জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া

জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া পছন্দসই, রুচিশীল নানান পেশার পাত্র- পাত্রীর সন্ধানে বিশ্বস্ততার নিশ্চয়তা নিয়ে আমরা আছি আপনার পাশে।

ব্যস্ত জীবনে নিজের জন্য বা পরিবারের কারো জন্য মনের মত পাত্র-পাত্রী দেখার সময় পাচ্ছেন না? তবে আজই ঘরে বসে খুজে নিন পছন্দে...
30/07/2025

ব্যস্ত জীবনে নিজের জন্য বা পরিবারের কারো জন্য মনের মত পাত্র-পাত্রী দেখার সময় পাচ্ছেন না? তবে আজই ঘরে বসে খুজে নিন পছন্দের প্রফেশন ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যোগ্য জীবনসঙ্গী ৷

ফ্রী রেজিষ্ট্রেশন করুন : https://sites.google.com/view/jibonsongibd/

দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় জীবন সঙ্গী লিমিটেড পরিবার শো...
21/07/2025

দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় জীবন সঙ্গী লিমিটেড পরিবার শোকস্তব্ধ।

এ শোক ভারী, এ শোক অশেষ
শোকে স্তব্ধ সমগ্র বাংলাদেশ

আহতদের আশু সুস্ততা ও শোকসন্তপ্ত স্বজনদেরকে মহান রাব্বুল আল-আমীন এ শোক সইবারে শক্তি দান করুন। আমিন

ঈদ মোবারক 🌷
07/06/2025

ঈদ মোবারক 🌷

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, কৃষকরা তাঁদের শ্রমে-ঘামে ফলায় সোনার ফসল - যোগান দেয় খাদ্যের। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের ন্যায...
01/05/2025

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, কৃষকরা তাঁদের শ্রমে-ঘামে ফলায় সোনার ফসল - যোগান দেয় খাদ্যের।
পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের ন্যায্যমূল্য, অধিকার আর নিরাপত্তা নিশ্চিত হোক। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলবো আরও সমৃদ্ধির পথে।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠের সেই নায়কদের-সহ, সকল শ্রমজীবী মানুষদের জীবন সঙ্গী লিমিটেড -এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।।
-সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।।

14/04/2025

সকল জরা ও জীর্ণতা মুছে গিয়ে
নতুন আলো ফুটুক প্রতিটি প্রাণে।।
সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের বাংলা নববর্ষ ১৪৩২ এর প্রাণঢালা শুভেচ্ছা ও শুভ কামনা রইল।।।

🌙 সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা!! #রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, ধৈর্য্য ও সংযমের মাধ্যমে ন্যায় ও মানবতার পথ দেখ...
01/03/2025

🌙 সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা!!

#রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, ধৈর্য্য ও সংযমের মাধ্যমে ন্যায় ও মানবতার পথ দেখায়। আসুন, এই পবিত্র মাসে আমরা হিংসা বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, মানবতার কল্যাণে কাজ করি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করি।।

কে.এম রাকিবুল ইসলাম
ব্যবস্থাপনা পরিচালক
জীবন সঙ্গী লিমিটেড

20/02/2025
অ‍াপনার সম্পর্কের মূলমন্ত্র কী? চিরদিন সুখী হয়ে একসঙ্গে বাঁচা নাকি ভাঙনের ভয়ে একে অপরের থেকে গা বাঁচিয়ে কোনোভাবে সম্প...
20/02/2025

অ‍াপনার সম্পর্কের মূলমন্ত্র কী? চিরদিন সুখী হয়ে একসঙ্গে বাঁচা নাকি ভাঙনের ভয়ে একে অপরের থেকে গা বাঁচিয়ে কোনোভাবে সম্পর্ক বয়ে চলা?
কোনো বিষয় নিয়ে বিবাদ হলেই ব্রেক-আপের কথা মাথায় আনবেন না, নিতান্তই যদি বাধ্য না হোন। কথায় কথায় ব্রেক-আপের ভয় দেখাবেন না, এতে স্বাভাবিক আস্থা ও বিশ্বাসের অবক্ষয় হয়, যা সম্পর্ককে ঢিলে করে দেয়। ব্রেক-আপের ভয়কে সামনে রেখে কোনো সম্পর্ক সুস্থভাবে বেড়ে উঠতে পারে না।
একে অপরকে বোঝান- আপনারা একসঙ্গে থাকবেন বলেই একই পথে চলছেন, তাই নিজেদের সব সমস্যাগুলোকে নিজেদেরই সামলে উঠতে হবে। ব্রেক-আপ করলে হয়তো একটি সম্পর্কের অবসান হবে, কিন্তু আদতে কি সুখী হওয়া সম্ভব?
ভালোলাগা থেকেই একটি সম্পর্কের শুরু, যার রেশ টেনে যায় ভালোবাসায়, আর সমাপ্তি বিয়ে পর্যন্ত। কিন্তু এই স্বর্গতুল্য সম্পর্ককে টিকিয়ে বা আগলে রাখার দায়ভার কার – নারী না পুরুষের? উত্তরটি সহজ- দু’জনেরই। কিন্তু কৌশলগত দিক থেকে এই দায়িত্ব-কর্তব্য ও বোঝাপড়াগুলো দু’জনের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে।
দায়িত্ব নিন দু’জনেইঃ একটি কথা উভয়েরই মনে রাখা উচিত, একতরফা আর যাই হোক সম্পর্ক হয় না। আমরা প্রায়ই ভুল করি, রিলেশনশিপ টিকিয়ে রাখা ও ভাঙনের সমস্ত দায়িত্ব ও সম্ভাবনা একটি পক্ষের ওপর ছেড়ে দিই। পুরুষেরা নারীদের আর নারীরা পুরুষদের দোষারোপ করেন। আপনিই ভাবুন, একটি সম্পর্ক কী করে একটি পক্ষ সামলে নেবেন? বাকি যিনি থাকবেন তার কোনো রেসপনসিবিলিটি, সেনসিবিলিটি ও যত্নের প্রয়োজন নেই? যদি না-ই থাকে, তাহলে তা সম্পর্ক নয়। সম্পর্কটা দাড়িপাল্লার মতো, যার দু’টো দিক সমান ভার নিলেই ভারসাম্য বজায় থাকে।
নিজেকে দিয়ে বিচার করুনঃ আপনি কর্মজীবী, আপনার সঙ্গীও তাই। কর্মক্ষেত্র ছাড়াও আপনাদের উভয়েরই পরিবার, বন্ধু ও অন্যান্য সামাজিক কিছু সম্পর্ক রয়েছে। দু’জনের দিক থেকেই এ বিষয়গুলোকে ছাড় দিন। লক্ষ্য করুন, আপনার আচরণে আপনার সঙ্গী এসব সম্পর্ক সহজভাবে সচল রাখতে বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা। যদি তিনি আপনাকে এ বিষয়ে ছাড় দিতে পারেন তাহলে আপনিও দিন। যদি আপনি তাকে চাপে রাখেন, তার স্বাভাবিক জীবনযাপনে বাধার কারণ হন, তাহলে একটা সময় পর আপনার সহজ বিষয়গুলোকেও আপনার সঙ্গীর কাছে কঠিন হয়ে ঠেকবে। তৈরি হবে তুলনাবোধ। তার মনে হবে- তিনি আপনাকে ছাড় দিচ্ছেন, তবে আপনি কেন নন?
যোগাযোগ রাখুনঃ
নারী-পুরুষ দু’জনেরই ব্যস্ততা রয়েছে। একটা কথা জানেন কি- বিশ্বের সবচেয়ে ব্যস্ততম মানুষটিও সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত থাকার ক্ষমতা রাখেন। শুধু চাই ইচ্ছেটা। কাজের ফাঁকে ফাঁকে দু’একটা ফোন করে খোঁজখবর নিন- তিনি কেমন আছেন, খেয়েছেন কিনা। আদতে একদম সময় নেই বলে কিছু নেই, ভুলে যাওয়াটা ভিন্ন বিষয়।
মনোযোগ দিন, বাধা নয়ঃ
প্রিয় মানুষের প্রতি মনোযোগ মানেই এই নয়, তার দিকে সর্বক্ষণ নজর রাখতে হবে, তাকেই সারাক্ষণ ভাবতে হবে। তবে খেয়াল রাখা জরুরি। হতে পারে আপনার সঙ্গী আপনার প্রতি একটু বেশিই যত্নশীল, স্নেহপরায়ণ বা অবসেসড। কিন্তু এতে আপনি বিরক্ত। একটু ভেবে দেখুন তো- তিনি আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে নিয়ে ভাবেন, এতে বিরক্তি প্রকাশের কিছু নেই। হ্যা, যদি তার এই যত্নশীলতা আপনার স্বাভাবিক চলাফেরাকে বাধাগ্রস্ত করে তবে সেক্ষেত্রে ভিন্ন কথা। ব্যাপারটি আপনার সঙ্গীকে ঠাণ্ডা মাথায় বুঝিয়ে বলুন। সুন্দরভাবে বললে বা বোঝালে সবই সম্ভব।
ভালোবাসার প্রকাশঃ
নারী হোন বা পুরুষ, ভালোবাসার প্রকাশ করাটা খুব জরুরি। কথায় কথায় ভালোবাসি বলতে হবে তা নয় কিন্তু। আপনার কাজ ও আচার-আচরণে যেনো সেটা প্রকাশ পায় আপনার সঙ্গীর কাছে।
ভয় নয় আশ্রয় হোনঃ
সঙ্গীর কাছে আপনার প্রতিমূর্তি কী বা কেমন তা নিয়ে ভেবেছেন কখনও? তিনি কি আপনাকে ভয় পান নাকি আশ্রয় ভাবেন? আপনার কথা বা আচরণ কি তার ভয়ের কারণ? সম্পর্কে ভয় দূরত্ব সৃষ্টি করে। বর্তমান সময়ে রিলেশনশিপে স্ট্যাবিলিটির চেয়ে ব্রেক-আপের সংজ্ঞা বেশি স্পষ্ট। এসময়ের অনেক প্রেমিক যুগলদের কাছেই সম্পর্কের যেকোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ব্রেক-আপ।
আপনি কি আপনার সঙ্গীর যেকোনো ভুল, আচরণ বা ঘটনার কারণেই ব্রেক-আপের হুমকি তার দিকে ছুঁড়ে দিচ্ছেন বা তিনি দিচ্ছেন আপনাকে? যদি নিজেদের মধ্যে সমস্যা থাকে তাহলে সেটা নিজেরাই মিটিয়ে নিন। হোক একটু ঝগড়া, কথা কাটাকাটি, মান-অভিমান। সময় নিন, আপনা আপনিই সব ঠিক হয়ে যাবে।
যদি ভালোবাসা সত্যিই থাকে, তবে মিটে যাবে সব। একসঙ্গে থাকবেন এটা যদি লক্ষ্য হয় তবে এসব ঝগড়া, পছন্দ-অপছন্দ নিয়ে কথা কাটাকাটির একসময় অবসান হয়ে যাবে। এটা নিশ্চিত। আর যদি এটা মাথায় থাকে যে, যেকোনো বিষয় নিয়ে লাগলেই ছেড়ে দেবেন বা ছেড়ে যাবেন তাহলে নিশ্চিত কোনোদিনও এসব সমস্যার সমাধান হবে না। কারণ মনে আশঙ্কা থাকবেই যে পাশের মানুষটি ছেড়ে যাবে একদিন।
অযথা দোষারোপ করবেন নাঃ
কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে দীর্ঘ সময় ধরে দোষারোপ করবেন না। ভুল সবারই হয়, ক্ষমা করুন। আর যদি আপনার ভুলের জন্য সে আপনাকে দোষারোপ করে তাহলে ক্ষমা চেয়ে নিন। সম্পর্কটাই যদি মূখ্য হয়, তবে ক্ষমা চাইতে বা করতে ক্ষতি কী। তবে এখানেও কথা আছে- আপনি কী চান সম্পর্কটা নিয়ে? যদি নিতান্ত ওই ব্যক্তিটিকেই আর সহ্য না হয় বা ভালোলাগা কেটে যায় অথবা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে ভিন্ন বিষয়। সেক্ষেত্রে নতুন সম্পর্ককে আমন্ত্রণ জানানোর খাতিরে বর্তমান সঙ্গীর সঙ্গে নেতিবাচক আচরণ বা তাকে অহেতুক দোষারোপ না করে সরাসরি বলে দিন সত্যটা। অযথা সম্পর্কের সমস্ত অসময়ের দোষ তার কাঁধে চাপাবেন না।
নারী-পুরুষ উভয়েরই স্বাধীনতাবোধ রয়েছে। স্বাধীন চিন্তা ও নিজের একটি স্বতন্ত্র জগত রয়েছে প্রতিটি মানুষেরই। ভালোবাসার সম্পর্ক এমনই হওয়া উচিত যা পরস্পরের স্বাধীনতা, মূল্যবোধ ও সম্মানের স্থানগুলোকে অক্ষত ও সুরক্ষিত রাখবে।

পাত্র-পাত্রী খুঁজতে-
রেজিস্ট্রেশন করুন অথবা ফোন করুন-
https://sites.google.com/view/jibonsongibd/

01312-059070 , 01711-059070 01711251670

বসন্ত এসে গেছে আজি এই ফাল্গুনে !শিমুল পলাশে ধরেছে রঙ !আম্র মুকুলে ওই মৌ গুঞ্জনে -চারিদিকে প্রকৃতির মনমোহিনী রূপের বরষণে ...
13/02/2025

বসন্ত এসে গেছে আজি এই ফাল্গুনে !
শিমুল পলাশে ধরেছে রঙ !
আম্র মুকুলে ওই মৌ গুঞ্জনে -
চারিদিকে প্রকৃতির মনমোহিনী রূপের বরষণে !
বসন্ত এসে গেছে কোকিলের কুহূতানে।।

জীবনসঙ্গী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা 💝🌹

🌷💝শুভ জন্মদিন চাচা💝🌷জনাব এম এম আলী আক্কাসসভাপতি- চলনবিল প্রেসক্লাব ওগুরুদাসপুর উপজেলা প্রতিনিধি- দৈনিক কালের কণ্ঠ।আপনার ...
07/02/2025

🌷💝শুভ জন্মদিন চাচা💝🌷
জনাব এম এম আলী আক্কাস
সভাপতি- চলনবিল প্রেসক্লাব ও
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি-
দৈনিক কালের কণ্ঠ।
আপনার জন্মদিনে জীবন সঙ্গী পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।।
দোয়া করি আল্লাহ পাক আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন, আমিন

25/01/2025

নিজের পছন্দ হোক কিংবা পরিবারের পছন্দ –
বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না মোটেই। বিয়ে কোনো ছেলে খেলা নয়, আজীবনের বন্ধন। তাই জীবনসঙ্গী এমন একজন মানুষ হতে হবে, যার সাথে আপনার ব্যক্তিগত চাওয়া-পাওয়া গুলো মেলে।
সকলেই তো আর প্রেম করে বিয়ে করেন না। অনেকেরই বিয়ে হয় পারিবারিকভাবে, যাকে আমরা "অ্যারেঞ্জড ম্যারেজ" বলি। শুনতে খুব সহজ মনে হলেও বিষয়টা আসলে খুব একটা সহজ নয়। অনেকেই হয়তো বিয়ে করার কথা ভাবছেন, কিন্তু পছন্দের সঙ্গী কিভাবে খুঁজবেন বুঝতে পারেন না। আবার খুঁজে পেলেও আপনার সাথে মনের মিল হবে কিনা তা নিয়েও আছে দ্বিধা-দ্বন্দ।
জীবনসঙ্গী খোঁজাটা যেন এক বিশাল পরীক্ষা। "অ্যারেঞ্জড ম্যারেজ" এর জন্য সঠিক জীবন সঙ্গী খুঁজে পেতে কিছু বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চেষ্টা করাই ভালো। পরিকল্পিতভাবে এগিয়ে গেলে খুব বেশি কাঠ-খড় পোড়ানো ছাড়াই মিলবে মনের মানুষের দেখা। আসুন তাহলে জেনে নেয়া যাক জীবনসঙ্গী খোঁজার ধাপ গুলো।
নিজের পছন্দ চুড়ান্ত করুনঃ
আপনি কেমন সঙ্গী চাইছেন কেমন হবে সঙ্গীর পারিবারিক অবস্থা, দেশের বাড়ি, শিক্ষাগত যোগ্যতা, চাকরী সব মিলিয়ে যেমন সঙ্গী আপনার পছন্দ সেটা মনে মনে ঠিক করে ফেলুন। নিজের পছন্দের সাথে সবসময়েই পরিবারের পছন্দের সামঞ্জস্য রাখুন। তাহলে বিয়ের পরে মানিয়ে নিতে সুবিধা হবে।
বয়সের পার্থক্য ও পেশাঃ
যাকে জীবনসঙ্গী বানাবেন ভাবছেন তার সাথে বয়সের পার্থক্য যেন খুব বেশী না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সঙ্গীর আয় বা পেশার দিকটি অবশ্যই মূল্যায়ন করতে হবে কেননা জীবন চালাতে অর্থনৈতিক নিরাপত্তা জরুরী।
পারিবারিক ও আঞ্চলিক সংস্কৃতিঃ
পারিবারিক ও আঞ্চলিক সংস্কৃতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিয়ে মানে দুজন ব্যাক্তি নয় বরং দুটি পরিবারের মধ্যে সম্পর্ক। যদি দুটি পারিবারের মধ্যে কালচারগত বিষয়ে সামঞ্জস্যতা থাকে তবে নতুন পরিবারে গিয়ে সহজেই মানিয়ে নেয়া যায়।
ব্যক্তির আচরণঃ
যাকে জীবনসঙ্গী বানাবেন ভাবছেন শুধু তার গুনের প্রশংসা বা সৌন্দর্য না দেখে তার আচরনের প্রতিও খেয়াল রাখুন। আপনি একজন ব্যক্তির সাথে কিছুক্ষণ কথা বললেই বুজতে পারবেন তার আচরণগত কোন সমস্যা আছে কিনা বা তার কোন অভ্যাস যা আপনার পছন্দ নাও হতে পারে।
দায়িত্ববান ও কর্মক্ষমঃ
একটি নতুন সংসার শুরু করতে নারী-পুরুষ দুজনের ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে একজন দায়িত্ববান ও কর্মঠ হবেন আরেকজন উদাসীন তা হলে সংসার শুরু হবে অশান্তি দিয়ে। তাই জীবনসঙ্গী বাছাইয়ে এ গুনাবলি গুলো আছে কিনা যাচাই করে নিন।
শারীরিক বিষয়ঃ
যাকে বিয়ে করবেন তার শারীরিক গঠন আপনার সাথে মানায় কি না খেয়াল রাখুন। ব্যক্তি স্বাস্থ্যগত দিক থেকে ঠিক আছে কিনা যাচাই করে নিন।
মানসিক প্রস্তুতিঃ
যাকে বিয়ে করতে চাচ্ছেন সে কি বিয়ের জন্য মানসিকভাবে তৈরি কিনা তা বোঝার চেষ্টা করুন। যদি সে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে তাহলে ভাবতে পারেন।
জীবনসঙ্গী খুঁজার ক্ষেত্রে গুণবতী, সুন্দরী বা ছেলের অবস্থান যাচাই করা ছাড়াও অনেক বিষয় রয়েছে যা আমরা দেখা প্রয়োজন মনে করি না। ফলে বিয়ের পর সংসারের অধ্যায় শুরু হয় ঝামেলা দিয়ে। তাই জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে অবশ্যই এ বিষয়গুলো প্রত্যেকের খেয়াল রাখা উচিত।
-----------------------------------
🏘️ যোগাযোগ করুনঃ
জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া
--------------------------------
ঢাকা অফিসঃ
মা ও মনিষা ভবন, ১১১ / বি উত্তর মুগদা, ঢাকা-১২১৪।
ফোন নং-+8801713295282
------------------------------
রাজশাহী অফিসঃ
বাড়ি নং ৫৭- মেহেরচন্ডি পুর্ব পাড়া, -পদ্মা আবাসিক- বোয়ালিয়া, রাজশাহী-৬২০৭।
ফোন- +8801312059070
----------------------------
প্রধান কার্যালয়ঃ
কাজী নীড়,(বিয়াঘাট রোড) চাঁচকৈড় খলিফাপাড়া, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০।
+8801711059070 / +8801717495595
Email: jibonsongimm@gmail.com
Fb Page:
Jibon Songi Marriage Media
Fb Group:
www.facebook.com/groups/jibonsongibd/

Web Link: https://sites.google.com/view/jibonsongibd/

Address

Kazi Neer, Chanchkoir Khalifapara, Gurudaspur
Natore
6440

Alerts

Be the first to know and let us send you an email when জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram