24/04/2025
💙💙💙💙💙💙💙💙
সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভিজ্ঞ পরিচালক মন্ডলী যা দ্বারা দ্রুত ও নির্ভুল সেবা দেয়া হয়ে থাকে।
স্বনামধন্য বিশেষজ্ঞগণ সর্বদা সেবা দিতে প্রস্তুত আমাদের সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।
স্বনামধন্য বিশেষজ্ঞগণ, অভিজ্ঞ কর্মী,আধুনিক যন্ত্রপাতি, উন্নত চিকিৎসা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সমঝোতা নিয়ে গঠিত আমাদের সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
চিকিৎসা জনিত যেকোনো সমস্যা নিয়ে আগে চলে আসুন আমাদের সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।
দুর্ঘটনা জনিত আঘাত দ্রুত নিরাময়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নিন ও জীবন বাঁচান।
# # # # # #আজই চলে আসুন 🚌সেবা ডিজিটাল
ডায়াগনস্টিক সেন্টার # # # # # #
সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ কোন সেবা প্রদান করছেন:
হাড়-জোড়া, বাত ব্যথা ও অর্থোপেডিক্স সার্জন
💙ডাঃ গাজী সাকের শিব্বীর (প্রীতম)💙
স্যারের_চিকিৎসা সমূহঃ।
1.জয়েন্টে ব্যথা,বাতের ব্যথা,হাঁটু ব্যথা,হাড় ভাঙ্গা;
2.হাড়-জোড়া ব্যথা,ঘাড় ব্যথা,কাঁধ ব্যথা;
3.পায়ের গোড়ালি ব্যথা;
4.কোমর ব্যথা ও কোমড়ে শক্তি না পাওয়া;
5.আঘাত জনিত ব্যথা বা স্পোর্টস ইনজুরি;
6.রিকেটস্;
7.রিউমেটয়েড আথ্রাইটিস;
8.অস্টিও আথ্রাইটিস;
9.অস্টিওপোরসিন;
10.অস্টিওম্যালেশিয়া;
11.হাড়ের টিউমার;
12.নিজ হাতে অর্থোপেডিক্স অপারেশন;
রোগী দেখবেন:
হাড় জোড়া, বাত, ব্যথা ও অর্থোপেডিক সার্জন,,,,,,,
ডাঃ গাজী সাকের শিব্বীর (প্রীতম)
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
ডি-অর্থো(ইনকোর্স অর্থোপেডিক সার্জন),
পিজিটি (সার্জারি)
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুরা, নরসিংদী।
বিএমডিসি গভঃ রেজি নং-এ-৭৭৮১০
রোগী দেখার সময়ঃ
প্রতি শুক্রবার সকাল ৯ টা _বিকাল ৫টা পর্যন্ত ও
রবি ও বুধবার দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
চেম্বারঃ
🚌সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
২৪৩, বাসাইল, জেলা হাসপাতাল সংলগ্ন, নরসিংদী-১৬০০
💙নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন💙
❤ ডা: মাহফুজুর রহমান ❤ স্যার যে সকল রোগের চিকিৎসা করেন:-
০১। নাকের এ্যালার্জি,নাক দিয়ে রক্তপড়া,সাইনাসের ইনফেকশন হলে।
০২। কানে তীব্র ব্যথা হলে।
০১। নাকের হাড় বাঁকা,নাকের পলিপ হলে।
০৪। টনসিলের সমস্যার কারণেও কানে ব্যথা হলে।
০৫। কান থেকে পরিষ্কার বা রক্ত মিশ্রিত পানি বের হলে।
০৬। কানে শোঁ শোঁ শব্দ বা মেশিন চলার মতো শব্দ হলে।
০৭। সাইনুসাইটিসের সমস্যা থাকলে।
০৮। মুখের ভেতরকার নানা রকম ঘা হলে, খাবার গিলতে সমস্যা হলে।
০৯। কানের পর্দা ফেটে গেলে,কানের পর্দা ছিদ্র হয়ে গেলে।
১০। দীর্ঘদিন থেকে সমানে নাক বন্ধ হলে।
