Jahan Pharmacy - Chapai Nawabgonj

Jahan Pharmacy - Chapai Nawabgonj Medicine Store Since 1980

03/11/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন.....

একজন মানবিক মানুষের বিদায়
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, এরফান গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব এরফান আলী আজ বেলা ১১.২০ মিনিটে সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাযার নামায ও দাফনকার্য পরে জানানো হবে।

জাহান ফার্মেসি - চাঁপাইনবাবগঞ্জ

আপনাদের রোজায় ফিটনেস ধরে রাখার জন্যে এবং রোজায় যেহেতু এতো কিছু পড়ার বা জানার সময় থাকে না, তাই  ১০ টি সাধারণ ফিটনেস টিপস ...
03/04/2022

আপনাদের রোজায় ফিটনেস ধরে রাখার জন্যে এবং রোজায় যেহেতু এতো কিছু পড়ার বা জানার সময় থাকে না, তাই ১০ টি সাধারণ ফিটনেস টিপস দিলাম।

প্রথমে রোজার কিছু খাবার খাওয়ার টিপস জানুন।
খাবার খাওয়ার টিপস :

১. সেহেরী খাওয়া বাদ দিবেন না : সেহেরিতে একেবারেই না খাওয়া ঠিক নয়, প্রথমত, সেহেরী খাওয়া সুন্নত| সেহেরী না খেলে শরীর দুর্বল হয়ে যেতে পারে| অনেকে মনে করেন, একবেলা, ইফতারে খেলে ওজন কমবে| কিন্তু এতে হিতে বিপরীত হবে, শরীর দুর্বলতো হবেই, ওজন কমবে না, বরং বাড়বে|তাছাড়া সেহেরী না খেলে বিপকক্রিয়া পরিবর্তন হয়ে শরীরের সঞ্চিত শক্তি ক্ষয় হয়, ফলে দেহে ক্লান্তি আসে ও রোজা রাখতে অনেক কষ্ট হয়| কষ্ট হলেও সেহেরি খান| একটু পানি, ফল বা দুধ হলেও খান|

২. সেহেরীতে দুধ ও পটাশিয়াম যুক্ত খাবার খান। কারণ পটাসিয়াম শরীরের পানি ধরে রাখে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং দুর্বলতা কমায় । দুধ সারাদিনের পুষ্টি যোগায় এবং হজম হতে সময় লাগে বলে ক্ষুধা লাগে না । পটাশিয়াম যুক্ত খাবার হতে পারে: খেজুর, শাক, কলা ইত্যাদি ।

৩. অন্য সময়ের মতোই ক্যালোরি মেপে খাবার খাবেন।অন্য সময়ের মতই রমজানে বারে বারে অল্প করে পরিমিত পরিমানে খান|যেমন: ইফতার অল্প করুন, একটু পরে অল্প রাতের খাবার খান,সেহেরীতেও পরিমিত খান| ইফতার, রাতের খাবার ও সেহেরী এই তিন বেলাই খাবার খাবেন| কোনো বেলা খাবার খাওয়া বাদ দিবেন না| তাহলে দুর্বল হয়ে যেতে পারেন| রোজার মাসেও স্বাভাবিক সময়ের মতো ক্যালরি মেপে, পরিমিত পরিমানে খেতে হবে|যার যার শারীরিক চাহিদা অনুযায়ী স্বাভাবিক নিয়মে ক্যালোরির চাহিদা অনুযায়ী খাবার খেতে হবে|
জেনে নিন ইফতারের খাবার গুলোর ক্যালরির মান|

৪.চিনি যুক্ত খাদ্য ও পানীয় খাবার খাবেন না । এগুলো আমাদের শরীরে দরকার নেই, চিনি যুক্ত খাবার বাদ দিতে হবে| কারণ এটা খুব তাড়াতাড়ি রক্তে চিনির(ইনসুলিন) মাত্রা বাড়িয়ে দেয়, ফলে সাময়িকভাবে ব্রেইনে শক্তি জোগালেও একটু পরেই তা স্তিমিত হয়ে যায় এবং শক্তিহীন মনে হয়|তাছাড়া চিনি একটি পরিশোধিত শর্করা, যা শরীরের বিভিন সমস্যা সৃষ্টি করে, যেমন:ওজন বাড়ায়| অনেক খাবার, যেমন: মিষ্টি, ফালুদা, জিলাপি, ইত্যাদি রোজায় খাওয়া হয়, কিন্তু এগুলো প্রচন্ড চিনিযুক্ত ও ক্যালোরীবহুল|এগুলো রোজায় প্রতিদিন খাবেন না| সপ্তাহে একদিন খেতে পারেন ।

৫. অন্য সময়ের মতো ২৫/২৫/৫০ নিয়ম পালন করুন। মানে আপনার খবর প্লেটের ২৫% শর্করা, ২৫% আমিষ, ৫০% সবজি থাকবে প্রতি বেলার প্রধান খাবারে ।

সারাদিনের খাদ্য তালিকায় বিভিন্ন রকম পুষ্টিকর খাবার রাখুন সম্পর্কে জানুন|

৬. জাঙ্ক ফুড, অধিক ক্যালোরী বহুল, ভাজা পোড়া খাবার বাদ দিবেন। সবজি এবং ফল ও অধিক পুষ্টিকর খাবার খাবেন বেশি বেশি । শরীরের পুষ্টিবহুল খাবারের চাহিদা ও ক্লিন ভাবে খাবার খাবার দিকে নজর দিন। খাদ্য তালিকায় বেশি বেশি আঁশ যুক্ত খাবার রাখুন। কারণ রোজার মাসে সাধারণত সবাই হজমের সমস্যায় ভোগেন।



খাদ্যের ক্যালরি এবং আমাদের শরীরে প্রভাব সম্পর্কে জানুন|

এবার জানুন ব্যায়ামের কিছু সাধারণ নিয়ম :

ব্যায়ামের টিপস:

১. রমজানে নতুন কোনো ব্যায়াম শুরু করতে যাবেন না । কারণ নতুন ব্যায়াম করতে অনেক সময় ও মানসিক শক্তির দরকার, যা হয়তো রোজায় দেয়া সম্ভব না|

২. আপনার ফিটনেস অনুযায়ী ব্যায়াম করুন। যারা যেমন নিয়মে ব্যায়াম করতেন, তেমনি রাখুন কিন্তু সময় কমিয়ে দিন। যেমন: আপনি যদি সাধারণত: এক ঘন্টা অধিক পরিশ্রমের অথবা হাঁটার ব্যায়াম করেন, তাহলে তা কমিয়ে আনুন ৩০ মিনিটে । ওয়েট ট্রেইনিং যারা করেন, তারা রিপিটেশন কমিয়ে দিন, অথবা এক সেট কমিয়ে দিন। সপ্তাহে রোজ ব্যায়ামনা করতে পারলেও , একদিন পর পর করুন।

৩. কার্ডিও করতে না চাইলে যোগ ব্যায়াম বা ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন, যাতে পুরা শরীরের ব্যায়াম হয়। অথবা কার্ডিও অল্প করে বাকি সময় বডি টোনিং করুন।

রোজার ব্যায়াম কেমন হবে, তা জানতে ক্লিক করুন|

৪. ব্যায়াম কখন করবেন যদি চিন্তা করেন, তাহলে তার জন্যে ভালো সময় হতে পারে সেহেরীর আগে, ইফতারের অন্ততঃ একঘন্টা পরে, অথবা তারাবির নামাজ পড়ার পরে।

রোজার খাওয়া দাওয়া, নমুনা ইফতার এবং সেহেরি,রমজানে রোজা ভাঙ্গার স্বাস্থ্যসম্মত উপায় – জানুন|

অনেকে হয়তো মনে করছেন এতো কিছু ফিটনেসের নিয়ম কানুন মেনে চলা সম্ভব না, কারণ রোজা রেখে এতো কিছু নয়ন্ত্রন করা যায় না । কিন্তু এটা সঠিক নয়, কারণ আপনি চিন্তা করুন, আপনি কি আপনার ফিটনেস ধরে রাখবেন এবং একটু কষ্ট করে মেনে চলবেন? নাকি নিজেকে ছেড়ে দিয়ে ফিটনেস নষ্ট করবেন, যার ফলে আবার হয়তঃ নতুন করে সব কিছু শুরু করতে হতে পারে ।

মনে রাখবেন, রোজায় সুস্থ্য থাকতে পরিমিত খাওয়া, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণ, কর্মচঞ্চল থাকা, আর নিয়মিত সঠিক ব্যায়াম চালিয়ে যাওয়া দরকার| রোজার মাস হতে পারে আমাদের সংযমী হয়ে খাওয়া ও ইবাদত বন্দেগির মাস|

সবাইকে আল্লাহতালা সুন্দর ও সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন, আমীন|

জাহান ফার্মেসি
০১৭১২-২৫০১৭৫

21/11/2021
14/11/2021

মলনুপিরাভির কোভিডের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ঔষধের বিস্তারিত আলোচনাঃ এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া সম্পূর্ন নিষেধ। করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
করোনাভাইরাসের উপসর্গের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধটি যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।

দেশে করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে অধিদপ্তর জানিয়েছে মলনুপিরাভির: মুখে খাওয়ার এই ওষুধ টিকার বিকল্প নয় এবং এটা করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করেনা।

একেবারে নাজুক অবস্থার রোগীদের জন্য বা রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের একেবারে কম তাদের জন্য এই চিকিৎসাকে ‘যুগান্তকারী বলে বিশেষজ্ঞরা অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ।

কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে আশা জাগানো ফল
মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে প্রমাণ মিলেছে।

মলনুপিরাভির: কোভিডের মুখে খাওয়ার প্রথম ঔষধ এসেছে বাংলাদেশের বাজারে
বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে কোভিডের চিকিৎসায় জরুরি ব্যবহারের জন্য অ্যান্টি-ভাইরাল হিসেবে মুখে খাওয়ার ঔষধ মলনুপিরাভির উৎপাদন ও বাজারজাতকরণের অনুমোদন এরই মধ্যে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মলনুপিরাভির কী?
মলনুপিরাভির একটি এন্টি ভাইরাল ট্যাবলেট বা বড়ি যা করোনাভাইরাসের চিকিৎসায় দিনে দুইবার ঝুঁকিপূর্ণ রোগীদেরকে দেয়া হয়।
ক্লিনিক্যাল ট্রায়াল অনুযায়ী, এই ঔষধটি রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেক কমিয়ে দেয়।

কিভাবে কাজ করে মলনুপিরাভির?
নতুন এই চিকিৎসায় ভাইরাসের একটি নির্দিষ্ট এনজাইমকে লক্ষ্য করে কাজ করে। ওই এনজাইমটি ব্যবহার করে ভাইরাসটি নিজের মতো আরো ভাইরাস তৈরি করে সংখ্যা বৃদ্ধি করে।
এই ঔষধটি ভাইরাসটির জেনেটিক কোডে একটি ত্রুটি তৈরি করবে যা ভাইরাসটিকে বিভাজিত হতে বাধা দেয়। যার কারণে দেহে ভাইরাসের পরিমাণ কমে যায় এবং এর কারণেই রোগের তীব্রতাও কমে যায়।
মার্ক বলছে, এই চিকিৎসা পদ্ধতিটি ভাইরাসটির নতুন ভ্যারিয়ান্টের উপরও সমানভাবে কার্যকর হওয়ার কথা।

কারা খাবে, কীভাবে খাবে
নমুনা পরীক্ষায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, মৃদু থেকে মাঝারি লক্ষণযুক্ত এবং কোনো একটি কোমর্বিডিটি আছে, এমন ব্যক্তিরা মলনুপিরাভির ব্যবহার করতে পারবেন বলে চিকিৎসকদের ভাষ্য। ১৮ বছরের নিচে, গর্ভবতী নারীরা এই ওষুধ খেতে পারবে না।
রোগীর মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেয়ার পাঁচ দিনের মধ্যে ঔষধটি দেয়া গেলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।
কোভিড পরীক্ষায় পজিটিভ আসার পর যত দ্রুত সম্ভব ঔষধটি সেবন শুরু করতে হবে। উপসর্গ দেখা দেয়া শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে ব্যবহার শুরু করার পরামর্শ দেয়া হয়।
“এটি করোনা ভাইরাস রোগের জটিলতার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ব্যবহারের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে -বয়স্ক ব্যক্তি (৬০ বছরের উপরে) যারা হৃদরোগ, ফুসফুস বা কিডনি রোগ, হৃদরোগ, ডায়াবেটিস বা ক্যান্সারসহ অন্য রোগে ভুগছেন।"
বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ ছাড়া কোন রোগীকে নিজে নিজে মলনুপিরাভির কিংবা অন্য কোন ঔষধ গ্রহণ থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন দেয়া হয়েছে।

Referrence:
https : //www. bbc. com/bengali/news-59216477
https ://www. jugantor. com/covid-19/485359/
https ://bangla. bdnews24. com/coronavirus-pandemic/article1967837.bdnews

করোনার নতুন ওষুধ দেশে তৈরির উদ্যোগ https://www.prothomalo.com/bangladesh/coronavirus/করোনার-নতুন-ওষুধ-দেশে-তৈরির-উদ্যোগ
09/11/2021

করোনার নতুন ওষুধ দেশে তৈরির উদ্যোগ https://www.prothomalo.com/bangladesh/coronavirus/করোনার-নতুন-ওষুধ-দেশে-তৈরির-উদ্যোগ

কোভিড-১৯-এর চিকিৎসায় নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ দেশে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে সরকার।

15/02/2021

সম্মানিত কেমিস্ট্র
জাহান ফার্মেসী পূর্বের ন্যায় আবারো পাইকারি বিক্রি শুরু করেছে । এখন থেকে জাহান ফার্মেসী সকল ধরনের ঔষধ পাইকারি বিক্রি করবে। চাঁপাইনবাবগঞ্জে র সকল কেমিস্ট্র কে (ঔষধ দোকানে র মালিক) আমন্ত্রণ জানানো হলো। যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেইজে : www.facebook.com/jahanpharmacy
অথবা কল করুন :
+8801723287260

#জাহানফার্মেসী
#চাঁপাইনবাবগঞ্জ
#পাইকারি_ঔষধ

Medicine Store Since 1980

\\\\\\\\\\শীতকালীন অফার \\\\\মাত্র 200 টাকার মেডিসিন অর্ডার করলেই ফ্রি ডেলিভারি (শহরের মধ্যে যে কোন অফিস, দোকান ও বাসায়)...
27/01/2021

\\\\\\\\\\শীতকালীন অফার \\\\\
মাত্র 200 টাকার মেডিসিন অর্ডার করলেই
ফ্রি ডেলিভারি (শহরের মধ্যে যে কোন অফিস, দোকান ও বাসায়)
ডেলিভারি সার্ভিস শাখা হটলাইন অর্ডার (কল, হোয়াসঅ্যাপ): 01712 250 175
ফেসবুক অর্ডার: https://www.facebook.com/jahanpharmacy
ওষুধ অর্ডার করতে, প্রেস্ক্রিপশনের ছবি আপলোড করুন, অথবা ওষুধের নাম লিখুন

#জাহানফার্মেসী
#চাঁপাইনবাবগঞ্জ
#হোমডেলিভারিসার্ভিস

সম্মানিত গ্রাহক, #জাহানফার্মেসী - (  #চাঁপাইনবাবগঞ্জ) - এ  #হোমডেলিভারি সার্ভিসের #ওষুধ অর্ডার করতে, প্রেস্ক্রিপশনের ছবি...
23/01/2021

সম্মানিত গ্রাহক,
#জাহানফার্মেসী - ( #চাঁপাইনবাবগঞ্জ) - এ #হোমডেলিভারি সার্ভিসের
#ওষুধ অর্ডার করতে, প্রেস্ক্রিপশনের ছবি আপলোড করুন, অথবা ওষুধের নাম লিখুন এখানে :- www.facebook.com/jahanpharmacy
অর্ডার প্লেস এর পর আমাদের প্রতিনিধি যোগাযোগ করে, অর্ডারটি নিশ্চত করবেন | অর্ডারকৃত ওষুধ/প্রোডাক্ট পৌছে যাবে, আপনার ঠিকানায় |
ডেলিভারি সার্ভিস শাখা হটলাইন অর্ডার (কল, হোয়াসঅ্যাপ) : 01712 250 175

সম্মানিত গ্রাহক, #জাহানফার্মেসী - ( চাঁপাইনবাবগঞ্জ) - এ  #হোমডেলিভারি সার্ভিসের #ওষুধ অর্ডার করতে, প্রেস্ক্রিপশনের ছবি আ...
23/01/2021

সম্মানিত গ্রাহক,
#জাহানফার্মেসী - ( চাঁপাইনবাবগঞ্জ) - এ #হোমডেলিভারি সার্ভিসের
#ওষুধ অর্ডার করতে, প্রেস্ক্রিপশনের ছবি আপলোড করুন, অথবা ওষুধের নাম লিখুন এখানে :- Jahan Pharmacy - Chapai Nawabgonj
অর্ডার প্লেস এর পর আমাদের প্রতিনিধি যোগাযোগ করে, অর্ডারটি নিশ্চত করবেন | অর্ডারকৃত ওষুধ/প্রোডাক্ট পৌছে যাবে, আপনার ঠিকানায় |
ডেলিভারি সার্ভিস শাখা হটলাইন অর্ডার (কল, হোয়াসঅ্যাপ) : +8801712250175






#

আল্লাহ সর্বশক্তিমান cc-biopharma
06/01/2021

আল্লাহ সর্বশক্তিমান

cc-biopharma

An expression of gratitude to you for following us! Inform us as to whether you need any assistance with us. We thank yo...
05/01/2021

An expression of gratitude to you for following us!
Inform us as to whether you need any assistance with us.
We thank you 509 followers.




Address

Boroindira More, Chapai-Nawabgonj
Nawabganj
6300

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 14:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801712250175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahan Pharmacy - Chapai Nawabgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jahan Pharmacy - Chapai Nawabgonj:

Share