Social Services & Blood Donation Club,GUB

Social Services & Blood Donation Club,GUB Green University Blood Club (GUBC)
Donate Blood, Save Life. Remember, a single donation can save multiple lives. Be a hero, donate blood today!

বিসমিল্লাহির রাহমানির রাহিমমানবতার টানে আমাদের ক্ষুদ্র প্রয়াস...গাজাবাসীর দুঃখ-কষ্টে আমরা হয়তো সরাসরি কিছু করতে পারছি না...
15/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মানবতার টানে আমাদের ক্ষুদ্র প্রয়াস...

গাজাবাসীর দুঃখ-কষ্টে আমরা হয়তো সরাসরি কিছু করতে পারছি না, কিন্তু পাশে দাঁড়ানোর এই সামান্য চেষ্টাই আমাদের দায়িত্ববোধের প্রকাশ। Green University of Bangladesh এর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে কিছু সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে অসহায় মানুষের হাতে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিন হবে মুক্ত, আর ফিলিস্তিনি জনগণ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। ✊

📌 উল্লেখ্য, ছবিগুলো সম্পূর্ণ বাস্তব, কোনো জেনারেটিভ টুল ব্যবহার করা হয়নি।
প্রমাণ: https://www.facebook.com/share/v/1C544z293y/

— Social Services & Blood Donation Club
Green University of Bangladesh

-Happy Birthday  Tanvir Hossain !Your hard work, commitment, and generosity make a real difference.May this year bring y...
05/09/2025

-Happy Birthday Tanvir Hossain !
Your hard work, commitment, and generosity make a real difference.
May this year bring you new achievements, peace, and endless happiness.

Many many happy returns of the day ! 🎉

04/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।
পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন।

অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু পরবর্তী ব্যবহারে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। হয়তো পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়। অনেক সময় প্রয়োজনীয় খাদ্য ইনটেক করার মত সুযোগ কিংবা সামর্থ্য থাকে না।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেন। নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

Happy Birthday Pritom paul !Your leadership, dedication, and kindness inspire us every day.Wishing you a life filled wit...
27/08/2025

Happy Birthday Pritom paul !
Your leadership, dedication, and kindness inspire us every day.
Wishing you a life filled with health, happiness, and success.

Many Many happy returns of the day!,,,🎉

21/07/2025

আজ উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন ক্যাম্পাসের পাশে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বিমানের ধ্বংসাবশেষ একটি ভবনের ওপর আছড়ে পড়ে, যেখানে শিশুরা ঠিক ক্লাসে বসে থাকা অবস্থায় চাপা পড়ে যায়। এখনো পর্যন্ত কাউকেই রেসকিউ করা সম্ভব হয়নি। পরিস্থিতি খুবই সংকটাপন্ন ও হৃদয়বিদারক।

সোশ্যাল সার্ভিসেস এন্ড ব্লাড ডোনেশন ক্লাব এর পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি।

একইসাথে, জরুরি ভিত্তিতে রক্তদানে আগ্রহীদের প্রতি বিনীত অনুরোধ করছি—অনেক রক্তের প্রয়োজন হতে পারে।

যে কেউ রক্ত দিতে আগ্রহী, নিচের নাম্বারে যোগাযোগ করুন:

📞 01642-320079 ( নয়ন)
📞 01845-801059 (জিসান)
📞 01620-085209 (প্রীতম)

আপনার একটি রক্তবিন্দু আজ কারো প্রাণ বাঁচাতে পারে।

ধন্যবাদান্তে,
সোশ্যাল সার্ভিসেস এন্ড ব্লাড ডোনেশন ক্লাব

📢 ফিরে আসা জুলাই 📢বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে —🌟 "ফিরে...
19/07/2025

📢 ফিরে আসা জুলাই 📢
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে —
🌟 "ফিরে আসা জুলাই" 🌟

📅 তারিখ: ২০ জুলাই ২০২৫, রবিবার
🏛️ স্থান: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

এই স্মৃতিচারণমূলক আয়োজনে উঠে আসবে:
🔹 জুলাইয়ের বিপ্লব
🔹 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান
🔹 আত্মত্যাগ
🔹 সেই সময়কার শিক্ষক ও শিক্ষার্থীদের গৌরবময় অংশগ্রহণ

অনুষ্ঠানে থাকছে:
🕊️ দোয়া মাহফিল
🎥 ডকুমেন্টারি প্রদর্শনী
💬 আলোচনা সভা

🎉 আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের।

📌 সাদরে আমন্ত্রণ রইলো।

A Day to Remember! ✨Catch the highlights of the Orientation Program of the Green Social Services and Blood Donation Club...
16/07/2025

A Day to Remember! ✨
Catch the highlights of the Orientation Program of the Green Social Services and Blood Donation Club, held today with great enthusiasm and unity!

The event was honored by the presence of:
🟢 Honorable Vice Chancellor, Prof. Dr. Shorif Uddin Sir
🟢 Director of Student Affairs, Dr. Mohammad Delwar Hossain
🟢 Deputy Director of Student Affairs, Md. Sulaiman Mia
🟢 Medical Officer, Dr. Rajib Sutradhar
🟢 Club Moderator, Gulam Rabbani

Their inspiring words and continued support uplifted the spirit of the program and motivated all attendees.

Also present were the dedicated executive committee members and our passionate new members, united under the banner of service, humanity, and social responsibility.

It was a day of celebration, connection, and commitment-a reflection of the values we cherish: compassion, volunteerism, and community impact.

Relive the cherished moments and witness the beginning of a purposeful journey together.

🎉 Big Congrats to Green University of Bangladesh ,,,,,!!Ranked 2nd in Bangladesh in THE Impact Rankings 2025! 🌟— From So...
18/06/2025

🎉 Big Congrats to Green University of Bangladesh ,,,,,!!
Ranked 2nd in Bangladesh in THE Impact Rankings 2025! 🌟

— From Social Services & Blood Donation Club ❤️

𝐆𝐔𝐁 𝐑𝐚𝐧𝐤𝐞𝐝 𝟐𝐧𝐝 a𝐦𝐨𝐧𝐠 a𝐥𝐥 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐢𝐧 𝐓𝐇𝐄 𝐈𝐦𝐩𝐚𝐜𝐭 𝐑𝐚𝐧𝐤𝐢𝐧𝐠𝐬 𝟐𝟎𝟐𝟓!
We are proud to announce that Green University of Bangladesh (GUB) has been ranked 2nd among all universities in Bangladesh in the prestigious Times Higher Education (THE) Impact Rankings 2025!

This global ranking evaluates universities based on their performance in achieving the United Nations Sustainable Development Goals (SDGs). We’re honored to be recognized for our commitment to:
✅ Quality Education & Innovation
✅ Environmental Sustainability
✅ Social Inclusion & Equity
✅ Community & Global Impact

More than 2,500 universities from 130 countries participated, and GUB secured a spot in the 601–800 bracket globally out of 2,526 institutions—a testament to our growing global presence!

Unlike traditional academic rankings, the THE Impact Rankings highlight how universities contribute to solving real-world challenges—such as poverty, climate change, gender equality, and clean energy—making a meaningful difference in society, the environment, and the global economy.

This outstanding recognition is a testament to the collective commitment, perseverance, and vision of the GUB leadership, and the dedicated efforts of every member of the GUB family. We look forward to seeing GUB continue to shine—both locally and globally—as a beacon of sustainable education.

Explore the Ranking: https://tinyurl.com/THE-Ranking

বিসমিল্লাহির রাহমানির রাহিম 🎉 Happy Father's Day 🎉👨‍👧 বাবা মানেই ভালোবাসা, ছায়া, সাহস আর নির্ভরতার নাম।তাঁর নিঃশব্দ ত্য...
15/06/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

🎉 Happy Father's Day 🎉

👨‍👧 বাবা মানেই ভালোবাসা, ছায়া, সাহস আর নির্ভরতার নাম।
তাঁর নিঃশব্দ ত্যাগ আর সীমাহীন মমতার জন্য আজকের দিনটিতে জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

🌕 “আলো-ছায়ার জীবনের পথে,
বাবার হাতে গড়ে ওঠে ভবিষ্যতের রথে।”

❤️ সোশ্যাল সার্ভিসেস এন্ড ব্লাড ডোনেশন ক্লাব (SSBDC)
এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবাকে জানাই ফাদার্স ডে’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

📢 আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা আর মানবিকতায় গড়ে তুলি একটি উদার সমাজ।





বিসমিল্লাহির রাহমানির রাহিম🌙 সোশ্যাল সার্ভিসেস এন্ড ব্লাড ডোনেশন ক্লাব এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও...
06/06/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

🌙 সোশ্যাল সার্ভিসেস এন্ড ব্লাড ডোনেশন ক্লাব এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।

🕋 কোরবানির এ ঈদ আমাদের আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। আসুন, আমরা এই পবিত্র দিনে নিজেকে শুদ্ধ করি, অসহায়দের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ছড়িয়ে দিই চারদিকে।

ঈদ মোবারক! 🤲🐐❤️

শুভ জন্মদিন Farhin Ahmed Planning Secretary | Social Services and Blood Donation Clubআপনার জন্য রইলো ক্লাবের পক্ষ থেকে শ...
17/05/2025

শুভ জন্মদিন Farhin Ahmed
Planning Secretary | Social Services and Blood Donation Club

আপনার জন্য রইলো ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার আগামী দিনগুলো হোক সুস্থ, সুন্দর ও সাফল্যময়।
সুন্দর সুন্দর পরিকল্পনা দিয়ে ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এই আশাই ব্যাক্ত করছি ।

Happy Birthday, Farhin Ahmed !

— Social Services & Blood Donation Club Family

বিসমিল্লাহির রাহমানির রাহিম শ্রদ্ধা আর ভালোবাসায় আজকের দিনটি সকল মায়ের প্রতি উৎসর্গআজ বিশ্ব মা দিবস।একটি শব্দ, একটি অনুভ...
11/05/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শ্রদ্ধা আর ভালোবাসায় আজকের দিনটি সকল মায়ের প্রতি উৎসর্গ

আজ বিশ্ব মা দিবস।
একটি শব্দ, একটি অনুভব, এক অফুরন্ত ভালোবাসার নাম—মা।
যাঁদের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর স্নেহে গড়ে উঠেছে আমাদের সমাজ, আমাদের মানবিকতা—তাঁদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতেই আজকের এই বিশেষ দিন।

সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ব্লাড ডোনেশন ক্লাব-এর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই সকল মাকে—যাঁরা আমাদের জীবনের প্রথম শিক্ষক, পরম আশ্রয়, নিঃস্বার্থ অনুপ্রেরণা।

আপনাদের স্নেহ, সাহস আর সমর্থনেই আমাদের সামাজিক সেবা এগিয়ে যেতে পারে আরও মানবিকতার পথে।

শুভ মা দিবস!
ভালো থাকুন সব মা, সুস্থ থাকুন সব মা।

Address

Green University Of Bangladesh
Narayanganj
1326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Services & Blood Donation Club,GUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Social Services & Blood Donation Club,GUB:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram