03/08/2025
🌟 নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মান জানাই 🌟
সম্মাননা | #নাহিদ ইসলাম | O (নেগেটিভ)
সমাজে এমন কিছু মানুষ আছেন, যাদের নিঃস্বার্থ মানবিক কাজ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। নাহিদ ইসলাম ঠিক তেমনই একজন হৃদয়বান স্বেচ্ছাসেবক, যিনি O- (নেগেটিভ) গ্রুপের একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা।
দুর্লভ এই রক্তগ্রুপের জীবনদায়ী প্রয়োজনে যখনই ডাক পড়েছে, নিজের কাজ, সময় ও স্বাচ্ছন্দ্যকে পাশে রেখে তিনি এগিয়ে এসেছেন — সম্পূর্ণ বিনামূল্যে, নিঃস্বার্থভাবে।
RSBB (Rapidly Spread Blood Bank) পরিবার গর্বের সাথে তাকে স্বীকৃতি জানায় এবং তার এই মানবিক অবদানকে তুলে ধরছে একটি ছোট্ট সম্মাননার মাধ্যমে।
🌸 আপনার মতো মানুষদের কারণেই আমরা বিশ্বাস করি, মানবতা এখনো বেঁচে আছে।
ধন্যবাদ নাহিদ ভাই, মানুষের পাশে থাকার জন্য। আপনি সত্যিই অনুপ্রেরণার প্রতীক। ❤️
#রক্তদাতা #মানবতার_বিপ্লব #স্বেচ্ছায়রক্তদান