
30/06/2024
পিপুল মরিচ আপনার যৌন শক্তি বাড়াতে সাহায্য করবে আর মনি বা বীর্য দেরিতে বের হবে।
কি ভাবে এটা করবেন??
আসুন জেনে নেই কি করতে হবে? প্রথমে ২৫০গ্রাম পিপুল নিবেন তার পর দুধে জাল দিবেন, দুধ ও ২৫০ গ্রাম নিবেন তার পর, দুধ শুকিয়ে গেলে, চুলা থেকে পিপুল গুলা নামিয়ে ছায়ায় শুকিয়ে নেন। পিপুল শুকিয়ে গেলে। শিল পাটায় বেটে গুড়া করে নেন। এবার ২০০ গ্রাম ঘি আর ১০০গ্রাম মধু কড়াইতে দিয়ে চুলায় অল্প আগুনে জাল দিতে থাকুন, মধু আর ঘি ঘন হলে তার ভিতর পিপুল ফাকি গুলা ছেড়ে দেন। কিছু সময় নিয়ে সব গুলো দ্রব্য নাড়তে থাকুন। যখন দেখবেন গাড়ো হয়ে গেছে তখন নামিয়ে ঠানডা করে জারে ভরে রাখুন।
খাবারের নিয়ম ঃ প্রতিরাতে ১ চা চামুচ করে খান। সামান্য গরম পানি বা দুধ ও খেতে পারেন। দেখবেন ৭/১৫ দিনের ভিতর আপনার মাল কেমন ঘন হয়। এর আরো উপকারিতা ও গুনাগুণ
যাকে কখনো কখনো ভারতীয় পিপুল নামে ডাকা হয়, এক প্রকার সপুষ্পক উদ্ভিদ। এটি গোত্রের একটি লতাজাতীয় ভেষজ উদ্ভিদ যা ফলের জন্য চাষ করা হয়। পিপুল ফল শুকিয়ে মসলা হিসেবে ব্যবহার করা হয়। পপি বিজ এর সমান আকৃতির অসংখ্য পিপুল ফল একটি সংযুক্ত দন্ডে অবস্থান করে। এর অপর একটি প্রজাতি দ্বীপাঞ্চলে দেখা যায়। ব্যবহার বর্তমানকালে ইউরোপীয় রন্ধন কার্যে এর ব্যবহার দুর্লভ হলেও ভারতে সব্জি রান্নায়, উত্তর আমেরিকার মসলা মিশ্রণে এবং ইন্দোনেশিয়ান ও মালয়েশিয়ান রান্নায় এর বহুল ব্যবহার রয়েছে। ভারতে মুদি দোকানে এটি পিপালি নামে প্রায়শ:ই কিনতে পাওয়া যায়।
ঝুরা ক্রিমির ঔষুধ হিসাবে এটি ভাল কাজ করে।
জ্বর ও কাশি হলে পিপুল গরম পানির সাথে সকাল ও বিকালে খেলে জ্বর ও কাশি কমে যায়।
হাঁপানি রোগীদের জন্য এটি বেশ উপকারী।