Homeopathic50

Homeopathic50 জন্মের সঙ্গে মৃত্যুর যেমন অচ্ছেদ্য সম্পর্ক, মানুষের জীবনের সঙ্গে রোগের ও তেমন নিগৃঢ় সম্পর্ক।

08/10/2024

আমাশা রোগের কারণ কী?

১। উপযুক্ত আহারের অভাব।
২। পেটে ঠান্ডা লাগা।
৩। মাছ মাংস বেশি পরিমাণে খাওয়া।
৪। অপরিষ্কার পানি পান করা
৫। ঋতুর পরিবর্তন।
#হোমিওপ্যাথ #সেবা #রোগ #হোমিওপ্যাথিক #চিকিৎসা ゚

02/10/2024

নাকে, কানে, মলদ্বারে এবং মুত্র দ্বারে চুলকায়। শিশুরা প্রচন্ড জেদি, একগুয়ে, কোলে উঠেও শান্ত হয় না, জিহ্বা পরিষ্কার।মিষ্টি পছন্দ,
ঘুমে দাঁত কড়মড় করে। উপুর হয়ে শয়ন, প্রস্রাব সাদা। ঔষধ cina

#রোগ #হোমিওপ্যাথ #হোমিওপ্যাথিক #মেডিসিন #সেবা #নাক #কান #গলা

01/10/2024

লোকসঙ্গে ভয় পায় আবার নির্জনতায় ভয় পায়।
(লোকজন তার কাছে থাক কথা বলুক তার রুমে থাক এটা সে চায় না, কিন্তু লোকজন তার বাসায় থাকবে পাশের রুমে থাকবে এটি সে চায়)
ঘরে কেউ থাকে এটি রোগী পছন্দ করেনা,
কিন্তু বাড়িতে কেউ থাকলে আনন্দিত হয়।
সম্পূর্ণরূপে একাকী থাকতে চায় না । কারো কথার উত্তর দিতে, কোন বিষয় চিন্তা করতে কিংবা কোন পরিশ্রম করতে চায় না। সবকিছুতেই তার বিরক্তি , সিদ্ধান্তহীনতা কোন বিষয় সিদ্ধান্ত নিতে ভয় পায় , সামান্য শব্দে বিরক্তিবোধ,

এমন কোন লক্ষণ যদি আপনাদের মধ্যে থাকে চিকিৎসার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে
WhatsApp a click korun

#হোমিওপ্যাথি #হোমিও #মেডিসিন #ঔষধ #রোগ #সবাই #সবাইকে #চিকিৎসা #সেবা #লাইকোপোডিয়াম

26/08/2024

হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কী করবেন ❣️
উদাহরন :
রহমান সাহেবের বয়স ৪০ বছর। উচ্চ রক্তচাপের রোগী। হঠাৎ অস্থিরতা বোধ করায় হাসপাতালে এসেছেন। দেখা গেল, রক্তচাপ ১৮০/১০০ মিমি মারকারি। চিকিৎসা ইতিহাস থেকে জানা গেল, ওষুধ খেয়ে এত দিন তাঁর রক্তচাপ স্বাভাবিকই ছিল। রক্তচাপ স্বাভাবিক দেখে ভেবেছেন, আর ওষুধ খাওয়া লাগবে না। তাই তিনি গত কয়েক দিন ওষুধ বন্ধ রেখেছেন।

৬২ বছর বয়সী হাবীব পেশা ব্যবসা। নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খান। তারপরও হঠাৎ তাঁর রক্তচাপ অনেক বেড়ে যায়। পরীক্ষা করে দেখা গেল, আসলে তাঁর ফিওক্রোমোসাইটোমা নামক একটি বিরল রোগ আছে।

ওপরের দুজনের ক্ষেত্রেই রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া এবং রক্তচাপ না কমার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। তাই একেক রোগীর সমস্যা সব সময়ই একেক রকম। একজনের অভিজ্ঞতা দিয়ে অন্যজনের চিকিৎসা করা মুশকিল। কিন্তু আমরা প্রায়ই তা করে থাকি। মানে পরিচিত, বন্ধু, প্রতিবেশী কী ওষুধ খাচ্ছেন, তা দেখে কিংবা দোকানির পরামর্শে ওষুধ খাই।

