ধামগড় Union

ধামগড়  Union it can be a way to share and know the news of Dhamgor, if we want.

শীতের কম্বল বিতরণ করেছেন
03/01/2023

শীতের কম্বল বিতরণ করেছেন

25/03/2022

Dinislam

21/06/2018

# বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে
হিসাব করে নেন টাকায় কুলাতে
পারবেন কিনা 😜😜😜

১। লিপস্টিক
২। লিপ লাইনার
৩। নেইল পলিশ
৪। ফেস পাউডার
৫। আই লাইনার
৬। মাসকারা
৭। আই শেডো বক্স
৮। মেকআপ বক্স
৯। শাম্পু ফর হেয়ার
১০। কনডিশনার
১১। ককোনাট ওয়েল
১২। সাবান
১৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিড়ুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইবুরু পেনসিল
২৩। কাজল
২৪। চুলের কিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭। বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার
৩০। রাখি
৩১। আয়না
৩২। বডি স্প্রে
৩৩। পারফিউম
৩৪। সেফটিপিন (Golden & Silver)
৩৫। চুড়ি (glass, city gold)
৩৬। লাকের নথ (city gold)
৩৯। আলতা
৪০। চুলের জন্য কাপড়ের ফুল
৪১। কুমকুম টিপ
৪২। ঘড়ি
৪৩। ওড়না
৪৪। সেনডেল
৪৫। ফেসওয়াশ
৪৬। শাম্পু আফটার শাউয়ার
৪৭। সান স্ক্রিন বডি লোশন
৪৮। মাউথ ওয়াশ
৪৯। ফেস রিম
৫০। হেয়ার স্ট্রেটনার
৫১। ওলিভোয়েল/মেকআপ রিমুভার
৫২। মশ্চারাইজার
৫৩। টোনার
৫৪। মেকাপ রিমুভার কটন
৫৫। ওরনামেন্ট ব্যাগ
৬৬। ওয়াল ঘড়ি
৫৭। রুমের জন্য স্যান্ডেল (নরম)
৫৮। মিস্ট
৫৯। হেয়ার ড্রায়ার
৬০। হেয়ার স্প্রে
৬১। নেইল কাটার
৬২। ক্যানডেল
৬৩। লেইস
৬৪। মোজা
৬৫। ট্রলি ব্যাগ
৬৬|ভেনেটি ব্যাগ
৬৭|পার্টি ব্যাগ
৬৮|নেইল পলিশ রিমুভার
৬৯। গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৭০| ফেস স্ক্রাব
৭১| হিট প্রটেকশন স্প্রে
৭২ | শাড়ি / লেহেংগা পার্টির জন্যা
৭৩। বোরকা/ স্কার্ফ
৭৪|বডি ওয়াশ
৭৫| আই পেন্সিল ( ব্ল্যাক আন্ড হোয়াইট)
৭৬|কন্সিলার
৭৭|লুস মেকাপ পাউডার
৭৮।টিভি
৭৯।ডিসের কানেকশন
৮০। আর বলতে পারমু নাহ।। ভুইলাগেছি....
একটা ছেলের মাথার উপর
আর কত বোঝা চেপে দাওয়া হবে?

09/03/2018
10/09/2017

tkanks to all people who likes this page

it can be a way to share and know the news of Dhamgor, if we want.

01/08/2017

Sobai kemon acho . ? Amar prio dhamgor er bondhura .

31/01/2017

জেনে রাখুন Abbreviation :
‘‬
A.M-----Ante meridian.
P.M-----Post meridian.
M.A. -----Master of Arts
M.COM -----Master of Commerce
B.COM ----- Bachelor of Commerce
M.S-----Master of Surgery
M.D-----Doctor of Medicine/ Managing director
B.S.S. ---- Bachelor of Social Science.
B.B.S -----Bachelor of Business Studies
B.B.A-----Bachelor of Business Administration
M.B.A-----Master of Business Administration
M.B.B.S. -----Bachelor of Medicine and Bachelor of Surgery
B.Sc. -----Bachelor of Science
M.Sc. -----Master of Science
B. A ---- Bachelor of Arts.
M.COM -----Master of Commerce
B.C.S-----Bangladesh Civil Service
B.ed-----Bachelor of education.
Ph.D./ D.Phil. ----- Doctor of Philosophy (Arts & Science)
D.Litt./Lit. ----- Doctor of Literature/ Doctor of Letters.
D.Sc. ----- Doctor of Science
J.S.C ---- Junior School Certificate
J.D.C --- Junior Dakhil Certificate
S.S.C --- Secondary School Certificate
H.S.C ---- Higher Secondary Certificate
Dr. ---Doctor.
Mr. ----Mister.
Mrs. ----Mistress.
Miss ---- Used before unmarried girls.
M.P. ---- Member of Parliament.
M.L.A. ---- Member of Legislative Assembly.
M.L.C ---- Member of Legislative Council
S.I ---- Sub Inspector Police
S.P---- Police Super.
M.D -----Doctor of Medicine/ Managing director
MSc. Ag. ----Master of Science in Agriculture.
B.Sc. Ag. ---Bachelor of Science in Agriculture
B.ed-----Bachelor of education.
V.P ----Vice President./ Vice Principal.
V.C ---- Vice Chancellor
Ph.D./ D.Phil. ----- Doctor of Philosophy (Arts & Science)
D.Litt./Lit. ----- Doctor of Literature/ Doctor of Letters.
D.C. ---- District Commissioner/ Deputy Commissioner
D.Sc. ----- Doctor of Science
GMT-----Greenwich mean time

28/01/2017

রেসিপি :-"' নুডলস রোল "'
নুডলস আমাদের দেশীয় খাবার না হলেও এর জনপ্রিয়তা কোন অংশে কম নয়। আর নুডুলস দিয়ে তৈরী করা যায় মজার মজার সব খাবার।
আজ জেনে নিন নুডুলস দিয়ে রোল তৈরীর রেসিপি।
উপকরণঃ
পুর তৈরির জন্য:-
০ মুরগির কিমা – ১/২কাপ
০ আদা ,রসুন বাটা – ১ চা চামচ
০ আলু কুচি – ১/২ কাপ
০ নুডলস – ১/২ কাপ
০ পেঁয়াজ কুচি – ১ কাপ
০ মরিচ কুচি – ১ টে. চামচ
০ সয়াসস – ১ টে. চামচ
০ ধনেপাতা কুচি – ১ চা চামচ
০ টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
০ লবণ স্বাদমতো
০ তেল ভাজার জন্য
রোলের শিটের জন্য:-
০ দেড় কাপ ময়দা
০ পরিমাণ মত পানি
০ লবণ এক চিমটি
০ তেল সামান্য
প্রস্তুত প্রণালীঃ
* নুডলস ও আলু কুচি সেদ্ধ করে নিন।
* প্যানে তেল গরম করে পেঁয়াজ ও বাটা মশলা দিয়ে মুরগির মাংস ভেজে নিন। মাংস ভাজা হয়ে আসলে নুডলস, লবণ, সয়াসস,টেস্টিং সল্ট , কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখুন।
* চুলা থেকে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।
* ময়দার সাথে লবণ, পানি ও তেল মেখে আটার খামির মত খামি তৈরি করুন।
* এবার পাতলা করে ছোট ছোট রুটি বেলে তাওয়ায় হালকা সেকে নিন।
* এরপর রুটির ভেতরে একপাশে পুর রেখে দুই দিকের মুখ বন্ধ করে পেচিয়ে নিন।
* ডুবো তেলে মচমচে করে ভেজে নিন রোল গুলো।
পরিবেশনঃ
হোয়াইট সস অথবা তেতুলের চাটনি দিয়ে বিকালের নাশ্তায় পরিবেশন করুন মজাদার নুডলস রোল।

20/01/2017

আপনার জানার চেয়ে খাতায় কীভাবে উপস্থাপন করেছেন তা দেখে নম্বর দেবেন। ছোটখাটো ভুল হয়তো আপনার স্বপ্নকে ব্যাহত করতে পারে। তাই তাঁকে সন্তুষ্ট করে আসা জরুরি। এ জন্য সতর্ক থাকতে হবে। অনেক তো পড়াশোনা হলো এবং ভালোই তথ্য আছে বা মাথায় নিয়েছেন। এবার সঠিকভাবে তা খাতায় দিয়ে আসতে হবে এবং খাতার অঙ্গসজ্জা ঠিকমতো করতে হবে। তবেই হবে পরিশ্রম শতভাগ সার্থক। এ ব্যাপারে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন:
ক. খাতায় কালো, নীল এবং ক্ষেত্রবিশেষে পেনসিল ছাড়া আর কোনো কালির দাগ থাকবে না। অনেকে সবুজ, বেগুনি, গোলাপি রং ব্যবহার করেন, যা ঠিক নয়।
খ. খাতাটি পেয়ে রেজিস্ট্রেশন নম্বরসহ তথ্যাদি পূরণ করে মার্জিন করে ফেলবেন। অবশ্যই বক্স স্কেলিং নয়। কারণ, এতে লেখার জায়গাটা অনেক ছোট হয়ে আসে। ওপরে ও বাঁ পাশে এক ইঞ্চি রেখে দাগ। এই স্কেলিং করবেন নীল কালি দিয়ে।
গ. লুজ শিটে সময় না থাকলে মার্জিন করার প্রয়োজন নেই। শুধু ওপরে ও বাঁয়ে ভাঁজ করে নিন।
ঘ. লুজ শিট নিলে তার নম্বরটি প্রথমেই মূল খাতার যথাস্থানে পূরণ করে নিন। পরে মনে থাকবে না।
ঙ. আপনার জীবনের সর্বোচ্চ গতিতে লিখবেন। লেখা যেদিকে যায় যাক। শুধু বোঝা গেলেই হবে। দ্রুত লিখলে লেখা খারাপ হবে এটাই স্বাভাবিক। চিন্তার কিছু নেই।
চ. পয়েন্ট, কোটেশন ও রেফারেন্স নীল কালি দিয়ে লিখবেন এবং নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দেবেন। এতে পরীক্ষক সহজে চোখে দেখবেন। তাঁকে দেখানোই আপনার কাজ।
ছ. সব প্রশ্নের উত্তর করে আসবেন। সময় না থাকলে কম লিখবেন। না পারলে আন্দাজে কিছু একটা লিখবেন।
জ. চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে উত্তর দিতে। এতে খাতা দেখা সহজ হয়। তাই পরীক্ষক খুশি। আর তিনি খুশি হলে নম্বর ভালো আসবে।
ঝ. তবে টু দ্য পয়েন্টের উত্তরগুলো আগে দেওয়া ভালো। যেমন ব্যাকরণের উত্তর, চিঠিপত্র, ছোট প্রশ্ন, টীকা। তারপর বর্ণনামূলক লেখা ভালো।
ঞ. অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে বাংলার বেলায় অ. পৃ. দ্র. এবং ইংরেজির বেলায় To be continued লেখা উত্তম।
ট. নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠা থেকে শুরু করা ভালো। তবে গুচ্ছ প্রশ্নের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
ঠ. বিজ্ঞান ছাড়া অন্য বিষয়ে চিত্রের প্রয়োজন নেই। এখানে তথ্যের দরকার। এটিই দিন।
ড. চিঠিপত্র লেখার সময় বাঁ পাশের পৃষ্ঠা থেকে শুরু করা উত্তম এবং দুই পৃষ্ঠায় শেষ করে দেবেন।
ঢ. মার্জিনের বাইরে কোনো লেখা হবে না। প্রশ্নের নম্বর ও কত নম্বর প্রশ্নের উত্তর লিখছেন তাও লেখা যাবে না। এমনকি একটা ফুলস্টপও হবে না। বোঝা গেল নিশ্চয়ই।
ণ. অনাবশ্যকভাবে পৃষ্ঠা ভরবেন না। পৃষ্ঠা গুনে নম্বর হয় না। যা চেয়েছে ও যা জানেন, তা সময়ের সঙ্গে মিল রেখে লিখুন।
ত. যথাসম্ভব কাটাকাটি করবেন না। এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। সুন্দর জিনিসের দাম সর্বত্রই আছে। তার মানে এই নয়, লেখা বাদ দিয়ে নকশা করবেন। বুঝতে পেরেছেন আশা করি।
থ. টীকা লেখার সময় প্রথমে হালকা ভূমিকার মতো থাকবে এবং শেষে একটা সমাপনী থাকবে। মাঝখানে যা জানতে চেয়েছে তা অল্প করে লিখে দেবেন।
দ. যেসব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শব্দ নির্ধারিত থাকবে, তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। যেমন ইংরেজি রচনা। এ জন্য পরীক্ষার হলে গুনতে বসবেন না। বাসায় এক পৃষ্ঠা দ্রুত লিখে দেখবেন কত শব্দ হয়। সেই সংখ্যা দিয়ে নির্ধারিত সংখ্যাকে ভাগ দিলে পৃষ্ঠা পেয়ে যাবেন। তবে সামান্য বেশি হলে তেমন সমস্যা নেই।
যথাসম্ভব কাটাকাটি করবেন না। এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। সুন্দর জিনিসের দাম সর্বত্রই আছে।
ধ. ৫ নম্বরের একটা প্রশ্নের উত্তর সর্বোচ্চ ২ পৃষ্ঠা হতে পারে। এর বেশি অনেক ক্ষেত্রেই সময় পাবেন না।
ন. এক কথায় যেসব প্রশ্নের উত্তর দিতে হবে, তা যত সংক্ষেপে লেখা যায়। এখানে প্যাঁচালেই বিপদ।
প. ইংরেজি ও বাংলা রচনা শেষে লেখাই উত্তম। কারণ, তা সর্বাধিক নম্বর বহন করে।
ফ. শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি নম্বর না থেকে প্যাসেজ থাকে, তবে পুরোটা তুলতে হবে। আর শূন্যস্থান এর নিচে নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে, যাতে পরীক্ষকের সহজে চোখে পড়ে।
ব. লেখার সময় বানান ভুল হচ্ছে কি না মাথায় রাখবেন। যতটা সম্ভব এড়িয়ে যাবেন। সিনিয়র স্যাররা এতে খুব বিরক্ত হন।
ভ. যেকোনো চিত্র পেনসিল দিয়ে আঁকবেন। ফ্রিহ্যান্ডে আঁকাই উত্তম।
ম. বর্ণনামূলক প্রশ্নে পারলে ছক দিয়ে তথ্য উপস্থাপন করবেন। ছকটা তৈরি করবেন নীল কালিতে আর লিখবেন কালো কালিতে। এতে পরীক্ষক সহজে বুঝতে পারবেন।
য়. জেলজাতীয় কালির কলম ব্যবহার না করাই উত্তম। এতে অন্য পৃষ্ঠাও নষ্ট হয়ে যায়।
র. ভুলক্রমে যদি কোনো পৃষ্ঠা রেখে পরবর্তী পৃষ্ঠায় লিখে ফেলেন, তবে ফাঁকা পৃষ্ঠায় একটা দাগ টেনে দেবেন।
ল. প্রতিটি নম্বরের জন্য কত সময় পান, তা আগেই হিসাব করে রাখবেন এবং সেই পরিমাণ সময় তাতে ব্যয় করবেন। যদি বরাদ্দকৃত সময় কিছু বেঁচে যায়, তবে তা পরবর্তী কোনো প্রশ্নে ব্যবহার করতে পারেন।
শ. সাধারণ গণিতে উত্তর শেষ হলে একটু রিভিশন দেবেন। অনেকেরই প্লাস, মাইনাস বা ছোটখাটো ভুল করার অভ্যাস আছে।
একটা কথা মনে রাখবেন, এমন কোনো কাজ খাতায় করে আসবেন না বা এমন কিছু লিখবেন না বা এমন প্রক্রিয়ায় উপস্থাপন করবেন না, যাতে পরীক্ষকের মাথা গরম হয় বা তিনি বিরক্ত হন। কারণ, তিনি খেপে গেলে আপনাকে বিদায় নিতে হতে পারে। তাই সতর্ক থাকুন এবং পড়াশোনা করুন। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় আপনি সফল হোন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।
লেখক: প্রশাসন ক্যাডার (দ্বিতীয় স্থান), ৩৪তম বিসিএস

19/01/2017

ইংরেজী কথোপকথনের জন্য যে নিয়ম গুলো আপনার জানা দরকার!
1. Don't study grammar too much
আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ইংরেজীতে কথা বলতে অভ্যস্ত হতে চান তাহলে আপনাকে ইংরেজী শিখতে হবে ইংরেজী গ্রামারের দিকে ভ্রুক্ষেপ না করেই। কারণ ইংরেজী গ্রামার আপনাকে ধীরগতি এবং সন্দেহপূর্ণ করে তুলবে। যখন বাক্য তৈরি করবেন তখন স্বাভাবিক বাক্য তৈরির চেয়ে আপনি শুধু নিয়মের কথাই চিন্তা করবেন। আপনি আশ্চর্য হবেন যারা ইংরেজীতে কথা বলে তাদের মাত্র ২০% লোক গ্রামার জানে। আপনি আরো আশ্চর্য হবেন যারা ইংরেজ নন তারা ইংরেজদের চেয়ে ভালো ইংরেজী গ্রামার জানেন।
2. Learn and study phrases
আপনি অনেক শব্দ জানেন কিন্তু সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেননা এটা আশ্চর্য এর বিষয় নয়কি ? এর কারণ কি? কারণ আর কিছু নয় ; ইংরেজী phrases সম্পর্কে তারা কোন প্রকার লেখাপড়া করেনা। সুতরাং আপনাকে যেমন জানতে হবে words তেমনি জানতে হবে phrases সম্পর্কে । আপনি 1000 words জানেন কিন্তু আপনি একটি সঠিক বাক্য তৈরি নাও করতে পারেন। আবার আপনি একটি phrases জানেননা তখন আপনি শত শত সঠিক বাক্য তৈরি করতে পারবেন। আপনি যদি 100 টি phrases জানেন, তাহলে আপনি নিজেই আশ্চর্যন্বিত হয়ে যাবেন কত শত শত বাক্য আপনি বলতে পারছেন। সুতরাং আপনি 1000টি জানেন মানে আমরা নিশ্চিত আপনি একজন দক্ষ ইংরেজী কথক।
Don't translate
আপনি যখনই ইংরেজী বাক্য তৈরি করতে যাবেন তখন ঐ বাক্যকে কখনো আপনার মাতৃভাষায় অনুবাদ করতে যাবেননা। যেহেতু উভয় ভাষার শব্দ শৃঙ্খল ভিন্ন। ফলে আপনি এটা করলে আপনি ভুল করবেন। তার চেয়ে আপনি phrase শিখুন এবং বাক্য শিখুন আপনার চিন্তা করতে হবেনা শব্দ সম্পর্কে যেগুলো কথা আপনি বলছেন। এটা আপনাআপনিই চলে আসবে।
অন্য সমস্যা হচ্ছে আপনি যে দুটো ভাষাকে মেলাতে চাচ্ছেন তাদের ব্যাকরণগত কোন মিলই নেই। মনে রাখবেন অনুবাদ এবং ইংরেজী বাক্য তৈরির ব্যাপারে ব্যাকরণ সম্পর্কে চিন্তা করা সঠিক হবেনা । আপনাকে এটা অবশ্যই ত্যাগ করতে হবে।
3. Reading and Listening is NOT enough. Practice Speaking what you hear!
Reading, listening, and speaking এই তিনটি যে কোন ভাষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । যা ইংরেজীর জন্য ও একইভাবে প্রযোজ্য। তারপরেও কথা বলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন speaking এর অনুশীলন ।একজন শিশু প্রথমে বলে তারপর পড়ে এবং তারপর লিখে। কিন্তু আমরা স্বাভাবিকভাবে প্রথমে শুনি তারপর বলি ,তারপর পড়ি, এবং তারপর লিখি। তাহলে আমরা কোথায় সমস্যায় পড়ি?
First Problem
এটা আশ্চর্যের বিষয় নয়কি যে, সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে পড়তে শিখায়, তারপরে লিখতে, তারপর শুনতে এবং তারপর বলতে ? যেহেতু ইংরেজী আমাদের দ্বিতীয় ভাষা বলে কি ? অথচ স্বাভাবিক নিয়ম হচ্ছে listening, speaking, reading, then writing আমাদের শেখানো হয় reading, listening, speaking, then writing. পদ্ধতিতে।
Second Problem
আমরা দেখি অধিকাংশ মানুষ প্রথমে পড়ে এবং তারপর শুনে । কিন্তু আমাদের দ্রুত কথা বলার জন্য প্রথমে speaking অভ্যাস করা প্রয়োজন। সঙ্গে কখনও শুনার ব্যাপারটা বন্ধ করা যাবেনা। যখন পড়বেন তখন শুধু শুনবেননা। যখনিই বলবেন কখনও চুপিসারে না বলে বড় আওয়াজ করে বলবেন। আপনি এটা এমনভাবে বড় করে আওয়াজ করবেন যাতে আপনার মুখ এবং মস্তিষ্ক কোন প্রকার চেষ্টা ছাড়াই সেটা সম্পাদিত করে।
4. Submerge yourself
স্মার্টনেস দেখানোর জন্য আপনি কথা বলবেননা। যে কেউ চেষ্টা করলে যে কোন ভাষাই কথা বলতে পারে। এটা একটা প্রমাণিত সত্য। প্রত্যেকে যে কোন একটি ভাষাই কথা বলতে পারে। আপনি বুদ্ধিমান হোন অথবা কম বুদ্ধিমান হোন ।
আপনার দেশে আপনার ভাষা আপনি প্রতিনিয়ত শুনেন এবং আপনি বলেন আপনি লক্ষ্য করবেন যে, অনেক লোক যারা ইংরেজী স্কুলেই লেখাপড়া করে তারা ভাল ইংরেজীতে কথা বলে । তার ইংরেজী স্কুলে লেখাপড়া করে বলেই কি তারা ইংরেজীতে কথা বলতে পারে? আদৌ তা নয় ; বরং তারা এমন একটা পরিবেশ পায় যার চারদিকের মানষগুলো সর্বদা ইংরেজী ব্যবহার করে।
কিছু লোক যারা বিদেশে লেখাপড়া করে তারা খুব কমই শিখে কারণ তার শুধু ইংরেজী speaking school গিয়েছিল মাত্র কিন্তু সেখানে তাদের দেশের অন্যান্য ছাত্ররাও ছিল বলে তারা সবসময় দেশী ভাষা ব্যবহার করত ইংরেজী ব্যবহার করতনা।
সুরতাং বুঝাই যাচ্ছে আপনারা ভাল ইংরেজী কথক হতে পারবেন যদি আপনার পরিপার্শ্ব সেরকম হয় । আপনি আপনার বন্ধুদের সঙ্গে সবসময় ইংরেজীতে কথা বলবেন। দেখবেন খুব অল্প সময়ে আপনি আপনি একজন ভাল ইংরেজী কথক হয়ে উঠছেন।
5. Study correct material
"Practice makes perfect." এইআপ্তবাক্যটা সবসময় সত্য নাও হতে পারে। কারণ অভ্যেসটা আপনার সবসময় করতে হবে। আর আপনি যদি ভুল ইংরেজী বাক্য ব্যবহার করেন তাহলে আপনি ভুল ইংরেজী বাক্য ব্যবহার করতেই শিখবেন। সুতরাং আপনাকে অধিকাংশ লোক সাধারণভাবে যে material গুলো ব্যবহার করে সেগুলো অধ্যয়নভুক্ত করতে হবে।
অন্য যে সমস্যাটা তাহলে ইংরেজী অধ্যয়নকারীরা পত্রিকা পড়ে কিন্তু তারা পত্রিকার নিউজ বিশেষ করে রাজনীতি জাতীয় বিষয়গুলো তারা পড়ে । তারা দৈনন্দিন জীবন বিষয়ক বিষয়গুলো তারা ব্যবহার করেনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আমরা যা পড়ছি বা বলছি তা আমরা বুঝতে পারছি কিনা ।
আশা করা যায়, এই নিয়মগুলো আপনাকে দ্রুত ইংরেজীতে কথা বলতে সাহায্য করবে।

[ইন্টারনেট হতে সংগ্রহীত] Tanbir Ahmad

প্রয়োজনীয় সব বাংলা

19/01/2017

কিছু মানুষ স্বভাবে এতটাই লাজুক হয় সে মিলাদ পড়ে
হাত পেতে মিষ্টি নিতেও লজ্জা পায়। মিলাদ পড়ে চুপ
চাপ খালি হাতে বেরিয়ে যায়।
সে দামাদামি করে কাপড় কিনতে লজ্জা পায়। টাকা ধার
করতে লজ্জা পায়, এমন কি ধার দেয়া টাকা ফেরত
চাইতেও সে লজ্জা পায়।
লজ্জা থাকা ভালো কিন্তু অতিরিক্ত লজ্জা মানুষকে
পিছিয়ে দেয়। এই লাজুক মানুষ গুলা সব সময় লাইনের
পেছনের দাঁড়ায়। সবাই সব কিছু বেছে নেয়ার পর
যেটা পড়ে থাকে সে সেটা তুলে নেয়।
তার অনেক কিছুই বলার থাকে কিন্তু সব কিছু লজ্জায়
পড়ে গলায় এসে আটকে যায়। তার লজ্জার কারনে
কেউ জানতে পারেনা সে ভাল গান গায় কবিতা
লেখে। এমনকি মনের মানুষটাও জানেনা কত খানি
ভালবাসা লুকিয়ে সে চেপে রেখেছে।
আরেহ ভাই চুরি করা লজ্জার ভিক্ষা করা লজ্জার
নিজের অধিকারটা আদায় করে নেয়াটা লজ্জার না।
লজ্জাটা কিসের? ভয়টা কোথায়? পাছে লোকে কি
বলে? এতটা লজ্জা পাওয়ার পরেও কি লোকে খুব
ভালো বলে? আপনার ভালো মানুষীকে তারা
বোকামি মনে করে।
আপনি মুখ খুললে বলবে লজ্জা নাই। আবার চুপ
থাকলে বলবে সাহস নাই! তাহলে?
বলবেন কেউ কেউ তো বলে লোকটা ভদ্র,
ভালো। কিন্তু লাভ? আপনাকে ভদ্র বলা পর্যন্তই।
কেউ কিন্তু মাছের মাথাটা আপনার জন্য তুলে
রাখবেনা মানুষটা তো নিজ থেকে নিবেনা এই
ভেবে। সে সুযোগে আগে মাথা খাবে পরে
পিঠ চাপড়ে বলবে আপনি খুব ভালো।
বোকামির সাথে সততার কোন সম্পর্ক নাই। আবার
চালাক হলেই সবাই অসৎ নয়। আগে নিজের অধিকার
নিতে শিখুন। ভাল মানুষ হলে পরে না হয় সব বিলিয়ে
দিবেন। কিন্তু ঠঁকে আসাটা কোন ধরনের
ভালোমানুষি?
সরি টু সেই ভাইয়া। এটা ভালো মানুষি না ছেলে মানুষি।
আপনি রাগ হলে চিৎকার করবেন, কষ্ট পেলে
কাঁদবেন, হো হো করে হাসবেন এতে
লোকের বলার কি আছে!!
লজ্জার আবরন ছেড়ে বাইরে বেরিয়ে আসুন।
মানুষের সাথে মিশুন। এটা নেটওয়ার্কিং এর পৃথিবী।
আপনাকে লাইন জানতে হবে লবিং করতে হবে।
আর লজ্জা পেলে রিকশা ওয়ালা ঠঁকাবে মাছ ওয়ালা
ঠকাবে। আপনি মাথা নিচু করে যাবেন পিছন থেকে
লোকে বলবে ভোদাই একটা।
চালাক লোকেরা লজ্জা পায়না, লজ্জা পাওয়ার ভান
করে। আপনি ভাব্বেন সে ভাজা মাছটা উলটে
খেতে পারেনা। অথচ দেখেবেন সে
আপনাকে উলটে ভাজা ভাজা করে ফেলেছে।
Collected

11/01/2017

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং
বোর্ডে লিখলেন-
৯ x ১ = ৭
৯ x ২ = ১৮
৯ x ৩ = ২৭
৯ x ৪ = ৩৬
৯ x ৫ = ৪৫
৯ x ৬ = ৫৪
৯ x ৭ = ৬৩
৯ x ৮ = ৭২
৯ x ৯ = ৮১
৯ x ১০ = ৯০
লেখা শেষ করে তিনি
ছাত্রছাত্রীদের দিকে তাকালেন,
দেখলেন সবাই মিটিমিটি হাসছে।
তিনি বললেন, "আমি জানি তোমরা
কেন হাসছো, আমি নামতার প্রথম
লাইন ভুল লিখেছি। আমি প্রথম লাইন
ভুল লিখেছি তোমাদেরকে একটা
গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য।”
ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে
শুনছিলো ।
শিক্ষক আবার বলা শুরু করলেন..
দেখো, আমি নয়টা লাইন সঠিক
লিখেছি।
এজন্য তোমরা আমার প্রশংসা
করোনি বা ধন্যবাদও দাওনি।
অথচ একটা লাইন ভুল লিখেছি বলে
হাসাহাসি করছো সমালোচনা
করছো।
এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তবতা।
তুমি হাজারটা ভাল কাজ করো
কেউ তোমার প্রশংসা করবে না,
একটা সামান্য ভুল করে দেখো পুরো
পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে
তোমার সমালোচনা করার জন্য।
অতএব, কে কি বললো এটা কানে
নিও না। সমাজে কিছু কিছু মানুষ
আছে কিভাবে অন্যের প্রশংসা
করতে হয় তারা তা জানেই না।
এদের প্রতি রাগ করো না; বরং
সহানুভূতি দেখাও,
কারণ অন্যের প্রশংসা করার এই
বিশেষ গুণটি তারা পায় নি।

Address

Bondor
Narayanganj

Telephone

1535833414

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধামগড় Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share