17/04/2025
বিসমিল্লাহির রহমানির রাহিম
সু-খবর,, সু-খবর,, সু-খবর
আপনি কি উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন?
কোথাও সঠিক রোগ নির্ণয়ের জন্য বিশ্বস্থ ডায়াগনস্টিক সেন্টার খুঁজে পাচ্ছেন না?
তবে উন্নত মানের স্বাস্থ্য সেবার প্রয়োজনে আজই চলে আসুন বিসমিল্লাহ ডায়াগনোষ্টিক সেন্টারে।
এখানে অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হয়।
আপনাদেরকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এ আপনারা এখন থেকে দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সেবা লাভ করবেন। নিম্নে প্রদত্ত সময়-সূচি দেখে চলে আসুন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণে।
#মেডিসিন ও হৃদরোগ_বিশেষজ্ঞ
নরসিংদীতে হৃদরোগ, বাতজ্বর, ব্লাড প্রেশার ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান সিদ্দিকি স্যারের চিকিৎসা সমূহঃ-
১) বুকে ব্যথা - বুকে চাপ চাপ ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা।
২) শরীরের অন্য অংশে ব্যথা- মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে অংশে চলে যাচ্ছে, যেমন হতে পারে বুক থেকে হাতে ব্যথা হতে পারে। সাধারণত বাম
হাতে ব্যথা হয়, কিন্তু দুই হাতেই ব্যথা হতে পারে
৩)) নিঃশ্বাস বন্ধ হয়ে আসা
৪) মাথা ঘোরা বা ঝিমঝিম করা
৫ ঘাম হওয়া
৬) বমি ভাব হওয়া
৬)বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা
৭) সর্দি বা কাশি হওয়া
হার্ট অ্যাটাক হলে কী করণীয়?
হার্ট অ্যাটাক হবার পর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণায় বলা হয়েছে, চিকিৎসা পেতে এক ঘণ্টা দেরির জন্য মৃত্যুর হার বেড়ে যায় ১০ শতাংশ।
তাৎক্ষণিক-ভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে।
তাই সঠিক চিকিৎসা ও পরামর্শ পেতে আজই যোগাযোগ করুক। সঠিক পরামর্শ নিয়ে সুন্দর ভাবে বেঁচে থাকতে শিখুন।
এবং হার্টে যেকোন সমস্যা দেখা দিলে যথাসম্ভব দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
--------------------------------------------------------
# মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
#ডা. কামরুজ্জামান সিদ্দিকি
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
এমডি (কার্ডিওলজি),এফসিপিএস( মেডিসিন)
ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ (NICVD)
#হার্নিয়া, পাইলস- ফিস্টুলা, পিত্তথলি ও পিত্তনালীর পাথর,ব্রেস্ট টিউমার, এপেন্ডিসাইটিস, হাইড্রোসেলি, টিউমার ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন #
সার্জারী রোগ বিশেষজ্ঞ
#সহ. অধ্যাপক ডা. রুবাইয়া শারমিন
এমবিবিএস (ঢাকা), এমসিপিএস (সার্জারী), এফসিপিএস (সার্জারী),
সহকারী অধ্যাপক - সার্জারী বিভাগ।
এমএইচ সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
#গাইনী, প্রসূতি ও বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞ সার্জন #
মনে রাখবেন মা হাসলে হাসবে শিশু।আর শিশু হাসলে হাসবে পুরো পৃথিবী।সেই প্রত্যাশায়-----
ডা. তাজরিয়ান আক্তার শিল্পী মেডামের সাথে সময় দিয়ে মন খুলে কথা বলোন। সুন্দরভাবে বাচতে শিখুন।
যে সকল সেবাসমূহ মেডামের কাছ থেকে পাওয়া যাবে:-
০১।সন্তান ধারন করছেন বুঝতে পারলে পরা-মর্শ।
০২। মহিলাদের সাদাস্রাব ও পিরিয়ডে অতিরিক্ত সমস্যা।
০৩। বন্ধ্যাত্ব( অনেক বছর যাবৎ বাচ্চা হয় না যাদের )।
০৪।গর্ভকালীন সময়ে জ্বর,মাথা ব্যথা, শ্বা-স ক-ষ্ট ও পাতলা পায়-খানা হলে।
০৫।তলপেটে প্রচন্ড ব্যথা হলে।
০৬।দূর্গন্ধযুক্ত স্রাব গেলে তার চিকিৎসা।
০৭।পস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া।
০৮।গর্ভকালীন সময়ে অতিরিক্ত বমি হলে।
০৯।গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম হলে।
১০।প্রসব পূর্ববর্তী সময়ে শরীলে পানি আসলে।
১১।প্রসব সময়ের আগে পানি ভাংলে এবং খিঁচুনী হলে।
১২।১২ ঘন্টার বেশী প্রসব ব্যথা হলে।
১৩।অতিরিক্ত রক্তপাত হলে জরুরী চিকিৎসা সেবা।
১৪।নিজের হাতে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত চিকিৎসা সেবা।
১৫।নিজের হাতে নরমাল এবং সিজারিয়ান ডেলিভারী করা।
১৬।মহিলাদের জরায়ুর সমস্যা হলে।
১৭।মহিলাদের নিম্নাংগে ইনফেকশন এবং চুলকানি বা জ্বালা পোড়া হলে।
১৮।গর্ভবতী হওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া।
১৯।মেয়েদের গোপন অঙ্গে ইচিং বা চুলকানি।
২০।মহিলাদের জরাযুর ক্যান্সার, জরায়ুর টিউমার ও টিউমার অপারেশন।
--------------------------------------------------------------------------
#ডাঃ তাজরিয়ান আক্তার (শিল্পী)
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),
এফ সি পি এস ( গাইনী এন্ড অবস )
#কিডনী, মূত্রনালী, মূত্রথলী, প্রষ্টেট বিশেষজ্ঞ ও সার্জন #
নরসিংদীতে কিডনী, মূত্রনালী, মূত্রথলী, প্রষ্টেট বিশেষজ্ঞ ও সার্জন, পুরুষাঙ্গ, পুরুষ বন্ধাত্ব, অন্ডকোষ, সেক্স ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশরাফ রহমান জিসান স্যারের চিকিৎসা সমূহঃ-
০১। কিডনীতে ইনফেকশন বা কিডনীতে পাথর।
০২। অন্ডকোষের সমস্যা।
০৩।মূত্রপথের ইনফেকশন কিংবা ক্যান্সার (প্রাথমিক)।
০৪।পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন রোগ যেমন,পুরুষত্বহীনতা,বন্ধ্যাত্ব ইত্যাদি চিকিৎসা।
০৫।মহিলা বা শিশুদের মূত্র সম্পর্কিত যেকোন সমস্যার চিকিৎসা।
০৬।পুরুষদের প্রজননতন্ত্রের ( প্রোস্টেট,টেস্টিকল ) চিকিৎসা।
০৭।পুরুষাজ্ঞ বাঁকা এবং চিকন হয়ে আসলে এর চিকিৎসা।
০৮। অন্ডকোষের ক্যান্সার ( প্রাথমিক ধাপ )।
০৯। যখন তখন পস্রাবের সাথে রক্ত-পুঁজ আসা কিংবা পস্রাব করার পরেও পুঁজ ঝরা।
১০।প্রায় সময় ঘুম থেকে উঠলে চোখ-মুখ ফোলা দেখানো সেই সাথে অরুচী, বমি বমি ভাব।
১১।হঠাৎ শরীর যদি ফোলে যায় এবং সেই ফোলা যদি শুরু হয় মুখ-মন্ডল থেকে।
১২।পস্রাবের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে।
১৩।পস্রাব যদি লাল হয় এবং রক্ত যায়।
১৪।কোমরে ব্যথা এবং সেই সাথে তলপেট ব্যথা।
----------------------------------------------------------------------
এই সকল সমস্যার জন্য আছেন----
#ডাঃ মোঃ আশরাফ রহমান জিসান
এমবিবিএস, বিসিএস (সাস্থ্য), এমএস (ইউরোলজি)
ইউরোলজিস্ট এন্ড এন্ড্রোলজিস্ট
ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজী
শেরে বাংলা নগর, ঢাকা
রোগী দেখার সময়:
প্রতি সোমবার বিকাল ৩:০০টা - সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত ।
#প্রয়োজনেঃ 01685143617
# নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাবিব স্যারের চিকিৎসা সমূহ:-
নিউরো সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা:
০১। মাথা ও ঘাড় ব্যথা,
০২। হাঁটু ও গোড়ালির ব্যথা,
০৩। ব্যাক-পেইন বা দাড়া ব্যথা,
০৪। কোমর ব্যথা ও কোমরে শক্তি না পাওয়া,
০৫। আঘাত জনিত ব্যথা,
০৬। স্পাইনাল কর্ড বা জয়েন্টে জয়েন্টে ব্যথা,
০৭। হাত – পা কাঁপা,
০৮। শরীর জ্বালাপোড়া করা,
০৯। স্নায়ুরোগ,ব্রেইন স্ট্রোক,
১০। স্ট্রোক-জনিত প্যারালাইসিস,
১১। মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি,
১২। স্মৃতিশক্তি হারানো ও মৃগীরোগ,
১৩। প্রায় সময় অজ্ঞান হয়ে যাওয়া,
১৪। নার্ভ ও স্নায়ুবিক দুর্বলতা।
১৫। খাবারের রুচি কমে যাওয়া এবং দুর্বলতা।
--------------------------------------------------------------------
এই সকল সমস্যার জন্য আছেন----
#ডা: রিয়াদ হাবিব
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (নিউরো মেডিসিন)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
#প্রয়োজনেঃ 01685143617
#লিভার, গেস্ট্রোএন্টেরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ #
চিকিৎসা সেবা সমূহ -
০১। জন্ডিস (লিভার জন্ডিস এবং লিভার সিরোসিস),লিভারে চর্বি,ক্যান্সার।
০২। খাবারের অরুচি (খিদে কমতে থাকা)।
০৩। পেটের সমস্যা ঘন ঘন গ্যাস-অম্বল ও বদহজম।
০৪। পেটে বিরক্তিকর সমস্যা(IBS)।
০৫। পেট ভুটভাট,পানি খেলেও গলা-বুক-পেট জ্বালা, চোঁয়া ঢেকুর।
০৬। প্রায় সময় পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব ও বমি হওয়া,অবসন্ন ও ক্লান্ত অনুভব করা।
০৭। কিছু খেলেই পেট ভার, বুক জ্বালাপোড়া।
০৮। পস্রাব হলুদ বর্ণ হয়ে যাওয়া এবং ঘনঘন পস্রাব।
০৯। প্রস্রাবে দুর্গন্ধ হওয়া কিংবা প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা।
১০। এমিবিক আমাশয় এবং বেসিলারি আমাশয়।
১১। পায়খানা কষা এবং পায়খানার সাথে গাঢ় রংয়ের রক্ত আসা।
১২। কোষ্ঠকাঠিন্যে বা পায়খানা কষা হবার ফলে পাকস্থলীর নড়াচড়া ঠিকমতো না হওয়া।
১৩। পেটে ব্যাথা কিংবা এপেন্ডিসাইটিস সন্দেহ।
১৪। বমি বমি ভাব,টক বমি, হেঁচকি, রক্তবমির সাথে রক্ত পায়খানা।
১৫। মলদ্বার শ্লেষ্মো বা পিচ্ছিল পদার্থ যাওয়া
১৬। ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, কখনও কখনও দুটোই।
১৭। অতিরিক্ত বায়ু ত্যাগ এবং সেই সাথে বিরক্তিকর গন্ধ।
১৮। দ্রুত বাথরুম যাওয়ার অনুভূতি কিন্তু অসম্পূর্ণ মল ত্যাগ হওয়া।
১৯। ফ্ল্যাটুলেন্স- বারবার পায়ূপথে দুর্গন্ধযুক্ত গ্যাস বাহির হওয়া।
২০। খাওয়ার পরপরই শৌচাগারে (টয়লেটে) দৌড়াতে হয়।
২১। সাদা পায়খানা হওয়া এবং সেই সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত।
২২। পায়খানার সঙ্গে হজম না হওয়া খাদ্য কণার মিশ্রণ আসা।
২৩। রক্তশূণ্যতা এবং হঠাৎ শরিলের ওজন কমে যাওয়া।
২৪। চেষ্টা ছাড়াই ওজন কমতে শুরু করলে।
২৫। খাদ্যনালি থেকে শুরু করে রেক্টাম পর্যন্ত দীর্ঘ পথের যে কোনও অংশের ক্যান্সার।
এই সকল সমস্যার জন্য আমাদের হাসপাতালে আছেন
------------------------------------------------------------------------------
#ডা. ফারজানা সুলতানা রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (গেস্ট্রোএন্টেরোলজি)
-----------------------------------------------
#প্রয়োজনেঃ 01685143617
# হাড়-জোড়া, বাত ব্যথা ও অর্থোপেডিক্স সার্জন #
ডাঃ রেজাউল ইসলাম
স্যারের_চিকিৎসা ও অপারেশন সমূহঃ।
1.জয়েন্টে ব্যথা,বাতের ব্যথা,হাঁটু ব্যথা,হাড় ভাঙ্গা;
2.হাড়-জোড়া ব্যথা,ঘাড় ব্যথা,কাঁধ ব্যথা;
3.পায়ের গোড়ালি ব্যথা;
4.কোমর ব্যথা ও কোমড়ে শক্তি না পাওয়া;
5.আঘাত জনিত ব্যথা বা স্পোর্টস ইনজুরি;
6.রিকেটস্;
7.রিউমেটয়েড আথ্রাইটিস;
8.অস্টিও আথ্রাইটিস;
9.অস্টিওপোরসিন;
10.অস্টিওম্যালেশিয়া;
11.হাড়ের টিউমার;
এছাড়া ও আরো অনেক কঠিন ও জটিল অপারেশন করে থাকেন আমাদের প্রান প্রিয় স্যার।
প্রয়োজনেঃ 01685143617
#নবজাতক_শিশু_ও_কিশোর_রোগ_বিশেষজ্ঞ
#ডা. মোস্তাফিজুর রহমান স্যারের_চিকিৎসা সমূহঃ
বাচ্চাদের অধিকতর গুরুতর অসুস্থতার কিছু সাধারণ লক্ষণ থাকে যেগুলো দেখলে আপনার উচিত হবে অত্যান্ত জরুরী ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হওয়া।
লক্ষণসমূহ
১।চঞ্চলতা কমে যাওয়া এবং খিটখিটে মেজাজ ২।ত্বকের রঙ পরিবর্তন হওয়া ৩।ঠোটের চারপাশে কালো রংয়ের দাগ দেখতে পাওয়া ৪।শব্দ সহকারে শ্বাস নেয়া ৫।শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে মনে হওয়া ৩।বাচ্চা দ্রুত শ্বাস নেয়া ৭।থেমে থেমে শ্বাস নেওয়া ৮।অস্বাভাবিকভাবে ফ্যাকাসে হয়ে পড়া কিংবা তার ত্বকে বেগুনি রঙের এলোমেলো দাগ দেখা ৯।স্বাভাবিকের চেয়ে অর্ধেকের চেয়েও কম পানি পান করা ১০।বমি করা ১১।রক্ত পায়খানা করা
এইসব লক্ষণ যদি দ্রুত বাড়তে থাকে সাথে সাথে ডাক্তারের সাহায্য নিন।
----------------------------------------------------
# ডাঃ মোস্তাফিজুর রহমান
এম বি বি এস, বিসিএস, এফসিপিএস (শিশু)
শিশু, কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট, জেলা সদর হাসপাতাল, নরসিংদী।
#প্রয়োজনেঃ 01685143617
#মেডিসিন, বাত-ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ #
#ডাঃ সুজন সাহা
ইন্টারনাল মেডিসিন
মেডিসিন, বাত-ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার : প্রতি শুক্রবার
#প্রয়োজনেঃ 01685143617
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
বিশেষজ্ঞ ডাক্তারদের সকল তথ্য পেতে আমাদের পেইজটা লাইক দিয়ে ভিজিট করুন।
আসার আগে অবশ্যই কল দিয়ে সিরিয়াল নাম্বার জেনে আসবেন।