উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স?

14/10/2023
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩---------------------------- বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নবাবগঞ্জ ঢাকা...
31/05/2023

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩
----------------------------
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নবাবগঞ্জ ঢাকা এর উদ্যোগে একটি বর্ন্যাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় "তামাক নয়, খাদ্য ফলান"।

ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট-------------------------------------------------------আজ ১৯/০৫/২৩ নবাবগঞ্জ উপজেলায়...
19/05/2023

ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট
-------------------------------------------------------

আজ ১৯/০৫/২৩ নবাবগঞ্জ উপজেলায় বারুয়াখালী ইউনিয়নস্থ বারুয়াখালী বাজারে "বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে" ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় জনাব মোঃ সোহেল রানা (৩৭), পিতা- মোহাম্মদ আলী নামক একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। অভিযুক্ত মূলত এমবিবিএস ডাক্তারের সহযোগী। এমবিবিএস ডাক্তার এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ আনোয়ার হোসেন বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার চেম্বারে রোগী দেখেন। কিন্তু তার সহকারী জনাব মোঃ সোহেল রানা সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে নিজেই রোগী দেখেন, প্রেস্ক্রিপশনে বিভিন্ন রোগের জন্য টেস্টের নাম লিখে দেন। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট নিজেই করেন এবং নিজ স্বাক্ষরে সেগুলো রোগীদের সরবরাহ করেন। তিনি অনেক দিন ধরেই সাধারণ মানুষের সাথে এভাবে প্রতারণা করে আসছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধন ব্যতীত, এমবিবিএস ডিগ্রী না থাকা স্বত্তেও ডাক্তার পরিচয়ে রোগী দেখার অপরাধে এই অভিযুক্ত ব্যক্তিকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আঃ হালিম, সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ, ঢাকা।

অপরদিকে, বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোন নিবন্ধন না থাকার কারণে ক্লিনিকের মালিককে ৪,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ক্লিনিকের নিবন্ধন ছাড়া ক্লিনিক না চালানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা এই ভুয়া ডাক্তারকে চিহ্নিত করে দিয়েছেন এবং ক্লিনিকের কাগজপত্র যাচাই করে দিয়েছেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

নবাবগঞ্জ উপজেলায় ভুয়া, প্রতারক ডাক্তারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

🔷স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় সম্মাননা🔷------------------------------------------ঢাকা জেলার স্বাস্থ্য সেবায় অনন্য অ...
18/05/2023

🔷স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় সম্মাননা🔷
------------------------------------------
ঢাকা জেলার স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখার পুরষ্কারস্বরূপ ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজারদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আমাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই সম্মানে ভূষিত হন রিতা হালদার, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা।

এই অর্জনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাই। আশা করি এই অর্জন আমাদের স্বাস্থ্য সেবাকে আরো বেগবান করবে ও স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম বৃদ্ধি পাবে।

ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মোবাইল কোর্ট-----------------------------------------------আজ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের...
12/05/2023

ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মোবাইল কোর্ট
-----------------------------------------------
আজ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের 'বান্দুরা সেন্ট্রাল হাসপাতাল' এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় জনাব মোঃ গিয়াস উদ্দিন (৪৫) নামক একজন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এই প্রাণঘাতী ভুয়া ডাক্তার ময়মনসিংহ সদরের বাসিন্দা। এই ছদ্মবেশধারী ডাক্তারের কোন এমবিবিএস ডিগ্রী নেই। তিনি সকল রোগের চিকিৎসা দেন। থাইরয়েডের বিশেষজ্ঞ না হওয়া স্বত্তেও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। তিনি একাধারে দাতের অপারেশন করেন, গেস্ট্রোলিভারের রোগী দেখেন। অন্যান্য অপারেশন, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্রে লিখে দেন এবং সেমতে চিকিৎসা দেন। এমবিবিএস ডিগ্রী ও বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন না থাকা স্বত্ত্বেও ডাঃ পদবি ব্যবহার করেন। সাধারণ মানুষকে প্রতারণার জন্য ভুয়া ডাক্তার গিয়াস উদ্দিন এসব পদবি নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন। গত এক বছর ধরে তিনি এখানে বিভিন্নভাবে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত ব্যক্তিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়েছে।

এসময় ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা উপস্থিত থেকে এই ভুয়া চিকিৎসককে চিহ্নিত করে দিয়েছেন।

জনস্বার্থে নবাবগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন নবাবগঞ্জ ঢাকা।

গত ০৫/০৫/২০২৩ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমানের নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...
06/05/2023

গত ০৫/০৫/২০২৩ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমানের নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় ভুয়া ডাক্তার সনাক্তকরণে একটি মোবাইল কোর্ট গঠন করা হয়।

এর অংশ হিসেবে মোবাইল কোর্ট নবাবগঞ্জ জেলা পরিষদ মার্কেটের সালমান অপটিকসে অভিযান চালায়। অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মুহাম্মদ সাইফুল ইসলামকে চিকিৎসাসনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ও বেআইনীভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেফতার করে ও ০১ মাসের কারাদন্ড প্রদান করে।

স্থানীয় জনগণের ভাষ্যমতে, মুহাম্মদ সাইফুল ইসলাম পেশায় একজন কাপড় ব্যবসায়ী। সে সপ্তাহের ০৬ দিন কাপড় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে ও শুক্রবার চক্ষু চিকিৎসক সেজে চিকিৎসার নামে প্রতারণায় লিপ্ত থাকে। স্থানীয় দালাল-ফড়িয়াদের মাধ্যমে নিরীহ জনগণের স্বল্পমূল্যে চিকিৎসার লোভ দেখিয়ে সে রোগী সংগ্রহ করে।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন।

গত ০২/০৫/২০২৩ তারিখে যথাযথ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয় "জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩"। ১৯৭১ সালের এইদিনে কলকাতা...
03/05/2023

গত ০২/০৫/২০২৩ তারিখে যথাযথ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয় "জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩"।

১৯৭১ সালের এইদিনে কলকাতার ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। ১৯৭১ সালের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দেশমাতৃকার বীর সেনানি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদানের মহান ব্রত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু, সেই থেকে অবিরাম পথচলা শুরু হয় স্বাস্থ্য অধিদপ্তরের। দেশ স্বাধীন হওয়ার পর সাড়ে সাত কোটি বাঙ্গালির স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নেয় স্বাস্থ্য অধিদপ্তর।১৯৭১ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শরণার্থী শিবিরে সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস" হিসেবে পালিত হচ্ছে।

সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জেও দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জনাব ডা. মো. শহীদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. সিরাজুল ইসলাম শেখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামস উল ইসলাম ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহের প্রতিনিধি ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর প্রতিনিধিগণ।

উক্ত আলোচনা সভায় উপজেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে দালাল ও ফড়িয়ামুক্ত রাখার ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ঢাকার সম্মানিত  সিভিল সার্জন জনাব ডা: আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এব...
19/03/2023

ঢাকার সম্মানিত সিভিল সার্জন জনাব ডা: আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ।

05/03/2023

সীতাকুণ্ড অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ আগুনে আহতদের দ্রুত সহায়তায় ঘটনাস্থলে চিকিৎসক দল -

আজ বিকালে চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন প্লান্টে এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের চিকিৎসা সহায়তার জন্য সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুদ্দিন এর নেতৃত্বে পাঁচটি এম্বুলেন্স ও মেডিকেল টীম সেখানে উপস্থিত হয়ে আহতদের অতি দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরিচালক চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এবং সিভিল সার্জন চিটাগাং সার্বিক সমন্বয় করে আহতদের চিকিৎসা প্রদান করেন।

এদিকে ঢাকা থেকে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এবং সচিব স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয় আহতদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার নির্দেশের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা সার্বিক কার্যক্রম সমন্বয়তার মাধ্যমে, ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট কেও প্রস্তুত রাখা হয়েছে।

মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক চট্টগ্রাম সার্বিক চিকিৎসা কার্যক্রম এ সন্তোষ প্রকাশ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ২০/০২/২০২৩ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকায় শিশু...
20/02/2023

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ২০/০২/২০২৩ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকায় শিশুদের ভিটামিন ‘এ’ খাইয়ে কর্মসূচীর উদ্ভোধন করেন জনাব সালমান ফজলুর রহমান, এমপি।

Address

Nawabganj Upazila Health Complex
Nawabganj
1320

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকা:

Share

Category