
10/09/2025
আমি অনেকটা অবাক হয়েছিলাম, এক ভিক্টিমের বাসা থেকে পেয়েছি,উনাকে কোনো এক কবিরাজ দিয়েছে বাসায় লটকানোর জন্য আর শরিরের জন্য একটা তাবিজ দেওয়া হয়েছে, চিন্তা করেন যদি বাসায় লটকানোর জন্য এইটা দেওয়া হয়?তাহলে শরিরে লটনোর জন্য যে তাবিজ দেওয়া হয়েছে তার ভিতরে কী দেওয়া আছে?