17/11/2022
🤲 আল হামদুলিল্লাহ্ 🤲
এই অর্জন আমাদের একার নয়, এই অর্জন আপনাদের সকলের নিঃস্বার্থ চেষ্টা, ভালবাসা এবং দোয়ার কারনে অর্জন।
স্বপ্নের কাঁচপুর মানবিক ও সামাজিক কাজে অবদান রাখায় আরো একটি সাফল্য আমাদের প্রাপ্তির খাতায় যুক্ত হলো ।
সনমান্দী জনকল্যাণ সংস্থা সংগঠন ৪র্থ বর্ষে পদার্পণ ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২২ইং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবতার কাজে অংশহগ্রহণ করায় সনমান্দী জনকল্যাণ সংস্থা এর পক্ষ হতে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
"স্বপ্নের কাঁচপুর" পরিবার এর পক্ষ থেকে
সনমান্দী জনকল্যাণ সংস্থা সংগঠন এর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি❤️।