Rapidly Spread Blood Bank

Rapidly Spread Blood Bank Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rapidly Spread Blood Bank, Nawabganj.

A non-political voluntary organization dedicated to serving humanity.

•Donate blood, save lives.
•Ensure child protection for a better future generation.
•Raise awareness about thalassemia.

✅Join us in reaching out a helping hand to the underprivileged.

16/07/2025

আগামীকাল ১৩ মাসের এক শিশুর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০মিলি বি+ পজেটিভ রক্তের প্রয়োজন। কেউ দিতে পারবেন.?

যোগাযোগ: 01605090103

আজকের দিনটা একটু আলাদা ছিল…গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে — সঙ্গে ছিল আমাদের ভালোবাসার ছোট্ট প্রতীক, একটি গোলাপ, হৃদয়ের কথা লেখা ...
10/07/2025

আজকের দিনটা একটু আলাদা ছিল…
গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে — সঙ্গে ছিল আমাদের ভালোবাসার ছোট্ট প্রতীক, একটি গোলাপ, হৃদয়ের কথা লেখা একটি চিঠি আর কিছু শুকনো খাবার।
তাদের মুখের হাসি, নিঃশব্দ আশীর্বাদ আর হাতের আলতো ছোঁয়ায় বুঝলাম — ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য বড় কিছু দরকার হয় না, দরকার শুধু একটা ভালো মন।

ভালো থাকুক আমাদের সব মা-বাবারা, সবসময়। ❤️
#ভালোবাসারস্পর্শ #বৃদ্ধাশ্রম #মানবিকতা #ভালোবাসা_ছড়াতে_শিখি

শুরু থেকে শেষ সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতা করেছেন সহ অর্থ সম্পাদিকা Stela Stela 💚💐

🧡 যদি আজ আপনার সন্তান আশানুরূপ রেজাল্ট না পায়...আজকের দিনটা হয়তো আপনার সন্তানের জন্য অনেক কষ্টের। অনেক প্রত্যাশা, স্বপ্ন...
10/07/2025

🧡 যদি আজ আপনার সন্তান আশানুরূপ রেজাল্ট না পায়...

আজকের দিনটা হয়তো আপনার সন্তানের জন্য অনেক কষ্টের। অনেক প্রত্যাশা, স্বপ্ন আর চেষ্টা হয়তো আজকের ফলাফলের সঙ্গে মিলছে না।
এই মুহূর্তে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়তে পারে—নিজেকে অকেজো ভাবতে পারে, অপমানিত মনে হতে পারে।

এমন সময়, আপনার একটু সহানুভূতি, স্নেহভরা কিছু কথা, আর মমতাময় আচরণ-ই পারে তাকে মানসিকভাবে শক্ত করে তুলতে।
আপনার ভালোবাসার ছায়া যদি সে এই কঠিন মুহূর্তে পায়, তাহলে সে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে।

কিন্তু...
আপনার সামান্য রাগ, কঠোর কথা বা অবহেলা যদি এই মুহূর্তে সে পায়, তাহলে সেটাই হয়ে উঠতে পারে তার জীবনের সবচেয়ে বড় ট্রমা।
হতাশা, বিষণ্নতা এমনকি আত্মহননের মতো ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে—যার দায় আপনি সারাজীবনেও ভুলতে পারবেন না।

🔹 মনে রাখুন:

একটা রেজাল্ট সন্তানের মূল্য বিচার করার মাপকাঠি হতে পারে না।

আপনার ভালোবাসা আর সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি।
আপনার আচরণই ঠিক করে দিতে পারে সে সামনে কীভাবে জীবন দেখবে।

আজ তাকে জড়িয়ে ধরুন, বলুন:
"ফলাফল যেমনই হোক, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি আমার গর্ব।" 🧡

#এসএসসি

এস.এস.সি রেজাল্ট নিয়ে মন খারাপ?রেজাল্ট প্রত্যাশামতো না হলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে একটু থামুন, গভীরভাবে ভাবুন।আপন...
10/07/2025

এস.এস.সি রেজাল্ট নিয়ে মন খারাপ?

রেজাল্ট প্রত্যাশামতো না হলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে একটু থামুন, গভীরভাবে ভাবুন।
আপনার চেয়েও অনেকের ফলাফল খারাপ হয়েছে। একবার তাদের দিকেও তাকান। তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন।
তাদের হতাশা, কষ্ট এবং চাপ অনেক বেশি হতে পারে।

এই অবস্থায়ও যদি আপনি অন্যদের থেকে একটু ভালো অবস্থানে থাকেন—তাহলে অন্তত মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন।
কারণ তিনি আপনাকে হয়তো আরও খারাপ কিছু থেকে রক্ষা করেছেন, এবং আরও ভালো কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন।

🔹 মনে রাখবেন:

ফলাফল জীবনের শেষ নয়, বরং এটা একটা ধাপমাত্র। সামনে আরও অনেক সুযোগ আসবে নিজেকে প্রমাণ করার।
সঠিক পথে থাকুন, মনোবল হারাবেন না, এবং নিজেকে উন্নতির জন্য প্রস্তুত রাখুন।

08/07/2025

শিশু নিখোঁজের হালকা জরিপ করলে দেখা যায়, অধিকাংশ নিখোঁজ হওয়া শিশু মাদ্রাসার শিক্ষার্থী। এর কারণ কী?

#মাদ্রাসা

★ডোনেশন নাম্বার-3830🌼আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় করি রক্তদান,হাসবে রোগী বাঁচবে প্রানএই স্লোগান কে বুকে ধারন করে স্বেচ্ছায় ১...
07/07/2025

★ডোনেশন নাম্বার-3830🌼
আলহামদুলিল্লাহ
স্বেচ্ছায় করি রক্তদান,হাসবে রোগী বাঁচবে প্রান
এই স্লোগান কে বুকে ধারন করে স্বেচ্ছায় ১২তম নিজের বি+ পজিটিভ লাল ভালোবাসা দান করলেন #রক্তবন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী #শামীম ভাই🥰

💁রোগীর সমস্যাঃ ডায়ালাইসিস
‌🔴রক্তের গ্রুপঃ বি+(পজিটিভ )
💉রক্তের পরিমাণঃ ১ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ০৭/০৭/২০২৫
🏥রক্তদানের স্থান: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

রোগী এবং ডোনারের জন্য সবাই দোয়া করবেন
Rapidly Spread BloodBank
সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা❤️❤️❤️

আলহামদুলিল্লাহস্বেচ্ছায় করি রক্তদান, হাঁসবে রোগী—বাঁচবে প্রাণ। ❤️‍🩹RSBB-তে রিকোয়েস্ট করা চারজন রোগীর জন্য সফলভাবে রক্তদা...
06/07/2025

আলহামদুলিল্লাহ
স্বেচ্ছায় করি রক্তদান, হাঁসবে রোগী—বাঁচবে প্রাণ। ❤️‍🩹

RSBB-তে রিকোয়েস্ট করা চারজন রোগীর জন্য সফলভাবে রক্তদান করা হয়েছে।

🔻 রক্তদাতা ও রক্তের ধরণ:
🩸 মোসাঃ সুলতানা আপু – B+ (পজিটিভ)
🩸 মোঃ রেজুয়ান ভাই – B+ (নেগেটিভ)
🩸 আব্দুর রহমান (RSBB স্বেচ্ছাসেবক) – O+ (পজিটিভ)
🩸 আব্দুস সামাদ ভাই – O+ (পজিটিভ)

এই রক্তগুলো থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য দেওয়া হয়েছে।
আমাদের RSBB পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা।
মহান আল্লাহ এই দানকে কবুল করুন, আমিন।

⚠️ জরুরি রক্তের প্রয়োজন ⚠️
আমাদের কাছে বর্তমানে আরও ৮ ব্যাগ রক্তের জরুরি রিকোয়েস্ট রয়েছে:
🔸 B+ (পজিটিভ) – ৬ ব্যাগ
🔸 O+ (পজিটিভ) – ২ ব্যাগ
➡️ রোগী: থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার ও ডায়ালাইসিস আক্রান্ত

💌 আপনাদের একটি ব্যাগ রক্ত—তাদের জীবনে এক নতুন আশার আলো!
আসুন, ভয় নয়—ভালোবাসা ছড়িয়ে পাশে দাঁড়াই।
নিজে রক্তদান করি, প্রিয়জনদের রক্তদানে উৎসাহিত করি।

📲 যোগাযোগ করুন:
👉 আমাদের ম্যাসেঞ্জারে
👉 অফিসিয়াল ফোন নম্বরে
👉 অথবা WhatsApp-এ

#রক্তদান #থ্যালাসেমিয়া #রক্তদাতা #মানবতারপাশে #রক্তবাঁচায়জীবন

06/07/2025
শ্রদ্ধা ও সম্মানের নিবেদন | RSBB🗓️ জুলাই আন্দোলনকারীদের স্মরণেআজ জুলাই ২৪, এক অবিস্মরণীয় দিন — যেখানে ইতিহাস কথা বলে রক্...
01/07/2025

শ্রদ্ধা ও সম্মানের নিবেদন | RSBB
🗓️ জুলাই আন্দোলনকারীদের স্মরণে

আজ জুলাই ২৪, এক অবিস্মরণীয় দিন — যেখানে ইতিহাস কথা বলে রক্তের অক্ষরে।
এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদ, আহত, আন্দোলনকারী ও তাঁদের আত্মত্যাগ।

তাঁদের সাহসিকতা, প্রতিবাদ, ও মানবিক মূল্যবোধ আজও আমাদের সংগ্রামের পাথেয় হয়ে আছে।
তাঁরা শুধু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াননি, বরং একটি গণতান্ত্রিক, মানবিক, ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন দেখিয়েছেন।

🔴 RSBB পরিবার তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছে।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শহীদদের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে সমাজসেবা, মানবাধিকার ও ন্যায়ের পথে চলব নিরন্তর।

মাথা নত নয়, বরং দৃঢ় প্রতিজ্ঞ।
জুলাই আন্দোলনের চেতনা হোক আমাদের চলার দীপশিখা।

✊ Rapidly Spread Blood Bank (RSBB)
মানবতার পাশে, সবসময়।

#জুলাই২৪ #শহীদদের_শ্রদ্ধা #জুলাইআন্দোলন #মানবতার_চেতনা

স্বেচ্ছায় রক্তদাতারা টাকার বিনিময়ে রক্তদান করে না এবং    সংগঠনের মাধ্যমে রক্তের জন্য কোন আর্থিক লেনদেন হয় না৷ সুতরাং এই ...
28/06/2025

স্বেচ্ছায় রক্তদাতারা টাকার বিনিময়ে রক্তদান করে না এবং সংগঠনের মাধ্যমে রক্তের জন্য কোন আর্থিক লেনদেন হয় না৷ সুতরাং এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকুন।

28/06/2025

রক্তের জন্য অনেক রিকোয়েস্ট আসছে। অথচ রক্তদাতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

আপনার রক্তদানের সময় হয়ে থাকলে জানাবেন প্লিজ..

📢 জরুরি রক্তের প্রয়োজনথ্যালাসেমিয়া আক্রান্ত রোগী  #সাব্বির-এর জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ ব্যাগ A+ (পজিটিভ) র...
24/06/2025

📢 জরুরি রক্তের প্রয়োজন

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী #সাব্বির-এর জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ ব্যাগ A+ (পজিটিভ) রক্তের জরুরি প্রয়োজন।

📞 যোগাযোগ: 01608-183523
যেকোনো হৃদয়বান ব্যক্তি রক্তদান করতে আগ্রহী হলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করুন।

🩸 আপনার ১ ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি।

থ্যালাসেমিয়া রোগীরা আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না — তাঁদের সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত রক্ত গ্রহণ।
তাই, আসুন আমরা যারা সুস্থ, তারা মানবতার হাত বাড়িয়ে দিই।
আপনার আমার ১ ব্যাগ রক্তই হতে পারে কারো জীবনের শেষ ভরসা।

রক্ত দিন, জীবন বাঁচান ❤️

#থ্যালাসেমিয়া #রক্তদান #মানবতা #রক্তদানেরআহ্বান

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rapidly Spread Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rapidly Spread Blood Bank:

Share