Mocca Organic Shop

Mocca Organic Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mocca Organic Shop, Medical and health, Mocca Organic Shop, Natore.

((( আমরা দীর্ঘদিন যাবৎ ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করছি , চাষাবাদ, সংগ্রহ, গবেষণা, বাজারজাত ও চিকিৎসা )))((( প্রাকৃতিকভেষজ মানব দেহের অধিক নিরাপদ ,, অর্গানিক পণ্য সকলের জন্য ))) মক্কা অর্গানিক শপ নির্ভেজাল ভেষজ পণ্যের নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান

19/08/2025

#অর্জুন পাউডার (Arjuna Powder),
যা অর্জুন গাছের ছাল থেকে তৈরি হয়, এটি আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ভেষজ।
এর অনেক উপকারিতা আছে,
বিশেষ করে হৃদযন্ত্রের জন্য।
নিচে অর্জুন পাউডারের কিছু প্রধান উপকারিতা দেওয়া হলো:

♻️ অর্জুন পাউডারের উপকারিতা:

♻️ ** হৃদযন্ত্রের জন্য উপকারী **
এটি হার্ট টনিক হিসেবে কাজ করে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
কোলেস্টেরল কমাতে সহায়তা করে।

♻️ ** অ্যান্টিঅক্সিডেন্ট গুণ **
ফ্রি র‍্যাডিকেলস কমাতে সাহায্য করে যা বার্ধক্য রোধে সহায়ক।

♻️ ** রক্ত সঞ্চালনে উন্নতি আনে **
রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং রক্ত চলাচল ভালো করে।

♻️ ** পেটে উপকারী **
গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা কমাতে সাহায্য করে।

♻️ ** হাড় ও হাড়ের গাঁটে উপকার **
অস্টিওআর্থারাইটিস বা জয়েন্ট পেইনে ও এটি ব্যবহৃত হয়।

♻️ ** মধুমেহ্ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক **
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে মনে করা হয়।

♻️ ** চর্মরোগে সহায়ক **
অ্যান্টিসেপটিক গুণ থাকায় ত্বকের নানা সমস্যায় এটি উপকারী।

✅ অর্ডার করতে মেসেজ করুন বা ফোন করুন।

এছাড়াও আমাদের রয়েছে সকল প্রকার নির্ভেজাল প্রাকৃতিক ভেষজ যা খুচরা ও পাইকারি মূল্যে সরবরাহ করা হয়।

আমাদের ঠিকানা
Mocca Organic Shop
খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাটোর
ফোন:- 01312480864
01921-480864

14/08/2025

আর নয় ব্য-র্থতার গ্লা-নি নিয়ে বেঁ-চে থাকা এবার হবে সফলতার জয়।
শতভাগ নিরাপদ প্রাকৃতিক ভেষজ দ্বারা তৈরি।
১০০% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

দ্রু-ত বী-র্যপাত?

চিন্তার কিছু নেই, সমাধান আছে !
অনেকেই লজ্জায় মুখ খুলেন না,
অথচ এই সমস্যায় ভুগছেন বহু পুরুষ।

দ্রু-ত বী-র্যপাত শুধু শা-রীরিক সম-স্যা নয়, এটি মানসিক চাপ ও আত্মবিশ্বাসের উপর ও মারাত্মক প্রভাব ফেলে।

কারণসমূহ:
✅ মানসিক চাপ
✅ অতিরিক্ত হ-স্তমৈ-থুন
✅ দুর্বল নার্ভ
✅ হরমো-নের ভারসা-ম্যহীনতা

সমাধান আছে প্রকৃতিতে :
প্রকৃতির মাঝে রয়েছে এমন কিছু #ভেষজ যা শরীরের ভিতর থেকে শক্তি ফিরিয়ে আনে,
বীর্য সংবরণে সাহায্য করে এবং সে-ক্সুয়াল পারফরম্যা-ন্স বাড়ায় একদম প্রাকৃতিক ভাবে,
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

আমাদের এই " প্রাকৃতিক ভেষজ হালুয়া "
♻️ বী-র্যস্থলনের সময় বাড়ায়
♻️ যৌ-ন দুর্বলতা দূর করে
♻️ স্ট্যা-মিনা ও আত্ম-বিশ্বাস বাড়ায়
♻️ বী-র্য গাড় ও বৃদ্ধি করে
♻️ অতিরিক্ত হ-স্তমৈথু-নের ক্ষতি পূরণ করে
♻️ অতিরিক্ত স্ব-প্ন দোষ ও ক্ষ-য় রোগ প্রতিরো-ধে অত্যন্ত কার্যকর।

যোগাযোগ করুন:
Mocca Organic Shop
খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাটোর।
01312480864
01921-480864

🌿  #থানকুনি পাতার উপকারিতা (Centella Asiatica Benefits):1. হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা দূর করে2. লিভার পরিষ্কার...
27/07/2025

🌿 #থানকুনি পাতার উপকারিতা (Centella Asiatica Benefits):

1. হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা দূর করে

2. লিভার পরিষ্কার করে

3. ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমায়

4. মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাস করে

5. স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক

6. রক্ত পরিষ্কার করে

7. শরীর ঠান্ডা রাখে

8. ইনফ্লামেশন কমায়

9. পেটের গ্যাস কমাতে সাহায্য করে

10. রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে

✅ থানকুনি পাতার ৩০টি চমৎকার টিপস 🍃

🥗 স্বাস্থ্য ও খাবার:

1. প্রতিদিন সকালে খালি পেটে ৫টি পাতা খেলে হজমশক্তি ভালো থাকে

2. থানকুনি পাতার রস খেলে পাইলসের উপকারে আসে

3. পাতার রস ১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে লিভার পরিষ্কার হয়

4. থানকুনি পাতা ভর্তা করে ভাতের সঙ্গে খেলে গ্যাস্ট্রিক দূর হয়

5. পাতার রস পান করলে ত্বকের ফুসকুড়ি কমে

6. পাতার রস নারকেল পানির সঙ্গে মিশিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকে

7. পাতার সঙ্গে কালোজিরা বাটা খেলে পেটের ব্যথা উপশম হয়

8. থানকুনি পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে ইউরিন ইনফেকশন কমে

9. ডায়াবেটিস নিয়ন্ত্রণে দিনে একবার থানকুনি পাতার রস উপকারী

10. মুখের দুর্গন্ধ কমাতে পাতার রস দিয়ে গার্গল করুন

💆‍♀️ রূপচর্চা ও ত্বক পরিচর্যা:

11. থানকুনি পাতা বেটে মধু মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন

12. ব্রণর ওপর পাতার রস দিলে ব্রণ শুকিয়ে যায়

13. থানকুনি গুঁড়ো ও বেসনের মিশ্রণে স্ক্রাব তৈরি করুন

14. মাথার ত্বকে থানকুনি রস দিয়ে ম্যাসাজ করলে খুশকি কমে

15. চোখের নিচে কালো দাগে পাতার রস তুলো দিয়ে লাগান

16. পিগমেন্টেশন কমাতে সপ্তাহে ২ দিন পেস্ট ব্যবহার করুন

17. লিপ ডার্কনেস কমাতে পাতার রস লাগান রাতে

18. পা ফাটার উপরে পাতার বাটা দিয়ে রাখলে ফাটল সারে

19. চুল পড়া রোধে পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন

20. ত্বক টানটান করতে পাতার পেস্ট নিয়মিত লাগান

🏡 ঘরোয়া ব্যবহার ও প্রাকৃতিক চিকিৎসা:

21. পাতার গুঁড়ো শুকিয়ে সংরক্ষণ করে সবজিতে মিশিয়ে খান

22. শরবতে পাতার রস মিশিয়ে শরীর ঠান্ডা রাখুন

23. শরীরে ঘা হলে পাতা বেটে লাগান

24. পাতার রস দিয়ে ললিপ্যাচ বানিয়ে মাথাব্যথা কমান

25. ছোট শিশুদের পেট ব্যথায় পাতার রস এক চামচ করে দিন

26. পাতার পেস্ট লাগালে মশার কামড়ের জ্বালা কমে

27. পেটের কৃমি দূর করতে রস খাওয়া উপকারী

28. হালকা জ্বর হলে পাতার রস খেলে উপশম হয়

29. গরমকালে ঘামাচি কমাতে পাতার পেস্ট লাগান

30. ত্বকে র‍্যাশ হলে পাতার রস তুলায় নিয়ে লাগান

📌 টিপস সংরক্ষণের আইডিয়া:

#থানকুনি পাতা শুকিয়ে গুঁড়ো করে বয়ামে রাখুন

ফ্রিজে পাতার রস বরফ বানিয়ে সংরক্ষণ করতে পারেন

স্কিন প্যাক তৈরির জন্য পেস্ট করে আইস কিউব করে রাখুন।

👉 "একটি পাতায় হাজারো গুণ — থানকুনি পাতাকে রাখুন প্রতিদিনের রুটিনে!"

এছাড়াও আমাদের রয়েছে সকল প্রকার নির্ভেজাল প্রাকৃতিক ভেষজ যা খুচরা ও পাইকারী বিক্রি করা হয়।

Mocca Organic Shop
খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাটোর।
ফোন:-
01312480864
01921480864

এমন ট্রাজেডির পুনরাবৃত্তি আমরা চাই না।আহ্!!!! কি অসহ্য বেদনা😪কি অসহ্য যন্ত্রণা!! আহ্ কি নির্মম দূর্ঘটনা 😪😭 আল্লাহ রহমত দ...
22/07/2025

এমন ট্রাজেডির পুনরাবৃত্তি আমরা চাই না।

আহ্!!!! কি অসহ্য বেদনা😪কি অসহ্য যন্ত্রণা!!
আহ্ কি নির্মম দূর্ঘটনা 😪😭
আল্লাহ রহমত দান করো!! 😭শিশুগুলোকে, মানুষগুলোকে বাঁচাও আল্লাহ😭🤲
নিহত পরিবারদের র্ধয্য ধরার মত তৌফিক দান করো, আমীন ছুম্মা আমীন।

14/07/2025

আল্লাহর মেহেরবানীতে নতুন একটি সকাল পেলাম,, আলহামদুলিল্লাহ

03/07/2025

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 200টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

 #রোজেলা
14/06/2025

#রোজেলা

সকল প্রকার  #প্রাকৃতিকভেষজ পণ্যের নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।এবং পুরুষ ও মহিলাদের জট...
10/06/2025

সকল প্রকার #প্রাকৃতিকভেষজ পণ্যের নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
এবং পুরুষ ও মহিলাদের জটিল ও কঠিন শারীরিক সমস্যার প্রাকৃতিক ভেষজ এর মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয়।

Mocca Organic Shop
খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাটোর।
01312480864
01921-480864

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

 #ভূইকুমড়ানির্ভেজাল প্রাকৃতিক ভেষজ পণ্যের নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান।Mocca Organic Shop খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাট...
10/06/2025

#ভূইকুমড়া
নির্ভেজাল প্রাকৃতিক ভেষজ পণ্যের নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান।

Mocca Organic Shop
খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাটোর।
☎️ 01312480864

02/06/2025

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 300টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

 #তালেরশাঁস এর উপকারিতা,,১) তালের শাঁসে থাকা জলীয় অংশ শরীরে পানিশূণ্যতা দূর করতে সাহায্য। এবং সেইসঙ্গে শরীর পানির অভাব দ...
01/06/2025

#তালেরশাঁস এর উপকারিতা,,
১) তালের শাঁসে থাকা জলীয় অংশ শরীরে পানিশূণ্যতা দূর করতে সাহায্য। এবং সেইসঙ্গে শরীর পানির অভাব দূর করে।

২) তালের শাঁসে রয়েছে ভিটামিন সি ও বি কমপ্লেক্স যা শরীরের জন্য বিশেষভাবে উপকারি।

৩) তালের শাঁসে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে।

৪) তালের শাঁসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে।

৫) অনেক সময়ে অ্যাসিডিটির ফলে বমিভাব হয় এবং খাবার বিস্বাদ লাগে। কচি তালের শাঁস এই বমিভাব দূর করতে সাহায্য করে। সেইসঙ্গে খাবারে অরুচিভাব কাটিয়ে উঠতে সাহায্য করে।

৬) কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে।

৭) আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে থাকে, তাহলে তা দূর করতে খান কচি তালের শাঁস।

৮) কচি তালের শাঁসের পানি হার্টের জন্য উপকারী।

এছাড়াও আল্লাহ পাক সিজনাল প্রত্যেক শাক সবজি ফল মূলে আমাদের শরীরের উপকারী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন উপাদান রয়েছে।
তাই সুযোগ ও সাধ্য অনুযায়ী নিজে খাবো ও পরিবারের সকলের জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

Mocca Organic Shop
খোলাবাড়ীয়া ঔষধীগ্রাম নাটোর
☎️ 01312480864
01921-480864

Address

Mocca Organic Shop
Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when Mocca Organic Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mocca Organic Shop:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram