26/08/2025
Hello Runners...!!!
Exciting news
Raipura Marathon 2025
Run for Bangladesh, Run for health
Official pacing Plan Faruk Mirza
Check Out The Point and keep Training
হেডারঃ রায়পুরা ম্যারাথন ২০২৫
পেসারঃ ফারুক মির্জা
রেস ডিসটেন্সঃ ২১.১০ কিলোমিটার
পেস বাস/ টার্গেট ফিনিশিং টাইমঃ ২:০০ ঘন্টা
ইভেন্ট ডেটঃ ০৩/১০/২০২৫
ট্র্যাকঃ রায়পুরা মেরাথন ২০২৫
স্প্লিট/ কিলোমিটারঃ ৫:৪৫ মিনিট/ কিলোমিটার
টোটাল টাইম ফর হাইড্রেশন ব্রেকঃ ৫ মিনিট
আমরা প্রথম ১০.৫০ কিলোমিটারে ২ বার হাইড্রেশন বিরতি নিবো, প্রথমবার ৪ কিলোমিটারে, দ্বিতীয়বার ৮ কিলোমিটারে, ফেরত আসার সময় ১২ কিলোমিটার পর তৃতীয় হাইড্রেশন বিরতি, ১৬ কিলোমিটার পর চতুর্থ হাইড্রেশন বিরতি এবং ১৮ কিলোমিটার পর আমরা পঞ্চম হাইড্রেশন বিরতি নেব ইনশাআল্লাহ! প্রতিটি হাইড্রেশন পয়েন্টে গড়ে ১ মিনিট করে বিরতি নিব, অর্থাৎ আমাদের মোট হাইড্রেশন বিরতি হবে ৫ মিনিট।
আপনারা যারা ২ ঘন্টায় হাফ ম্যারাথন সম্পন্ন করতে চান, তারা উপরোল্লেখিত নিয়মে সেপ্টেম্বর মাসে ২ থেকে ৩ টি হাফ ম্যারাথনের প্রস্তুতি নিবেন, তবে রেস ডেটের এক সপ্তাহ আগে থেকে লং ডিস্টেন্স এবং স্পিড রান করবেন না, এখন থেকে নিয়মিত পুষ্টিকর সহজলভ্য খাবার খাওয়ার চেষ্টা করুন, ভাজাপোড়া এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করুন আর কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন মিষ্টি আলু প্রতিদিন কিছুটা করে রাখতে পারেন, রানের সময় আপনাদের যাতে কষ্ট কম হয় সেজন্য আমার গল্প, ভিডিও, আড্ডা থাকবে আপনাদের সাথে, দেখা হবে ইনশাআল্লাহ! ৩ অক্টোবর রায়পুরার ট্র্যাকে, ধন্যবাদ সবাইকে।
শুভকামনা, হ্যাপি রানিং ।
Supported by. District Administration Narsingdi
Organized by.Administration Raipura, Narsingdi & Raipura Runners community
Raipura Marathon 2024 Raipura Runners Raipura Runners Community -RRC Narsingdi kids Run Festival Narsingdi Runners Raipura Marathon 2025 Narsingdi Runners