28/07/2025
আকরকরার পরিচিতিঃ
যৌন দূর্বলতার মহাঔষধ বলা হয় যাকে। তাকে বলাহয় আকর করা।
আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।
ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়।
আকরকরার ইংরেজি নাম অ্যানাসাইক্লাস পাইরেথ্রাম, পেলিটোরি, স্প্যানিশ ক্যামোমাইল, মাউন্ট অ্যাটলাস ডেইজি, বার্টাম বা আকারকারা, ডেইজি পরিবার Asteraceae-এর ফুলের উদ্ভিদের একটি প্রজাতি। এটি ভূমধ্যসাগরীয় ইউরোপ এবং উত্তর আফ্রিকার কিছু অংশের স্থানীয়, তবে ইউরোপ, ব্রাজিল, ভারত এবং পাকিস্তানের অন্যান্য অংশে গ্রীষ্মের মাসগুলিতে ফোটে ছোট হলুদ ফুল প্রাকৃতিক ভাবে জন্মায়।
আকরকরা বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আয়ুর্বেদ ছাড়াও, এটি ইউনানি এবং হোমিওপ্যাথির মতো অন্যান্য বিকল্প পদ্ধতিতে ব্যবহৃত হয়।
উপকারিতা:
আকরকরা শক্তিবর্ধক ও উত্তেজক। শীতলজনিত রোগে বিশেষ উপকারী। অর্ধাঙ্গ, পক্ষাঘাত (প্যারালাইসিস), মৃগী ও মাথাব্যথা উপশমে কার্যকর। সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক। আকরকরা দীর্ঘদিন থেকে কার্যকর ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে
উপকারিতাঃ
১/ ধাতু ক্ষয়, (প্রস্রাবের সাথে সুগার যাওয়া )
২/ পায়খানাতে বসে কুথানের সময় লিঙ্গ দিয়ে বীর্য বেরিয়ে পড়া
৩/ ধাতু/ বীর্য পাতলা,
দ্রুত বীর্যপাত, ( স্ত্রী মিলনে সহবাসের সময় কম হওয়া ) স্ত্রীর প্রতি অনিহা,
৪/ পুরুষাঙ্গ একেবারেই নিস্তেজ,
৫/ অল্প উত্তেজনায় কাম রস নির্গত হওয়া অথবা আঠালো পানি বের হওয়া।
৬/ প্রস্রাবে জ্বালাপোড়া, হলুদ প্রস্রাব,
৭/ দুই নালীতে প্রস্রাব, প্রস্রাবের সময় শরীর
ঝাড়া দেওয়া এবং তলপেটে লিঙ্গের গুরায় মাঝে মধ্যে কিট কিট করে কামড় দেওয়া বা ব্যথা করা ,
৮/ ঘন ঘন প্রস্রাব ও স্বপ্নদোষ ,
৯/ অন্ডকোষের বিচিগুলো বড় হয়ে নিচে ঝুলে যাওয়া,
১০/ লিঙ্গের বক্রতা বা ছোট এবং চিকন, দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে?
১১/ যে সমস্ত মেয়েদের যৌন চাহিদা কম স্বামীর কাছে যেতে চায় না
১২/ যে সমস্ত মেয়েদের সমস্যার কারনে বাচ্চা হয় না
১৩/ শীতলজনিত রোগে এই গাছের মূল উপকারী।
১৪/ পক্ষাঘাত (প্যারালাইসিস) হলে আকরকরা গাছের মূল সেদ্ধ করে খেলে খুবই উপকার পাওয়া যায়।
১৫/ মৃগী রোগ হলে এই গাছের ক্বাথ ব্যবহার করা হয়ে থাকে।
১৬/ মাথাব্যথা হলে এই গাছের মূল বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
১৭/ এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক রোগে উপকার পাওয়া যায়।
আকরকরা পাউডার কিভাবে খেতে হয়?
আকারকার মূল পাউডারের প্রস্তাবিত ডোজ সাধারণত প্রতিদিন 1 থেকে 3 গ্রাম। এর কামোদ্দীপক এবং হজমের সুবিধার জন্য এটি মধু বা দুধের সাথে খাওয়া যেতে পারে।
শক্তি বাড়াতে দারুণ কার্যকরী।
আকরকরা দীর্ঘদিন থেকে কার্যকরী ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। অধিকতর যৌন দুর্বলতা ও কামশীতল রোগীদের সুবিধার্থে ওষুধ তৈরির নিয়ম দেওয়া হলো আকরকরা, লাহ্সুন মুফাশ্শার, পেয়াজ মুফাশ্শার, কালজামের বীচির শাস, গোলমরিচ, বর্গেসুদাবসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে ওষুধ তৈরি করে নিতে হবে। এ ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।