Sharmin Islam - BPT

Sharmin Islam - BPT Sufia General Hospital
SO Road, Siddhirganj,Narayanganj

Bachelor Science in Physiotherapy (BPT)
DU-Medicine Faculty
PGD (BKSP)
Exerpertise in Musculoskeletal &Neurophysiotherapy

62/A Shah shuja Road, Molla Bari near Jollarpara Mosque,Narayanganj.

আমি: বাবা  তোমাকে তো পাওয়াই যায় না। ভাল্লাগছে না কিছু। একটু কাছে আসো। জড়িয়ে ধরি,একটু আদর করি। ছেলে : আমিতো খেলতেছি এখন।আ...
13/09/2025

আমি: বাবা তোমাকে তো পাওয়াই যায় না। ভাল্লাগছে না কিছু। একটু কাছে আসো। জড়িয়ে ধরি,একটু আদর করি।
ছেলে : আমিতো খেলতেছি এখন।
আমি: দাড়াওনা বাবা। একটু পরে খেলো।
ছেলে: আচ্ছাহ। বলো।
আমি: ওর ছোট্ট কাঁধে মাথা রাখার চেষ্টা করে বল্লাম "বাবা তুমি বড় হবা কবে?"
ছেলে : এক মিনিট পর এসে বলল- এই যে বড় হয়ে গেছি! দেখো নানার মতো দাঁড়ি হইছে!

৮ই সেপ্টেম্বর ২০২৫ সালের World Physiotherapy Day (বিশ্ব ফিজিওথেরাপি দিবস)–এর মূল থিম হল “Healthy Ageing” বা “স্বাস্থ্যকর...
08/09/2025

৮ই সেপ্টেম্বর ২০২৫ সালের World Physiotherapy Day (বিশ্ব ফিজিওথেরাপি দিবস)–এর মূল থিম হল “Healthy Ageing” বা “স্বাস্থ্যকর বা সজীব বয়সপ্রাপ্তি”, বিশেষভাবে বয়সজনিত দুর্বলতা (frailty) ও পড়ে যাওয়ার (falls) ঝুঁকি কমানোয় ফিজিওথেরাপির ভূমিকা ।
পড়ে যাওয়া প্রতিরোধ শুধুমাত্র একটি জীবনকে নয় পুরো একটি পরিবারকে বিপদমুক্ত রাখে।

🌿Healthy ageing begins with physiotherapy. Balance today, independence tomorrow.

07/09/2025

⚠️ চকচকে সাইনবোর্ড, সাজগোছ করা হোটেলের মতো বিলাসবহুল সেন্টার দেখে নয় বরং যিনি ফিজিওথেরাপি দিবেন তার ডিগ্রি জেনে যাচাই করে তারপর চিকিৎসা নিন।নয়তো এমন কাতুকুতু বাবাদের খপ্পরেই পরবেন।
✅টাকা, সময় আর স্বাস্থ্য নষ্টের হাত থেকে বাঁচার পথ হলো সচেতনতা। সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।

Mind it👇
🥼Real physio heals, Fake physio harms 🩼.
📍Trust Science, Not Tricks."

📌এবারের ভাইরাল জ্বরের পর রোগীদের মোস্ট কমন কম্প্লেইন ছিলো মাল্টিপল জয়েন্ট পেইন বা Post Viral Arthralgia। জ্বরের পর হাত, ...
05/09/2025

📌এবারের ভাইরাল জ্বরের পর রোগীদের মোস্ট কমন কম্প্লেইন ছিলো মাল্টিপল জয়েন্ট পেইন বা Post Viral Arthralgia। জ্বরের পর হাত, পা, হাঁটু, কবজি বা আঙুলের জয়েন্টে ব্যথা। স্টিফ বা শক্ত জয়েন্টে হালকা ফোলা।সকালে ঘুম থেকে উঠার পর ব্যথা বা শক্ত ভাব বেশি এবং হাঁটা, ওঠা-বসা বা হাত চালাতে অসুবিধা।
অনেকের মনে ভয় —
এই ব্যথা কি আরো বাড়বে?এটা কি আর্থ্রাইটিস এ রূপ নেবে?ওষুধ না খেলেই কি চলাফেরা বন্ধ হয়ে যাবে? আবার জ্বর হলে কি ব্যথা ফিরে আসবে?
📍অনেকেই এরকম health anxiety বা post viral arthralgia phobia তে ভুগছেন এবং ফার্মেসি থেকে বা নিজে নিজেই এনে তা মুড়ির মতো খাচ্ছেন।
💊Rolac , Naproxen, Napa– এগুলো মূলত পেইন এবং ফিভার কন্ট্রোল মেডিসিন।
⚠️কিন্তু কিছু বিষয় মাথায় রাখা দরকার:
📍NSAIDs (Rolac, Napro) খেলে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় এবং কিডনির উপর প্রভাব ফেলতে পারে।
কারো যদি আগে থেকে কিডনির সমস্যা থাকে বা দীর্ঘদিন খায়। তাহলে পানি জমে শরীর বা পা ফুলে যাবে।
📍Napa
সাধারণত পানি জমার সমস্যা করে না। কিন্তু নাপা লিভার দিয়ে মেটাবোলাইজ হয় তাই লিভার দুর্বল থাকলে অন্য জটিলতা তৈরি করতে পারে।
👉ডাক্তারের পরামর্শে মেডিসিন নিন।
👉post viral arthralgia কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে কমে যায়।
▪️বেশির ভাগ ক্ষেত্রেই সাময়িক এবং স্থায়ী ক্ষতি করে না। ▪️রেস্ট, হালকা ব্যায়াম ও ফিজিওথেরাপিতে সুস্থ হওয়া যায়।
▪️রিউমাটোলজিক রোগের সাথে এর পার্থক্য আছে—সেগুলোতে ব্যথা দীর্ঘস্থায়ী ও প্রগ্রেসিভ হয়।
▪️ভয় ও স্ট্রেস ব্যথাকে আরও বাড়িয়ে দেয় (pain perception ↑)

Do’s & Don’ts :
✅আইস প্যাক ➡️ ফুলে যাওয়া কমাতে কাজে দেয় এবং হট প্যাক ➡️ স্টিফনেস কমাতে সাহায্য করে।
🦵 ফোলা কমানোর জন্য- হাত/পা বালিশের ওপর উঁচু করে রাখা।
🏃
✅জয়েন্টের রেইঞ্জ অব মোশন এক্সারসাইজ – ব্যথার ভেতর না গিয়ে ধীরে ধীরে জয়েন্ট চালু রাখা।
✅সফ্ট বল দিয়ে হ্যান্ড স্কুইজিং করা।
✅লো ইমপেক্ট এরোবিক এক্টিভিটি -হাটা, সাইক্লিং করা।
👉 এগুলো Kidney/Heart/Liver problem রোগীর জন্য নিরাপদ, কারণ এতে বেশি পরিশ্রম হয় না।
⚠️
❌দীর্ঘ সময় হট প্যাক ব্যবহার (হার্ট ডিজিস থাকলে শরীর ফুলে যেতে পারে).
❌ দীর্ঘসময় বিছানায় শুয়ে থাকা।

শারমিন ইসলাম
ফিজিওথেরাপিস্ট।

04/09/2025

🦵 হাঁটতে কষ্ট হয়? প্রতিদিনের ব্যথা আপনাকে থামিয়ে দিচ্ছে? ব্যথায় ঘুম হয় না?
✅ স্ট্রোক বা আঘাতের পর আবার হেঁটে চলতে চান?প্রিয়জনকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান?

🥼💪ফিজিওথেরাপি হোক আপনার ভরসা।
👉 এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট আছেন আপনার পাশে।
✅বিনা ওষুধে ও বিনা পার্শ্বপ্রতিক্রিয়ায় এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার সুযোগ।

📢🚨চলে আসুন ফ্রি ফিজিওথেরাপি সেশনে। প্রতি মঙ্গলবার সকাল ১০টা – দুপুর ১টা পর্যন্ত ফ্রি ফিজিওথেরাপি সেবা !

📍 শাহ সুজা রোড, জল্লারপাড়া মসজিদ সংলগ্ন মোল্লা বাড়ি।
📞 কল করুন এখনই – ০১৭৯৭৫৮৮৬৯৫.

Bachelor Science in Physiotherapy (BPT)
DU-Medicine Faculty
PGD (BKSP)
Exerpertise in Musculoskeletal &Neurophysiotherapy

62/A Shah shuja Road, Molla Bari near Jollarpara Mosque,Narayanganj.

Sufia General Hospital
SO Road, Siddhirganj,Narayanganj

02/09/2025

"Slip,trip,fall
Physiotherapy call..."

পিছলে গেছেন? হোটচ লেগেছে? পড়লেন তো?
Don't worry. Fall down 1 step .. Physio up 10 step..

Book for an appointment👇:
📞01797588695

Brown eyes when given sunlight are magical..What a creation of Almighty Allah!
30/08/2025

Brown eyes when given sunlight are magical..What a creation of Almighty Allah!

স্ট্রোকের পর প্রথম তিন মাসকে   “Golden Window” বলা হয়। কারণ এই সময়ে মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ নতুন করে স্নায়...
27/08/2025

স্ট্রোকের পর প্রথম তিন মাসকে “Golden Window” বলা হয়। কারণ এই সময়ে মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ নতুন করে স্নায়ুর সংযোগ তৈরি হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে।

➡️ এই ৩ মাসে নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি নিলে রোগীর দ্রুত রিকভারি সম্ভব হয়।
➡️ যত দেরি হয়, তত স্নায়ুর পুনরুদ্ধারের সম্ভাবনা কমে যায়।
📌 তবে এর মানে এই না যে ৩ মাস পরে আর উন্নতি হবে না—৬ মাস বা ১ বছর পরেও উন্নতি হতে পারে, কিন্তু প্রথম ৩ মাসের অগ্রগতি সবচেয়ে দ্রুত ও কার্যকরী হয়।

সিরিয়াল নিতে যোগাযোগ করুন : 📞০১৭৯৭৫৮৮৬৯৫

🔥 Pain & Paralysis?🧠 ফিজিওথেরাপি নিন, জীবন হোক স্বাভাবিক ও শক্তিশালী।🌿 Physiotherapy = Recovery + Independence.🔑 Pain কম...
27/08/2025

🔥 Pain & Paralysis?
🧠 ফিজিওথেরাপি নিন, জীবন হোক স্বাভাবিক ও শক্তিশালী।
🌿 Physiotherapy = Recovery + Independence.
🔑 Pain কমান, Paralysis এ শক্তি বাড়ান।
বি:দ্র: 🌸 একটি ছোট্ট পদক্ষেপেই মিলবে বড়ো স্বস্তি – প্রতি মঙ্গলবার আপনাদের সেবায় ফ্রি ফিজিওথেরাপি।
সকাল ১০টা -দুপুর ১টা।
সিরিয়াল নিতে যোগাযোগ করুন : ০১৭৯৭৫৮৮৬৯৫

Address

Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Islam - BPT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sharmin Islam - BPT:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram