Dr. A K Das

Dr. A K Das We ensure your better health. For any medical advice and better treatment please contact us.

জানুন, (অ্যারিথমিয়া)/ কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস, ব্রাডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়া। Arrhythmia (অ্যারিথমিয়া)/ কার্ডিয়াক ডি...
25/05/2024

জানুন,
(অ্যারিথমিয়া)/ কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস, ব্রাডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়া।

 Arrhythmia (অ্যারিথমিয়া)/ কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস (Cardiac Disrhythmias): নানা কারণে আমাদের হৃদস্পন্দন অনিয়মিত হয়। কখনও খুব দ্রুত বা কখনও খুব ধীরে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকেই অ্যারিথমিয়া বা কার্ডিয়াক ডিসরিদ্মিয়াস বলা হয়। এটি দুই ধরনের- ১। ব্রাডিকার্ডিয়া ২। ট্যাকিকার্ডিয়া।

 Bradycardia (হার্ট রেট কম): পালস রেট মিনিটে ৬০ এর কম হলে তাকে বলে ক্ষীণনাড়ি (Bradycardia)। ব্রাডিকার্ডিয়া হলে দুর্বলতা, বমি বমি ভাব, শ্বাস নিতে সমস্যা, কম রক্তচাপ, অল্প থেকে বেশি বুকে ব্যথা, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

 Teachycardia (হার্টবিট বেশি): কারো যদি হার্টবিট বেড়ে যায় তখন একে আমরা ট্যাকিকার্ডিয়া বলি। একজন সাধারণ মানুষের নরমাল হার্টবিট প্রতি মিনিটে ৬০ থেকে ১০০। পালস রেট মিনিটে ১০০ এর বেশি হলে তাকে বলে দ্রুত নাড়ি (Teachycardia)।

হার্টের চিকিৎসা ও রোগ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ
ডা. এ কে দাস
Cell: 01911-778155

হার্টের রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন-
ডা. এ কে দাস এর
"আমি ও আমার হৃদয়"

কোর পালমোনাল (Core pulmonale):(হৃদপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাস ব্যহত): কোর পালমোনাল এমন একটি অবস্থা যা ...
22/05/2024

কোর পালমোনাল (Core pulmonale):

(হৃদপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাস ব্যহত): কোর পালমোনাল এমন একটি অবস্থা যা হৃদপিণ্ডের ডান দিকে ব্যর্থ হয়। ফুসফুসের ধমনীতে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ হৃদপিণ্ডের ডান নিলয়ে Core pulmonale হতে পারে। উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, হার্ট ফেইলিউর, ফুসফুসজনিত কারণে এ অবস্থা হতে পারে।
হার্টের চিকিৎসা ও রোগ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ
ডা. এ কে দাস
Cell: 01911-778155

হার্টের রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন-
ডা. এ কে দাস এর
"আমি ও আমার হৃদয়"

কার্ডিও-মায়োপ্যাথি (Cardiomyopathy): হার্টের মাসলের যেকোন সমস্যাকে কার্ডিও-মায়োপ্যাথি বলে। যেমন- হার্টের পেশির রোগ, হার্...
15/05/2024

কার্ডিও-মায়োপ্যাথি (Cardiomyopathy):
হার্টের মাসলের যেকোন সমস্যাকে কার্ডিও-মায়োপ্যাথি বলে। যেমন- হার্টের পেশির রোগ, হার্টের দেয়াল মোটা হয়ে যাওয়া, পুরু হয়ে যাওয়া, হার্টের দেয়ালগুলো ঘন হয়ে হওয়া (হাইড্রোট্রফিক কার্ডিও মায়োপ্যাথি), হার্ট বড় হয়ে যাওয়া ইত্যাদি ।

হার্টের রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন-
ডা. এ কে দাস এর
"আমি ও আমার হৃদয়"
কল করুন- 0191177855

হার্ট ফেইলিউর (Heart failure): হৃদপিণ্ড সারা শরীরে রক্ত পাম্প করে কিন্তু কিছু কারণে  হৃদপিণ্ড কাজটি ঠিকভাবে করতে পারে না...
14/05/2024

হার্ট ফেইলিউর (Heart failure):
হৃদপিণ্ড সারা শরীরে রক্ত পাম্প করে কিন্তু কিছু কারণে হৃদপিণ্ড কাজটি ঠিকভাবে করতে পারে না। এটাকেই হার্ট ফেইলিউর বা রক্ত পাম্প করতে ব্যর্থ হওয়া বলে। এর কারণ হৃদপেশি দুর্বল হয়ে যাওয়া। হার্ট ফেইলিউর হতে পারে অ্যাকিউট বা আকস্মিক এবং ক্রনিক বা দীর্ঘমেয়াদি। অ্যাকিউট হার্ট ফেইলিউর হলে দ্রুত হাসপাতালে চিকিৎসা করা প্রয়োজন হতে পারে। একে আবার Congestive heart failure বা Congestive cardiac failure বলে
হার্টের রোগ সম্পর্কে বিস্তারিত জানতে
বিনা ঔষধে হার্টের চিকিৎসা করতে পড়ুন-
ডা. এ কে দাস এর "আমি ও আমার হৃদয়"
01911-778155

হার্ট অ্যাটাক সম্পর্কে জানুনকরোনারি হৃদ রোগ: করোনারি হৃদরোগ মূলত দুইধরনের: অ্যাঞ্জাইনা পেকটোরিস (Angina Pectoris) ও মায়ো...
10/05/2024

হার্ট অ্যাটাক সম্পর্কে জানুন

করোনারি হৃদ রোগ:
করোনারি হৃদরোগ মূলত দুইধরনের: অ্যাঞ্জাইনা পেকটোরিস (Angina Pectoris) ও মায়োকার্ডিয়াল ইনফার্কশন (Myocardial Infarction)।

Myocardial Infraction: (হার্ট অ্যাটাক):
হৃদপিন্ড সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে। প্রতি মিনিটে প্রায় ৭২ বার স্পন্দনের মাধ্যমে হৃদপিন্ড সারাদেহে পাম্পের মত রক্ত সরবরাহ করে। করোনারি আর্টারি নামে হৃদপিন্ডের গায়ে দুটি ছোট ধমনী আছে। এই করোনারি আর্টারিতে কোলস্টেরল জমে ধমনীর রক্ত প্রবাহে বাধা সৃষ্টির ফলে অক্সিজেনের সরবরাহ কমে যায়; আর তখনি হার্ট অ্যাটাক হয়। ডাক্তারি ভাষায় এর নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন।

Angina:
অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা পেকটোরিস (হৃৎশূল) হল হৃদপিন্ডের পেশিতে রক্তপ্রবাহের অভাবের কারণে বুকে চাপবোধ বা একটি তীব্র সংকুচিত ব্যথা, যা প্রায়শই হার্ট থেকে কাঁধে (সাধারণত বাম দিকে) এবং বাহুতে ছড়ায়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় "অ্যাঞ্জাইনা পেকটোরিস" এবং সংক্ষেপে "অ্যাঞ্জাইনা" বলে।

29/03/2024

দুইটি খাওয়া মানুষকে শেষ করে ----

১) বেশী পরিমানে নানারকম খাবার খাওয়া --- কাঁচা লবন, মশলাদার খাবার, রাস্তার খাবার, মাংসের আইটেম, কাবাব, প্রায়ই অনুষ্ঠান বাড়ী খাওয়া, প্রায়ই রেস্টুরেন্টে খাওয়া, বেশী চাইনিজ খাবার খাওয়া, বেশী সফট ড্রিংকস খাওয়া, বেশী মদ্যপান, ইত্যাদি,

২) বেশী পরিমানে সাইড এফেক্টস যুক্ত এ্যালোপ্যাথিক রাসায়নিক ঔষধ খাওয়া ---- প্যারাসিটামলস, পেন কিলারস, এ্যান্টি এ্যাংজাইটি, এ্যান্টি ডিপ্রেসিভ, ট্রাংকুইলাইজার, ওরাল কন্ট্রাসেপটিভস, সেকস বাড়ানো বড়ি, ইত্যাদি।

উপদেশ : গুরুজি ডা. রবীন বর্মন

06/01/2024

কখনো জানতে চাওনি কেমন আছি।
দূর থেকে ভাবছো ভালো আছি।
ভাবছো আমি অন্য কাউকে নিয়ে ভাবছি।
যদি সবই বুঝো তবে কেন বুঝতে চাওনা,
"তোমাকে কতটা ভালোবাসি "??....

11/12/2023

Homoeopathy is a divine art of healing gifted by the gracious God for the suffering humanity.

23/05/2023
যে সকল হোমিওপ্যাথিক ডাক্তার অথবা ছাত্র আমার সাথে হৃদরোগ ডিপার্টমেন্ট (Cardiology) কাজ করতে ইচ্ছুক তাদের স্বাগতম। ✅ ডাক্ত...
09/04/2023

যে সকল হোমিওপ্যাথিক ডাক্তার অথবা ছাত্র আমার সাথে হৃদরোগ ডিপার্টমেন্ট (Cardiology) কাজ করতে ইচ্ছুক তাদের স্বাগতম।

✅ ডাক্তারদের জন্য আবেদন ফর্ম ও টিউটোরিয়ালঃ https://hdhealth.org/dr-reg/
✅ ছাত্রদের জন্য "অনলাইন সেন্টার" আবেদন ফর্ম ও টিউটোরিয়ালঃ https://hdhealth.org/oc-reg/
✅ বিস্তারিত জানতে সোমবার রাত ১০টায় অনলাইন মিটিংএ অংশগ্রহণ করুনঃ https://meet.google.com/pmd-naww-kco

02/03/2023

অণুগল্প অপেক্ষা....অঞ্জন দাস

এই মেয়ে তুই শোন,

সারাদিন বইসা ছিলাম
করলিনা একটা ফোন

23/02/2023

অণুকাব্য
বিচিত্র ভালোবাসা... ...অঞ্জন দাস

অলি ভালোবাসে পুস্পকে
মা ভালোবাসে তার সন্তানকে
আর
আমি ভালোভাসি শুধু তোমাকে

22/02/2023

অণুকাব্য সন্দেহ... ......অঞ্জন দাস

অন্যের কথা শুনে তুমি
বুঝলে আমায় ভুল
জানো না আমার ভালোবাসায়
ছিলো না গন্ডগোল।।

06/12/2022

আমার লেখা বইয়ের উপর HOMOEOPATHY TV তে একান্ত সাক্ষাৎকার।

শীতে হাত পা ঠোঁটের যত্নশীতে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় আদ্রতা কমে যায়। তাই শীত এলেই অনেকের ঠোঁট, হাত এবং পা ফেটে...
06/12/2022

শীতে হাত পা ঠোঁটের যত্ন

শীতে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় আদ্রতা কমে যায়। তাই শীত এলেই অনেকের ঠোঁট, হাত এবং পা ফেটে যায়। ত্বক হয়ে যায় খসখসে, কিংবা অনেক ক্ষেত্রে ফাটা স্থান থেকে রক্তপাত বা ব্যথা অনুভূত হতে পারে। আবহাওয়ার কথা মাথায় রেখে ত্বক পরিচর্যা করলে খুব সহজেই আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন।

হাত-পা ফাটার কারণ:
হাত-পা ও ঠোঁট ফাটার একটা বড় কারণ হলো শীতের সময় হাত-পা ও ঠোঁট রুক্ষ হয়ে যায়। এছাড়াও অবহেলা ও সঠিক যত্নের অভাবে অনেকেরই হাত-পা ও ঠোঁট ফেটে যায়। এ থেকে বাঁচার জন্য যদি শীতের শুরু থেকেই পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন বা লোশনও ব্যবহার করতে পারেন।যতবার পানি ধরবেন বা পা ধুবেন, ততবার হাতে পায়ে ক্রিম লাগাবেন। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ময়েশ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, লোশন ব্যবহার করুন।

ঠোটের যত্নঃ
হাতের কাছে সবসময় লিপজেল, চ্যাপস্টিক, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। লিপস্টিক হিসেবে বেছে নিন ভিটামিন ই যুক্ত বা সানস্ক্রিনযুক্ত লিপস্টিক। ঠোঁটটা সব সময় ভেজা ভেজা রাখার চেষ্টা করতে হবে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই গ্লিসারিন ঠোঁটে লাগান।
ঠোটের চামড়া হাত দিয়ে না টেনে বা তুলে গ্লিসারিন দিয়ে ঠোটের চামড়া নরম করে পাতলা নরম কাপড় ভিজিয়ে আলতভাবে মুছে নিন।

পায়ের যত্নঃ
প্রতিদিন ২-১ বার ভালো করে ঘষে পা পরিষ্কার করে তাতে গ্লিসারিন ও পেট্রোলিয়াম জেলি এক সাথে মিশিয়ে পায়ের গোড়াতে লাগাবেন।
সোডা মেশানো কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। তারপর এতে চিনি, লবণ ও মধু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এতে পায়ের মরা চামড়া উঠে যাবে। রাতে শোবার আগে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে মোজা পরে শুয়ে পড়ুন।

চিকিৎসাঃ
Petroleum: শীত কাতর, পায়ের তলা বগলে দূর্গন্ধ ঘাম সহ হাত পা ফাটা থাকলে Petroleum 30 শক্তি সকাল বিকাল দিনে দুই মাত্রা খেতে পারেন। না সারলে 200-10M শক্তি খাওয়া যেতে পারে।
Graphites: মোটাসোটা, কোষ্ঠবদ্ধ, শীত কাতর রোগীদেরহাত পা ফাটা থাকলে Graphites 200 শক্তি সকাল বিকাল দিনে দুই মাত্রা খেতে পারেন। না সারলে 1M -10M শক্তি খাওয়া যেতে পারে।
Anacardium Occ: পায়ের তলা ফাটায় 30 শক্তি প্রতিদিন সকাল বিকাল দিনে দুই মাত্রা খেতে পারেন। এক সপ্তাহ পরে 200 শক্তি সকাল বিকাল দিনে দুই মাত্রা খেতে পারেন।
Wiesbaden: পায়ের তলা ফাটায় Wiesbaden 6x শক্তি প্রতিদিন তিন বার করে এক সপ্তাহ খেতে পারেন।

পরামর্শঃ
শীতে অনেক রকম মৌসুমি ফলমূল, শাকসবজি পাওয়া যায়। তাই ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে সতেজ শাকসবজির পাশাপাশি দুধ, ডিম খাবেন। আর সবচেয়ে বেশি উপকারি হচ্ছে পানি, তাই ত্বক সুস্থ রাখতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন আর জয় করুন শীতের রুক্ষতা।
আরোও জানার জন্য কল করুন...

পরামর্শকঃ
ডাঃ অঞ্জন কুমার দাস
DHMS, Dhaka
গভঃ রেজিঃ নং- ২৪০০১
চেম্বার: অঞ্জন হোমিও ক্লিনিক, নরসিংদী
মুঠু: 01911778155

আমার লেখা বই নিয়ে সাক্ষাৎকার
28/11/2022

আমার লেখা বই নিয়ে সাক্ষাৎকার

ডা. এ কে দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, লেখক ওনি হোমিওপ্যাথির অনেক বই লিখেছেন। ওনার তিনিটি বই নিয়ে আজকের সাক্ষাৎক....

মেডিক্যাল রিলেটেড ছোট গল্পDislocation of Mandible একটি মেডিক্যাল টার্মযার অর্থ হল কোন কারণে মুখের চোয়াল সঠিক জায়গা থেকে ...
07/11/2022

মেডিক্যাল রিলেটেড ছোট গল্প

Dislocation of Mandible একটি মেডিক্যাল টার্ম
যার অর্থ হল কোন কারণে মুখের চোয়াল সঠিক জায়গা থেকে সরে যাওয়া। যাকে অন্যভাবে Lock Jaw বলা যায়। এ নিয়ে বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল এর একটি ছোট গল্প রয়েছে যার নাম
"নাথুনীর মা"

Fixity of Purpose এর বাংলা কি?
উদ্দেশ্যের দৃঢ়তা ?
যাহাই হোক,ইহার সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়াছিলাম।গল্পটি বলিবার পূর্বে "লক জ” কাহাকে বলে,তাহাও বুঝানো দরকার। “লক জ(Lock Jaw)” তাহাকেই বলে যাহা হইলে ব্যয়ত আনন আর বন্ধ হয় না, ব্যায়তই থাকে। হাই তুলিতে গিয়া অনেকসময় এই বিপদ ঘটে। মুখ কিছুতেই বোজে না,হাঁ করিয়াই থাকিতে হয় যতক্ষণ না ডাক্তার চোয়ালের হাড়টি যথাস্থানে বসাইয়া দেন।ইহার ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশান অব ম্যান্ডিবল(Dislocation of Mandible)-একবার হইলে সঙ্গিন “পরিস্থিতি”।

একটি রোগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিতে হইয়াছিল। সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিলনা। গৃহিণীর বারম্বার তাগাদা সত্ত্বেও তন্দ্রাচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম।
‘কড়কড়’ শব্দে বাজ পড়িল না-দুয়ারে কড়া নড়িল।

বাহিরে আসিয়া দেখিলাম ,একটী আধ-ঘোমটা-দেওয়া কম-বয়সী মেয়ে একটি বুড়ীকে লইয়া দাঁড়াইয়া আছে। চিনিতে পারিলাম –নাথুনীর স্ত্রী ও মা। ইহাদের বাড়িতে ইতিপূর্বে চিকিৎসা করিয়াছি। নাথুনী স্থানীয় ময়দার কলে চাকরি করে।
কি হল?
বুড়ী নীরব ।
নাথুনির বউ বলিল ,মায়ের মুখ হা হয়ে গেছে। বুজছে না।–বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।
তাই নাকি?দেখি-
দেখিলাম,ঠিকই তাই – বুড়ির ‘জ’ স্থানচ্যূত হইয়াছে।
নাথুনি কোথায়?
নাইট-ডিউটি থেকে ফেরেনি এখনও।
এরকম হল কি করে?হাই তুলতে গিয়ে?
বধূই উত্তর দিল (বুড়ীর পক্ষে কথা বলা অসম্ভব) ,না,হাই তুলতে গিয়ে নয়।
তবে?
এমনই।

এমনই কি করে হবে?কিসের জন্য হা করেছিল?
বধূটি তখন ঈষৎ হাসিয়া অবনত মস্তকে পায়ের বুড়ো আঙ্গুলের নখ দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে সসংকোচে বলিল, মা আমাকে গাল দিচ্ছিলেন ।অনেকক্ষণ গাল দেবার পর যেই ‘পোড়ারমুখী’ বলতে গেছেন ,অমনি ‘পোড়ার’ পর্যন্ত বলেই –
মুখে আঁচল দিয়া ঘাড় ফিরাইয়া সে হাসি গোপন করিল। বুড়ীর চোখের দৃষ্টি অগ্নিবর্ষণ করিতে লাগিল।
কতক্ষণ হয়েছে?
আধঘন্টা হবে।
আচ্ছা,বস তোমরা,এখুনি ঠিক করে দিচ্ছি আমি।
ভাবিলাম মুখরা বুড়ীটা একটু শাস্তিভোগ করুক, আমি ততক্ষণে প্রাতঃকৃত্যাদি সারিয়া লই।
রোগী দেখিবার ঘরটায় তাহাদের বসাইয়া আমি ভিতরে চলিয়া গেলাম।
ফিরিলা প্রায় ঘন্টাখানেক পরে।
আসিয়া বিধিমত দুই হাতের দুইটা বুড়া আঙ্গুল বুড়ীর মুখগহবরের পুরিয়া নীচের চোয়ালের হাড়টায় বেশ জোরে চাপ দিয়া টান দিলাম। খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল।
মুখ হইতে বুড়াআঙ্গুলটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ী বলিল – মুখী!

Address

195/1, Bowakur
Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Dr. A K Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. A K Das:

Share