25/10/2025
1️⃣ বালিশ বা কুশনে শোয়ানো — এতে শ্বাসরোধের ঝুঁকি বাড়ে।
2️⃣ ঠোঁটে বা চোখে চুমু দেয়া — ভাইরাস বা সংক্রমণ ছড়াতে পারে।
3️⃣ পোষা প্রাণীর সাথে একা রাখা — আঁচড়, কামড় বা অ্যালার্জির ঝুঁকি।
4️⃣ চোখে কাজল দেয়া — এতে সংক্রমণ ও দৃষ্টিজনিত সমস্যা হতে পারে।
5️⃣ ঘরে ধূপ বা কয়েল জ্বালানো — ধোঁয়া শিশুর ফুসফুসের ক্ষতি করে।
6️⃣ মুখে মধু দেয়া — বোটুলিজম নামক প্রাণঘাতী ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে।
7️⃣ সুগন্ধিযুক্ত ক্রিম বা প্রসাধনী ব্যবহার — ত্বকে অ্যালার্জি বা হরমোনাল সমস্যা সৃষ্টি করে।
💖 সন্তানকে ভালোবাসুন, কিন্তু নিরাপদ উপায়ে!
একটি ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে! 🙏
#নবজাতক #শিশু_যত্ন