💔কখন বলবেন উচ্চ রক্তচাপ

সাধারণত রক্তচাপ ওপরেরটা (সিস্টোলিক) ১১০-১৪০ এবং নিচেরটার (ডায়াস্টোলিক) ৬০-৯০ মিমি মারকারি থাকলে আমরা তাকে স্বাভাবিক বলি। তবে বয়সভেদে এটির তারতম্য হতে পারে। সাধারণত রক্তচাপ হঠাৎ বাড়ে না। ধীরে ধীরে বাড়ে এবং বেশির ভাগ ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা জানান না দিয়েই। এটিই হলো উচ্চ রক্তচাপের খারাপ দিক। কারণ, শারীরিক সমস্যা না হওয়ার কারণে রোগী বোঝেন না যে তাঁর কোনো রোগ হয়েছে। আর যখন সমস্যা শুরু হয়, তখন দেখা যায়, অনেক জটিলতা তৈরি হয়েছে।

❣️❣️উচ্চ রক্তচাপের লক্ষণ❣️❣️

সাধারণত উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ থাকে না।

যেসব উপসর্গ থাকতে পারে, সেগুলোর মধ্যে অন্যতম হলো মাথাব্যথা, ঘাড়ব্যথা।

বমি/বমি ভাব, ঝাপসা দেখা, বুকে চাপ, মাথা ঘোরা ইত্যাদি।

জটিলতা🫣😱

রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে বা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে দেখা দিতে পারে জটিলতা। যেমন স্ট্রোকের কারণে হাত–পা অবশ বা নাড়াতে না পারা, মুখ বেঁকে যাওয়া, কথা আটকে যাওয়া, বুকে ব্যথা, কিডনির সমস্যার কারণে প্রস্রাব বন্ধ বা কম হওয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি।

😔হঠাৎ রক্তচাপ বাড়ার কারণ😔

রক্তচাপের ওষুধ হঠাৎ বন্ধ করে দেওয়া।

ওষুধের ডোজ/পরিমাণ কমিয়ে খাওয়া।

ওষুধ খেতে ভুলে যাওয়া।

সুনির্দিষ্ট অন্য অসুখের কারণে, যেমন অ্যাড্রিনাল গ্রন্থি ও টিউমার বা প্যানক্রিয়াসের টিউমার ফিওক্রোমোসাইটোমা।

ঘুম কম হওয়া।

বেশি পরিমাণে লবণ/লবণাক্ত খাবার খাওয়া।

মানসিক অস্থিরতা ইত্যাদি।

রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে কী করবেন🤗

শান্ত পরিবেশে বিশ্রাম নিন।😊

মাথা/ঘাড়ে ঠান্ডা পানি দিলে আরাম পাবেন।😌

ওষুধ খেতে ভুলে গেলে, যখন মনে পড়বে, তখনই খেয়ে নিন।

দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। আগের চিকিৎসার কাগজপত্র সঙ্গে নিন।👍

রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য

নিয়মিত শরীরচর্চা করুন।

ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন।

রাতে কমপক্ষে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

স্বাস্থ্যকর খাবার খান।

অনেকে তেঁতুল খেয়ে রক্তচাপ কমানোর চেষ্টা করেন। তবে এটির সপক্ষে কোনো গবেষণা তথ্য নেই। কাঁচা লবণ বা পাতে লবণ খাওয়া বন্ধ করুন।

নিয়মিত ওষুধ খান।

এখানে বলে রাখা ভালো তেঁতুল খেলে কাজ করে কি না যানা নেই তবে পাকা তেঁতুলের বীজ চকলেট এর মত করে খেলে অনেক টা ভালো ফলাফল পাওয়া যায় । তাই হঠাৎ রক্তচাপ নিয়ন্ত্রণে হাতের কাছে ওষুধ না থাকলে পাকা তেঁতুলের বীজ ব্যবহার করতে পারেন।তার পর সময় করে ওষুধ সেবন করবেন।

যারা আমার এই লিখা টি পরবেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ। উপকৃত হলে শেয়ার করে ভুলবেন না।

বিভিন্ন বই পরে তথ্য সংগ্রহ করেছি
লিখছি নাটোর থেকে
নাম: ডা: আলীমা আক্তার

এই ধরনের টিউমার শক্ত বা নরম  ব্যথা যুক্ত ও ব্যথা বিহীন যাদের সমস্যা আছে । হোমিওপ্যাথি চিকিৎসা নিন।  #হোমিও  #হোমিওপ্যাথি...
15/06/2024

এই ধরনের টিউমার শক্ত বা নরম ব্যথা যুক্ত ও ব্যথা বিহীন যাদের সমস্যা আছে । হোমিওপ্যাথি চিকিৎসা নিন।
#হোমিও #হোমিওপ্যাথিক #চিকিৎসা #বাংলাদেশ #প্রয়োগলক্ষণ

29/05/2024

#বিসমিল্লাহির_রাহমানির_রাহীম

Avena Sativa
--------------------
Avena sativa L, oat. Common oat, found in all area where cereals are cultivated.
কাঁচা ওঠ গাছের শীষ হইতে ওষুধটি প্রস্তুত হয়। মস্তিষ্কের স্নায়ু মন্ডলের ক্রিয়া থাকায় ইটি মানুষের পুরিপোষণ শক্তির বৃদ্ধি করে

: Avena sativa is a effective nerve and brain tonic hence very useful in relieving stress. It is used for nervous exhaustion and acts as best tonic after exhausting disease .Avena sativa is also useful in treating nervous headaches

অ্যাভেনা স্যাটিভা :অ্যাভেনা স্যাটাভা একটি কার্যকর স্নায়ু এবং মস্তিষ্কের ঔষধ তাই স্ট্রেস উপশমে খুব কার্যকর। এটি স্নায়বিক ক্লান্তির জন্য ব্যবহৃত হয় এবং ক্লান্তিকর রোগের পরে সেরা ওষুধ হিসাবে কাজ করে অ্যাভেনা স্যাটিভা স্নায়ুবিক মাথাব্যথা চিকিৎসায় কার্যকর।

#বিস্তারিত
💥একটু বিস্তারিতভাবে ওষুধটির বিষয়ে জানা যাক 💥

#উপযোগিতা
যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন, শিক্ষক এবং ব্যবসায়ী এবং যারা তরুণ ব্যধিতে ভুগে ও মানসিক উদ্বেগ দুর্বল ও রক্ত হীন হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে এ ওষুধটি বিশেষ উপযোগী । স্নায়ুবিক দুর্বলতা, মস্তিষ্কের দুর্বলতা, ধাতুদৌর্বল্য প্রভৃতি ব্যাধিতে যারা ঢুকছেন তাদের পক্ষে একটি মহাউপকারী ঔষধ। অত্যন্ত ইন্দ্রিয় সেবা হস্তমৈথুন এবং মানসিক অবসন্নতার ইতিহাস থাকলে অনিদ্রা বিশেষ উপযোগিতা ব্যবহৃত হয়। ধ্বজভঙ্গ ,মাথা ধরা, সম্মুখ কপালে বেদনা, প্রস্রাবে অতিরিক্ত ফসফেট। স্ত্রী লোকদের ডিম্বকোষ এবং পুরুষদের ধাতু সংক্রান্ত নানাবিদ গুলো যোগে, মর্ফিয়া এবং তামাকের অভ্যাস দূরীকরণে এই ওষুধটি যথেষ্ট সহায়তা করে।

💥চলুন আরেকটু বিস্তারিতভাবে জানা যাক

এই ওষুধটি সর্বপ্রকার স্নায়বিক অবসাদ; রজিত দুর্বলতা এবং কিছু বেশি মাত্রায় আফিং খাওয়ার অভ্যাস দূর করে। যেকোনো প্রকার দুর্বল কর রোগের পর এবং প্রসবের পর এই ওষুধ উপকারী
" স্ট্রীকনিয়া প্রভৃতি বহু ব্যবহৃত ওষুধগুলি একদিকে উত্তেজক এবং পরক্ষণেই অবসাদ কর" কিন্তু অ্যাভেনা স্যাটিভা উত্তেজনা সৃষ্টি না করে স্নায়ুবিক শক্তি পুনরুজ্জীবিত করে অতিরিক্ত মস্তিষ্কচলনা বা অত্যাধিক মৈথুন অথবা অতিরিক্ত স্বপ্নদোষের ফলে স্নায়বিক অবসাদ, স্ত্রীলোক দিগের ঋতুস্রাব কালীন শিরোঘূ্র্ণন,শিরঃপীড়া অনিদ্রা , হৃদ কম্পন প্রভৃতি স্নায়বিক উপসর্গ, প্রসবান্তিক সর্ববিধ দৌর্বল্য ও স্নায়বিক অবসাদ। মাতাল দের অনিদ্রা ও শিরোঘূর্ণন।শর্করা বিহীন বহুমূত্র রোগ স্নায়বিক অবসাদ। বৃদ্ধিদিগের স্নায়বিক কম্পন ,কম্পনশীল পক্ষাঘাত, হৃৎপিণ্ডের বাত রোগ ।

#মূলকথা মূল কথা যেখানে রোগী অবসন্ন, শিরঃপীড়া, শিরোঘূর্ণন, হ্নৎকম্পন প্রভৃতি দুর্বলতা জ্ঞাপক লক্ষণ যুক্ত ও বিষয় কর্মে অক্ষম ও উদাসীন হয়ে পড়ে সেখানেই একটি শ্রেষ্ঠ ঔষধ ।প্রসবান্তিক দুর্বলতা জন্য এটি মহা ওষুধ।

অহিফেন বা মর্ফিয়া সেবনের বদভ্যাস ছাড়া সহজ না কিন্তু এই ঔষধ নিয়মিত ভাবে ব্যবহার করলে অহিফেন বা মর্ফিয়া সেবন প্রবৃত্তি আপনাআপনি কমতে থাকবে, এবং ধীরে ধীরে বদভ্যাসটি চলে যায়।

#প্রয়োগলক্ষণ

#মন: কোন বিষয়ে মনোনিবেশ করতে অক্ষমতা/সহজে কোন কিছুতে মনোযোগ দিতে পারেনা ।

#মস্তক : ঋতুকালে স্নায়ুবির শিরঃপীড়া, তৎসহ মাথার চাঁদিতে জ্বালা। মস্তিষ্কের পশ্চাদ্দিকে (পেছনদিকে) শিরঃপীড়া , তৎসহ মূত্রে ফসফেট।
#স্ত্রী_জননেন্দ্রিয় : অতিরিক্ত সঙ্গমের পর অনিচ্ছায় শুক্র ক্ষরণ এবং ধ্বজভঙ্গ।

#হস্ত : পদাদী পক্ষাঘাতের ন্যায় হস্ত-পদের অসাড়তা । হাতের শক্তি করিয়া যায়।

Avena Sativa : স্নায়বিক রোগ, তরুণ সর্দি, অবসাদ, দুর্বলতা, মাথা ঘোরা, অনিদ্রা, হৃদপিন্ডের বাতরোগ, মাদকাসক্তি থেকে মুক্তির সহায়ক হিসাবে বহুল ব্যবহৃত একটি হোমিও ঔষধ।

[কম্পারেটিভ মেটিরিয়াল মেডিকা, গুগল সার্চ, মেটারি মেডিকা, পকেট মেটেরিয়া মেডিকা এবং আনুষাঙ্গিক আরো কিছু বই থেকে কালেক্ট করে নিজের কিছু যোগ করে আপনাদের সামনে ওষুধের পরিচয়টি তুলে ধরেছি, আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন]

নাম : জান্নাতুন মিম
ঠিকানা : নাটোর
লেখাপড়া: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ হোমিওপ্যাথিক
বর্তমান চর্চা : হোমিওপ্যাথিক


#হোমিওপ্যাথিক
#হোমিওপ্যাথিক_ঔষধ

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathic50 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share