ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj

ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj চাঁপাইনবাবগঞ্জ জেলার স্মার্ট হাসপাতাল
(1)

মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটির নাম চিকিৎসা কিন্তু অমোঘ প্রকৃতির ভারসাম্য রক্ষার পালাবদলে মাঝে মাঝে সুখ হয়ে যায়-অসুখ

একুশ শতকে মানব জাতির সবচেয়ে গুরুতর সমস্যা হলো স্বাস্থ্য সমস্যা। উন্নত দেশগুলোতে আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে রোগ নির্ণয়, ওষুধ, সার্জারী-এক কথায় সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, জয় করা গেছে বহু দুরারোগ্য ব্যাধিকে। মানুষের সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা বাড়াতে নানা ধরনের গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে

অপরদিকে তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ, এর দুর্গম গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা একসময় এমনই কঠিন ছিলো যে রোগব্যাধি হলে, নিয়তির ওপর ভরসা করা ছাড়া কিছুই করার ছিল না। গ্রাম্য কবিরাজ, ঝাড়ফুঁক, তাবিজ-কবজ, মাজারে-মানত সহ কূচিকিৎসা-অপচিকিৎসা এসবেরই উপর নির্ভরশীল ছিলো

মানুষ সভ্যতা যত উন্নত ও যান্ত্রিক হচ্ছে, পরিবেশ তত দূষিত হচ্ছে। ভেজাল খাদ্যে নিত্য নতুন স্বাস্থ্য সমস্যা এখন আমাদের নিত্য সঙ্গী। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, এ্যাজমা, ক্যান্সার এর মত অনিরাময়যোগ্য (তবে নিয়ন্ত্রনযোগ্য) রোগ এখন প্রায় প্রতি পরিবারেই।

এখন অনেক কিছুই বদলে গেছে। হাতে আধুনিক প্রযুক্তির মোবাইল, ইন্টারনেট-সব জায়গায় দিন বদলের ছোঁয়া। জেলার প্রত্যান্ত এলাকার সাথে জেলা সদরের সহজ যোগাযোগ ব্যাবস্থার ফলে নিম্ন আয়ের মানুষেরও পক্ষেও জেলা শহরে আধুনিক চিকিৎসা নিতে পারছে যার সবই সম্ভব হয়েছে স্বাস্থ্যখাতে সরকারের বিশেষ সুনজরের ফলে।

স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারের পাশাপাশি বেসরকারী অনেক উদ্যোগ থাকলেও অসাধু চিকিৎসা ব্যবসায়ী, দালাল চক্রসহ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মানুষের এই মৌলিক অধিকারটুকু ছিলো প্রচন্ড হুমকীর সম্মুখীন। বিশেষ করে নির্দিষ্ট আয়ের ব্যাপক জনগোষ্ঠী ও দরিদ্র শ্রেণীর রোগীদের অবস্থা ছিলো সবচেয়ে করুণ। অসহায় এবং জিম্মি দশায় ছিলো অনেক পরিবার। চিকিৎসা ক্ষেত্রে নানা রকম ভোগান্তি এবং অনিয়মের কারণে ব্যপক অর্থব্যয় ও অকালমৃত্যু এখনো নিত্যনৈমিত্তিক ব্যপার। তারপরও মার্টিন লুথার কিং এর বিখ্যাত আই হ্যাভ আ ড্রীম অনুকরনে আমি বলি আই হ্যাভ আ ড্রীম, হ্যাঁ, আমারো একটা স্বপ্ন আছে...

এমন একটা দিন আসবে, যেদিন চাঁপাইনবাবগঞ্জের মত মফস্বল শহর এর ডি-স্ক্যান হাসপাতাল দুনিয়ার সেরা চিকিৎসা প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিখ্যাত হবে, সেদিন দেশের আপামর খেটে খাওয়া মানুষের সাথে ধনী লোকজন বিদেশে না গিয়ে এখানেই চিকিৎসা নেবে, বিদেশীরাও চিকিৎসা নিতে আসবে কারন আন্তরিকতায় আমরাই সেরা।

25/10/2025

1️⃣ বালিশ বা কুশনে শোয়ানো — এতে শ্বাসরোধের ঝুঁকি বাড়ে।
2️⃣ ঠোঁটে বা চোখে চুমু দেয়া — ভাইরাস বা সংক্রমণ ছড়াতে পারে।
3️⃣ পোষা প্রাণীর সাথে একা রাখা — আঁচড়, কামড় বা অ্যালার্জির ঝুঁকি।
4️⃣ চোখে কাজল দেয়া — এতে সংক্রমণ ও দৃষ্টিজনিত সমস্যা হতে পারে।
5️⃣ ঘরে ধূপ বা কয়েল জ্বালানো — ধোঁয়া শিশুর ফুসফুসের ক্ষতি করে।
6️⃣ মুখে মধু দেয়া — বোটুলিজম নামক প্রাণঘাতী ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে।
7️⃣ সুগন্ধিযুক্ত ক্রিম বা প্রসাধনী ব্যবহার — ত্বকে অ্যালার্জি বা হরমোনাল সমস্যা সৃষ্টি করে।

💖 সন্তানকে ভালোবাসুন, কিন্তু নিরাপদ উপায়ে!
একটি ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে! 🙏

#নবজাতক #শিশু_যত্ন

22/10/2025

🌸 বাস্তব গল্প, বাস্তব সমাধান 🌸

ইন্টারমিডিয়েট পড়ুয়া সামিরা আয়নার সামনে দীর্ঘশ্বাস ফেলল।
নাকের ডগায় কালচে-বাদামী রঙের একটা বড় মোশা — আগে ছোট ছিল, এখন দিনে দিনে একটু করে বাড়ছে।

মা বলতো, “মোশা মানে সৌন্দর্যের চিহ্ন।”
কিন্তু সামিরার কাছে এটা এখন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ।

স্কুলে সহপাঠীরা বলতো, “তোর নাকে শুঁয়োপোকা!” — হাসির রোল উঠত পুরো ক্লাসে।
এখন কলেজে উঠেও শান্তি নেই। বন্ধুরা আড়ালে ডাকে “শাঁকচুন্নি”।
বিয়ের সমন্ধ ভাঙে একটার পর একটা — সবারই একই কথা,

> “মেয়ে দেখতে মন্দ না, কিন্তু ওই নাকের দাগটা খুব খারাপ দেখায়…”

এই বাক্যটা যেন সামিরার কানে ঢাকের মতো বাজে বারবার।
আত্মীয় কেউ বলে, “আঁচিল বোধহয়।”
পাড়া-প্রতিবেশী কেউ আবার ভয় দেখায়, “ক্যান্সার নয় তো?”

আতঙ্কে সামিরার ঘুম আসে না।
আয়নায় তাকালে মনে হয়, ওই ছোট্ট দাগটাই যেন তার পুরো পৃথিবীটাকে গিলে খাচ্ছে।

---

🌿 যারা সামিরার মতো বিড়ম্বনায় আছেন, তাদের জন্যই —

Dermatica BD | Advanced Laser & Aesthetic Dermatology

🩺 D-Scan Hospital, চাঁপাইনবাবগঞ্জ

✨ মাত্র ১৫-২০ মিনিটে,
ব্যথা বা কাটা-ছেঁড়া ছাড়াই নিখুঁতভাবে মোল অপসারণ।
ফলাফল — দাগহীন, আত্মবিশ্বাসী নতুন মুখ।

📞 Appointment: [আপনার নম্বর বসান]

18/10/2025

ডিপ ক্লিনসিং ও এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের পোরস ওপেন করে ভিতরের অতিরিক্ত তেল, ময়লা ও ব্ল্যাকহেড অপসারণ করা হয়। এরপর প্রয়োগ করা হয় মেডিকেটেড সিরাম।

RF থেরাপি ত্বককে টানটান করে, ফোকাসড আলট্রাসাউন্ড ত্বককে মসৃণ করে, এবং LED লাইট থেরাপি পোরস সংকুচিত করে।

সবশেষে ময়েশ্চারাইজার ও মেডিকেল গ্রেড সানস্ক্রিনে ত্বককে সুরক্ষিত করা হয়।

নারীদের হাইড্রাফেসিয়াল নারী কর্মীরাই সম্পন্ন করেন — তত্ত্বাবধানে থাকেন বিদেশে প্রশিক্ষিত কসমেটিক লেজার এস্থেটিশিয়ান।

📍 @ [104888184243617:28790:]
শান্তি মোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০

📞 01797709709







#হাসপাতালগ্রেডহাইড্রাফেসিয়াল #চাঁপাইনবাবগঞ্জ #ত্বকযত্ন #ডিস্ক্যানহাসপাতাল

🌟 The Remedist by Dr. Rhazes-এর মানিক ভাইবুঝিয়ে দিচ্ছেন আধুনিক প্রযুক্তির অসাধারণ ট্রিটমেন্ট💫 Mesofuse Microneedling Wit...
13/10/2025

🌟 The Remedist by Dr. Rhazes-এর মানিক ভাই
বুঝিয়ে দিচ্ছেন আধুনিক প্রযুক্তির অসাধারণ ট্রিটমেন্ট

💫 Mesofuse Microneedling With Radiofrequency (MNRF)

Microneedling ও Radiofrequency প্রযুক্তি ত্বকের গভীরে কাজ করে, নতুন কোলাজেন তৈরি করে ত্বককে করে আরও টাইট, দীপ্তিময় ও তারুণ্যময়।

✨ এর মাধ্যমে— ✅ মেছতা, বলিরেখা ও ফাইন লাইন কমে যায়
✅ ব্রণ ও ব্রণের দাগ হ্রাস পায়, ত্বক হয় পরিষ্কার ও মসৃণ
✅ স্ট্রেচ মার্ক ও পুরনো স্কার ধীরে ধীরে মিলিয়ে যায়
✅ Safe, Effective & Clinically Proven Treatment

👩‍⚕️ আপনার ত্বক সম্পর্কিত যেকোনো সার্ভিস ও স্কিন এনালাইসিসের জন্য যোগাযোগ করুন:

এম.জে. ইসলাম
🎓 বি.এসসি ইন ল্যাব মেডিসিন (ডিইউ)
এম.এস (মাইক্রোবায়োলজি), পিএইউবি
এম.পি.এইচ (এপিডেমিওলজি), আরইউ

🎓 পিজিডি ইন কসমেটোলজি এন্ড লেজার এ্যাসথেটিকস, কসমেটিকা ইন্ডিয়া একাডেমি, নয়াদিল্লি, ইন্ডিয়া

💼 লেজার এসথেটিশিয়ান
🏥 ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ

📍 চেম্বার: Dermatica BD
শান্তিমোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০

📞 সিরিয়াল ও তথ্যের জন্য: ০১৭৯৭৭০৯৭০৯

💎 ত্বক উজ্জ্বলতা, কালো দাগ ও মেছতা দূরীকরণে
🇸🇬 Made in Singapore MNRF Mesofuse এবং Aesthetic Product দিয়ে আমাদের এই প্রচেষ্টা মধ্যবিত্তদের জন্য—

যেখানে একই মেডিসিন, একই মেশিন, একই চিকিৎসা,
তবু আপনার সাধ্যের মধ্যে।
আলহামদুলিল্লাহ 🤍

✨ Glow up with Dermatica BD ✨






















#ত্বকউজ্জ্বলতা #মেছতাদূরীকরণ

🌟 আমাদের হাসপাতালের ডেডিকেটেড চিকিৎসক দল আপনাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য সর্বদা পাশে। 🌟প্রতিটি মুহূর্তে, প্রতিটি রোগীর...
13/10/2025

🌟 আমাদের হাসপাতালের ডেডিকেটেড চিকিৎসক দল আপনাদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য সর্বদা পাশে। 🌟

প্রতিটি মুহূর্তে, প্রতিটি রোগীর পাশে আমরা আছি— যত্ন, সতর্কতা এবং নির্ভুল চিকিৎসার সাথে। আপনার সুস্থতা আমাদের প্রথম প্রাধান্য। ❤️🩺

আপনি আমাদের চিকিৎসক দলের সাথে যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে নিরাপদে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সুস্থ, সুখী ও শক্তিশালী রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 💊✨

10/10/2025

🌿 চুল পড়া বন্ধ করুন, নতুন চুল গজান – এখনই! 🌿

চুল পড়া কি দিনে দিনে বাড়ছে?
মাথার সামনে বা মাঝখানে ফাঁকা জায়গা দেখা দিচ্ছে? 😔

✅ PRP + GFC থেরাপি — আধুনিক ও নিরাপদ চিকিৎসা যা আপনার নিজের রক্ত থেকে সংগ্রহ করা গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করে মাথার ত্বকের ক্ষতিগ্রস্ত হেয়ার ফলিকল পুনরুজ্জীবিত করে।
💉 এতে চুল পড়া বন্ধ হয়, ঘনত্ব বাড়ে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

✨ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই
✨ সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া
✨ পুরুষ ও নারী উভয়ের জন্য কার্যকর

📍চিকিৎসা চলছে —
D-Scan Hospital, Cosmetic Lase Unit

📞 যোগাযোগ: 01797709709

📍ঠিকানা: শান্তিমোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ

#চুলপড়া #নতুনচুল #চুলগজানোরচিকিৎসা #চাঁপাইনবাবগঞ্জ

📢 চেহারা বা শরীরে ছোট ছোট দাগ, তিল, আঁচিল বা স্কিন ট্যাগ?দেখতে তুচ্ছ মনে হলেও এগুলো হতে পারে ইনফেকশন বা চামড়ার ক্যান্সার...
09/10/2025

📢 চেহারা বা শরীরে ছোট ছোট দাগ, তিল, আঁচিল বা স্কিন ট্যাগ?
দেখতে তুচ্ছ মনে হলেও এগুলো হতে পারে ইনফেকশন বা চামড়ার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ! 😰

🌸 এখনই নিরাপদে সমাধান করুন —
ডি-স্ক্যান হাসপাতালের লেজার স্কিন ট্যাগ রিমুভাল সার্ভিসে!

✅ কোনো কাটাছেঁড়া নয়
✅ কোনো দাগ নয়
✅ একদম পেইনলেস ও সেফ ট্রিটমেন্ট
✅ তিল / মোল / আঁচিল / ওয়ার্ট / সিরিংগোমা / জ্যান্থালেসমা / স্টিয়াটোসিস্টোমা / এঞ্জিওমা ইত্যাদি স্থায়ীভাবে রিমুভ

✨ মুখ হোক দাগহীন, ত্বক হোক নিখুঁত ও সুন্দর!
আজই পরামর্শ নিন —

📞 01797-709709

📍 শান্তিমোড়ের দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে, ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj

09/10/2025

ট্যাটুর কারণে কি আপনার সরকারি চাকরির স্বপ্ন ভেঙে যাচ্ছে?

কিংবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে?

সমাজে কি শুধু এই ট্যাটুর জন্য হেয় প্রতিপন্ন হচ্ছেন?

এখন সময় আপনার পরিবর্তনের।

ডি-স্ক্যান হাসপাতালের কসমেটিক লেজার ইউনিটে সর্বাধুনিক লেজার প্রযুক্তির সাহায্যে কোনো প্রকার দাগ ছাড়াই, নিরাপদে মুছে ফেলুন অনাকাঙ্ক্ষিত ট্যাটু

যোগাযোগঃ D-Scan Hospital

📍 ঠিকানা — শান্তিমোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ।

📞 মোবাইল — ০১৭৯৭৭০৯৭০৯

ফিরিয়ে দিবে আপনার সৌন্দর্য, আপনার আত্মবিশ্বাস। 💫


























08/10/2025

আপনি কি জানেন❓

👉 মায়ের জন্য সবচেয়ে নিরাপদ ও স্বাভাবিক উপায় নরমাল ডেলিভারি

👉 এতে সুস্থতা ফিরে আসে দ্রুত, জটিলতা কম

ডি-স্ক্যান হাসপাতালে ২৪ ঘণ্টা
✅ নরমাল ডেলিভারি
✅ সিজারিয়ান অপশন
✅ প্রশিক্ষিত ধাত্রী ও গাইনী টিম

📞 ০১৭৯৭৭০৯৭০৯

05/10/2025

✨ব্লেডে কাটা পুরনো দাগ! আর লুকিয়ে রাখতে হবে না — মুছে ফেলুন আত্মবিশ্বাসের সঙ্গে!

Dermatica BD-তে আধুনিক PRP with Microneedling Scar Removal Treatment দিয়ে সম্ভব ব্লেডের দাগ মুছে ফেলা।

নিরাপদ, কার্যকর ও মেডিক্যালি প্রমাণিত। 💫

📍 D-Scan Hospital, Chapainawabganj
📞 Appointment: 01797709709

✅ ক্ষয়জনিত হাঁটুর ব্যথা? এখন অপারেশন ছাড়াই আধুনিক রিজেনারেটিভ ট্রিটমেন্ট!👉 বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে...
02/10/2025

✅ ক্ষয়জনিত হাঁটুর ব্যথা? এখন অপারেশন ছাড়াই আধুনিক রিজেনারেটিভ ট্রিটমেন্ট!

👉 বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, ফলে হাঁটুতে ব্যথা, ফোলা, শক্ত হয়ে যাওয়া, সিঁড়ি ওঠানামা বা হাঁটাচলায় কষ্ট হয়। আগে এই সমস্যার চূড়ান্ত সমাধান হিসেবে অপারেশন (Knee Replacement) একমাত্র উপায় ভাবা হতো। কিন্তু এখন আছে অপারেশনবিহীন আধুনিক সমাধান।

🩺 আমাদের ট্রিটমেন্ট সার্ভিস:

©PRP (Platelet Rich Plasma) Therapy

©PEMF Therapy

©HA Injection

👉 এগুলো ক্ষয় হওয়া টিস্যু ও কার্টিলেজ পুনর্গঠন করে, ব্যথা কমায় এবং দীর্ঘস্থায়ী আরাম প্রদান করে।

🌟 আমাদের চিকিৎসা পদ্ধতির সুবিধা:

®অপারেশন ছাড়াই কার্যকর সমাধান

®শরীরের নিজস্ব সেল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত জায়গা রিপেয়ার

®দ্রুত আরাম, হাঁটাচলায় স্বাভাবিকতা ফিরে আসে

®দীর্ঘমেয়াদি ফলাফল

📞 বিস্তারিত জানতে কল করুন:

📱 01734246855
📱 01776873966
📱 01797-709709

যোগাযোগঃ কমফোর্টিকা বিডি
ঠিকানাঃ ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj
শান্তিমোড়ের ১০০ গজ দক্ষিণে, রামকৃষ্টপুর মসজিদের সামনে, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০

#হাঁটুরব্যথা েরাপি #অপারেশনছাড়া_চিকিৎসা #চিকিৎসা #বাংলাদেশস্বাস্থ্য #হাঁটু

Address

100/2, Ramkristopur, Chowdhury More
Nawabganj
6300

Telephone

+8801797709709

Website

http://www.dscanhospital.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডি-স্ক্যান হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ D-Scan Hospital, Chapainawabganj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

ডি-স্ক্যান এ আপনাকে স্বাগতম

D-Scan is a leading Hospital with unique clinical solution and unparalleled medical service provider those are absolutely absent in other healthcare provider in Chapainawabganj District.

We are the only one cosmetic laser service provider in chapainawabganj that help in treating beauty problem and we provide epidural anesthesia which maintain painless normal delivery. We have a strong presence in quality medical laboratory diagnostic services and physiotherapy.