Jonoseba Institute Of Health technology-জনসেবা ইন্সটিউট অব হেলথ টেকনোলজী

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • Jonoseba Institute Of Health technology-জনসেবা ইন্সটিউট অব হেলথ টেকনোলজী
12/03/2024
আপনি যে পেশায় থাকুন না কেনো বা যে পেশায় যেতে চান না কেনো, আপনার কম্পিউটার এর ব্যবহার অবশ্যই জানতে হবে।আর আপনার এ পথকে সু...
01/02/2024

আপনি যে পেশায় থাকুন না কেনো বা যে পেশায় যেতে চান না কেনো, আপনার কম্পিউটার এর ব্যবহার অবশ্যই জানতে হবে।আর আপনার এ পথকে সুগম করতে আমরা আছি আপনার পাশে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত মুন্ডুমালাতে একমাত্র কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র “জনসেবা ইন্সটিটিউট” (কম্পিউটার ট্রেনিং সেন্টার)প্রতিষ্ঠান কোড -২৩৩৮০।
আমাদের কোর্স সমূহ : ৬ মাস ও ৩ মাস মোয়াদী-

√ কম্পিউটার অফিস অ্যপ্লিকেশন।
√ ডাটাবেজ প্রোগ্রামিং।
√ গ্রাফিক্স ডিজাইন এন্ড মার্টিমিডিয়া প্রোগামিং
√ বেসিক কম্পিউটার প্রোগ্রামিং।

আমাদের সুবিধা সমূহ-
👉 সুন্দর এবং মনোরম পরিবেশে ক্লাস গ্রহন।
👉 অত্যাধুনিক ক্লাসরুম।
👉 অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে ব্যাচ।
👉 দক্ষ প্রশিক্ষক।(ক্লাসের ফুল টাইম সাপোর্ট)
👉 কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষা গ্রহন এবং সনদ প্রাপ্তি।
👉 সকাল বিকাল ব্যাচের সুবিধা।
👉 ২ কিস্তিতে কোর্স এর টাকা পরিশোধ এর সুবিধা।

➡️ জানুয়ারি-জুন, ২০২৪ সেশনে ভর্তি চলছে

জনসেবা ইন্সটিটিউট ( কম্পিউটার ট্রেনিং সেন্টার)।
মুন্ডুমাল পৌরসভা, তানোর, রাজশাহী যোগাযোগ।
মোবাইল- ০১৭৩০-৯৬৪৪৩০, ০১৭১১-৯৭৯২২৮,
০১৭৩৩-৩৬৯৫৬১, ০১৭৩৩-৩৬৯৫৭১

04/10/2023

⭕ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ১ বছর মেয়াদি + ৬ মাস সদর হাসপাতালে প্রশিক্ষণ প্যারামেডিকেল কোর্স ১২ ম ব্...
02/10/2023

⭕ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ১ বছর মেয়াদি + ৬ মাস সদর হাসপাতালে প্রশিক্ষণ প্যারামেডিকেল কোর্স ১২ ম ব্যাচে সীমিত আসনে ভর্তি চলছে।

⭕ প্যারামেডিকেল সার্টিফিকেট শতভাগ সরকারি সার্টিফিকেট।

⭕ প্যারামেডিকেল কোর্স করে সরকারি, বেসরকারি সহ এনজিও-তে রয়েছে চাকরির বিশাল সুবিধা, পাশাপাশি নিজে প্রাইভেট চেম্বার করে রোগী দেখার রয়েছে পূর্ণ বৈধতা।

⭕ আমাদের ১১ ম ব্যাচ প্যারামেডিকেল চালু রয়েছে। আমাদের ক্লাস পর্যবেক্ষণ করে রয়েছে ভর্তির সুযোগ।

⭕ চাঁপাইনবাবগঞ্জ এ সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান আমাদের, আমরা দীর্ঘ ১৫ বছর যাবত সফলতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।

✅ প্যারামেডিকেল ১ বছর মেয়াদি+৬ মাস প্রশিক্ষণ

✅ ভর্তির যোগ্যতাঃ
↪️ এসএসসি বা তার সমমান পাশ, যেকোনো গ্রুপ থেকে যেকোনো সালে পাশকৃত ছাত্র/ছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
↪️ সপ্তাহে ২ দিন ক্লাস (৪টি)

বিস্তারিত জানতে কল করুনঃ
📞+8801712-685567
📞+8801733-369564




ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পূর্ণ  কারীকে অভিনন্দন।
27/09/2023

ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পূর্ণ কারীকে অভিনন্দন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে ১৭সেপ্টেম্বর-২৩,ভোট অধিকার প্রতিষ্ঠায়রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল হোক। ...
17/09/2023

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে ১৭সেপ্টেম্বর-২৩,ভোট অধিকার প্রতিষ্ঠায়রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল হোক। #বিএনপি

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে ১৭ সেপ্টেম্বর-২৩,ভোট অধিকার প্রতিষ্ঠায়রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল হোক।...
16/09/2023

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে ১৭ সেপ্টেম্বর-২৩,ভোট অধিকার প্রতিষ্ঠায়রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল হোক। #বিএনপি

ভারতীয় টুরিস্ট, মেডিকেল, বিজনেস কিংবা ডাবল-এন্ট্রি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন। আমরা খুবই দক্ষতার ...
13/08/2023

ভারতীয় টুরিস্ট, মেডিকেল, বিজনেস কিংবা ডাবল-এন্ট্রি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন। আমরা খুবই দক্ষতার সাথে ভারতীয় ভিসা প্রসেসিং করে থাকি।সেই সাথে রয়েছে ডমেস্টিক ও আন্তর্জাতিক এয়ার টিকেটের ব্যাবস্থা। ভারতে উন্নত চিকিৎসার ক্ষেত্রে-পরামর্শ, ডক্টরের ইনভাইটেশন লেটার, মেডিকেল ভিসার আবেদন ও আসা-যাওয়ার এয়ার টিককেটের পুরো দায়িত্বটা আমরা নিয়ে থাকি।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনার যা যা লাগবেঃ-
০১। পাসপোর্ট (সকল)
০২। 2x2 ছবি ২ কপি
০৩। জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধন
০৪। ব্যাংক স্টেটমেন্ট
০৫। ট্রেড লাইসেন্স অথবা যে কোম্পানিতে চাকরী
করেন সেই কোম্পানির ছুটির লেটার
০৬। বিৎদুত বিলের কপি বা মিটারের প্রিপেইড কার্ড
০৬। লাস্ট ভিসার কপি

প্রয়োজনে কল দিন।-01730964430

Jonoseba Institute -23380
(Computer training centre)
Mundumla Bazar, tanore,Rajshahi
Cell: +880 1733369561

বাংলাদেশ তুমি আমার অহংকার | 💕মহান আত্নত্যাগের মধ্য দিয়ে যেই স্বাধীনতা আমরা এনেছি তা শুধু লাল সবুজের একটি পতাকাই নয়, স্বা...
25/03/2023

বাংলাদেশ তুমি আমার অহংকার | 💕
মহান আত্নত্যাগের মধ্য দিয়ে যেই স্বাধীনতা আমরা এনেছি তা শুধু লাল সবুজের একটি পতাকাই নয়, স্বাধীনতা মানে অবারিত আকাশ, মুক্ত চিন্তা আর অপ্রতিরোধ্য ইচ্ছার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার


# #

Address

Chapainawabgonj
Nawabganj
6300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801733369564

Alerts

Be the first to know and let us send you an email when Jonoseba Institute Of Health technology-জনসেবা ইন্সটিউট অব হেলথ টেকনোলজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jonoseba Institute Of Health technology-জনসেবা ইন্সটিউট অব হেলথ টেকনোলজী:

Share