ হবার আগেই মৃ-ত্যু বরন করেন।... আমিন
❤️ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে ১২ বছরের অভিজ্ঞ BMDC রেজিষ্ট্রেশন কৃত Medical Assistant (DMF) Sharmin Aktar এর তত্ত্বাবধানে এবং অভিজ্ঞ নার্সের সহযোগিতায় অতি দ্রুত সময়ের মধ্যে নরমাল ডেলিভারি করা হয়।
আলহামদুলিল্লাহ বাচ্চার মা সুস্থ আছেন
সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন।

10/09/2025
🇧🇩 মানুষের আস্থা ও ভরসার আশ্রয়স্থল হলো নামি-দামি ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারযেখানে তুলনামূলক খরচ দিগুণজুলেখ...
07/09/2025

🇧🇩 মানুষের আস্থা ও ভরসার আশ্রয়স্থল হলো নামি-দামি ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
যেখানে তুলনামূলক খরচ দিগুণ
জুলেখা নামের গর্ভবতী রোগী ৬ই সেপ্টেম্বর আলট্রাসনো করে জানতে পারে;
*৩৪ সপ্তাহের গর্ভবতী
*বাচ্চার ওজন কম (2409gm)
*পানির পরিমান কম (4.9cm)
*বাচ্চার স্কোর 6/8
😭 গভীর রাতে প্রচন্ড ব্যথায় ভীষণ অসুস্থ হয়ে সিজারের জন্য হাসপাতালে ছুটে আসেন কিন্তু কর্তব্যরত ডাক্তার চেকআপ করে জানান নরমাল ডেলিভারি করাতে এ রোগীর ঝুঁকি বেশি সুতরাং জরুরি সিজার করা উচিত।
গাইনী সার্জনকে জানালে ৩৪ সপ্তাহে বাচ্চার ওজন বিবেচনায় সিজার করাতে অপারগতা প্রকাশ করে চিকিৎসা চালিয়ে যেতে বলে।
চিকিৎসা চলাকালীন ভোরবেলা ব্যথায় রোগী ও গর্ভের বাচ্চার অবনতি হলে সার্জনকে অনুরোধ করে সিজারে রাজি করানো হয়।
❤️ পরিশেষে দেখা যাচ্ছে বাচ্চার ওজন ৩ কেজি
রোগী ও বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ
✅ বাচ্চার ওজন সঠিকভাবে জানতে না পারার কারনে রোগীকে এতো কস্ট ও হয়রানি হতে হলো।

fans

কম ভিজিটে মানসম্মত ভালো ডাক্তার খুঁজছেন ?জরুরি রিপোর্ট ডেলিভারি নিতে চান ?তাহলে চলে আসুন....❤️সেলিনা মেমোরিয়াল হাসপাতাল ...
07/09/2025

কম ভিজিটে মানসম্মত ভালো ডাক্তার খুঁজছেন ?
জরুরি রিপোর্ট ডেলিভারি নিতে চান ?
তাহলে চলে আসুন....❤️
সেলিনা মেমোরিয়াল হাসপাতাল
ডন চেম্বার, নারায়ণগঞ্জ।
Iftekhar Al Rajib
Sharmin Aktar
Md Rafi Sharif

দালালের সিন্ডিকেট ও কমিশন বানিজ্য ভাঙবে কবে ?জরুরি মুমূর্ষ নবজাতক শিশুকে নিয়ে নারায়ণগঞ্জ খেকে একটি অ্যাম্বুলেন্স ১০০০ টা...
02/09/2025

দালালের সিন্ডিকেট ও কমিশন বানিজ্য ভাঙবে কবে ?
জরুরি মুমূর্ষ নবজাতক শিশুকে নিয়ে নারায়ণগঞ্জ খেকে একটি অ্যাম্বুলেন্স ১০০০ টাকা ভাড়া চুক্তিতে ছুটে চলে মাতুয়াইলে।
ছোটাছুটি-দৌড়াদৌড়ি করে সিট খালি না থাকার অযুহাতে ভর্তি করতে না পেরে চিকিৎসার জন্য ঐ অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয় পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে।
সেখানে ভর্তির সময় রোগীর কাছ থেকে ২০০০ টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ যাহা হাসপাতালের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে দেয়া হবে উপরি ইনকাম হিসেবে ।
খোঁজ নিয়ে জানতে পারি আশপাশের উন্নত সব হাসপাতালে একই সিস্টেম।
সিএনজি বা অটোরিকশা রোগী নিয়ে গেলেও ১০০০ টাকা করে দিয়ে দিচ্ছে।
সুতরাং ভাবতে থাকুন......
দালাল কিভাবে তৈরি হচ্ছে, কারা দালাল তৈরি করছে ?
অবৈধ আয় বন্ধ করার উপায় কি বাংলার জাতি খুঁজে পাবে না কোনদিন ?

কম ভিজিটে মানসম্মত ভালো ব্যবহারের গাইনী ডাক্তার খুঁজছেন ?যথেষ্ট কম টাকায় মহিলা ডাক্তার দিয়ে নির্ভুল কালার আলট্রাসনো করাত...
29/08/2025

কম ভিজিটে মানসম্মত ভালো ব্যবহারের গাইনী ডাক্তার খুঁজছেন ?
যথেষ্ট কম টাকায় মহিলা ডাক্তার দিয়ে নির্ভুল কালার আলট্রাসনো করাতে ইচ্ছুক ?
জরুরি রিপোর্ট ডেলিভারি নিতে চান ?
তাহলে চলে আসুন....❤️
প্রতিদিন দুপুর ১ ঘটিকায়
সেলিনা মেমোরিয়াল হাসপাতাল
ডন চেম্বার, নারায়ণগঞ্জ
Sharmin Aktar
Md Rafi Sharif

Address

Don Chamber
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when SeLina Memorial Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SeLina Memorial Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram