29/05/2024
#বিসমিল্লাহির_রাহমানির_রাহীম
Avena Sativa
--------------------
Avena sativa L, oat. Common oat, found in all area where cereals are cultivated.
কাঁচা ওঠ গাছের শীষ হইতে ওষুধটি প্রস্তুত হয়। মস্তিষ্কের স্নায়ু মন্ডলের ক্রিয়া থাকায় ইটি মানুষের পুরিপোষণ শক্তির বৃদ্ধি করে
: Avena sativa is a effective nerve and brain tonic hence very useful in relieving stress. It is used for nervous exhaustion and acts as best tonic after exhausting disease .Avena sativa is also useful in treating nervous headaches
অ্যাভেনা স্যাটিভা :অ্যাভেনা স্যাটাভা একটি কার্যকর স্নায়ু এবং মস্তিষ্কের ঔষধ তাই স্ট্রেস উপশমে খুব কার্যকর। এটি স্নায়বিক ক্লান্তির জন্য ব্যবহৃত হয় এবং ক্লান্তিকর রোগের পরে সেরা ওষুধ হিসাবে কাজ করে অ্যাভেনা স্যাটিভা স্নায়ুবিক মাথাব্যথা চিকিৎসায় কার্যকর।
#বিস্তারিত
💥একটু বিস্তারিতভাবে ওষুধটির বিষয়ে জানা যাক 💥
#উপযোগিতা
যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন, শিক্ষক এবং ব্যবসায়ী এবং যারা তরুণ ব্যধিতে ভুগে ও মানসিক উদ্বেগ দুর্বল ও রক্ত হীন হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে এ ওষুধটি বিশেষ উপযোগী । স্নায়ুবিক দুর্বলতা, মস্তিষ্কের দুর্বলতা, ধাতুদৌর্বল্য প্রভৃতি ব্যাধিতে যারা ঢুকছেন তাদের পক্ষে একটি মহাউপকারী ঔষধ। অত্যন্ত ইন্দ্রিয় সেবা হস্তমৈথুন এবং মানসিক অবসন্নতার ইতিহাস থাকলে অনিদ্রা বিশেষ উপযোগিতা ব্যবহৃত হয়। ধ্বজভঙ্গ ,মাথা ধরা, সম্মুখ কপালে বেদনা, প্রস্রাবে অতিরিক্ত ফসফেট। স্ত্রী লোকদের ডিম্বকোষ এবং পুরুষদের ধাতু সংক্রান্ত নানাবিদ গুলো যোগে, মর্ফিয়া এবং তামাকের অভ্যাস দূরীকরণে এই ওষুধটি যথেষ্ট সহায়তা করে।
💥চলুন আরেকটু বিস্তারিতভাবে জানা যাক
এই ওষুধটি সর্বপ্রকার স্নায়বিক অবসাদ; রজিত দুর্বলতা এবং কিছু বেশি মাত্রায় আফিং খাওয়ার অভ্যাস দূর করে। যেকোনো প্রকার দুর্বল কর রোগের পর এবং প্রসবের পর এই ওষুধ উপকারী
" স্ট্রীকনিয়া প্রভৃতি বহু ব্যবহৃত ওষুধগুলি একদিকে উত্তেজক এবং পরক্ষণেই অবসাদ কর" কিন্তু অ্যাভেনা স্যাটিভা উত্তেজনা সৃষ্টি না করে স্নায়ুবিক শক্তি পুনরুজ্জীবিত করে অতিরিক্ত মস্তিষ্কচলনা বা অত্যাধিক মৈথুন অথবা অতিরিক্ত স্বপ্নদোষের ফলে স্নায়বিক অবসাদ, স্ত্রীলোক দিগের ঋতুস্রাব কালীন শিরোঘূ্র্ণন,শিরঃপীড়া অনিদ্রা , হৃদ কম্পন প্রভৃতি স্নায়বিক উপসর্গ, প্রসবান্তিক সর্ববিধ দৌর্বল্য ও স্নায়বিক অবসাদ। মাতাল দের অনিদ্রা ও শিরোঘূর্ণন।শর্করা বিহীন বহুমূত্র রোগ স্নায়বিক অবসাদ। বৃদ্ধিদিগের স্নায়বিক কম্পন ,কম্পনশীল পক্ষাঘাত, হৃৎপিণ্ডের বাত রোগ ।
#মূলকথা মূল কথা যেখানে রোগী অবসন্ন, শিরঃপীড়া, শিরোঘূর্ণন, হ্নৎকম্পন প্রভৃতি দুর্বলতা জ্ঞাপক লক্ষণ যুক্ত ও বিষয় কর্মে অক্ষম ও উদাসীন হয়ে পড়ে সেখানেই একটি শ্রেষ্ঠ ঔষধ ।প্রসবান্তিক দুর্বলতা জন্য এটি মহা ওষুধ।
অহিফেন বা মর্ফিয়া সেবনের বদভ্যাস ছাড়া সহজ না কিন্তু এই ঔষধ নিয়মিত ভাবে ব্যবহার করলে অহিফেন বা মর্ফিয়া সেবন প্রবৃত্তি আপনাআপনি কমতে থাকবে, এবং ধীরে ধীরে বদভ্যাসটি চলে যায়।
#প্রয়োগলক্ষণ
#মন: কোন বিষয়ে মনোনিবেশ করতে অক্ষমতা/সহজে কোন কিছুতে মনোযোগ দিতে পারেনা ।
#মস্তক : ঋতুকালে স্নায়ুবির শিরঃপীড়া, তৎসহ মাথার চাঁদিতে জ্বালা। মস্তিষ্কের পশ্চাদ্দিকে (পেছনদিকে) শিরঃপীড়া , তৎসহ মূত্রে ফসফেট।
#স্ত্রী_জননেন্দ্রিয় : অতিরিক্ত সঙ্গমের পর অনিচ্ছায় শুক্র ক্ষরণ এবং ধ্বজভঙ্গ।
#হস্ত : পদাদী পক্ষাঘাতের ন্যায় হস্ত-পদের অসাড়তা । হাতের শক্তি করিয়া যায়।
Avena Sativa : স্নায়বিক রোগ, তরুণ সর্দি, অবসাদ, দুর্বলতা, মাথা ঘোরা, অনিদ্রা, হৃদপিন্ডের বাতরোগ, মাদকাসক্তি থেকে মুক্তির সহায়ক হিসাবে বহুল ব্যবহৃত একটি হোমিও ঔষধ।
[কম্পারেটিভ মেটিরিয়াল মেডিকা, গুগল সার্চ, মেটারি মেডিকা, পকেট মেটেরিয়া মেডিকা এবং আনুষাঙ্গিক আরো কিছু বই থেকে কালেক্ট করে নিজের কিছু যোগ করে আপনাদের সামনে ওষুধের পরিচয়টি তুলে ধরেছি, আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন]
নাম : জান্নাতুন মিম
ঠিকানা : নাটোর
লেখাপড়া: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ হোমিওপ্যাথিক
বর্তমান চর্চা : হোমিওপ্যাথিক
#হোমিওপ্যাথিক
#হোমিওপ্যাথিক_ঔষধ