Milk Cafe

Milk Cafe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Milk Cafe, Medical and health, Chandgaon.

আপনাদের ভালোবাসা পেয়ে আমরা মুগ্ধ💖💖💖।।
15/02/2023

আপনাদের ভালোবাসা পেয়ে আমরা মুগ্ধ💖💖💖।।

~~~~~কাজু বাদাম এর উপকারিতা~~~~~কাজু বাদাম এর উপকারিতা সম্পর্কে  আমাদের সবার জানা উচিত। কাজু বাদাম আমাদের সকলের কাছে অনে...
13/02/2023

~~~~~কাজু বাদাম এর উপকারিতা~~~~~

কাজু বাদাম এর উপকারিতা সম্পর্কে আমাদের সবার জানা উচিত। কাজু বাদাম আমাদের সকলের কাছে অনেক পরিচিত। এটি খেতেও অনেক সুস্বাদু। তাছাড়া এটি বিভিন্ন রোগের ও সমস্যার সমাধান করে থাকে। আমাদের দেশে মুদি দোকানে বা সুপের শপে ৯০০-১২০০ টাকা কেজি হিসাবে এটি পাওয়া যায়। কাজুবাদামে আছে তামা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাস যা এলডিএল কমাতে সাহায্য করে এবং এইচডিএল বহন ক্ষমতা বাড়ায়।

কাজু বাদাম এর উপকারিতা অনেক বেশি পরিমানে থাকে। কাজু – ব্রাজিল থেকে উদ্ভূত একটি উদ্ভিদ, এটি খনিজ সমৃদ্ধ একটি বাদাম। আপনার ডায়েটে যথেষ্ট পরিমাণে কাজু আপনাকে অনেক স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে।

----------------হরতকি উপকারীতা----------------আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। এর নানা গুণ...
13/02/2023

----------------হরতকি উপকারীতা----------------

আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রুকটোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। হরতকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়। হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হরতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়।

************আমলকির উপকারীতা***************দৃষ্টিশক্তি বাড়াতে আমলকি সাহায্য করে। মধুর সঙ্গে এক চামচ আমলকির পাওডার মিশিয়ে...
13/02/2023

************আমলকির উপকারীতা***************

দৃষ্টিশক্তি বাড়াতে আমলকি সাহায্য করে। মধুর সঙ্গে এক চামচ আমলকির পাওডার মিশিয়ে খেলে চোখের ছানির সমস্যা কাটিয়ে ওঠা যায়।
ফোড়ন দেওয়া আমলকির রস পান করলে জ্বর কমানো যায়। এ ছাড়া, দাঁতে ব্যথা ও ক্যাভিটি হলে আমলকির রসে সামান্য কর্পূর মিশিয়ে মাড়িতে লাগালে স্বস্তি পেতে পারেন।
যে কোনও উপায় আমলকি খেলে শরীর ঠান্ডা থাকে। এ ছাড়া হিচকি উঠলে বা বমি হলে আমলকির রসে মিশ্রী মিশিয়ে দিনে দু-তিন বার পান করলে স্বস্তি পেতে পারেন।
মুখের দাগ-ছোপ দূর করে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমলকি উপকারী। এর পেস্ট বানিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়। এ ছাড়া বলিরেখাও কমে যায়।
আবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর রস কাশি ও ফ্লু-র পাশাপাশি মুখের ঘা নিরাময়েও উপযোগী। দুচামচ আমলকির রসে দুচামচ মধু মিশিয়ে পান করলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়। আবার মুখের ঘা সারিয়ে তোলার জন্য জলে দুচামচ আমলকির রস মিশিয়ে গার্গল করলে উপকার পেতে পারেন।
নিয়মিত এর রস পানের ফলে কোলেস্ট্রলের স্তরও কমানো সম্ভব হয়। এর ফলে শরীর সুস্থ থাকে। এতে উপস্থিত অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে হৃদয়ের কার্যকরিতা যথাযথ থাকে।
শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা, যেমন অ্যাস্থমা নিরাময়ে আমলকি উপযোগী। এর পাশাপাশি ডায়বিটিজ নিয়ন্ত্রণে রাখতে ও পাচনতন্ত্রের সুষ্ঠু কার্যকরীতার জন্য আমলকি দায়ী।
লিভার সুস্থ রাখতে আমলকি সহায়ক। এর ফলে সমস্ত বিষাক্ত পদার্থ শরীর থেকে নির্গত হয়।
ভিটামিন সি ছাড়াও আমলকিতে আয়রন, ক্যালশিয়াম ও ফসফরাস থাকে। ফলে শরীরে পুষ্টির জোগান অব্যাহত থাকে।
চুলের জন্য ওষুধ হিসেবে কাজ করে আমলকি। এতে উপস্থিত অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন চুল বড় করে, চুল পড়া রোধ করে ও গোড়া মজবুত রাখে।

10/02/2023
ভাইয়া আপনি আমাদের "(ওয়েট গেইন) " এক মাসের কোর্সটি সেবন করুন। ইনশাআল্লাহ আপনি আপনার ৭-৮ কেজি ওজন বাড়িয়ে নিজেকে স্মার্ট কর...
10/02/2023

ভাইয়া আপনি আমাদের "(ওয়েট গেইন) " এক মাসের কোর্সটি সেবন করুন। ইনশাআল্লাহ আপনি আপনার ৭-৮ কেজি ওজন বাড়িয়ে নিজেকে স্মার্ট করে তুলতে পারবেন।,🥰🥀

মিল্ক সেক এর উপাদানগুলো হলো:--- বাদাম ,দুধ ,কালোজিরা ,কোকো পাউডার, কাজুবাদাম, কাঠবাদাম ,গাজর ,আনার,,ইত্যাদি সহ ৫৯টি প্রা...
10/02/2023

মিল্ক সেক এর উপাদানগুলো হলো:--- বাদাম ,দুধ ,কালোজিরা ,কোকো পাউডার, কাজুবাদাম, কাঠবাদাম ,গাজর ,আনার,,ইত্যাদি সহ ৫৯টি প্রাকৃতিক উপাদানে তৈরি আমাদের (ওয়েট গেইন মিল্ক শেক)😊♦️

♻️♦️বাংলাদেশ সাইন্স ল্যাবের অনুমোদিত একটি ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট,তাই নিশ্চিন্তে খেতে পারেন😊😍

আল্লাহর রহমতে আমাদের পোডাক্ট--সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরী ["ওয়েট গেইন মিল্ক শেক"] 🥰🥰 কোনো মেডিসিন ইউস করা হ...
10/02/2023

আল্লাহর রহমতে আমাদের পোডাক্ট--সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরী ["ওয়েট গেইন মিল্ক শেক"] 🥰🥰 কোনো মেডিসিন ইউস করা হয়নি তাই সাইড ইফেক্টের কোনো ভয়ও নেই😊আর ওজন যতটুকু বাড়াবে স্থায়ীভাবে বাড়াবে, ইনশাআল্লাহ 🥰

✅শতভাগ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ✅স্থায়ী সমাধান পেতে আপনিও ব্যবহার করতে পারেন। ✅বিস্তারিত জ...
10/02/2023

✅শতভাগ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
✅স্থায়ী সমাধান পেতে আপনিও ব্যবহার করতে পারেন।

✅বিস্তারিত জানতে
✔️নামঃ
✔️মোবাইল নম্বরঃ
✅দিয়ে ইনবক্সে এ যোগাযোগ করুন প্রডাক্ট স্পেশালিষ্ট কল দিয়ে বিস্তারিত বুঝিয়ে বলবে 🥰

Address

Chandgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milk Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share