অাঁকা-বাঁকা দাঁত সোজা

অাঁকা-বাঁকা দাঁত সোজা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অাঁকা-বাঁকা দাঁত সোজা, Doctor, Chapainawabganj, Nawabganj.

🦷 অঁাকা-বাঁকা দাঁত? চিন্তা নয়!
আমরা দিচ্ছি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ব্রেস লাগানো, দাঁত সোজা করা ও প্রয়োজনীয় পরামর্শ।
📍 সাশ্রয়ী খরচে আধুনিক চিকিৎসা
📞 ইনবক্স করুন আজই অ্যাপয়েন্টমেন্টের জন্য! অঁাকা-বাঁকা দাঁত সোজা 🦷
আপনার হাসিকে করে তুলুন আত্মবিশ্বাসে ভরপুর!

🔹 দাঁতের ব্রেস (Braces) লাগানো
🔹 অঁাকা-বাঁকা দাঁত সোজা করার আধুনিক চিকিৎসা
🔹 অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের তত্ত্বাবধান
🔹 সাশ্রয়ী খরচে মানসম্পন্ন সেবা
🔹 ব্যথাহীন ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি
🔹 কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক সবার জন্য পরিষেবা
🔹 স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা

📍 সঠিক সময়েই দাঁতের সমস্যার সমাধান করুন
📞 অ্যাপয়েন্টমেন্ট নিতে এখনই ইনবক্স করুন বা কল করুন!

14/07/2025

মেঘলা আকাশ আমাদের মনে এক অনন্য অনুভূতি জাগায়। কখনো তা গভীর চিন্তার উদ্রেক করে, আবার কখনো শান্তি ও রোমান্টিকতার ছোঁয়া নিয়ে আসে।

বিশ্ব জনসংখ্যা দিবস২০২৫পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন #চাঁপাই
14/07/2025

বিশ্ব জনসংখ্যা দিবস
২০২৫

পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন
#চাঁপাই

জীবন হচ্ছে সফলতা-ব্যর্থতার পালাবদলের এক অবিরাম ধারা। কোনো একটি কাজে ব্যর্থ হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এ জন্য আত্মহত্যা ...
13/07/2025

জীবন হচ্ছে সফলতা-ব্যর্থতার পালাবদলের এক অবিরাম ধারা। কোনো একটি কাজে ব্যর্থ হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এ জন্য আত্মহত্যা করাটা বোকামি। পরীক্ষায় ব্যর্থতা বা যেকোনো ব্যর্থতার পর কেউ ক্ষিপ্ত হয়ে ওঠে, কেউ তীব্র নেতিবাচক আবেগে বিস্ফোরিত হয় (এরাই আত্মহত্যার চেষ্টা নেয়), আবার কেউ সাময়িক আপসেট থাকে মাত্র। কে কোন ধরনের আবেগীয় প্রতিক্রিয়া দেখাবে, তা অনেক দেহ-মনো-সামাজিক কারণের ওপর নির্ভর করে।

‘তুমি ক্লাসে ফেল করেছ? তাহলে তুমি কিছুই করতে পারবে না’— এই ধারণা বহু শিক্ষার্থীকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেয়। অথচ ইতিহাস বলছে, বিশ্বের অনেক সফল মানুষ একসময় পরীক্ষায় ফেল করেছিলেন বা পড়ালেখায় খুব একটা ভালো ছিলেন না। কিন্তু তারা হাল ছাড়েননি। ব্যর্থতাকে করেছেন মূলধন, আত্মবিশ্বাসকে করেছেন চালিকাশক্তি। শিক্ষা ও সনদকে ছাড়িয়ে তারা হয়ে উঠেছেন বিশ্বের অনুপ্রেরণা।
এই প্রতিবেদনে তুলে ধরা হলো এমনই কিছু মানুষের কথা— যারা পরীক্ষায় ফেল করেছিলেন, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছেন, জীবনে সফল হওয়ার জন্য নম্বর নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি, সাহস, আর পরিশ্রম।

জ্যাক মা:

চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা জীবনে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণিতে পেয়েছিলেন মাত্র ১ নম্বর। তিনবার চেষ্টা করেও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। শেষমেশ হ্যাংঝৌ নরমাল ইউনিভার্সিটিতে ভর্তি হন, যেটাকে তখন ‘চতুর্থ শ্রেণির’ বিশ্ববিদ্যালয় বলা হতো।

চাকরির ক্ষেত্রেও ভাগ্য তার সহায় হয়নি। কেএফসিতে চাকরির জন্য আবেদন করেছিলেন, যেখানে ২৪ জনের মধ্যে ২৩ জন চাকরি পান, বাদ পড়েন কেবল তিনি। পুলিশের চাকরির ক্ষেত্রেও একই অবস্থা।
কিন্তু জ্যাক মা হাল ছাড়েননি। ১৮ জন সহযোদ্ধাকে নিয়ে নিজ বাড়ি থেকে শুরু করেন আলিবাবা। প্রথম দিকে কেউ তাদের পরিকল্পনায় বিশ্বাস করেনি। এমনকি ৩০ জন বিনিয়োগকারী তাদের ফিরিয়ে দিয়েছিল। কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন নিজের ওপর। আজ তার প্রতিষ্ঠিত কোম্পানি আলিবাবা একটি বৈশ্বিক শক্তি, আর তিনি নিজে হয়ে উঠেছেন তরুণ উদ্যোক্তাদের জন্য এক জীবন্ত কিংবদন্তি।

স্টিভ জবস :

অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস কলেজে ভর্তি হলেও তা শেষ করেননি। পড়াশোনার প্রতি আগ্রহ কম থাকলেও প্রযুক্তি, নকশা আর উদ্ভাবনী চিন্তায় তিনি ছিলেন দুর্দান্ত। মাত্র ২০ বছর বয়সে গ্যারেজে বসেই তৈরি করেন অ্যাপল। যন্ত্রণা, চ্যালেঞ্জ, আর ব্যর্থতাকে সঙ্গী করেই এগিয়েছেন তিনি।

এক সময় তাকে নিজ প্রতিষ্ঠান থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু তিনি থেমে যাননি। ফিরে এসে আবার গড়েছেন এক অভাবনীয় প্রযুক্তির জগৎ। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক— সবকিছুর পেছনে রয়েছে তার দূরদর্শী চিন্তা।

বিল গেটস :

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস হার্ভার্ডে ভর্তি হয়েও তা শেষ করেননি। কলেজের গণ্ডি না পেরিয়েও তিনি তৈরি করেন মাইক্রোসফট, যা আজ বিশ্বজুড়ে প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান।

তিনি প্রমাণ করেছেন, ডিগ্রি থাকলেই মানুষ বড় হয় না— বড় হয় চিন্তা, উদ্ভাবন আর সাহসের মাধ্যমে।

ধীরুভাই আম্বানি :

ভারতের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতিদের একজন ছিলেন ধীরুভাই আম্বানি। স্কুলজীবনে লেখাপড়ায় ছিলেন একেবারেই গড়পড়তা। পড়াশোনা বেশি দূর এগোয়নি। কিন্তু তার বুদ্ধিমত্তা, ঝুঁকি নেওয়ার সাহস ও পরিশ্রম তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। ছোট এক দোকান থেকে শুরু করে গড়ে তোলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ— যেটি আজ ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী।

উইনস্টন চার্চিল :

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল স্কুলজীবনে ছিলেন একজন খারাপ ছাত্র। বারবার ফেল করতেন, শিক্ষকরা বলতেন— তিনি কিছুই করতে পারবেন না। অথচ তিনিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনকে নেতৃত্ব দিয়ে রক্ষা করেছিলেন।

চার্চিল জীবনে হাল ছাড়েননি। ইতিহাসে তিনি জায়গা করে নেন এক যুদ্ধনায়ক ও কূটনৈতিক বীর হিসেবে। পরবর্তীতে পান নোবেল পুরস্কারও।
_________________
শিক্ষাগত ব্যর্থতা অনেকের জীবনে এক ধাক্কা হতে পারে, কিন্তু সেটা জীবনের শেষ কথা নয়। উপরোক্ত উদাহরণগুলো প্রমাণ করে, যারা নিজের স্বপ্নে বিশ্বাস রাখে, যারা পরিশ্রমে ক্লান্ত হয় না, তারাই একদিন উঠে দাঁড়ায়।

আপনি পরাজয়ের পর কী করবেন, সেটাই গুরুত্বপূর্ণ। আপনি ব্যর্থ হয়ে কী শিখলেন, সেই শিক্ষাটাই আপনার ভবিষ্যতের ভিত্তি। সঠিক সময়, সঠিক দৃষ্টিভঙ্গি, আর সাহসিকতা—এই তিনটিই যেকোনো মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে।
___________________
সূত্র: যুগান্তর

#চাঁপাই

12/07/2025

দুপুর শুধু একটি সময় নয়, এটি দিনের এমন এক মুহূর্ত যখন ক্লান্তি আর প্রশান্তি পাশাপাশি থাকে। সকালটা ব্যস্ততায় কেটে গেলেও, দুপুর যেন একটু থেমে নিজেকে ফিরে দেখার সুযোগ দেয়। এই সময়টায় একটুখানি শুভেচ্ছা, একটুখানি ভালোবাসার বার্তা কারো মুখে হাসি এনে দিতে পারে, হালকা করে দিতে ভারক্লান্ত মনকে।

CITY DENTAL@ ORTHODONTIC CENTRE 01730-190578আসন্ন ঘূর্ণিঝড়ের নাম কেন ‘আসানি’, অর্থ কী! জেনে নিনদক্ষিণ আন্দামান সাগরে সম্...
09/05/2022

CITY DENTAL@ ORTHODONTIC CENTRE
01730-190578

আসন্ন ঘূর্ণিঝড়ের নাম কেন ‘আসানি’, অর্থ কী! জেনে নিন

দক্ষিণ আন্দামান সাগরে সম্ভাব্য লঘুচাপ শুক্রবার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। এটি বাংলাদেশেও আ’ঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। নতুন সৃষ্টি হওয়া এই সাইক্লোনটির নামকরণ নিয়ে এরই মধ্যে অনেকের মনে প্রশ্ন জেগছে।

আসানি শব্দটির অর্থ – ‘সহ’জভাবে’। কিন্তু এই অশনি বা আসানি এর অর্থ বজ্র। এবারের ঘূর্ণিঝড়ের নামটি রেখেছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা।১৯৫৩ সালে আটলান্টিক অঞ্চলে এক চুক্তির মাধ্যমে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। ভা’রত মহাসাগর এলাকায় এর প্রচলন শুরু হয় ২০০৪ সালে।

কোনো ঝড়ের গতিবেগ যদি ঘণ্টায় ৩৯ মাইল হয়, তাহলে তাকে একটি নাম দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া অফিসগুলো এই নামকরণের দায়িত্ব পালন করে থাকে।কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে সদস্য দেশগুলো তাদের পক্ষ থেকে একটি তালিকা দেয়। এরপর তাদের দেওয়া নামগুলো বর্ণনানুক্রমে সাজানো হয়।

ঘূর্ণিঝড়ের নাম দেয়ার কারণও বেশ সহ’জ। এগুলোর এমন নাম দেওয়া হয় যেন বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সহ’জে মনে রাখতে পারে।আর এই তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়। এই ক্রম এমনভাবে সাজানো হয় যেন প্রত্যেকবার ভিন্ন দেশের দেওয়া নাম সামনে আসে।

এর পর থাইল্যান্ডের ‘সিত্রং’, সংযু’ক্ত আরব আমিরাতের ‘মেস’ এবং ইয়েমেন থেকে ‘মােচা’- নামকরণ করা হয়েছে।

সিটি ডেন্টাল ক্লিনিক  এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক০১৭৩০-১৯০৫৭৮
01/05/2022

সিটি ডেন্টাল ক্লিনিক এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক
০১৭৩০-১৯০৫৭৮

পাঁচ টাকার নোটে অঙ্কিত নওগাঁর ঐতিহ্য কুসুম্বা মসজিদ নওগাঁ : ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ অনন্য স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন এ ...
13/04/2022

পাঁচ টাকার নোটে অঙ্কিত নওগাঁর ঐতিহ্য কুসুম্বা
মসজিদ নওগাঁ :

ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ অনন্য স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন এ মসজিদটি শুধু নওগাঁয় নয়, বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর অন্যতম। স্থানীয়দের কাছে এটি কালাপাহাড় নামেও পরিচিত। এছাড়া প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসেন পাঁচ টাকার নোটে অঙ্কিত নওগাঁর ঐতিহ্য কুসুম্বা মসজিদ দেখতে। স্থানীয়িদের মাঝে কথিত আছে এক রাতের মধ্যে জ্বীন জাতি মসজিদ এবং দিঘি তৈরী করেছিলেন।নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধূসর বর্ণের কুসুম্বা মসজিদটি অবস্থিত। প্রবেশমুখে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজরি ৯৬৬ সাল (১৫৫৮-১৫৬৯ খ্রিষ্টাব্দ)। সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলতান সোলায়মান নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন।১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদের তিনটি গম্বুজ নষ্ট হয়ে যায়। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদফতর সংস্কার করে। পরবর্তীতে ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে ও পূর্বপার্শ্বে অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয়। কুসুম্বা শাহী মসজিদের পেশ ইমাম হাজেফ মওলানা মোঃ ওবাইদুল হক জানান- কালো পাথরে নির্মিত এ মসজিদটি প্রায় ৫০০ বছরের আগের। যার দৈর্ঘ্য প্রায় ৫৮ ফুট ইঞ্চি ও প্রস্থ প্রায় ৪২ ফুট ছয় ইঞ্চি। দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ এবং তিনটি মেহরাব রয়েছে।

 #দুধ_দাঁত১। দুধ দাঁতকে = মিল্ক টিথ/প্রাইমারি টিথ/টেম্পোরারি টিথ/নার্সিং বোতল টিথ/বেবী টিথ বলে।২৷ বাচ্চা/মানুষের দুধ দাঁ...
12/04/2022

#দুধ_দাঁত

১। দুধ দাঁতকে = মিল্ক টিথ/প্রাইমারি টিথ/টেম্পোরারি টিথ/নার্সিং বোতল টিথ/বেবী টিথ বলে।

২৷ বাচ্চা/মানুষের দুধ দাঁত উঠা শুরু হয়= ৬ মাস বয়সে। অনেক সময় ১২ মাসেও দাঁত উঠা শুরু হয়।

৩। দুধ দাঁত উঠা শেষ হয়= আড়াই বছর বয়সে।

৪৷ মোট দুধ দাঁত = ২০টি (উপরের চোয়ালে ১০টি+নীচের চোয়ালে ১০টি)।

৫। দুধ দাঁত পড়া শুরু হয়= ৫-৬ বছর বয়সে।

৬। দুধ দাঁত পড়া শেষ হয়= ১১-১৪ বছর বয়সে।

৭। ৫ বছর বয়স থেকে ১৪ বছর বয়সে মানুষের মুখে দুধ দাঁত ও স্হায়ী দাঁত উভয় ধরনের দাঁত থাকে।

৮৷ দুধ দাঁত উঠা শুরু হলেই দাঁত ব্রাশ ও দাঁতের যত্ন শুরু করতে হবে।

৯৷ বাচ্চাকে ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন এবং ২ বছরের পর থেকে গরুর দুধ পান করাবেন= এতে দাঁত, চোয়াল, হাড় ও শরীরের অন্যান্য অংশ সুস্হ ও শক্তিশালী ভাবে গড়ে উঠতে সহায়তা করবে।

১০৷ বাচ্চাদের কে ফিডার এ করে দুধ ও মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন না। ফিডারে করে খাওয়ার জন্য বাচ্চাদের 'নার্সিং বোতল সিনড্রোম' নামে একটি রোগ হয় যাতে সব দাঁত এ ক্যারিজ হবে।

১১৷ বাচ্চা স্টিকি চকলেট (ক্যাডবেরী জাতীয়) বা স্টিকি মিষ্টি জাতীয় খাবার (কেক, মিষ্টি বিস্কুট, চিপস) খাওয়ার পর পরেই পানি পান করাবেন, এতে দাঁতে ক্ষয়রোগ হবার সম্ভাবনা কমবে।

১২। ক্ষয় রোগে আক্রান্ত দুধ দাঁতের অবশ্যই চিকিৎসা করাতে হবে, দুধ দাঁত পড়ে গিয়ে উঠবে জন্য চিকিৎসায় অবহেলা করা যাবেনা।

১৩৷ বাচ্চাদের দাঁতের চিকিৎসা করা অনেক কঠিন ও কষ্ট সাধ্য, তাই পিতামাতার সচেতনতাই একমাত্র উপায় দাঁতের ক্ষয় রোধ করতে ও দাঁতের চিকিৎসককে দূরে রাখতে।

১৪৷ অবশ্যই! অবশ্যই!! বাচ্চাকে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস করাতে হবে একদম ছোট বেলা থেকেই-
সকালে নাস্তার পর এবং
রাতে খাবার পর অবশ্যই।

১৫। বাচ্চাদেরকে খুশি করতে চকলেট/চিপস জাতীয় খাবার না দেয়াই উত্তম।

বি:দ্রঃ- দাঁত ব্রাশের এই নিয়ম ছোট, বড় ও বৃদ্ধ সকলের জন্যই প্রযোজ্য।

CITY DENTAL
01730-190578

Dental erosion is the loss of the surface of your teeth due to acids you eat or drink, or acids coming up from your stom...
08/04/2022

Dental erosion is the loss of the surface of your teeth due to acids you eat or drink, or acids coming up from your stomach. These acids can wash away the hard substance that makes up your teeth, leading to tooth surface loss. Acid can also soften the tooth surface, making it easier for it to be worn away by abrasion or teeth grinding. This is known as acid wear or erosive tooth wear.

Diet can cause dental erosion:

Many things that we eat and drink are acidic. One of the reasons for this is that acidic things taste nice. Common foods and drinks that contain high levels of acid include:

soft drinks (including sugar-free)
energy drinks
citrus fruits (lemons, limes, oranges)
kombucha
lemon-flavoured drinks or teas
fruit-flavoured lollies
fruit juices
cordials
vitamin waters
vitamin C tablets
vinegar

Treatment for dental erosion:

If your teeth have had dental erosion, the lost surface of the tooth may need to be replaced with fillings or crowns. It is important to visit your dental professional every six to twelve months so that they can identify dental erosion early, determine the cause, and then work with you to prevent further dental erosion and tooth wear.

DR.ASHIK
0173-190578

রোজায় দাঁত ও মুখের যত্নঃআমাদের মধ্যে অনেকেই রমজান মাসে দাঁত-ব্রাশ করা থেকে বিরত থাকি। অনেকের ধারণা টুথপেস্ট দিয়ে দাঁত ব্...
08/04/2022

রোজায় দাঁত ও মুখের যত্নঃ
আমাদের মধ্যে অনেকেই রমজান মাসে দাঁত-ব্রাশ করা থেকে বিরত থাকি। অনেকের ধারণা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, যা সম্পূর্ণ ভুল। ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। মহানবী (সা.) বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। রমজানে আমাদের মুখের স্বাস্থ্য ও দাঁতের যত্ন ভালোভাবে নেয়া উচিত।

আমরা প্রতিনিয়ত যে খাবার খাই তার কিছু টুকরো, খাবারের তেল ও চর্বি ও মুখের মৃত কোষ লালার সঙ্গে মিশ্রিত হয়ে এক ধরনের ঝিল্লি তৈরি করে, যা পরবর্তী সময়ে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মাড়িতে প্রদাহ তৈরি করে। মুখে দুর্গন্ধ হয়। অনেক সময় মাড়ি থেকে রক্ত বের হয়। খাদ্যকণা অনেক দিন জমতে থাকলে দন্তক্ষয় রোগের সৃষ্টি হয়।

সাধারণভাবে সাবান যেমন- শীরের ময়লা পরিষ্কার করে, ঠিক তেমনিভাবে টুথপেস্ট দাঁতে লেগে থাকা ময়লা একইভাবে পরিষ্কার করে। রমজানে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়। তাই এ সময় একটু আলাদাভাবে মুখ ও দাঁতের যতœ নেয়া উচিত। নিয়মিত ব্রাশ, ডেন্টাল ফ্লস, মাউথওয়াশ ব্যবহার করা উচিত।

মুখ ও দাঁতের যত্নে অবশ্য করণীয়

* রাতে ঘুমাতে যাওয়ার আগে ও সাহরির পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে।

* নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে, যাতে করে দাঁতে খাদ্যকণা জমে না থাকে।

* নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করতে হবে। বাজারে দেশীয় অ্যালকোহলমুক্ত অনেক মাউথওয়াশ পাওয়া যায়।

* টাং স্ক্রাপার (tongue scrapper) দিয়ে জিহ্বায় লেগে থাকা ময়লা পরিষ্কার করতে হবে।

* যারা denture অথবা রিটেইনার ব্যবহার করেন, তা খুলে নিয়মিত পরিষ্কার করতে হবে।

* ইফতারের পর ও সাহরির আগে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পানের মাধ্যমে মুখের আর্দ্রতা রক্ষা পায়। ফলে অনেক রোগ প্রতিরোধ হয় ও মুখের দুর্গন্ধ কমে যায়।

* বেশি বেশি শাকসবজি এবং ভিটামিন-সি যুক্ত দেশি ফল খেতে হবে।

* ধূমপান থেকে বিরত থাকতে হবে। ধূমপান মুখের দুর্গন্ধ বাড়িয়ে দেয়।

* Fast Food, কোল্ড ড্রিংকস, চকলেট, তেলে ভাজা, অধিক মসলাদার খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে।

দাঁত ও মুখের সমস্যা

মুখে দুর্গন্ধ : রমজানে মুখের প্রধান সমস্যা হল মুখ থেকে দুর্গন্ধ আসে।

মূলত মুখে দুর্গন্ধ হওয়ার জন্য দায়ী জমে থাকা খাদ্যকণা ও মুখের ব্যাকটেরিয়া দ্বারা সালফাইড ও অ্যামোনিয়া তৈরি হওয়া। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নিুোক্ত কাজগুলো করতে হবে-

* রাতে ঘুমানোর আগে ও সাহরির পর অবশ্যই ভালো করে ব্রাশ করতে হবে।

* অজু করার আগে নিয়মিত মেসওয়াক করা যেতে পারে। খেয়াল রাখতে হবে, পানি ও টুথপেস্ট যেন গলার ভেতর প্রবেশ না করে।

* নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করতে হবে।

* ডেনচার অথবা রিটেইনার যারা নিয়মিত ব্যবহার করেন, তা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক দ্রবণে ধুয়ে ব্যবহার করতে হবে।

দাঁতের আরও সমস্যা : মাড়ি ফোলা, রক্তপড়া, মুখে ঘা, দাঁত ব্যথা, দন্তক্ষয় রোগ (dental caries), আঘাত পেয়ে দাঁত ভেঙে যাওয়া, দাঁত নড়া ইত্যাদি।

রমজানে দাঁতের চিকিৎসা

* লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে করা দাঁতের কোনো কাজ * স্কেলিং, পলিশিং, দাঁত Whitening * সব ধরনের ফিলিং * গ্রাইন্ডিং * ক্যাপ, ব্রিজ * দাঁত তোলা * আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা * রুট ক্যানেল ট্রিটমেন্ট ইত্যাদি।

খেয়াল রাখতে হবে পানি, রক্ত ও পুঁজ যেন গলার ভেতর প্রবেশ না করতে পারে। যে রোগী ডায়াবেটিস, ব্লাডপ্রেসার, কিডনি সমস্যার জন্য নিয়মিত ওষুধ সেবন করেন; তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত ডোজ ঠিক করে নেবেন।

দাঁতের চিকিৎসার জন্য ব্যবহৃত অ্যান্টিবায়োটিকস বিভিন্ন ওষুধ ও ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত ঠিক করে নেবেন। তীব্র দাঁতের ব্যথায় রোজা রেখে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। কিন্তু ব্যথা কমানোর ইনজেকশন দিতে পারবেন।

CITY DENTAL CLINIC
01730-190578

Address

Chapainawabganj
Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when অাঁকা-বাঁকা দাঁত সোজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category