12/12/2017
প্রায় ২৫ দিন আগে এই রোগীটি চট্টগ্রাম মেডিকেল কলেজ,ডেন্টাল ইউনিটের 'Oral and Maxillofacial Surgery' ওয়ার্ড এ আসে।সমস্যা কি জানতে চাইলে তিনি জানান, ৪দিন আগে তিনি তার নিচের চোয়ালের বাম পাশের 2nd, 3rd molar teeth ফেলেন।এর পরপরই ৩-৪ দিনের মধ্যেই তার নিচের চোয়ালের নিচে sinus form হয়ে infection chest region এ extend করে এ অবস্থার সৃষ্টি হয়।রোগীর এত কম সময়ে এমন খারাপ অবস্থা develop করতে দেখে রীতিমত ঘাবড়ে যাই।তাকে কোন ডাক্তার চিকিৎসা দিয়েছে জিজ্ঞাসা করলে ভালভাবে কোন উত্তর দিতে পারেনি।তবে যতটুকু বুঝেছি সে কোন ভুয়া ডাক্তারের কাছেই tooth extraction করেছে।তীব্র ব্যথায় রোগী কাতরাচ্ছিল,trismus develop করেছিল,Burning sensation হচ্ছিল।স্যারের কাছে diagnosis কি জিজ্ঞাসা করলে স্যার রোগের নাম বলল 'Necrotizing Fasciitis'।
এটা একটা life threatening condition।রোগীর দাঁতের গোড়ায় আগে থেকে হয়ত infection ছিল।তার উপর কোয়াক unsterile instrument ব্যবহার করার কারণেই infection দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে।
দ্রুত রোগীর চিকিৎসা শুরু করা হয়।Debridement করে antibiotic সহ নিয়মিত যত্নসহকারে dressing করা হয়।এতে রোগীর অবস্থার উন্নতি হলে আজ তাকে OT তে নিয়ে skin grafting করা হয়।আশা করি রোগীটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
পোষ্টটি দেয়ার একমাত্র উদ্দশ্য হল সবাইকে সচেতন করা।সামান্য দাঁতের কারণেই আপনার জীবন ঝুকিপূর্ণ হয়ে উঠতে পারে।দাঁতে সমস্যা হলেও বেশি খরচের ভয়ে অনেকে ডেন্টাল সার্জনের কাছে যায় না।কিন্তু এই অবহেলার কারণে আপনার,আপনার পরিবারের বা নিকট আত্নীয় মধ্যে কারোর উপরের লোকটির মত কঠিন অবস্থার সৃষ্টি হতে পারে।sterilization কতটা গুরুত্বপূর্ণ সেটাও এই case দেখে বুঝা যায়।
এরকম abscess,swelling,RTA patient,tumour,cyst, oral ulcer,carcinoma,Ludwig's Angina,tongue carcinoma ইত্যাদি ইত্যাদি রোগী হল Maxillofacial Surgery ওয়ার্ডের নিয়মিত চিত্র।এসব রোগের ক্ষেত্রে ডাক্তার দেখাতে বা referr করতে মোটেও দেরি করা উচিত নয়।
ডা:মো: নাজুমস সাকিব
২৩তম বিডিএস
চমেক,ডেন্টাল ইউনিট
২০১১-১২