
19/06/2025
আলহামদুলিল্লাহ, আজকে একটি Sebaceous Cyst অপারেশন করলাম।
👉 রোগীর নামঃ হারিছ মিয়া
👉 বয়সঃ ৫০ বছর
👉 গ্রামঃ দূর্বাকান্দি, মনোহরদী, নরসিংদী।
#আসুন_Sebaceous_Cyst_সম্পর্কে_একটু_জেনে_নেইঃ
Cyst হলো একটি মণ্ড; যা তরল, বায়বীয়, পুঁজ বা অন্য কোন উপাদান দিয়ে পূর্ণ থাকতে পারে। এটি শরীরের যেকোনো টিস্যুতে পাওয়া যেতে পারে এবং সাধারণত এটি নন-ক্যান্সারাস হয়। ধরন এবং অবস্থানের উপর ভিত্তি করে আমরা সেই Cyst অপসারণের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দিয়ে থাকি। এই Cyst-গুলোর মধ্যে একটি ধরণ হল Sebaceous Cyst.
সাধারণত, Sebaceous Cyst নিজেই দেখে নির্ণয় করা যায় বা বোঝা যায়। ল্যাব পরীক্ষা বা ইমেজিং সবসময় প্রয়োজন হয় না।
Sebaceous Cyst সাধারণত মুখমণ্ডল, গলায়, কাঁধে ও পিঠে বেশি দেখা যায়। এটি ধীরে ধীরে বৃদ্ধি পায়, যার কারণে সাধারণত কোনো ব্যথা বা সমস্যা সৃষ্টি হয় না। তবে এটি ব্যাথাযুক্ত হলে, ফেটে গেলে বা সংক্রমিত হলে অনেক জটিলতার সৃষ্টি করে। তাই সংক্রমিত হবার আগেই এটি অপসারণ করে ফেলা সবচেয়ে উত্তম।
আপনার এই ধরণের সমস্যার জন্য আজই যোগাযোগ করুনঃ
🏥 শাহাব উদ্দিন হেলথ্ কেয়ার
পাঁচকান্দি কলেজ মোড়, মনোহরদী, নরসিংদী।
📞 মোবাইলঃ 01780-089819