SOHAN Pharmacy

SOHAN Pharmacy All kinds of Medicine available.

01/01/2023
21/10/2022
28/09/2022

#ক্যান্সার_সচেতনতাঃ

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম জলে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম জল পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সংগৃহীত

সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন।
14/07/2022

সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন।

 #নিয়োগ_বিজ্ঞপ্তিনারিকেল বাড়ীয়া বাজারে অবস্থিত সোহান ফার্মেসীতে বিক্রয়কর্মী পদে কিছু লোক নিয়োগ দেওয়া হবে। #চাকরির_দায়িত...
24/02/2022

#নিয়োগ_বিজ্ঞপ্তি

নারিকেল বাড়ীয়া বাজারে অবস্থিত সোহান ফার্মেসীতে বিক্রয়কর্মী পদে কিছু লোক নিয়োগ দেওয়া হবে।

#চাকরির_দায়িত্বসমূহঃ
* বাংলাদেশী মার্কেট এ ব্যবহৃত ফার্মাসিটিকাল পন্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে অথবা এখান থেকে শিখে নিতে হবে।
* কাস্টমার সন্তুষ্টিতে কাজ করতে হবে।
* কাস্টমারের সাথে উত্তম ব্যবহার করতে হবে।
* কাস্টমার চাহিদা বুঝে বিক্রয় সম্পন্ন করতে হবে।
* ফার্মাসিটিকাল ব্যবসা মান বজায় রেখে পরিচালনা করতে হবে।
*ফার্মেসি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
*ম্যানেজমেন্ট কতৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বপালন করতে হবে।

#চাকরির_ধরণঃ

* ফুল টাইম
*স্টুডেন্টদের জন্য পার্ট-টাইম ব্যবস্থা আছে।

#শিক্ষাগত_যোগ্যতাঃ

* ঔষধের নাম ভালভাবে পড়তে পারলেই হবে।
(অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।)

#চাকরির_প্রয়োজনীয়_বিষয়সমূহঃ

* বয়স সর্বোচ্চ ৩০ বছর
* এন.আই.ডি বা জন্ম নিবন্ধন থাকতে হবে।


#কর্মস্থলঃ
সোহান ফার্মেসী, নারিকেলবাড়ীয়া বাজার বাসস্ট্যান্ড, বাঘারপাড়া,যশোর।

#বেতনঃ
*আলোচনা সাপেক্ষে(অভিজ্ঞদর জন্য)।
* অভিজ্ঞতা না থাকলে শিখিয়ে নেওয়া হবে। শিক্ষানবিস কালের বেতন ৬ মাস শেষে পুনরায় বিবেচনা করা হবে।
* আগে শিখতে পারলে তখনই নতুন করে বেতন নির্ধারন করার সুযোগ আছে(ম্যানেজমেন্ট এর সিদ্ধান্ত অনুযায়ী)।

#প্রতিষ্ঠানের_সুযোগ_সুবিধাদিঃ

*বার্ষিক বেতন পর্যালোচনা
*২টি উৎসব বোনাস(৬ মাস শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর প্রযোজ্য হবে)

*****উক্ত পদের জন্য অতি দ্রুত সশরীরে ফার্মেসীতে হাজির হবার জন্য অনুরোধ করা যাচ্ছে।****

বিঃদ্রঃ কমেন্টের মাধ্যমে কোন প্রকার আলোচনা গ্রহন করা হবে না।

Address

Narikel Baria Bus Stand
Narikelbaria
7470

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 13:00
14:30 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801911229474

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOHAN Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SOHAN Pharmacy:

Share