12/05/2024
#২
গরমে ত্বকের সমস্যা:
* গরমে ত্বকে ছত্রাকের সংক্রমণ বেশি দেখা যায়।
* এছাড়াও সোরিয়াসিস, এক্সিমা, জীবাণুর সংক্রমণ, ব্রণ, কসমেটিক ডার্মাটাইটিস, কনটাক্ট এক্সিমা ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে।
* লক্ষণ: শরীরের ভাঁজে ছোট ছোট লাল দানা, মাঝখানে পরিষ্কার থাকে, চুলকানি ইত্যাদি।
* প্রতিরোধ: হালকা পোশাক পরা, ঘাম মুছে ফেলা, শরীর শুষ্ক রাখা।
* চিকিৎসা: ওষুধ খাওয়া ও লাগানো।
বিস্তারিত:
* ছত্রাকের সংক্রমণ:
* শরীরের ভাঁজে, মাথায়, নখে হতে পারে।
* লক্ষণ: লাল দানা, চুলকানি ইত্যাদি।
* চিকিৎসা: দুই থেকে তিন সপ্তাহ ওষুধ খাওয়া ও লাগানো।
* শিশুদের ক্ষেত্রে:
* গলার ভাঁজ, আঙুলের ভাঁজ, ডায়াপার পরার জায়গায় ছত্রাকের সংক্রমণ হতে পারে।
* চিকিৎসা: গায়ে লাগানো ওষুধ ও ডায়াপার কম ব্যবহার।
* অন্যান্য সমস্যা:
* সোরিয়াসিস, এক্সিমা, জীবাণুর সংক্রমণ, ব্রণ, কসমেটিক ডার্মাটাইটিস, কনটাক্ট এক্সিমা ইত্যাদি।
* চিকিৎসা: রোগ নির্ণয়ের উপর নির্ভর করে।
সতর্কতা:
* নিজে নিজে চিকিৎসা না করা।
* সমস্যা হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।