Rapidly Spread Blood Bank

Rapidly Spread Blood Bank Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rapidly Spread Blood Bank, Nawabganj.

A non-political voluntary organization dedicated to serving humanity.

•Donate blood, save lives.
•Ensure child protection for a better future generation.
•Raise awareness about thalassemia.

✅Join us in reaching out a helping hand to the underprivileged.

Help Post... থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট মেয়েটার জন্য AB Negative রক্ত প্রয়োজন রাজশাহীতে। কোনো ভাই বা বোন কি রক্তদান করত...
12/08/2025

Help Post...

থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট মেয়েটার জন্য AB Negative রক্ত প্রয়োজন রাজশাহীতে। কোনো ভাই বা বোন কি রক্তদান করতে পারবেন? রক্তদাতা পাওয়া গেলে মেয়েটিকে ব্লাড ব্যাংকে নিয়ে এসে ট্রান্সফিউশন করা হয়৷ প্রতি মাসে ১-২ ব্যাগ রক্ত লাগে মেয়েটির জন্য। দুর্লভ গ্রুপ তাই খুঁজে পেতে হিমশিম খেতে হয় 😥

🎉 জাতীয় যুব দিবস ২০২৫-এর শুভেচ্ছা 🎉📢 এবারের প্রতিপাদ্য:“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”আজকের...
12/08/2025

🎉 জাতীয় যুব দিবস ২০২৫-এর শুভেচ্ছা 🎉
📢 এবারের প্রতিপাদ্য:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”

আজকের যুব সমাজই আগামীর নেতৃত্ব। প্রযুক্তি ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটি সমৃদ্ধ ও অগ্রসর বাংলাদেশ। 🇧🇩

💡 RSBB বিশ্বাস করে—সচেতন, শিক্ষিত ও প্রযুক্তি-দক্ষ যুবসমাজই হতে পারে দেশের প্রকৃত চালিকাশক্তি।
আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি মানবতার কল্যাণে, প্রযুক্তির সঠিক ব্যবহার ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।

✨ শুভ জাতীয় যুব দিবস
— RSBB পরিবারের পক্ষ থেকে

#জাতীয়যুবদিবস২০২৫ #তরুণেরশক্তি #প্রযুক্তিনির্ভরযুবশক্তি #বহুপাক্ষিকঅংশীদারিত্ব #বাংলাদেশেরঅগ্রগতি

Happy Birthday Md Nuruzzaman 💚☘️Senior volunteer of Rajshahi শুভ জন্মদিন, প্রিয় রক্তযোদ্ধা নুরুজ্জামান। আপনার আগামীর পথ...
06/08/2025

Happy Birthday Md Nuruzzaman 💚☘️
Senior volunteer of Rajshahi

শুভ জন্মদিন, প্রিয় রক্তযোদ্ধা নুরুজ্জামান। আপনার আগামীর পথচলা হোক আরও মানবিক, মহানুভবতা ও সৃষ্টিকর্তার কল্যাণে পরিপূর্ণ।
জীবন ভরে উঠুক আনন্দ, সুস্থতা ও মানবসেবার মহান ব্রত দিয়ে।

ডোনেশন নাম্বার: 3882📒 ০৪-০৮-২০২৫ইংস্বেচ্ছায় করি রক্ত দান হাসবে রোগী বাঁচবে প্রাণ, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা...
04/08/2025

ডোনেশন নাম্বার: 3882
📒 ০৪-০৮-২০২৫ইং

স্বেচ্ছায় করি রক্ত দান হাসবে রোগী বাঁচবে প্রাণ, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে রক্ত সল্পতা এক বাচ্চার জন্য স্বেচ্ছায় নিজের #ও+ (পজেটিভ) লাল ভালোবাসা দান করলেন 'র প্রচার সম্পাদক Istiak Ahmed Emon ☘️

দোয়া এবং শুভকামনা রইলো আপনার জন্য। সারাটা জীবন এভাবেই অসহায়দের পাশে থাকবেন এটাই প্রত্যাশা।সৃষ্টিকর্তা আপনার এই দানকে কবুল করুক।
আমিন

সবাই রোগী এবং রক্তদাতার জন্য দোয়া করবেন।

💚

🌟 নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মান জানাই 🌟  সম্মাননা |  #নাহিদ ইসলাম | O (নেগেটিভ) সমাজে এমন কিছু মানুষ আছেন, যাদের নি...
03/08/2025

🌟 নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মান জানাই 🌟

সম্মাননা | #নাহিদ ইসলাম | O (নেগেটিভ)

সমাজে এমন কিছু মানুষ আছেন, যাদের নিঃস্বার্থ মানবিক কাজ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। নাহিদ ইসলাম ঠিক তেমনই একজন হৃদয়বান স্বেচ্ছাসেবক, যিনি O- (নেগেটিভ) গ্রুপের একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা।

দুর্লভ এই রক্তগ্রুপের জীবনদায়ী প্রয়োজনে যখনই ডাক পড়েছে, নিজের কাজ, সময় ও স্বাচ্ছন্দ্যকে পাশে রেখে তিনি এগিয়ে এসেছেন — সম্পূর্ণ বিনামূল্যে, নিঃস্বার্থভাবে।

RSBB (Rapidly Spread Blood Bank) পরিবার গর্বের সাথে তাকে স্বীকৃতি জানায় এবং তার এই মানবিক অবদানকে তুলে ধরছে একটি ছোট্ট সম্মাননার মাধ্যমে।

🌸 আপনার মতো মানুষদের কারণেই আমরা বিশ্বাস করি, মানবতা এখনো বেঁচে আছে।
ধন্যবাদ নাহিদ ভাই, মানুষের পাশে থাকার জন্য। আপনি সত্যিই অনুপ্রেরণার প্রতীক। ❤️

#রক্তদাতা #মানবতার_বিপ্লব #স্বেচ্ছায়রক্তদান

  to Arifur Rahman Arif Sir  🎉Designation: LecturerDepartment: Physical Education and Sports ScienceUniversity of Chitta...
03/08/2025

to Arifur Rahman Arif Sir 🎉
Designation: Lecturer
Department: Physical Education and Sports Science
University of Chittagong

We are extremely proud and delighted that your dedication, talent, and hard work have led you to this honorable position. This is not just a personal achievement, but a true inspiration for all of us.

May this new journey be even more successful and fulfilling. We firmly believe that you will continue to make remarkable contributions in the field of education and sports.

To our beloved Sir we extend our heartfelt congratulations and best wishes.
Keep shining, keep inspiring! ❤️🌟

মাঝের ছোট্ট ছেলেটিকে দেখছেন?তার নাম সাব্বির। যারা আমাদের RSBB (Rapidly Spread Blood Bank) পরিবারের সদস্য, তারা ইতোমধ্যেই...
28/07/2025

মাঝের ছোট্ট ছেলেটিকে দেখছেন?
তার নাম সাব্বির। যারা আমাদের RSBB (Rapidly Spread Blood Bank) পরিবারের সদস্য, তারা ইতোমধ্যেই ওকে ভালোভাবে চেনেন। জন্মের পর থেকেই সাব্বির লড়াই করে যাচ্ছে এক কঠিন ও জটিল রোগ — থ্যালাসেমিয়ার সাথে। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তাকে নিয়মিত রক্ত নিতে হয়, এবং এর জন্য সে সম্পূর্ণভাবে নির্ভরশীল স্বেচ্ছায় রক্তদাতাদের উপর।

২০২৩ সাল থেকে RSBB পরিবার নিয়মিতভাবে সাব্বিরের জন্য রক্ত সংগ্রহ করে আসছে। আমাদের দলের অনেক স্বেচ্ছাসেবীর সঙ্গেই সাব্বিরের এক ধরনের বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে। তার হাসি, প্রাণচঞ্চলতা আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের প্রতিনিয়ত নতুন করে অনুপ্রাণিত করে।

শুধু সাব্বির নয় — আমাদের আশেপাশে এমন অসংখ্য থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে, যারা নিয়মিত রক্তের জন্য অপেক্ষা করে থাকে। RSBB পরিবার সেই শিশুদের জন্যও নিয়মিত রক্তদাতা সংগ্রহ করে থাকে। আমাদের হাতে রয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ রক্তগ্রহীতা তালিকা, যার মাধ্যমে আমরা চেষ্টা করি প্রতিটি শিশুর জন্য সময়মতো রক্ত নিশ্চিত করতে।

এক ব্যাগ রক্তই পারে একটি জীবন বাঁচাতে।
আসুন, আমরা সবাই মিলে এগিয়ে আসি – থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন হই এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াই।

🩸 স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান।

📞 যোগাযোগ: 01605090103

#

Search With Youth  টিম, Rapidly Spread Blood Bank  টিমের সাথে পার্টনারশিপ অর্গানাইজেশন হিসেবে যুক্ত হয়েছে। বিশেষভাবে চাঁ...
27/07/2025

Search With Youth টিম, Rapidly Spread Blood Bank টিমের সাথে পার্টনারশিপ অর্গানাইজেশন হিসেবে যুক্ত হয়েছে। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় রক্তসংক্রান্ত যেকোনো স্বেচ্ছাসেবী কার্যক্রমে তারা আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে থাকবে।

আমরা বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় রক্তদান ও এ-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি থ্যালাসেমিয়া রোগী ও রক্তদাতাদের নিয়ে একটি সুসংগঠিত অনলাইন নেটওয়ার্ক গঠন সম্ভব হবে।

• মানবিক এই উদ্যোগে যে কোনো সংস্থা, সংগঠন কিংবা প্রতিষ্ঠান পার্টনার হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে পাশে দাঁড়াতে পারেন।

যোগাযোগ/What's App: 01605090103/4

ধন্যবাদ।

BTS এর সাথে দেখা করার জন্য ঘর ছেড়েছে মেয়েটি।সে নিজেকে BTS আর্মির একজন মনে করে। মা বকা দেবার কারণে ট্রেনের নিচে ঝাপ দিতে ...
27/07/2025

BTS এর সাথে দেখা করার জন্য ঘর ছেড়েছে মেয়েটি।
সে নিজেকে BTS আর্মির একজন মনে করে। মা বকা দেবার কারণে ট্রেনের নিচে ঝাপ দিতে গিয়েছিলো মেয়েটি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দেন। মায়ের করুণ চাহনিটা দেখুন একবার।
এই প্রজন্মের কী হইলো বুঝতেছিনা কিছু!
© Kingkor Ahsan

এই প্রজন্মের এমন দশার জন্য কারণ কি, মনে করেন আপনি.?

26/07/2025

থ্যালাসেমিয়া বাচ্চার জন্য ১ব্যাগ এ+ পজেটিভ রক্তের প্রয়োজন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল। যোগাযোগ: 01605090103

তারা ছিল আমাদের ভবিষ্যৎ, আজ তারা আকাশের তারা 🌟যারা চলে গেছে, তারা নক্ষত্র হয়ে আকাশে জ্বলজ্বল করছে—তাদের আলোই আমাদের পথ দ...
24/07/2025

তারা ছিল আমাদের ভবিষ্যৎ, আজ তারা আকাশের তারা 🌟

যারা চলে গেছে, তারা নক্ষত্র হয়ে আকাশে জ্বলজ্বল করছে—তাদের আলোই আমাদের পথ দেখাবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এই ট্রাজেডিতে শহীদ হয়ে যাওয়া সকল কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
আহত সকল শিক্ষার্থীর দ্রুত সুস্থতা এবং পূর্ণ আরোগ্য কামনা করছি।

🎗️ এই দুঃখ শুধু মাইলস্টোন পরিবারের নয়, বরং পুরো জাতির।
আসুন আমরা সবাই মিলে দোয়া করি, সহানুভূতি ছড়িয়ে দেই, এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আরও সোচ্চার হই।

আসুন, শোককে শক্তিতে রূপান্তর করি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তুলি নিরাপদ ও মানবিক শিক্ষা পরিবেশ।

"এক ফোঁটা সাহস, এক ব্যাগ জীবন!"অনেকেই শুধু একটা সুইয়ের ভয়ে রক্ত দিতে ভয় পান। কিন্তু জানেন কি?আপনার সাহসী ৫ মিনিটে কেউ পে...
24/07/2025

"এক ফোঁটা সাহস, এক ব্যাগ জীবন!"

অনেকেই শুধু একটা সুইয়ের ভয়ে রক্ত দিতে ভয় পান। কিন্তু জানেন কি?
আপনার সাহসী ৫ মিনিটে কেউ পেতে পারে নতুন জীবন।

💉 সুই একটু ফুটবে, কিন্তু হৃদয়ে জ্বলবে মানবতার আলো।

ব্যথা তো মুহূর্তের, কিন্তু সাহায্যটা থাকবে একজন মানুষের সারা জীবনের জন্য।

❤️ "ভয় নয়, ভালোবাসা দিন।"

আপনার ভয়কে জয়ের মাধ্যমে আপনি হয়ে উঠবেন এক জীবন্ত নায়ক।
রক্তদাতা মানেই জীবনের জন্য একজন গোপন রক্ষাকর্তা।

#স্বেচ্ছায়_রক্তদান

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rapidly Spread Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rapidly Spread Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram