01/06/2021
ব্ল্যাক ফাঙ্গাসে , এই রোগের সায়েন্টিফিক নাম Mucormycosis. এটা কোনো নতুন রোগ নয়। বাতাসে এই ফাঙ্গাসের জীবাণু (Spore) ঘুরে বেড়ায় ; নোংরা পানি আর মাটিতেও থাকে।
নিঃশ্বাসের সাথে অথবা ত্বকের কোনো ক্ষত দিয়ে এটা আমাদের শরীরে প্রবেশ করে।আমাদের নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতা ভালো হলে এই ফাঙ্গাস কিছু করতে পারে না।
কিন্তু যাদের ডায়বেটিস অনিয়ন্ত্রিত, অথবা কর্কট রোগাক্রান্ত, অথবা কেমোথেরাপি পাচ্ছে, অথবা দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছে- এদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাদের শরীরে এই ফাঙ্গাস সহজেই ফুসফুস, নাক, চোখ, মস্তিষ্ক, ত্বক, পাকস্থলীসহ যেকোনো অঙ্গকে আক্রান্ত করতে পারে।
সঠিক সময়ে সঠিক চিকিৎসায় এই রোগ ভালো হবার সম্ভাবনা বেশি। আমাদের হাসপাতালে যেহেতু ডায়বেটিস রোগীরাই বেশি আসে, তাই দীর্ঘদিন ধরেই আমাদের Microbiology dept এর সহায়তায় এই রোগ নির্ণয় করে আমরা- Critical Care Medicine dept, Medicine dept, Respiratoey medicine dept, ENT dept,Ophthalmology, Dental surgery dept ও অন্যান্যেরা এই রোগের চিকিৎসা দিয়ে আসছি। আমাদের জন্য এই রোগ খুব বেশি rare নয়।
এই প্ল্যাটফর্মের সব চিকিৎসকের প্রতি বিনীত অনুরোধ- আপনার প্রিয়জনদের, পরিচিতদের আর রোগীদের নীচের নিয়ম মেনে চলতে বলুন:
√ ডায়বেটিস নিয়ন্ত্রণ করুন
√ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো antibiotic, antifungal, antimicrobial, steroid অথবা অন্য কোনো ঔষধ খেতে নিরুৎসাহিত করুন। একইসাথে clear indication ছাড়া আমরাও যেন অযথা কোনো antimicrobial prescribe না করি
√ পরিষ্কার মাস্ক পরতে হবে
√ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে
√ এই রোগ ছোঁয়াচে নয়। সুতরাং আতঙ্কিত হবেন না। গুজবে কান দিবেন না।
May Allah protect us & bless us all.
ডা কানিজ। শেবাচিম ২৫.
(ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট। Associate Professor, BIRDEM)