ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল, নাটোর।

  • Home
  • Bangladesh
  • Natore
  • ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল, নাটোর।

ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল, নাটোর। দক্ষ চিকিৎসক ও সার্জন, আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল রোগ নির্ণয়, আন্তরিক সেবা

চোখের বিভিন্ন অংশের নাম ও কাজচোখের এনাটমি + ফিজিওলজি       ১. কর্ণিয়া (Cornea)কাজ: এটি চোখের বাইরের স্বচ্ছ স্তর। এটি প্...
11/06/2025

চোখের বিভিন্ন অংশের নাম ও কাজ
চোখের এনাটমি + ফিজিওলজি

১. কর্ণিয়া (Cornea)
কাজ: এটি চোখের বাইরের স্বচ্ছ স্তর। এটি প্রথম আলো প্রবাহিত হওয়ার স্থান এবং আলোকে ভেঙে দেয়, যাতে তা সঠিকভাবে ভিতরের অংশে প্রবাহিত হয়।

২. আইরিশ (Iris)
কাজ: এটি পিউপিলের চারপাশে রঙিন অংশ। এটি পিউপিলের আকার নিয়ন্ত্রণ করে, যা আলো প্রবাহিত হওয়ার পরিমাণ নির্ধারণ করে।

৩. পিউপিল (Pupil)
কাজ: এটি কর্ণিয়ার কেন্দ্রে অবস্থিত গর্ত, যা বিভিন্ন আলো পরিস্থিতিতে বড় বা ছোট হয়, ফলে আলো প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করে।

৪. লেন্স (Lens)
কাজ: এটি একটি স্বচ্ছ, ফ্লেক্সিবল অংশ যা আলোকে পুনরায় কেন্দ্রীভূত করে এবং বিভিন্ন দূরত্বের বস্তুর উপর ফোকাস করতে সাহায্য করে।

৫. কনজাকটিভা (Conjunctiva)
কাজ: এটি চোখের সাদা অংশকে ঢেকে রাখা ঝিল্লি। এটি চোখের সুরক্ষা এবং আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

৬. স্ক্লেরা (Sclera)
কাজ: এটি চোখের বাইরের শক্ত অংশ। এটি চোখের আকার বজায় রাখতে সাহায্য করে এবং অভ্যন্তরীণ অংশগুলোকে সুরক্ষা দেয়।

৭. রেটিনা (Retina)
কাজ: এটি চোখের পেছনের অংশে অবস্থিত। এটি আলোকে সিগন্যাল হিসেবে রূপান্তরিত করে এবং দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ।

৮. অপটিক নার্ভ (Optic Nerve)
কাজ: এটি রেটিনার সিগন্যালগুলোকে মস্তিষ্কে প্রেরণ করে, যেখানে সেগুলোকে দৃশ্য হিসেবে ব্যাখ্যা করা হয়।

৯. চশমা পেশী (Ciliary Muscles)
কাজ: এটি লেন্সের আকৃতি পরিবর্তন করতে সহায়তা করে, যা বিভিন্ন দূরত্বের বস্তুর উপর ফোকাস করতে সাহায্য করে।

এইভাবে, চোখের অংশগুলো সমন্বয়ে কাজ করে, যা আমাদের দৃষ্টি প্রক্রিয়ায় সহায়তা করে।

 #হাসপাতালের_নিয়মাবলি       ১. নতুন ও পুরাতন সিরিয়াল আলাদা ভাবে নেওয়া হয়। পুরাতন সিরিয়াল নিতে হলে অবশ্যই প্রেসক্রিপশন সা...
03/06/2025

#হাসপাতালের_নিয়মাবলি

১. নতুন ও পুরাতন সিরিয়াল আলাদা ভাবে নেওয়া হয়। পুরাতন সিরিয়াল নিতে হলে অবশ্যই প্রেসক্রিপশন সাথে আনতে হবে। সেক্ষেত্রে পুরাতন প্রেসক্রিপশনের মেয়াদকাল ৩ মাসের মধ্যে থাকতে হবে।

২. সিরিয়ালের সময়সূচি: নতুন ও পুরাতন রোগী সকাল সাড়ে ৬ টা হতে ১১ টা পর্যন্ত। শুক্রবারে কোনো নতুন রোগী দেখা হয় না। শুধুমাত্র অপারেশনের রোগী দেখা হয়।

৩. অপারেশন হয়েছে ৭ দিনের ফলো-আপ কিংবা অপারেশন করতে এসেছেন, ঐ সকল রোগীদের ক্ষেত্রে সিরিয়াল প্রযোজ্য নয়।

৪. প্রতি ব্যাচে ২০ জন নতুন রোগী ও ১০ জন পুরাতন রোগী নেওয়া হয়। সিরিয়াল মিস করলে পরবর্তী ব্যাচ না আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে।

৫. সিরিয়ালে নাম লেখাতে হলে অবশ্যই সঠিক নামটি লেখাতে হবে। খাতার নামের সাথে টোকেন নাম্বার ও নাম মিল থাকতে। সিরিয়াল কনফার্ম করতে হলে অবশ্যই টোকেন সাথে আনতে হবে। টোকেন নাম্বারের সাথে নামের মিল না থাকলে সিরিয়াল বাতিল বলে গন্য হবে। এক্ষেত্রে কোনো অযুহাত গ্রহণযোগ নয়।

৬. PHACO অপারেশনের জন্যে প্রতি মঙ্গলবার ৫০ জন নতুন রোগী ও ৩০ জন পুরাতন রোগী দেখা হয়।

৭. মাস্ক পরিধান করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধৌত করুন। সামাজিক দূরুত্ব বজায় রাখুন।

৮. প্রতি সরকারি ছুটির দিন হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকিবে।

 #বন্ধ_ঘোষণাপবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৭ জুন, ২০২৫ (শনিবার) থেকে ১০ জুন, ২০২৫ (মঙ্গলবার) পর্যন্ত হাসপালের সকল কার্য...
03/06/2025

#বন্ধ_ঘোষণা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৭ জুন, ২০২৫ (শনিবার) থেকে ১০ জুন, ২০২৫ (মঙ্গলবার) পর্যন্ত হাসপালের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

১১ জুন, ২০২৫ (বুধবার) হতে পুনরায় হাসপাতেলের কার্যক্রম চালু থাকবে।

 #বন্ধ_ঘোষণাআগামী ১৩ ও ১৪ মে ২০২৫ (রোজ : মঙ্গলবার ও বুধবার) জরুরী ভিত্তিতে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকবে, এবং ১৫ ম...
04/05/2025

#বন্ধ_ঘোষণা

আগামী ১৩ ও ১৪ মে ২০২৫ (রোজ : মঙ্গলবার ও বুধবার) জরুরী ভিত্তিতে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকবে, এবং ১৫ মে, ২০২৫ (রোজ : বৃস্পতিবার) থেকে পুনরায় কার্যক্রম চালু থাকবে।

অন্ধত্ব নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, অন্ধ ব্যক্তিরা শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পান না। তবে এটি পু...
11/12/2024

অন্ধত্ব নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, অন্ধ ব্যক্তিরা শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পান না। তবে এটি পুরোপুরি সত্য নয়। অনেক অন্ধ ব্যক্তি আলো অনুভব করতে পারেন—যেমন ঘরটি অন্ধকার নাকি আলোকিত। কেউ কেউ উজ্জ্বল রং ঝাপসা ভাবে দেখতে পারেন।

যারা জন্ম থেকে সম্পূর্ণ অন্ধ, তারা আলো বা রং বোঝেন না। তাদের জন্য "কালো" বা "অন্ধকার" দেখার ধারণাও অর্থহীন, কারণ তারা কখনো দেখেননি। আবার যারা জীবনে কোনো এক সময় দৃষ্টি হারিয়েছেন, তারা স্বপ্নে চিত্র কল্পনা করতে পারেন। অন্যদিকে, জন্মগত অন্ধদের স্বপ্নে স্পর্শ, শব্দ বা ঘ্রাণের অভিজ্ঞতা থাকে। অন্ধত্বের অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হয়।

নিচের ছবিতে দেখানো হয়েছে, বিভিন্ন দৃষ্টিজনিত সমস্যায় ভোগা অন্ধ ব্যক্তিরা পৃথিবীকে যেভাবে দেখেন!

এটি এক ধরনের বিরল রোগ যেটাতে মানুষের চোখে একাধিক মনি দেখা যায় !!এই রোগটির নাম হচ্ছে পলিকোরিয়া (Polycoria) । এটি চোখের ...
11/12/2024

এটি এক ধরনের বিরল রোগ যেটাতে মানুষের চোখে একাধিক মনি দেখা যায় !!

এই রোগটির নাম হচ্ছে পলিকোরিয়া (Polycoria) । এটি চোখের একটি অত্যন্ত বিরল রোগ বা অবস্থা যখন কোনো একজন মানুষের শুধুমাত্র একটি চোখে জন্মগত ভাবে, জিনগত সমস্যায় বা চোখে আঘাত বা অন্য কোনো ত্রুটির কারণে একটি চোখের মণিতে (pupil) একাধিক ছিদ্র বা পিউপিল/মনি দেখা যায় । সব থেকে অবাক করার বিষয় হচ্ছে পলিকোরিয়াতে একাধিক মণি থাকে, যার প্রতিটিই আলাদা আলাদা আলোক শোষণ করতে সক্ষম। অর্থাৎ একটি মনি দিয়ে আমরা যেভাবে দেখতে পাই দুটি মনির কারণে দুটি মনিই একসাথে দেখে যার কারণে দৃষ্টিতে অস্পষ্টতা, দৃষ্টিভ্রম, এবং কখনো কখনো দ্বৈত দৃষ্টির সমস্যা দেখা দেয় ! এ রোগে আক্রান্ত মানুষরা উজ্জ্বল আলো দেখতে পায় না কারণ এর ফলে চোখে অতিরিক্ত আলো প্রবেশ করে ।

ক্রেডিট: আমি জানতে চাই (ফেসবুক পেজ)

ল্যাকরিমাল পাঙ্কটামআমাদের চোখের ছোট একটি ছিদ্র! যা চোখের জলকে আমাদের নাকে প্রেরন করে থাকে,এ কারণে কান্নার পর আমাদের নাকে...
05/12/2024

ল্যাকরিমাল পাঙ্কটাম

আমাদের চোখের ছোট একটি ছিদ্র! যা চোখের জলকে আমাদের নাকে প্রেরন করে থাকে,এ কারণে কান্নার পর আমাদের নাকে পানি আসে!!

28/03/2024
চোখে অঞ্জনি কেন হয়অনেকের ধারণা, চোখে ময়লা জমে বা সংক্রমণ হলেই কেবল অঞ্জনি দেখা দেয়। তবে সব সময় যে সংক্রমণ থাকবে, তা নয়। ...
27/02/2024

চোখে অঞ্জনি কেন হয়

অনেকের ধারণা, চোখে ময়লা জমে বা সংক্রমণ হলেই কেবল অঞ্জনি দেখা দেয়। তবে সব সময় যে সংক্রমণ থাকবে, তা নয়। চোখে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে চোখের পাতার ওপর। মৃত কোষ, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোর মুখ বন্ধ করে দেয়। তখন ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেওয়ায় অঞ্জনি হয়। এটা চোখের ভেতরে এবং বাইরে হতে পারে।
বেশির ভাগ ক্ষেত্রে অঞ্জনি ১ সপ্তাহের মধ্যে সেরে যায়। তখন ভেতরের ময়লা বের হয়ে আসে।
অঞ্জনি অনেকের বারবার হয়, সে ক্ষেত্রে গ্রন্থির মুখে কোনো সমস্যা বা দীর্ঘদিনের পাপড়ির প্রদাহ, পাপড়িতে খুশকি ইত্যাদি আছে কি না, দেখে নিতে হবে। তবে এ নিয়ে এতটা দুশ্চিন্তার কারণ নেই।
✅ ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে অঞ্জনির সমস্যা কয়েক দিনেই সেরে যায়—
১. অঞ্জনি হলে কখনো চোখ ঘঁষবেন না। এর ওপর জোরে চাপ দেবেন না বা বারবার হাত দিয়ে স্পর্শ করবেন না।
২. গরম সেঁক দিলে পুঁজ বেরিয়ে যাবে আর অঞ্জনি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটি পরিষ্কার কাপড় নিয়ে সেটাকে গরম পানিতে ডুবিয়ে নিন। কাপড় থেকে পানি নিংড়ে চোখের ওপর ৫ থেকে ১০ মিনিট রাখুন। এভাবে দিনে বেশ কয়েকবার সেঁক দিন।
৩. চোখে অঞ্জনি হলে কখনোই বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। এতে চোখেরক্ষতি হবে। হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে তুলায় করে চোখের পাতা পরিষ্কার করুন।
চোখ লাল হলে বা বেশি ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
✍️
ডা. সৈয়দ এ কে আজাদ
চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, ঢাকা

সংগৃহীত

25/02/2024

আগামীকাল ২৬ ফেব্রুয়ারী ২০২৪, রোজ সোমবার পবিত্র শবে বরাত উপলক্ষে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
২৭ ফেব্রুয়ারী ২০২৪ রোজ মঙ্গলবার হইতে যথা নিয়মে হাসপাতালের কার্যক্রম চালু থাকবে

সকলের জ্ঞাতার্থেঃ- ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল, নাটোর।

Address

Chakrampur
Natore
6400

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল, নাটোর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল, নাটোর।:

Share