১১। কানে প্রদাহের সৃষ্টি হলে।
১২। কানে কম শোনলে।
১৩। কান বন্ধ লাগা ভাব হলে।
১৪। অসময়ে গলা ভেঙে গেলে, এবং তা অনেক দিন ধরে না সারলে ,মাড়ির সমস্যা।
১৫। কানের চামড়ার একজিমার সংক্রমণ হলে।
১৬। কানের জমে থাকা খৈল হলে।
১৭। জিহবায় ক্ষত, আলসার, ফোস্কা, সাদা দাগ, পিণ্ড ও নডিউল দেখা দিলে।
১৮। জিহ্বা ফুলে যাওয়ার সমস্যা,জিহ্বার প্রদাহজনিত সমস্যা,জিহ্বার রঙ ও আকারে পরিবর্তন হলে।
১৯। কান থেকে পুঁজ আসলে ।
২০। কানের পর্দায় বড় ছিদ্র বা ইনফেকশন থাকলে টিমপ্যানোপ্লাস্টিকরা।
২১। ইনফেকশন অথবা আঘাতের কারণে যদি কানের হাড়ে পচন বা ক্ষতের সৃষ্টি হয় তাহলে ওসিকুলোপ্লাস্টি করা।
২২। গলা ফোলে যাবার ফলে কণ্ঠস্বর কর্কশ হয়ে গেলে।
২৩। গলায় যেকোন সমস্যা দেখা দিলে।
-------------------------------------------
💙ডাঃ মাহফুজুর রহমান💙
এমবিবিএস(ডিইউ),ডিএলও
এফ সি পি এস (পার্ট-২ ইএনটি)
ডিএমডিসি গভ: রেজি: নং ৮৬২৫৮
নাক কান গলা বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,ঢাকা
রোগী দেখার সময়ঃ
প্রতি শুক্রবার সকাল 10 টা _বিকাল 3 টা পর্যন্ত
রোগী দেখার স্থান:-
🚌সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
২৪৩, বাসাইল, জেলা হাসপাতাল সংলগ্ন ,নরসিংদী।
#নবজাতক_শিশু_ও_কিশোর_রোগ_বিশেষজ্ঞ
ডা: মো: তৌহিদুল আলম স্যারের_চিকিৎসা সমূহঃ।
বাচ্চাদের অধিকতর গুরুতর অসুস্থতার কিছু সাধারণ লক্ষণ থাকে যেগুলো দেখলে আপনার উচিত হবে অত্যান্ত জরুরী ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হওয়া।
লক্ষণসমূহ
১।চঞ্চলতা কমে যাওয়া এবং খিটখিটে মেজাজ ২।ত্বকের রঙ পরিবর্তন হওয়া ৩।ঠোটের চারপাশে কালো রংয়ের দাগ দেখতে পাওয়া ৪।শব্দ সহকারে শ্বাস নেয়া ৫।শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে মনে হওয়া ৩।বাচ্চা দ্রুত শ্বাস নেয়া ৭।থেমে থেমে শ্বাস নেওয়া ৮।অস্বাভাবিকভাবে ফ্যাকাসে হয়ে পড়া কিংবা তার ত্বকে বেগুনি রঙের এলোমেলো দাগ দেখা ৯।স্বাভাবিকের চেয়ে অর্ধেকের চেয়েও কম পানি পান করা ১০।বমি করা ১১।রক্ত পায়খানা করা
এইসব লক্ষণ যদি দ্রুত বাড়তে থাকে সাথে সাথে ডাক্তারের সাহায্য নিন।
আপনার আদরের বাচ্চাকে সঠিক ও সুচিকিৎসা দেওয়ার জন্য
সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
নিয়মিত আসছেন
নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
ডা: মোঃ তৌহিদুল আলম
কনসালটেন্ট
সদর হাসপাতাল নরসিংদী।
রোগী দেখার সময়:-
প্রতিদিন দুপুর ২.৩০ মি. থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
শনিবার সাপ্তাহিক বন্ধ
রোগী দেখার স্থান:-
🚌সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
২৪৩, বাসাইল, জেলা হাসপাতাল সংলগ্ন ,নরসিংদী।
☎01738-078463 (সজল চন্দ্র বর্মন)
📱WhatsApp 01738-078463
📱Imo 01738-078463
☎01764-068193(মো: ইব্রাহিম মিয়া)
☎01733-149917(অফিস)
📩Facebook Messenger