ডাঃ ইয়াকুব গাজী রবি

ডাঃ ইয়াকুব গাজী রবি � বিনা অপারেশনে নাকের পলিপস্ ও পাইলস ভালো হয় এবং চর্ম ও যৌন রোগের সুচিকিৎসা দেওয়া হয়।

15/03/2025

🤲 রমজানের জন্য ১০ টি স্ব্যাস্থকর টিপস্🤲

♦️অবশ্যই খেজুর দিয়ে ইফতার শুরু করুন।
♦️ইফতারের সময় অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন।
♦️অতিরিক্ত খাওয়া ও বদহজম এড়াতে ইফতারের সময় ধীরে ধীরে খান।
♦️ইফতারের পর একটু হাটাহাটি করুন।
♦️প্রচুর পানি ও হাইড্রেটিং (পানি শোধন করে এমন) জাতীয় খাবার খান(সেহরী ও ইফতারে)।
♦️চর্বি,চিনি ও লবন খাওয়া সীমিত করুন।
♦️রোজায় সারাদিন আপনাকে শক্তি জোগাবে এমন সঠিক খাবার বেছে নিন।যেমম:-কার্বোহাইড্রেট ও ফাইবারসমৃদ্ধ খাবার।
♦️অবশ্যই সেহরী খেয়ে রোজা রাখুব।
♦️নিয়ম করে পরিমিত ঘুমিয়ে নিন।
♦️ক্যাফেইনজাতীয় পানীয় যেমম:-চা,কফি ও কোলাজাতীয় পানীয় কম পান করুন।

ডাঃ মোঃ ইয়াকুব গাজী রবি
বি.এইস.এম.এস.......ঢাকা বিশ্ববিদ্যালয়।

04/06/2023

এলার্জি থেকে মুক্তির উপায়!!

19/05/2023

গ্যাস্ট্রাইটিস/এসিডিটি নিয়ন্ত্রণ রাখার ঘরোয়া সমাধান।।

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️ ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ...
05/05/2023

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️
ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকায়। বিশেষ করে যাদের এলার্জিটিক সেনসিটিভিটি আছে তারা এই মনাক্কা থেকে সাবধান।

বর্তমানে এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক! খুচরা বাজারে মনাক্কা এর মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা এর বেশি নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে।

মনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য:-

👉 আঙ্গুর আর মনাক্কার মাঝে আসল পার্থক্য এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রংয়ের আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না।

👉 মনাক্কার সাইজ নরমাল আঙুরের থেকে বড়, যা প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো হতে পারে।

👉 মনাক্কা আঙুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।

👉 মনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি ১৩০-১৫০ টাকা। অপরদিকে আঙু্র ২০০-২৫০ টাকা প্রতি কেজি।

👉 আঙুর ও মনাক্কা ২ টা দিয়েই কিছমিছ / কিশমিশ হয়। তবে একটায় বীজ থাকে আর আরেকটায় থাকে না।

👉 মনাক্কাকে আবজোশ বা রেজিন ও বলা হয়ে থাকে।

আমি যতটুকু জানতে পেরেছি তাই আপনাদেরকে জানালাম। বাজারে গেলে লম্বা আঙুর দেখলেই ভাববেন না যে এর দাম বেশি এবং ভালো মানের আঙ্গুর, দোকানদাররা আঙ্গুরের দামে আপনাকে মনাক্কা ধরিয়ে দিবে।

যারা আঙ্গুরের নামে মনাক্কা বিক্রি করছেন, আল্লাহ যেন এদের এবং সকল ধরনের অসাধু ব্যবসায়ীদের হেদায়েত দান করেন অথবা ধ্বংস করে দেন। (আমিন)

🏞️ঘরোয়া টিপস্🏞️     ''''''''''''''''''''''''''''''''''''''''১) গোল মরিচ ২) পিপুল৪) আদা এই তিনটির একত্রে নাম " ত্রিকটু " ...
12/04/2023

🏞️ঘরোয়া টিপস্🏞️
''''''''''''''''''''''''''''''''''''''''
১) গোল মরিচ
২) পিপুল
৪) আদা
এই তিনটির একত্রে নাম " ত্রিকটু "
ত্রিকটু একটি সংস্কৃত শব্দ যার মানে হলো তিন কটু-এর মিশ্রন । তিনটি কটু স্বাদ যুক্ত ভেষজের মিশ্রন ।
ত্রিকটু বিপাকের সাথে সম্পর্কিত এনজাইম সমূহের কার্যকারীতা বৃদ্ধি করে ।
🟢 উপকারিতা:
``````````````
*বদহজম
* পেট ফাপা
* পেট ব্যাথা
* হজম শক্তির দূর্বলতা
* আন্ত্রিক রোগ
* সর্দি
* কাশি
ইত্যাদি সমস্যার জন্য উপকারী।
🟢 খাবার নিয়মঃ তিনটি উপাদান সমপরিমান নিয়ে পাউডার করে আধা চা চামুচ করে রোজ দুইবার খেতে হবে ।
🟢 সতর্কতাঃ বাচ্চাদের ত্রিকটু ব্যবহার করবেন না ।

02/04/2022

কম্পিউটারাইজড হোমিও কেয়ার এর পক্ষ থেকে সবাই জানাই৷ "রমজানুল মোবারক "

অর্শ / পাইলস ( Piles or haemorrhoids )🟩 কি ? মলাশয় ও মলদ্বারের চারপাশে রক্তনালির স্ফীতি এবং বৃদ্ধি পাওয়াকে অর্শ বলে । ...
13/03/2022

অর্শ / পাইলস ( Piles or haemorrhoids )
🟩 কি ?
মলাশয় ও মলদ্বারের চারপাশে রক্তনালির স্ফীতি এবং বৃদ্ধি পাওয়াকে অর্শ বলে ।
এটা দেখতে অনেকটা কাঁঠালের মুচির মত । এটা ফুলে যায় এবং মলত্যাগের সময় চাপ ( ক্বোথ ) দিলে বের হয়ে আসে । আবার আঙ্গুল দ্বারা ভিতরে ঢোকানো যায় ।
কোষ্ঠকাঠিন্য এবং শক্ত মলের প্রতিনিয়ত চাপের ফলে এ রোগ বেশি দেখা যায় । অনেক সময় কারও কারও ক্ষেত্রে রক্ত মিশ্রিত কঠিন মল নির্গত হয় । মলদ্বারে জ্বালা ও অস্বন্তিকর যন্ত্রণা হয় , বসতে কষ্ট হয় , মলদ্বারে মাংসপিন্ড বৃদ্ধি পায় । কখনো মলের সাথে রক্ত মিশ্রিত পূঁজ নির্গত হয় ।
🟩 লক্ষণ ( Symptom )
১. মল ত্যাগের সময় ক্বোথ দিলে কাঁঠালের মুচির মতো বের হয়ে আসে ; (কারো কারো ক্ষেত্রে বের হয়না)
২. মলের সাথে তাজা রক্ত পরে , কখনো পায়খানার আগে অথবা পরে ;(কারো কারো ক্ষেত্রে রক্ত যায় না )
৩. কোমরে ও তল পেটে ব্যথা হয় ।
8 . রক্ত স্বল্পতা দেখা দেয় ;
৫. রোগী পায়খানায় বসতে ভয় পায় ।
৬. পায়খানা করার সময় অথবা পরে পায়ুপথে ব্যথা হয়।
🟩 পরামর্শ ( Advice )
১ . প্রচুর পরিমাণে আশসমৃদ্ধ খাবার গ্রহণ করুন ;
২ . পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ;
৩ . নিয়মিত ব্যায়াম করুন ;
৪. মলত্যাগের জন্য অতিরিক্ত কোথ দেওয়া পরিহার করুন ;
৫ . কোষ্ঠকাঠিন্য থেকে সতর্ক থাকুন ;
৬ . নিয়মিত ব্যায়াম ও প্রাতঃ ভ্রমণ করুন । প্রচুর শাকসবব্জি , ফলের রস , প্রচুর পানি এবং লঘুপাক খাদ্য গ্রহণ করুন । লাল মরিচ , গরুর মাংস , বেগুন , শুঁটকি এবং গরম মসলাযুক্ত দ্রব্যাদি পরিহার করে চলুন । কৃমির উপদ্রব থাকলে নিয়মিত কৃমির ওষুধ সেবন করুন ।
৭ . কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সকালে এবং রাতে চিনি বা গুড় ছাড়া ইসুবগুলের ভুসির শরবত পান করুন ।
৮ . মলদ্বারে ভেসলিন লাগালে অনেক সময় উপকার পাওয়া যায় ;
৯ . নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে ( অর্থাৎ দিনে দুই বার ১০ মিনিট করে মুখ বন্ধ রেখে নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন , শ্বাসের সাথে মলদ্বার ও তলপেট উপরের দিকে টানুন বা Contraction এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ার সময় মলদ্বার ও তলপেট ধীরে ধীরে ছাড়তে থাকুন বা Relax করুন ।
১০ . প্রয়োজনে গামলা ভর্তি হালকা/কুসুম গরম পানিতে ২ চামচ লবণ দিয়ে ১০ মিনিট দিনে ১-২ বার বসে থাকতে হবে।
১১ . দীর্ঘক্ষণ বসে অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না।
১২ . কোথ দিয়ে পায়খানা করবেন না ।
১৩. ফাস্টফুড, জাংক ফুড, প্রসেসড ফুড , বোতল জাত খাবার, বিয়ে বাড়ির ভারী খাবার খাবেন না।

🟩 দ্রুত চিকিৎসকের সাথে সরাসরি দেখা করুন , সঠিক চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন ছাড়া পাইলস ভালো হয়ে যায়।
ডাঃ মোঃ ইয়াকুব গাজী রবি
বি.এইস.এম.এস-----ঢাকা বিশ্ববিদ্যালয়
বি.এইস.এস---আপার
প্রভাষক--ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
এক্স-হাউজ ফিজিশিয়ান --সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
🟩 চেম্বারঃ
মৌচাক আলমের পঁচা সাবানের ফ্যাক্টরী সংলগ্ন,, সিদ্ধিরগন্জ,নাঃগন্জ

মোবাইল :01631795059

Address

Narayanganj

Telephone

+8801967938661

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ ইয়াকুব গাজী রবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ ইয়াকুব গাজী রবি:

Share