
25/05/2024
জানুন,
(অ্যারিথমিয়া)/ কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস, ব্রাডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়া।
Arrhythmia (অ্যারিথমিয়া)/ কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস (Cardiac Disrhythmias): নানা কারণে আমাদের হৃদস্পন্দন অনিয়মিত হয়। কখনও খুব দ্রুত বা কখনও খুব ধীরে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকেই অ্যারিথমিয়া বা কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস বলা হয়। এটি দুই ধরনের- ১। ব্রাডিকার্ডিয়া ২। ট্যাকিকার্ডিয়া।
Bradycardia (হার্ট রেট কম): পালস রেট মিনিটে ৬০ এর কম হলে তাকে বলে ক্ষীণনাড়ি (Bradycardia)। ব্রাডিকার্ডিয়া হলে দুর্বলতা, বমি বমি ভাব, শ্বাস নিতে সমস্যা, কম রক্তচাপ, অল্প থেকে বেশি বুকে ব্যথা, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।
Teachycardia (হার্টবিট বেশি): কারো যদি হার্টবিট বেড়ে যায় তখন একে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। একজন সাধারণ মানুষের নরমাল হার্টবিট প্রতি মিনিটে ৬০ থেকে ১০০। পালস রেট মিনিটে ১০০ এর বেশি হলে তাকে বলে দ্রুত নাড়ি (Teachycardia)।
হার্টের চিকিৎসা ও রোগ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ
ডা. এ কে দাস
Cell: 01911-778155
হার্টের রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন-
ডা. এ কে দাস এর
"আমি ও আমার হৃদয়"