ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj

ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj চাঁপাইনবাবগঞ্জ জেলার স্মার্ট হাসপাতাল
(1)

মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটির নাম চিকিৎসা কিন্তু অমোঘ প্রকৃতির ভারসাম্য রক্ষার পালাবদলে মাঝে মাঝে সুখ হয়ে যায়-অসুখ

একুশ শতকে মানব জাতির সবচেয়ে গুরুতর সমস্যা হলো স্বাস্থ্য সমস্যা। উন্নত দেশগুলোতে আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে রোগ নির্ণয়, ওষুধ, সার্জারী-এক কথায় সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, জয় করা গেছে বহু দুরারোগ্য ব্যাধিকে। মানুষের সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা বাড়াতে নানা ধরনের গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে

অপরদিকে তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ, এর দুর্গম গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা একসময় এমনই কঠিন ছিলো যে রোগব্যাধি হলে, নিয়তির ওপর ভরসা করা ছাড়া কিছুই করার ছিল না। গ্রাম্য কবিরাজ, ঝাড়ফুঁক, তাবিজ-কবজ, মাজারে-মানত সহ কূচিকিৎসা-অপচিকিৎসা এসবেরই উপর নির্ভরশীল ছিলো

মানুষ সভ্যতা যত উন্নত ও যান্ত্রিক হচ্ছে, পরিবেশ তত দূষিত হচ্ছে। ভেজাল খাদ্যে নিত্য নতুন স্বাস্থ্য সমস্যা এখন আমাদের নিত্য সঙ্গী। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, এ্যাজমা, ক্যান্সার এর মত অনিরাময়যোগ্য (তবে নিয়ন্ত্রনযোগ্য) রোগ এখন প্রায় প্রতি পরিবারেই।

এখন অনেক কিছুই বদলে গেছে। হাতে আধুনিক প্রযুক্তির মোবাইল, ইন্টারনেট-সব জায়গায় দিন বদলের ছোঁয়া। জেলার প্রত্যান্ত এলাকার সাথে জেলা সদরের সহজ যোগাযোগ ব্যাবস্থার ফলে নিম্ন আয়ের মানুষেরও পক্ষেও জেলা শহরে আধুনিক চিকিৎসা নিতে পারছে যার সবই সম্ভব হয়েছে স্বাস্থ্যখাতে সরকারের বিশেষ সুনজরের ফলে।

স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারের পাশাপাশি বেসরকারী অনেক উদ্যোগ থাকলেও অসাধু চিকিৎসা ব্যবসায়ী, দালাল চক্রসহ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মানুষের এই মৌলিক অধিকারটুকু ছিলো প্রচন্ড হুমকীর সম্মুখীন। বিশেষ করে নির্দিষ্ট আয়ের ব্যাপক জনগোষ্ঠী ও দরিদ্র শ্রেণীর রোগীদের অবস্থা ছিলো সবচেয়ে করুণ। অসহায় এবং জিম্মি দশায় ছিলো অনেক পরিবার। চিকিৎসা ক্ষেত্রে নানা রকম ভোগান্তি এবং অনিয়মের কারণে ব্যপক অর্থব্যয় ও অকালমৃত্যু এখনো নিত্যনৈমিত্তিক ব্যপার। তারপরও মার্টিন লুথার কিং এর বিখ্যাত আই হ্যাভ আ ড্রীম অনুকরনে আমি বলি আই হ্যাভ আ ড্রীম, হ্যাঁ, আমারো একটা স্বপ্ন আছে...

এমন একটা দিন আসবে, যেদিন চাঁপাইনবাবগঞ্জের মত মফস্বল শহর এর ডি-স্ক্যান হাসপাতাল দুনিয়ার সেরা চিকিৎসা প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিখ্যাত হবে, সেদিন দেশের আপামর খেটে খাওয়া মানুষের সাথে ধনী লোকজন বিদেশে না গিয়ে এখানেই চিকিৎসা নেবে, বিদেশীরাও চিকিৎসা নিতে আসবে কারন আন্তরিকতায় আমরাই সেরা।

🌸✨ শারদীয় অফার! ✨🌸শারদ সাজে সাজছে প্রকৃতি,তুমিও সাজো নারী,মুগ্ধ চোখে দেখবে সবাই। 💖✨ সেই সাজের জন্য চাই ত্বকের সঠিক পরিচর...
25/09/2025

🌸✨ শারদীয় অফার! ✨🌸

শারদ সাজে সাজছে প্রকৃতি,
তুমিও সাজো নারী,
মুগ্ধ চোখে দেখবে সবাই। 💖

✨ সেই সাজের জন্য চাই ত্বকের সঠিক পরিচর্যা আর বিশেষ দিনগুলোতে ঠিকঠাক সাজ।

👩‍⚕️ ডি-স্ক্যান হাসপাতালের কসমেটিক লেজার ইউনিট নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার!

💎 স্কিন হোয়াইটেনিং লেজার ট্রিটমেন্ট প্যাকেজ
✔️ ডায়ামন্ড মাইক্রোডার্মাব্রেশন
✔️ কার্বন লেজার ফেসিয়াল
✔️ ই-লাইট থেরাপি

💰 মোট চার্জ: ৫০০০ টাকা
🎉 প্যাকেজ মূল্য: মাত্র ২৫০০ টাকা (৫০% ডিসকাউন্ট)

📚 স্টুডেন্টদের জন্য হাইড্রাফেসিয়াল ট্রিটমেন্ট এ থাকবে ৫০% ডিসকাউন্ট!

⏳ অফারটি প্রযোজ্য শুধুমাত্র বিজয়া দশমী পর্যন্ত।

📍 যোগাযোগ: কসমেটিক লেজার ইউনিট

ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ
(শান্তিমোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে)

📞 01797-709709 (WhatsApp)

🩸 প্লেটলেট রিচ প্লাজমা (PRP) থেরাপিব্যথা নিরাময়ের আধুনিক ও কার্যকরী চিকিৎসা এখন ডি-স্ক্যান হাসপাতালে!👉 ক্ষয়জনিত ব্যথার চ...
25/09/2025

🩸 প্লেটলেট রিচ প্লাজমা (PRP) থেরাপি
ব্যথা নিরাময়ের আধুনিক ও কার্যকরী চিকিৎসা এখন ডি-স্ক্যান হাসপাতালে!

👉 ক্ষয়জনিত ব্যথার চিকিৎসা সম্পর্কে জানার জন্য থাকছে

ফ্রি মেডিকেল ক্যাম্প 🆓
📅 তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
🕗 সময়: সকাল ৮টা - দুপুর ২টা

চিকিৎসা প্রদান করবেন:
👨‍⚕️ ডা. নাসির উদ্দিন আহমদ

✨ বিশেষ সুবিধা: পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট!

📍 স্থান: ডি-স্ক্যান হাসপাতাল, শিবগঞ্জ দক্ষিণপাড়া, রামকৃষ্ণপুর মসজিদের সামনে

📞 বিস্তারিত জানতে কল করুন:
01799-709709 / 01734246855

েরাপি #ব্যথারআধুনিকচিকিৎসা #ফ্রি_মেডিকেল_ক্যাম্প #ডিসকাউন্টঅফার #ডিস্ক্যান_হাসপাতাল

🩺 পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি (PEMF Therapy)ব্যথার আধুনিকতম চিকিৎসা এখন হাতের নাগালে! ✨দীর্ঘদিনের ব্যথা, আঘাতজ...
24/09/2025

🩺 পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি (PEMF Therapy)

ব্যথার আধুনিকতম চিকিৎসা এখন হাতের নাগালে! ✨

দীর্ঘদিনের ব্যথা, আঘাতজনিত সমস্যা বা জয়েন্ট পেইন— সবকিছুর জন্য পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি একটি বৈপ্লবিক সমাধান।

👉 ওষুধ ছাড়াই, নিরাপদ ও কার্যকর চিকিৎসা।
👉 আধুনিক প্রযুক্তি দিয়ে সঠিক ব্যথা ব্যবস্থাপনা।

📍 ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj

আমাদের পেইন ম্যানেজমেন্ট টিম সর্বাধুনিক PEMF থেরাপির মাধ্যমে আপনাকে দিচ্ছে ব্যথামুক্ত জীবনের নতুন আশা।

🔗 বিস্তারিত জানতে যোগাযোগ করুন আজই!

🩺 রিজেনারেটিভ পেইন মেডিসিন – ব্যথার সর্বাধুনিক চিকিৎসা এবং ব্যথামুক্ত জীবনের নতুন আশা 🌿👉 ক্ষয়জনিত ব্যথার আধুনিক চিকিৎসা ...
24/09/2025

🩺 রিজেনারেটিভ পেইন মেডিসিন – ব্যথার সর্বাধুনিক চিকিৎসা এবং ব্যথামুক্ত জীবনের নতুন আশা 🌿

👉 ক্ষয়জনিত ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করুন

📅 তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
⏰ সময়: সকাল ৮টা – দুপুর ২টা

👨‍⚕️ চিকিৎসা প্রদান করবেন: ডা. নাসির উদ্দিন আহম্মদ

✨ বিশেষ অফার: পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট ✨

📍 স্থান: ডি-স্ক্যান হাসপাতাল
শান্তিমোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্ণপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ

📞 বিস্তারিত জানতে কল করুন:
☎️ ০১৭৯৭৭০৯৭০৯, ০১৭৩৪২৪৬৮৫৫

আজই সিরিয়াল নিন এবং ব্যথামুক্ত জীবনের পথে এক ধাপ এগিয়ে যান ✅

🩸 জরুরি রক্তের আবেদন 🩸আমাদের এক স্নেহময়ী মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। বর্তমানে ...
23/09/2025

🩸 জরুরি রক্তের আবেদন 🩸

আমাদের এক স্নেহময়ী মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। বর্তমানে তাঁর জীবনের শেষ আশ্রয় হলো বি+ (B Positive) রক্ত।

👉 যেকোনো মহৎপ্রাণ ব্যক্তি যদি বি+ রক্ত দিতে ইচ্ছুক হন, দয়া করে দ্রুত যোগাযোগ করুন।

📞 01740951475
🏥 সুজন স্যার (রোগীর ভাসুরের ছেলে)

এক ফোঁটা রক্ত একটি জীবনের শেষ মুহূর্তগুলোতে আলো জ্বালাতে পারে। 💔

আপনার একটি সিদ্ধান্ত হতে পারে সন্তানের মায়ের প্রতি শেষ উপহার।

দয়া করে শেয়ার করুন 🙏

#জরুরি #রক্তদাতা_প্রয়োজন #রক্তদাতা

🩺 ব্যথার রোগীদের জন্য বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প📅 তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার⏰ সময়: সকাল ৮টা - দুপুর ২টা📍 স্থা...
18/09/2025

🩺 ব্যথার রোগীদের জন্য বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প

📅 তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

⏰ সময়: সকাল ৮টা - দুপুর ২টা

📍 স্থান: ডি-স্ক্যান হাসপাতাল, শান্তিমোড়ের পশ্চিমে, রামকৃষ্ণপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ

🎉 পেইন ম্যানেজমেন্ট এন্ড ইন্টারভেনশন সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে বিনা পয়সায় রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন—

👨‍⚕️ ডাঃ নাসির উদ্দিন আহমদ
এমবিবিএস (রাজশাহী), ডিএমইউ (আল্ট্রা) ঢাকা
ডিএ (ইউকে), ফেলোশিপ (পেইন ম্যানেজমেন্ট), ইন্ডিয়া

➡️ স্পেশাল ট্রেনিং ইন মাস্কুলোস্কেলিটাল সনোগ্রাফী এন্ড ইন্টারভেনশন

➡️ এক্স-এইচএমও, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
📌 চিকিৎসা: ব্যথা ব্যবস্থাপনা, জটিল ব্যথার সমাধান ও আধুনিক চিকিৎসা।

📞 সিরিয়ালঃ 01776-863966, 01734-246855

বিস্তারিত তথ্য জানতে কল করুনঃ 01797-709709

#ব্যথামুক্তজীবন #ফ্রি_মেডিকেল_ক্যাম্প #ডিস্ক্যান_হাসপাতাল

18/09/2025

হাড় ভেঙে গেলে সাধারণ পদ্ধতি হচ্ছে ধাতব প্লেট, স্ক্রু বা পিন ব্যবহার করে ফিক্সেশন করা।

এসব ধাতব যন্ত্রাংশ লাগানোর পর অতর্কিতে অপারেশন, সংক্রমণ, অপসারণের ঝুঁকি থাকে এবং অপারেশন অনেক সময় এবং খরচ বাড়ায়।

বাইরের আঠা-জাত দ্রব্য বা বায়োকং-ম্যাটেরিয়াল দিয়ে হাড় জোড়া দেওয়ার চেষ্টা পুরাতন — ১৯৪০-এর দশক থেকেই গ্লুটেন, পশুর জেলাটিন, এক্রিলেট, এপোক্সি ইত্যাদি ব্যবহার হয়েছে, কিন্তু পারদর্শিতা, শরীরের সাথে সঙ্গতি (biocompatibility), আর্দ্র/রক্তপূর্ণ পরিবেশে কাজ করার ক্ষমতা অনেকখানি কম ছিল।

“Bone-02” একটি নতুন ধরনের বায়োমিমেটিক আঠা, অর্থাৎ তারা প্রাকৃতিক সৃষ্টির (oysters / সীপ) আঠার পদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়েছে। oysters জলযুক্ত, নড়াচড়া ও রক্তপূর্ণ পরিবেশে বস্তুর সঙ্গে সূক্ষ্মভাবে এবং দৃঢ়ভাবে যুক্ত থাকে — এ ধরণের অবস্থা হাড়ের ক্ষেত্রে ও অপারেশনের সময় হয়।

এই আঠাটি “blood-rich environment” এমনকি রক্তরঞ্জিত পরিবেশেও ব্যবহার করা যায় এবং সেটিং-টাইম খুব দ্রুত — ভাঙা/চূর্ণ হাড়ের ফ্র‍্যাকচার ঠিক করতে ২-৩ মিনিটের মধ্যে সেট হয়ে যেতে সক্ষম।

এটি বায়োঅ্যাবসরবেবল (পচে গিয়ে শরীরের দ্বারা শোষিত) — অর্থাৎ ধাতব ইমপ্ল্যান্ট প্রতিস্থাপনের প্রয়োজন হবে নাও হতে পারে, এবং অপারেশনের পর দ্বিতীয় অপারেশন করতে হবে না ধাতু সরানোর জন্য।

এই কাজ করেছ ঠিকানা: Zhejiang প্রদেশ; সু-নির্ধারিত একজন নেতা: ডঃ Lin Xianfeng, Sir Run Run Shaw Hospital, Zhejiang University-এর সঙ্গে যুক্ত একজন অর্থোপেডিক সার্জন।

ইতিমধ্যেই প্রাথমিক ক্লিনিক্যাল/ল্যাব পরীক্ষায় অংশ নিয়েছে >150 জন রোগী।

সর্বোচ্চ বন্ডিং ফোর্স (bonding force) প্রায় 400 পাউন্ড–এর বেশি।

শেয়ার স্ট্রেংথ (shear strength) প্রায় 0.5 MPa।

কমপ্রেসিভ স্ট্রেংথ (compressive strength) প্রায় 10 MPa।

অপারেশন সময় অনেক কমে যাবে (২-৩ মিনিটে ফ্র‍্যাকচার ফিক্স হওয়া) → রোগীর অপারেশন রিকভারি দ্রুত হতে পারে।

ধাতব প্লেট/স্ক্রু/পিন ব্যবহারের জন্য অতিরিক্ত যোজনার দরকার কমবে → সংক্রমণ, ধাতু সংক্রান্ত অনাবশ্যক ঝামেলা (আлер্জি, ধাতু পাতলা হওয়া, মেটালের বিরোধী প্রতিক্রিয়া) কম হতে পারে।

বাড়তি অপারেশন (ধাতু সরানোর জন্য) তুলে নেয়ার প্রয়োজন নেই → রোগীর জন্য সুস্থতার ঝামেলা, খরচ উভয়ই কম হবে।

surgical incision, ব্যথা ও অপারেশন-পরবর্তী অসুবিধাগুলো কম হবে।

যদিও পরীক্ষাগুলি ইতিমধ্যে বেশ কিছু রোগীর ওপর হয়েছে, বড় পরিসরে দীর্ঘ-মেয়াদী অভ্যাস ও পার্শ্বপ্রতিক্রিয়া (long-term safety) স্বাভাবিকভাবেই যাচাই করা বাকি আছে। কতদিন ধরে আঠাটি স্থিত থাকবে, কখন কোথায় গলে যাবে বা শোষিত হবে — এসব নিয়মমাফিক নিরীক্ষণ জরুরি।

ভেঙে যাওয়া হাড়ের ধরন ও অবস্থার ওপর নির্ভর করবে: চূর্ণ হাড়, হাড়ের ফাঁকের সমস্যা, বা দীর্ঘপাল্লার বোঝা যা ধাতব ইমপ্ল্যান্ট দিয়ে সহায়তা করা হয়, সেখানে কি পুরোপুরি গ্লু কাজ করবে?

আঠাটির শক্তি ও স্থায়িত্ব ‒ শেয়ার স্ট্রেস, কমপ্রেসিভ স্ট্রেস, বন্ডিং ফোর্স সব কিছুই ভালো হলেও, ধাতু প্লেট বা স্ক্রুর মতো অভ্যন্তরীণ ভার বাহনের ক্ষেত্রে কি পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে?

উৎপাদন খরচ, পার্ট-নার্সের (hospital-supply chains) প্রস্তুতির সক্ষমতা, নিয়ন্ত্রক অনুমোদন (regulatory approval) ‒ সব জায়গায় সময় ও খরচ লাগতে হবে।

আঠাটি রক্তে, আর্দ্রতায়, সংক্রমণপ্রবণ এলাকায় কতটা প্রতিরোধী হবে, এলাকাটিতে ঠিকমতো ফিক্স থাকবে কি না — এসব অপারেশন পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতা নিশ্চিত করতে হবে।

যদি সব পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া যায়, তাহলে হারস ভাঙ্গার চিকিৎসায় ধাতু ইমপ্ল্যান্টের ব্যবহার অনেকটাই কমে যেতে পারে।

উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, যেখানে অপারেশন আর হাসপাতালের খরচ অনেক বেশি সমস্যা। এ ধরনের “গ্লু” পদ্ধতি খরচ এবং সময় দুটোই কমাতে পারে।

বিভিন্ন হাড়ের ফ্র‍্যাকচারে তার প্রয়োগ বিকাশ পাবে — ধনুক বা স্কেলেটাল হাড়, বড় ফাঁক, শিশুদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে ইত্যাদি।

প্রযুক্তি আরও উন্নত হলে, এই ধরণের জৈবগ্লু অন্যান্য অস্থি সেতু (bone grafts), দাঁতের হাড়, আঘাতজনিত হাড়ের দুর্দшан ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে।

এই আবিষ্কারটা এক প্রকার বিপ্লবী, কারণ:

এটি “3 মিনিটে হাড় জোড়া দেওয়া” – শুধু সময় কমাচ্ছে না, রোগীর অপারেশন ও পুনরুদ্ধারি সময় খুব দ্রুত করতে পারবে।

প্রতিস্থাপন ধাতু ইমপ্ল্যান্টের ঝামেলা, পার্শ্বপ্রতিক্রিয়া ও অপারেশন-বিচ্ছিন্নতার সমস্যা অনেক কমিয়ে আনবে।

তবে বিজ্ঞানেই “পাশাপাশি” কাজ করতে হবে — দীর্ঘ-মেয়াদে কী হবে, সব ধরণের ফ্র‍্যাকচারে কাজ করবে কি, এবং নিরাপত্তা কতটা নিশ্চিত — এসব।

✨ অবাঞ্চিত লোম নির্মূলের সম্পূর্ণ গাইড ✨অবাঞ্চিত লোম (Unwanted Hair) অনেকের জন্য অস্বস্তির কারণ। কিন্তু কোন পদ্ধতিতে লোম...
15/09/2025

✨ অবাঞ্চিত লোম নির্মূলের সম্পূর্ণ গাইড ✨

অবাঞ্চিত লোম (Unwanted Hair) অনেকের জন্য অস্বস্তির কারণ। কিন্তু কোন পদ্ধতিতে লোম তোলা সবচেয়ে ভালো হবে? 🤔 আসুন জেনে নেই থ্রেডিং, প্লাকিং, শেভিং, ওয়াক্সিং, সুগারিং, ইনজেকশন, রিপেলেন্ট ক্রিম, ইলেকট্রলাইসিস ও লেজার ট্রিটমেন্ট–এর তুলনামূলক বিশ্লেষণ 👇

🔹 থ্রেডিং (Threading)

✔ মুখের ছোট এলাকা (ভ্রু, ঠোঁট)
✔ টেকসই ২–৪ সপ্তাহ
✔ খরচ কম
❌ ব্যথা মাঝারি, ইনগ্রোন হেয়ার হতে পারে

🔹 প্লাকিং (Plucking)

✔ নির্দিষ্ট লোমে কার্যকর
✔ টেকসই ৩–৬ সপ্তাহ
✔ খরচ খুব কম
❌ সময়সাপেক্ষ, ব্যথা বেশি

🔹 শেভিং (Shaving)

✔ দ্রুত, ব্যথাহীন
✔ টেকসই মাত্র ১–৩ দিন
✔ খরচ কম
❌ লোম মোটা হয়ে দ্রুত বের হয়, কাটাছেঁড়া হতে পারে

🔹 ওয়াক্সিং (Waxing)

✔ হাত, পা, বগলসহ বড় এলাকা
✔ টেকসই ৩–৬ সপ্তাহ
✔ লোম পাতলা হতে থাকে
❌ ব্যথা বেশি, ইনগ্রোন হেয়ার

🔹 সুগারিং (Sugaring)

✔ প্রাকৃতিক উপাদান (চিনি, লেবু, পানি)
✔ টেকসই ৩–৫ সপ্তাহ
✔ ত্বকে কম জ্বালা
❌ ব্যথা থাকে, কিছুটা ঝামেলাপূর্ণ

🔹 ইনজেকশন (Injection Therapy)

✔ বিশেষ হরমোনাল সমস্যার চিকিৎসায় লোম কমায়
✔ দীর্ঘমেয়াদে কার্যকর
✔ ডাক্তারি পর্যবেক্ষণ জরুরি
❌ সবার জন্য নয়, খরচ বেশি, পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে

🔹 রিপেলেন্ট/ডিপিলেটরি ক্রিম

✔ ব্যথাহীন, সহজ, দ্রুত
✔ টেকসই ১–২ সপ্তাহ
✔ খরচ কম-মাঝারি
❌ রাসায়নিক র‍্যাশ/অ্যালার্জি হতে পারে, স্থায়ী নয়

🔹 ইলেকট্রলাইসিস (Electrolysis)

✔ ছোট এলাকার জন্য স্থায়ী সমাধান
✔ FDA approved permanent solution
✔ সব ধরনের লোমে কার্যকর
❌ সময়সাপেক্ষ, খরচ বেশি, ব্যথা মাঝারি থেকে বেশি

🔹 লেজার হেয়ার রিমুভাল (Laser Hair Removal)

✔ বড় এলাকায় কার্যকর (হাত, পা, মুখ, বগল)
✔ ৬–৮ সেশন শেষে দীর্ঘস্থায়ী সমাধান
✔ লোম পাতলা হয়ে যায়, ইনগ্রোন হেয়ার কমে
❌ খরচ তুলনামূলক বেশি, একাধিক সেশন দরকার

🏆 কোনটা আপনার জন্য সঠিক?

দ্রুত সমাধান 👉 শেভিং / রিপেলেন্ট ক্রিম

মাঝারি সময়ের জন্য 👉 ওয়াক্সিং / সুগারিং / থ্রেডিং

হরমোনাল কারণে 👉 ইনজেকশন (ডাক্তারের পরামর্শে)

স্থায়ী সমাধান 👉 ইলেকট্রলাইসিস (ছোট এলাকা) বা লেজার (বড় এলাকা)

🌸 Dermatica BD-তে আমরা দিচ্ছি আধুনিক লেজার ট্রিটমেন্ট ও মেডিকেল কাউন্সেলিং 🌸
👉 আপনার জন্য কোন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত তা জানতে আমাদের এক্সপার্ট ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন

Address

100/2, Ramkristopur, Chowdhury More
Nawabganj
6300

Telephone

+8801797709709

Website

http://www.dscanhospital.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

ডি-স্ক্যান এ আপনাকে স্বাগতম

D-Scan is a leading Hospital with unique clinical solution and unparalleled medical service provider those are absolutely absent in other healthcare provider in Chapainawabganj District.

We are the only one cosmetic laser service provider in chapainawabganj that help in treating beauty problem and we provide epidural anesthesia which maintain painless normal delivery. We have a strong presence in quality medical laboratory diagnostic services and physiotherapy.