Takwa Ayurvadic

Takwa Ayurvadic ন্যাচারাল মেডিসিন গ্রহন করুন সুস্থ ,স্বাভাবিক জীবন যাপন করুন। রেজিষ্টাড আয়ুর্বেদিক
চিকিৎসাক মোঃ খায়রুল ইসলাম
রেজিঃ1721
মোবাঃ-01719255288

Ayurveda or Ayurvedic medicine is a system of traditional medicine native to India, which uses a range of treatments, including panchakarma ('5 actions'), yoga, massage, acupuncture and herbal medicine, to encourage health and wellbeing. Ayurveda is an system with historical roots in the Indian subcontinent. It is heavily practiced throughout India, Nepal, Bangladesh, Pakistan and Sri Lanka, where as much as 80% of the population report using ayurveda. The theory and practice of ayurveda is and toxic metals such as lead are used as ingredients in many ayurvedic medicines. Ayurveda therapies have varied and evolved over more than two millennia. Therapies include and medical oils. Ayurvedic preparations are typically based on complex herbal compounds, minerals, and metal substances (perhaps under the influence of early Indian alchemy . Ancient ayurveda texts also taught surgical techniques, sutures,, and the extraction of foreign objects.[ Some Ayurvedic preparations have been found to contain lead, mercury, and arsenic, substances known to be harmful to humans. A 2008 study found the three substances in close to 21% of U.S. and Indian-manufactured patent Ayurvedic medicines sold through the Internet. The public health implications of such metallic contaminants in India are unknown
#

বাসক একটি পরিচিত ভেষজ উদ্ভিদ যা সর্দি-কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এর বৈজ্ঞানিক নাম Jus...
04/08/2025

বাসক একটি পরিচিত ভেষজ উদ্ভিদ যা সর্দি-কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এর বৈজ্ঞানিক নাম Justicia adhatoda। বাসক গাছের পাতা, ফুল, মূল সবই ঔষধি কাজে লাগে। এটি সাধারণত ২-৩ মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর পাতাগুলি সরল, প্রতিমুখ এবং লেন্স আকৃতির হয়ে থাকে। বসন্তকালে সাদা ফুল ফোটে

ঠান্ডা আবহাওয়া বেশ কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য এবং সুস্থতার সুবিধা প্রদান করতে পারে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ...
01/08/2025

ঠান্ডা আবহাওয়া বেশ কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য এবং সুস্থতার সুবিধা প্রদান করতে পারে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, চর্বি পোড়ানো এবং ক্যালোরি ব্যয় বৃদ্ধি, এমনকি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা । অতিরিক্তভাবে, ঠান্ডা তাপমাত্রা এন্ডোরফিন এবং ডোপামিন নিঃসরণকে ট্রিগার করতে পারে, যা ভালো মেজাজ এবং সতর্কতার ক্ষেত্রে অবদান রাখে।

31/07/2025

best bangla song

আকরকরার পরিচিতিঃযৌন দূর্বলতার মহাঔষধ বলা হয় যাকে। তাকে বলাহয় আকর করা।আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি...
28/07/2025

আকরকরার পরিচিতিঃ

যৌন দূর্বলতার মহাঔষধ বলা হয় যাকে। তাকে বলাহয় আকর করা।

আকরকরা গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।
ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভোদে একে আকুর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়।
আকরকরার ইংরেজি নাম অ্যানাসাইক্লাস পাইরেথ্রাম, পেলিটোরি, স্প্যানিশ ক্যামোমাইল, মাউন্ট অ্যাটলাস ডেইজি, বার্টাম বা আকারকারা, ডেইজি পরিবার Asteraceae-এর ফুলের উদ্ভিদের একটি প্রজাতি। এটি ভূমধ্যসাগরীয় ইউরোপ এবং উত্তর আফ্রিকার কিছু অংশের স্থানীয়, তবে ইউরোপ, ব্রাজিল, ভারত এবং পাকিস্তানের অন্যান্য অংশে গ্রীষ্মের মাসগুলিতে ফোটে ছোট হলুদ ফুল প্রাকৃতিক ভাবে জন্মায়।
আকরকরা বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আয়ুর্বেদ ছাড়াও, এটি ইউনানি এবং হোমিওপ্যাথির মতো অন্যান্য বিকল্প পদ্ধতিতে ব্যবহৃত হয়।

উপকারিতা:
আকরকরা শক্তিবর্ধক ও উত্তেজক। শীতলজনিত রোগে বিশেষ উপকারী। অর্ধাঙ্গ, পক্ষাঘাত (প্যারালাইসিস), মৃগী ও মাথাব্যথা উপশমে কার্যকর। সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক। আকরকরা দীর্ঘদিন থেকে কার্যকর ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে

উপকারিতাঃ

১/ ধাতু ক্ষয়, (প্রস্রাবের সাথে সুগার যাওয়া )

২/ পায়খানাতে বসে কুথানের সময় লিঙ্গ দিয়ে বীর্য বেরিয়ে পড়া

৩/ ধাতু/ বীর্য পাতলা,
দ্রুত বীর্যপাত, ( স্ত্রী মিলনে সহবাসের সময় কম হওয়া ) স্ত্রীর প্রতি অনিহা,

৪/ পুরুষাঙ্গ একেবারেই নিস্তেজ,

৫/ অল্প উত্তেজনায় কাম রস নির্গত হওয়া অথবা আঠালো পানি বের হওয়া।

৬/ প্রস্রাবে জ্বালাপোড়া, হলুদ প্রস্রাব,

৭/ দুই নালীতে প্রস্রাব, প্রস্রাবের সময় শরীর
ঝাড়া দেওয়া এবং তলপেটে লিঙ্গের গুরায় মাঝে মধ্যে কিট কিট করে কামড় দেওয়া বা ব্যথা করা ,

৮/ ঘন ঘন প্রস্রাব ও স্বপ্নদোষ ,

৯/ অন্ডকোষের বিচিগুলো বড় হয়ে নিচে ঝুলে যাওয়া,

১০/ লিঙ্গের বক্রতা বা ছোট এবং চিকন, দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে?

১১/ যে সমস্ত মেয়েদের যৌন চাহিদা কম স্বামীর কাছে যেতে চায় না

১২/ যে সমস্ত মেয়েদের সমস্যার কারনে বাচ্চা হয় না

১৩/ শীতলজনিত রোগে এই গাছের মূল উপকারী।

১৪/ পক্ষাঘাত (প্যারালাইসিস) হলে আকরকরা গাছের মূল সেদ্ধ করে খেলে খুবই উপকার পাওয়া যায়।

১৫/ মৃগী রোগ হলে এই গাছের ক্বাথ ব্যবহার করা হয়ে থাকে।

১৬/ মাথাব্যথা হলে এই গাছের মূল বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

১৭/ এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক রোগে উপকার পাওয়া যায়।

আকরকরা পাউডার কিভাবে খেতে হয়?
আকারকার মূল পাউডারের প্রস্তাবিত ডোজ সাধারণত প্রতিদিন 1 থেকে 3 গ্রাম। এর কামোদ্দীপক এবং হজমের সুবিধার জন্য এটি মধু বা দুধের সাথে খাওয়া যেতে পারে।

শক্তি বাড়াতে দারুণ কার্যকরী।
আকরকরা দীর্ঘদিন থেকে কার্যকরী ঔষধি উপাদান হিসেবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। অধিকতর যৌন দুর্বলতা ও কামশীতল রোগীদের সুবিধার্থে ওষুধ তৈরির নিয়ম দেওয়া হলো আকরকরা, লাহ্সুন মুফাশ্শার, পেয়াজ মুফাশ্শার, কালজামের বীচির শাস, গোলমরিচ, বর্গেসুদাবসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে ওষুধ তৈরি করে নিতে হবে। এ ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিশ্বব্যাপী নিম গাছ, গাছের পাতা, শিকড়, নিম ফল ও বাকল ওষুধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর তা কিন্তু ...
26/07/2025

বিশ্বব্যাপী নিম গাছ, গাছের পাতা, শিকড়, নিম ফল ও বাকল ওষুধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর তা কিন্তু এর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহারের জন্য। নিম ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া রোধক হিসেবে, ভাইরাসরোধক হিসেবে, কীট-পতঙ্গ বিনাশে, ছত্রাক রোধ ও নিয়ন্ত্রণে, ম্যালেরিয়া নিরাময়ে, দন্ত চিকিৎসায় ব্যথামুক্তি ও জ্বর কমাতে, জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। 🥹

বাংলাদেশের প্রকৃতি  #বাংলাদেশ  #বাংলাদেশসরকার  #বাংলাদেশেরখবর  #বাংলাদেশরাজনীতি
24/07/2025

বাংলাদেশের প্রকৃতি #বাংলাদেশ #বাংলাদেশসরকার #বাংলাদেশেরখবর #বাংলাদেশরাজনীতি

আইবিএস ও হজমের সমস্যায় উপকারী ভেষজ'মুস্তক বা মুথা'পরিচিতিঃ"মুস্তক বা মুথা Cyperaceae পরিবারের অন্তর্গত একটি গুরুত্বপূর্...
21/07/2025

আইবিএস ও হজমের সমস্যায় উপকারী ভেষজ
'মুস্তক বা মুথা'
পরিচিতিঃ
"মুস্তক বা মুথা Cyperaceae পরিবারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ যা প্রাচীনকাল থেকে আমাদের দেশে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে। এর বৈজ্ঞানিক নাম Cyperus rotundus. এটি বিভিন্ন দেশে নাট গ্রাস নামে পরিচিত। আমাদের দেশে এটি একটি আগাছা হিসেবে বিভিন্ন জমিতে, পরিত্যাক্ত জায়গায়, রাস্তার পাশে সমতল ভূমিতে পাওয়া যায়। এটি ১০ - ৭৫ সেমি লম্বা বহুবর্ষজীবি ইরেক্ট ভেষজ।
বাংলাদেশে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রার্ড কম বেশি সকল আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সমুহ দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মুস্তকারিষ্ট বাজারজাত করছে। এই মুস্তকারিষ্টের প্রধান উপাদান হলো মুথা বা মুস্তক।
মুস্তকারিষ্ট তথা মুথা পাকস্থলী, অন্ত্র, কোলন, লিভার ও ফ্যাটি টিস্যুর উপর কাজ করে, ডায়রিয়া,
গ্যাসট্রোাইন্টেরাইটিস, বমি, হজমের সমস্যা, খাওয়ায় অরুচি ও অইবিএস রোগে উপকারী।
বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় মুথায় অ্যালকালযেড, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, স্টার্চ, গ্রাইকোসাইডস এবং
ফুরোক্রোমোনস এবং অনেক নতুন সেস্কিটারপেনয়েডের উপস্থিতির কারণে পেটের রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
Mustokarist গ্যাস্ট্রিক রসের উদ্দীপনা এবং লিভারের কার্যকারিতা উন্নত করে ক্ষুধা বাড়ায়। এটি খাবারের হজম এবং আত্তীকরণকেও উন্নত করে এবং টক্সিন (AMA) গঠনে বাধা দেয়।
খাওয়ার পদ্ধতি:
১. অরুচি বা মুখের স্বাদহীনতায়ঃ ১/২ চা চামচ মুথা চূর্ণ ১ চা চামচ মধুর সাথে মিশিয়ে দিনে ২ -৩ বার খেতে পারেন।
২. গ্যাসট্রাইটিসঃ ১০ গ্রাম বা ১ টেবিল চামচ পরিমান মুথা চূর্ন ২ কাপ পানির সাথে ফুটিয়ে ১ কাপ পরিমান
অবশিষ্ট থাকতে নামিয়ে ঠান্ডা করে ছেকে নিয়ে ১ চিমটি পরিমান আদা চূর্ণ মিশিয়ে প্রতিদিন খেতে হবে।
৩. কৃমি ও মলদ্বারে চুলকালেঃ মুথা চুর্ণ ও পেপের বিচি ২ - ৩ গ্রাম পরিমান নিয়ে সকালে ও রাতে খালী পেটে খেতে হবে।
৪. আইবিএসঃ মুথা চূর্ণ ২-৩ গ্রাম পরিমান নিয়ে ১ গ্লাস পরিমান ঘোলের সাথে মিশিয়ে দিনে ২ - ৩ বার খেতে
হবে।
যাদের জন্য বাসায় বসে এ পদ্বতিতে ঔষধ গ্রহন করা কষ্টকর তারা সরাসরি মুস্তকারিষ্ট খেতে পারেন, ভালো
ফলাফল পাবেন।

আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে অর্শ রোগ সম্পন্ন ভাল হয়।আয়ুর্বেদিক চিকিৎসাক মোঃ খায়রুল ইসলাম গভ, রেজিস্টার নং১৭২১01719-2552...
16/04/2025

আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে অর্শ রোগ সম্পন্ন ভাল হয়।
আয়ুর্বেদিক চিকিৎসাক
মোঃ খায়রুল ইসলাম
গভ, রেজিস্টার নং১৭২১
01719-255288

Address

Bolarepara
Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when Takwa Ayurvadic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Takwa Ayurvadic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram