HomeoCure

HomeoCure "LIKE CURE LIKE" Homeopathy was conceived in 1796 by the German physician Samuel Hahnemann.

03/02/2024

কোকা ( Coca ) [ ইরিখ্রক্সিলন কোকা নামক গাছের পাতা ]

যে-সকল লোক কর্মব্যস্ত জীবনের মানসিক ও শারীরিক পরিশ্রমের চাপে জীর্ণ হইয়া পড়িয়াছেন, যাঁহারা স্নায়ুসমূহ ও মস্তিষ্কের অবসন্নতায় ভুগিতেছেন।

স্নায়বিক অবসন্নতা হেতু বিষাদিত, লজ্জাশীল, ভীরু, লোকসঙ্গে অস্বস্তি বোধ করেন।

বিষন্ন, ক্রোধপ্রবণ, নির্জনে এবং গুপ্তভাবে থাকিতে আনন্দবোধ করেন।

মদ্যজাতীয় পানীয় ও তামাকের স্পৃহা; তিনি যে-উত্তেজক পদার্থে অভ্যস্ত তাহা আকাঙ্ক্ষা করেন।

যাহারা ব্যায়ামক্রীড়ায় নিযুক্ত তাহাদিগের বেদমভাব; বৃদ্ধ ব্যক্তিগের ও যাহারা অতিরিক্ত তামাক ও হুইস্কি ব্যবহার করেন, তাহাদের শ্বাসের হ্রস্বতা।

বক্ষে চাপবোধ ও স্বাসকষ্টের সহিত মুখ দিয়া রক্ত উঠা।

নিদ্রালু কিন্তু কোথাও বিশ্রাম করিবার মত স্থান খুজিয়া পায় না।

ভয়ানক হৃদস্পন্দন, অন্ত্রে বায়ু আবদ্ধ হওয়া জনিত ( আর্জে নাই, নাক্স), অতি পরিশ্রমজনিত, হৃৎপিন্ডের অতি চেষ্টাজনিত ( আর্নিকা, বোরাক্স, কষ্টি)।

পর্বত আরোহণ অথবা বেলুনে ভ্রমনে ভ্রমণের কুফল (আর্স); উত্তেজক দ্রব্য, মদ্য ও তামাকের কুফল।
দাঁতের কেরিজ (ক্ষয়) নিবারণ করে।

সম্বন্ধ-তুলনীয়-রোগী আলোক ও লোকসঙ্গ পছন্দ করে, ষ্ট্র্যামো; অন্ধকার ও নির্জনতা পছন্দ করে, কোকা।

সর্বপ্রথমে তামাকের প্রতিবিষরূপে ব্যবহৃত হইয়াছিল।

03/02/2024

প্লাটিনাম নামক ধাতু থেকে হোমিপ্যাথিক ফর্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুতকৃত ঔষধ প্লাটিনা (Platina) [Platinum Metalicum] এর লক্ষণ প্রয়োগ ঔষধ সম্পর্ক ও সতর্কতা।

কাল চুল, দৃঢ় পেশীতন্তু, কৃশকায়, রক্তপ্রধান স্ত্রীলোকগণ, যাহাদের নিয়মিত সময়ের পূর্বে ও অতিশয় প্রচুর ঋতুস্রাব হয়, তাহাদের পক্ষে উপযোগী।

জননেন্দ্রিয় অত্যন্ত স্পর্শসচেতন, উহাতে কাপড়ের স্পর্শও সহ্য করিতে পারে না; জননেন্দ্রিয় পরীক্ষা করিতে গেলে আক্ষেপ উপস্থিত হয়, সঙ্গমকালে যোনি-ওষ্ঠ অত্যন্ত স্পর্শকাতর থাকে; সঙ্গমকালে মুর্ছিত হইয়া পড়ে অথবা উহা সহ্য করিতে পারে না (তুলনা কর মিউরেক্স অরিগেনাম)

বেদনা যেরূপ ধীরে ধীরে বর্ধিত হয়, সেইরূপ ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হয় ( স্ট্যানাম); বেদনার সহিত আক্রান্ত অংশ অবশ হইয়া যায় ( ক্যামো)।

যে-সকল হিষ্টিরিয়াগ্রস্ত রোগিণী পর্যায়ক্রমে আনন্দিত ও বিষন্ন হিইয়া পড়েন, যাঁহারা সহজেই কঁদিতে থাকেন (ক্রোকাস, ইগ্নে, পালস); বিবর্ণ, সহজেই ক্লান্ত।

উদ্ধত, গর্বিত, সকলকে ঘৃণা করে এবং উগ্রস্বভাব; সাধারণতঃ যাহারা শ্রদ্ধেয় তাহাদের প্রতি করুণার সহিত অবজ্ঞাসূচক দৃষ্টি নিক্ষেপ করে; একপ্রকার অনিচ্ছার সহিত কাহাকেও গ্রাহ্য না করা।

মানসিক ভ্রান্ত বিশ্বাস; রোগিনী মনে করেন তাঁহার চারিদিকের সবকিছুই যেন ছোট, সব লোকই যেন দৈহিক ও মানসিক গঠনের দিক হইতে তাঁহার চেয়ে নিকৃষ্ট এবং তিনি যেন দেহের দিক হইতে বৃহৎ এবং উৎকৃষ্ট।

সকল দিক হইতেই তিনি যেন বড় হইতেছেন এরূপ অনুভূতি। তুচ্ছ ব্যাপারে অত্যধি বিরক্ত জন্মে (ইগ্নে, ষ্ট্যাফিস); দীর্ঘকাল ধরিয়া ক্রুদ্ধ অবস্থায় থাকেন।

জীবনে বিতৃষ্ণা, তৎসহ কথা না বলা এবং মৃত্যুভয় ( একোন, আর্স)।

ভয় পাওয়া, শোক, বিরক্তি, কৃত্রিম মৈথুন ও অহঙ্কারের পর মানসিক বিশৃঙ্খলা।

দৈহিক লক্ষণগুলি প্রকাশিত থাকলে মানসিক লক্ষণগুলি অন্তর্হিত হয়, আবার মানসিক লক্ষণগুলি প্রকাশিত থাকিলে দৈহিক লক্ষণগুলি থাকে না, পর্যায়ক্রমে একের পর অপরটির প্রকাশ।

শিরঃপীড়া; মস্তিস্কে অথবা মস্তকশীর্ষে, ক্রোধ বা মনোকষ্ট হইতে অবশতা ও ভারবোধ; হিষ্টিরিয়া জনিত, অথবা জরায়ুপীড়া হইতে ঐরূপ শিরঃপীড়া, বেদনা ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে।

কামোম্মাদ, প্রসবের পর বৃদ্ধি; স্ত্রী-অঙ্গসমূহের অতিবৃদ্ধি, বিশেষতঃ কুমারীদের (কেলি ফস); যোনিপথের আক্ষেপ, খিচুনি এবং আকৃঞ্চন।

ঋতুস্রাব, নিয়মিত সময়ের পূর্বে, অধিক পরিমাণে এবং দীর্ঘকাল স্থায়ী; রক্ত কালচে, চাপচাপ দূর্গন্ধ; তৎসহ নীচের দিকে ঠেলামারা বেদনার ন্যায় আক্ষেপ, জরায়ুতে বেদনা, তাহাতে ঝাকি দিয়া উঠে, জনাঙ্গের স্পর্শকাতরতা।

জরায়ুতে অত্যন্ত কন্ডুয়ন, যোনি-ওষ্ঠে কন্ডুয়ন।

কোষ্ঠবদ্ধতা, ভ্রমণকালে (সমুদ্র ভ্রমণকালে, ব্রায়ো), সীসক বিষক্ততার পর, অন্ত্রের নিষ্ক্রিয়তা হেতু; পুনঃপুনঃ নিষ্ফল মলবেগ, মল মলদ্বারে ও সরলান্ত্রে আঠার মত লাগিয়া থাকে(এলু) বিদেশাগত ব্যক্তিদের কোষ্ঠবদ্ধতা, গর্ভকালীন কোষ্ঠবদ্ধতা; দুর্দম্য কোষ্ঠবদ্ধতায় নাক্স ব্যর্থ হইবার পর।

জরায়ুর অতি রক্তস্রাব, কালচে চাপচাপ এবং তরল রক্তস্রাব, ঘন কাল, আলকাতরার ন্যায় স্রাব অথবা জমাটবাঁধা পিন্ডের ন্যায় স্রাব (ক্রোকাস)।

সম্বন্ধ-তুলনা কর- অরাম, ক্রোকাস, ইগ্নে, কেলি ফস, পালস, সিপিয়া, ষ্ট্যানাম। ভেলেরিয়ানা ইহার উদ্ভিজ্জ সমগুণ ঔষধ।

শক্তি-

Platina -30

Platina -200

03/02/2024

রেপার্টরীতে ইংরেজী শব্দগুলি বারবার ঘুরে আসে তাই অল্প সংখ্যক ইংরেজী শব্দ শিখলে রেপার্টরী আয়ত্ব করা যায়

03/02/2024

কম্পিউটার রেপর্টরী চিকিৎসকের সাফল্যকে অনেক গুণ বাড়িয়ে দেয়।

03/02/2024

কেন্ট রেপার্টরীতে ৭৬০০০ উর্ধ লক্ষণের জন্য কি কি ঔষধ দিবেন তা জানা যায়

03/02/2024

লক্ষণের গুরুত্ব বুঝতে রেপর্টরী পড়া খুবই জরুরী

03/02/2024

রেপার্টরীতে নির্দিষ্ট লক্ষণে কোন কোন ঔষধ কাজ করে তা জানা যায়।

03/02/2024

ম্যাটেরিয়া মেডিকায় নির্দিষ্ট ঔষধের লক্ষণ পাওয়া যায়।

03/02/2024

কেন্ট রেপার্টরীর ৩৭টি অধ্যায়ের শিরনাম অবশ্যই মনে রাখুন।

https://youtu.be/HNC6elB8QWEস্টমাকে আলসার রোগীর রেপার্টরী করণ কৌশল।
11/10/2023

https://youtu.be/HNC6elB8QWE

স্টমাকে আলসার রোগীর রেপার্টরী করণ কৌশল।

How to make repertory on Classic 8 0 for a Stomach Ulcer. Technique of repertory on Classic 8.0 Stomach Ulcer Case Analysis Quick Remedy Selection for Stoma...

https://youtu.be/qQvmxyxBZzs?si=Xk5bkAxuTAa9aEMAকম্পিউটারে রেপার্টরীকরণ ততটা কঠিন নয় যতটা ভাবছেন। রেপার্টরীকরণের সহজ উপা...
10/10/2023

https://youtu.be/qQvmxyxBZzs?si=Xk5bkAxuTAa9aEMA

কম্পিউটারে রেপার্টরীকরণ ততটা কঠিন নয় যতটা ভাবছেন। রেপার্টরীকরণের সহজ উপায়, ক্লাসিক 8.0 ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে রেপার্টরী করে একটি ঔষধ দিয়ে রোগীর চিকিৎসা করুন খুব সহজেই।

# খুব সহজেই রেপার্টরী করুন কেন্ট রেপার্টরী থেকে। # সফটওয়্যারে রেপার্টরী করণ সহজ # ক্লাসিক 8.0 ভার্সনের কুইক রেপার্টর....

06/10/2023

Memorize easier than you think Homeopathic Medicine Vanadium Metallicum.

04/10/2023

Homeopathic Software Classic 8.0 Patient Management System for Homeopathic Practitioner. It can organize your patients record in a professional manner.

26/09/2023

Generals: Among the striking features of O***m is a class of complaints marked by painlessness, inactivity, and torpor.Many of the provers taking small doses...

13/09/2023

Inhibits the higher faculties and stimulates the imagination to a remarkable degree without any marked stimulation of the lower or animal instinct. A conditi...

https://youtu.be/vOrt-caIuv4
13/09/2023

https://youtu.be/vOrt-caIuv4

Inhibits the higher faculties and stimulates the imagination to a remarkable degree without any marked stimulation of the lower or animal instinct. A conditi...

28/06/2023
07/11/2022

Download and install 700RedLineSymptom app for Android device for free. Powered by AppsGeyser - App Builder

23/10/2022

Your best choice to boost your immunity with the help of Homeopathy.

20/10/2022

পৃথিবীতে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ চর্চা করেন, তাঁরা অনেক কষ্ট করে রোগীকে আরোগ্য করে থাকেন। রোগীর শারীরিক ও মানসিক লক্ষণগুলি নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ করতে হয় এবং রোগ ও রোগীর অনেক গভীরে প্রবেশ করে থাকেন একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। মূলকথা হলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাধ্য যদিও বর্তমানে কম্পিউটারাইজ রেপার্টরী ও ম্যাটেরিয়া মেডিকা ব্যবহার কাজটা অনেক সহজ করে দিয়েছে; তথাপি অন্য যে কোন চিকিৎসা পদ্ধতির চেয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ অনেক কষ্ট করে ঔষধ নির্বাচন করে থাকেন। আবার ঔষধ নির্বাচন সঠিক হলেও তার শক্তি ও মাত্রা নির্ধারণ করা দ্বিতীয় কঠিন কাজ।

শক্তির বিষয়ে আলোচনার পূর্বে আমরা কিছুটা জানি যে হোমিওপ্যাথি ঔষধে কি কি ধরণের শক্তি হয়ে থাকে।

হোমেওপ্যাথিক ঔষধ গুলি ৩ টি স্কেলে পরিমাপ করা হয়।
১) ডেসিমেল স্কেল
২) সেন্টিডেসিমেল স্কেল
৩) কেপ্টি ডেসিমেল স্কেল

শক্তিকৃত ঔষধগুলিকে ৩ ভাবে বিভক্ত করা হয়ে থাকে।
১) নিম্নশক্তি- মাদার টিংচার থেকে ১২ পর্যন্ত।
২) মধ্যম শক্তি- ১২ থেকে ২০০ শক্তি পর্যন্ত।
৩) উচ্চ শক্তি ২০০ থেকে যত উচ্চ শক্তি করা যায়।

হোমিওপ্যাথ ডাক্তরগণ কেউ নিম্নশক্তি, কেউ মধ্যম শক্তি আবার কেউ উচ্চ শক্তি ব্যবহার করে চিকিৎসা করে থাকেন। উল্লেখিত ৩ ধরণের মধ্যমেই রোগী আরোগ্য হয়ে থাকে। এটা কোন সুনির্ধারিত বিষয় নয় যে আপনাকে নিম্নশক্তি, মাধ্যম শক্তি অথবা উচ্চ শক্তির ঔষধ দিয়ে চিকিৎসা করতে হবে বিষয়টি মূলতঃ ডাক্তারদের উপরই নির্ভর করে থাকে যে তিনি কোন ধরণের শক্তি ব্যবহার করবেন। আর এটা বলাও ঠিক হবেনা যে তিনি এই ধরণের শক্তি ব্যবহার করছেন বলে তার সাফল্য আসছেনা বা রোগী আরোগ্য হচ্ছে না। আসলে সব ধরণের শক্তিতেই ফলাফল পাওয়া যায়।

কিছু কিছু দেশে ডাক্তারগণ নিম্নশক্তি ছাড়া উচ্চ শক্তি প্রয়োগ করতে পারেন না কেননা সে দেশের ঔষধ নীতিতে এমন বিষয় উল্লেখ আছে যে, “যে উপাদানের মাধ্যমে ঔষধ তৈরি করা হয়েছে অর্থাৎ ঔষধের মূল উপদান ঔষধে অবশ্যই থাকতে হবে।” আমরা জানি ১২ শক্তি পর্যন্ত হোমিও ঔষধে উক্ত ঔষধের মূল উপাদানের অস্তিত্ব পাওয়া যায়। এরচেয়ে উচ্চ শক্তিকৃত করা হলে সেখানে শুধু মাত্র শক্তি বর্তমান থাকে। যখন পটেনটাইজেশন করা হয় তখন মলিকিউলস গুলি দূরে সরে যায় এবং এনার্জি বেরিয়ে আসে উক্ত এনার্জি ্এলকোহলে মিশে যায় বা জমা হয়ে যায় ফলে ১২ শক্তির উচ্চে উপাদানের আর অস্তিত্ব থাকে না। বিধায় সে দেশে নিম্নশক্তি ভিন্ন উচ্চ শক্তির ঔষধ পাওয়া যায় না। ফলে ডাক্তারগণ নিম্ন শক্তি দিয়েই চিকিৎসা করে থাকেন।

আমাদের দেশে নিম্ন মাধ্যম ও উচ্চ শক্তি সবেই ব্যবহার হয়। শুধু তাই নয় সাফল্যের সাথে ব্যবহৃত হয়। আমাদের দেশে হোমিওপ্যাথির প্রচার ও প্রসার ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষ হোমিওপ্যাথিতে ফল পাচ্ছে। হোমিওপ্যাথির পাওনিয়ারগণ যাদের হাত ধরে আজ পৃথিবীতে হোমিও ব্যপক প্রচার পেয়েছে যেমন ডাঃ কেন্ট, ডাঃ ক্লার্ক, ডাঃ হেরিং, ডাঃ ন্যাস, ডাঃএলেন, ডাঃ বোনিং হোসেন আরও অনেকে যাদের নাম লিখলে তালিকাটা অনেক বড় হবে। তাদের মধ্যে অনেকেই নিম্নশক্তি ব্যবহার করতেন আবার অনেকে উচ্চ শক্তি ব্যবহার করতেন । উদহারন স্বরূপ বলা যায় ডাঃ কেন্ট উচ্চ শক্তি বেশি ব্যবহার করতেন এবং ডাঃ বোরিক নিম্নশক্তি বেশি ব্যবহার করতেন। মূলকথা হলো আমরা নিজেস্ব বিবেচনায় রোগীর অবস্থা ঔষধের প্রাপ্তি গুণাগুণ মাথায় রেখে সুনির্বাচিত ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করলে সাফল্য পেতে পারি।

The Technic of Dose and Potency Selection of Homeopathic Medicine ( হোমিও ঔষধের শক্তি মাত্রা নির্বাচন কৌশল)
Md Moniruzzaman Sikder মার্চ ২২, ২০১৯ 0
The Technic of Dose and Potency Selection of Homeopathic Medicine ( হোমিও ঔষধের শক্তি মাত্রা নির্বাচন কৌশল)
Homeopathic Medicine

পৃথিবীতে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ চর্চা করেন, তাঁরা অনেক কষ্ট করে রোগীকে আরোগ্য করে থাকেন। রোগীর শারীরিক ও মানসিক লক্ষণগুলি নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ করতে হয় এবং রোগ ও রোগীর অনেক গভীরে প্রবেশ করে থাকেন একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। মূলকথা হলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাধ্য যদিও বর্তমানে কম্পিউটারাইজ রেপার্টরী ও ম্যাটেরিয়া মেডিকা ব্যবহার কাজটা অনেক সহজ করে দিয়েছে; তথাপি অন্য যে কোন চিকিৎসা পদ্ধতির চেয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ অনেক কষ্ট করে ঔষধ নির্বাচন করে থাকেন। আবার ঔষধ নির্বাচন সঠিক হলেও তার শক্তি ও মাত্রা নির্ধারণ করা দ্বিতীয় কঠিন কাজ।

শক্তির বিষয়ে আলোচনার পূর্বে আমরা কিছুটা জানি যে হোমিওপ্যাথি ঔষধে কি কি ধরণের শক্তি হয়ে থাকে।

হোমেওপ্যাথিক ঔষধ গুলি ৩ টি স্কেলে পরিমাপ করা হয়।
১) ডেসিমেল স্কেল
২) সেন্টিডেসিমেল স্কেল
৩) কেপ্টি ডেসিমেল স্কেল

শক্তিকৃত ঔষধগুলিকে ৩ ভাবে বিভক্ত করা হয়ে থাকে।
১) নিম্নশক্তি- মাদার টিংচার থেকে ১২ পর্যন্ত।
২) মধ্যম শক্তি- ১২ থেকে ২০০ শক্তি পর্যন্ত।
৩) উচ্চ শক্তি ২০০ থেকে যত উচ্চ শক্তি করা যায়।

হোমিওপ্যাথ ডাক্তরগণ কেউ নিম্নশক্তি, কেউ মধ্যম শক্তি আবার কেউ উচ্চ শক্তি ব্যবহার করে চিকিৎসা করে থাকেন। উল্লেখিত ৩ ধরণের মধ্যমেই রোগী আরোগ্য হয়ে থাকে। এটা কোন সুনির্ধারিত বিষয় নয় যে আপনাকে নিম্নশক্তি, মাধ্যম শক্তি অথবা উচ্চ শক্তির ঔষধ দিয়ে চিকিৎসা করতে হবে বিষয়টি মূলতঃ ডাক্তারদের উপরই নির্ভর করে থাকে যে তিনি কোন ধরণের শক্তি ব্যবহার করবেন। আর এটা বলাও ঠিক হবেনা যে তিনি এই ধরণের শক্তি ব্যবহার করছেন বলে তার সাফল্য আসছেনা বা রোগী আরোগ্য হচ্ছে না। আসলে সব ধরণের শক্তিতেই ফলাফল পাওয়া যায়।

কিছু কিছু দেশে ডাক্তারগণ নিম্নশক্তি ছাড়া উচ্চ শক্তি প্রয়োগ করতে পারেন না কেননা সে দেশের ঔষধ নীতিতে এমন বিষয় উল্লেখ আছে যে, “যে উপাদানের মাধ্যমে ঔষধ তৈরি করা হয়েছে অর্থাৎ ঔষধের মূল উপদান ঔষধে অবশ্যই থাকতে হবে।” আমরা জানি ১২ শক্তি পর্যন্ত হোমিও ঔষধে উক্ত ঔষধের মূল উপাদানের অস্তিত্ব পাওয়া যায়। এরচেয়ে উচ্চ শক্তিকৃত করা হলে সেখানে শুধু মাত্র শক্তি বর্তমান থাকে। যখন পটেনটাইজেশন করা হয় তখন মলিকিউলস গুলি দূরে সরে যায় এবং এনার্জি বেরিয়ে আসে উক্ত এনার্জি ্এলকোহলে মিশে যায় বা জমা হয়ে যায় ফলে ১২ শক্তির উচ্চে উপাদানের আর অস্তিত্ব থাকে না। বিধায় সে দেশে নিম্নশক্তি ভিন্ন উচ্চ শক্তির ঔষধ পাওয়া যায় না। ফলে ডাক্তারগণ নিম্ন শক্তি দিয়েই চিকিৎসা করে থাকেন।

আমাদের দেশে নিম্ন মাধ্যম ও উচ্চ শক্তি সবেই ব্যবহার হয়। শুধু তাই নয় সাফল্যের সাথে ব্যবহৃত হয়। আমাদের দেশে হোমিওপ্যাথির প্রচার ও প্রসার ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষ হোমিওপ্যাথিতে ফল পাচ্ছে। হোমিওপ্যাথির পাওনিয়ারগণ যাদের হাত ধরে আজ পৃথিবীতে হোমিও ব্যপক প্রচার পেয়েছে যেমন ডাঃ কেন্ট, ডাঃ ক্লার্ক, ডাঃ হেরিং, ডাঃ ন্যাস, ডাঃএলেন, ডাঃ বোনিং হোসেন আরও অনেকে যাদের নাম লিখলে তালিকাটা অনেক বড় হবে। তাদের মধ্যে অনেকেই নিম্নশক্তি ব্যবহার করতেন আবার অনেকে উচ্চ শক্তি ব্যবহার করতেন । উদহারন স্বরূপ বলা যায় ডাঃ কেন্ট উচ্চ শক্তি বেশি ব্যবহার করতেন এবং ডাঃ বোরিক নিম্নশক্তি বেশি ব্যবহার করতেন। মূলকথা হলো আমরা নিজেস্ব বিবেচনায় রোগীর অবস্থা ঔষধের প্রাপ্তি গুণাগুণ মাথায় রেখে সুনির্বাচিত ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করলে সাফল্য পেতে পারি।

নিম্নে ঔষধের শক্তি প্রয়োগের কয়েকটি কৌশল উল্লেখ করা হলো যা অনেক বিজ্ঞ ডাক্তারগণ করে থাকেন-

= যখন ঔষধ লক্ষণ ও রোগীর লক্ষণ বহুল অংশে মিলে যায় বিশেষ করে মানসিক লক্ষণ তখন আপনি উচ্চ শক্তি ব্যবহার করতে পারবেন।

= যখন ঔষধের মানসিক লক্ষণ ও রোগীর মানসিক লক্ষণ খুবই কম মিলে তখন আপনি নিম্নশক্তি ব্যবহার করতে পারবেন।

= রোগী যদি শারীরিক পরিশ্রম খুবই কম করেন অর্থাৎ অফিসে বসে বসে কাজ করে, মানসিক চাপ বেশি থাকে শারীরিক কোন ধরণের পরিশ্রম হয় না এমন রোগীকে উচ্চ শক্তি দেওয়া যেতে পারে।

= রোগী যদি মানসিক পরিশ্রম কম ও শারীরিক পরিশ্রম বেশী করেন তাহলে নিম্নশক্তি প্রয়োগ করা যেতে পারে।

= রোগীর রেজিষ্টান্ট পাওয়া, জীবনী শক্তি ভাল থাকলে যেমনটা কিশোর ও যুবকদের দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে উচ্চ শক্তি দেওয়া যেতে পারে।

= রোগীর বয়স বেশী, রেজিষ্টান্ট পাওয়া কম, জীবনী শক্তি দূর্বল এমন হলে নিম্নশক্তি দ্বারা চিকিৎসা করা ভাল।
= যদি ঔষধ নোসড হয় তাহলে নিম্ন শক্তি না দিয়ে মাধ্যম বা উচ্চ শক্তি ব্যবহার করে রোগীর চিকিৎসা করা ভাল।

= রোগীর শারীরিক লক্ষণ বেশী এবং মানসিক লক্ষণ কম এমন অবস্থায় রোগীকে নিম্নশক্তি দেয়া উত্তম।

= যখন প্যাথলোজিক্যাল সিম্পটম বেশী কিন্তু মানসিক লক্ষণ কম এমন ক্ষেত্রে নিম্নশক্তি ব্যবহার করা ভাল। উদহার স্বরূপ বলা যেতে পারে আলসার, ক্ষত।

=রোগী দেখার সময় যদি এমন মনে হয় যে রোগ তীব্র আকার ধারণ করেছে উদহারন স্বরূপ টিউবারকিউলোসিস, এইচআইভি, ক্যান্স্যার এর শেষ অবস্থা হলে নিম্নশক্তি ব্যবহার করাই ভাল।

= কিছু কিছু রোগী তীব্র ড্রাগ সেনসিটিভ হয়ে থাকে। সামান্য ঔষধ প্রয়োগেই ক্রিয়া প্রকাশ পায় এমন রোগীর ক্ষেত্রে নিম্নশক্তি ব্যবহার করা ভাল।

= এমন কিছু ঔষধ আছে যেমন, হিপার সালফ, সাইলিসিয়া মেটেরিয়া মেডিকাতে কোন কোন ডাক্তারগণ উল্লেখ করেছেন নিম্নশক্তিতে যে ধরণের ক্রিয়া প্রকাশ করে উচ্চ শক্তিতে তার বিপরীত ক্রিয় করে থাকে। উদহারণ স্বরূপ বলা যেতে পারে সাইলিসিয়া নিম্নশক্তি পুঁজ উৎপাদন করে কিন্ত উচ্চ শক্তিতে তা শুকিয়ে দেয়।

= কিছু ঔষধ নোষড নয় তবু তীব্র ক্রিয়া প্রকাশ করে যেমন ফসফরাস, সাইলিসিয়া (মেটেরিয়া মেডিকা অনুযায়ী) তীব্র ও দীর্ঘ ক্রিয়া প্রকাশক। এ ধরণের ঔষধগুলি ব্রঙ্কাইটিস, টিউবারকিউলোসি এর মত তীব্র পীড়াদায়ক রোগে ব্যবহার করলে রোগীর শরীরে তীব্র ক্রিয়া প্রকাশ পায়; রোগীর রোগ কষ্ট বেড়ে যায়। তাই শুধু রেপার্টরি নির্ভর না করে মেটেরিয়া মেডিকা অনুসরণ করে ঔষধের মেরিট অনুযায় ব্যবস্থাপত্র করা উচিত।

[আমার ঝুড়িতে এটুকুই ছিল, এবার আপনাদের পালা, আপনাদের মতামত এবং ঔষধ প্রয়োগের আরও কোন ভাল কৌশল জানা থাকলে জানাতে ভূলবেন না। সকলের মতামত আশা করছি ]

20/10/2022

“আমি পৃথিবীতে বৃথা জন্মাইনি”-হ্যানিম্যান

20/10/2022

LIKE CURE LIKE

Address

62, Islampur, Boroindara More
Nawabganj
6300

Alerts

Be the first to know and let us send you an email when HomeoCure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HomeoCure:

Share

Category

Nearby clinics



You may also like