Raha Surgical- রাহা সার্জিক্যাল

Raha Surgical- রাহা সার্জিক্যাল সব ধরনের চিকিৎসা সামগ্রীর বিক্রেতা ও সরবরাহকারী।

স্বর্ণ হৃদয়ের মহামানুষ
21/06/2025

স্বর্ণ হৃদয়ের মহামানুষ

চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বানানোর পিছনে ছুটেন নাই। সঞ্চিত অর্থ পুরোটা তুলে দিয়েছেন শিশুদের চিকিৎসায়।

কোটিপতি নন। ছাপোষা জীবন। ওষুধ কোম্পানির সাধারণ চাকুরী করতেন। পরিবার নিয়ে নিত্যন্ত সাধামাটা সংসার। নিজের তিলে তিলে করে জমানো সবটুকু অর্থ তুলে দিয়েছেন তিনি ক্যা&%ন্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায়। যার কিছুই নাই তিনি নিজের সর্বস্র দান করে দিয়েছেন শিশুদের চিকিৎসায়। যাদের অনেক অনেক অনেক আছে তারা পাচার করে গড়ে তোলে বেগম পাড়া, হয় ফরেন দেশের সেরা ধনী।

কাজী মোহাম্মদ আলী বলেন, ‘ আমি ৫০ ভাগ খুশি হয়েছি টাকাটা তুলে দিতে পেরে। শতভাগ শান্তি পাব যখন শুনব এই সহায়তায় ক্যা&%নসার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।’ আমার ক্ষমতা থাকলে এই মানুষগুলোর গল্প আমাদের স্কুলের পাঠ্যবইয়ে মহৎ বাক্তিবর্গের জীবনী পাতায় তুলে ধরতাম।

মানুষটির নাম কাজী মোহাম্মদ আলী। আমার চোখে কাজী মোহাম্মদ আলীর মতো সাধারণ নিভৃতচারী সাদা মনের মানুষগুলোই জাতীয় বীর।

01/12/2024

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ।

চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগীজ।

একটু দামী খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দী আর দাম গ্রীক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকোলেট অর্ডার দেয়ার সময় কখনো কি খেয়াল করেছেন, রেস্তোরা আর ব্যুফে দুইটাই ফরাসী ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে দেয়া মশলাটা আরবি। মশলাতে দেয়া মরিচটা ফারসি!

বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি। কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি। যে মেন্যু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসী।
ম্যানেজারকে নগদে টাকা দেয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবি, আর ম্যানেজার ইতালিয়ান।
আর যদি দারোয়ান কে বকশিস দেন, দারোয়ান ও তার বকশিস দুটোই ফারসি।

এবার চলুন বাজারে, সবজি ফলমূল কিনতে। বাজারটা ফারসি, সবজিও। যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফারসি। ফলমূলে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবিলেবুও। লিচুটা আবার চীনা, তরমুজটা ফারসি, লেবুটা তুর্কী। পেয়ারা-কামরাঙা দুইটাই পর্তুগীজ। পেয়ারার রঙ সবুজটা কিন্তু ফারসি।

ওজন করে আসল দাম দেয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি, আসল শব্দটাও আসলে আরবি। তবে দাম কিন্তু গ্রীক, আগেই বলেছি।

ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবি দরগাহ/ঈদগাহ ফারসি। গীর্জা কিন্তু পর্তুগীজ, সাথে গীর্জার পাদ্রীও। যিশু নিজেই পর্তুগীজ। কেয়াং এদিকে বর্মিজ, সাথে প্যাগোডা শব্দটা জাপানি। আর, মন্দিরের ঠাকুর হলেন তুর্কী।

আর কি বাকি আছে? ও হ্যাঁ। কর্মস্থল! অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কী, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবি, আদালতের আইন ফারসি, তবে উকিল আরবি।

ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান!

স্কুলে পড়ানো বই কেতাব দুইটাই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেটা ফারসি। তবে কলমটা আবার আরবি। রাবার পেনসিল কিন্তু আবার ইংরেজি..

পুরোটা মনে না থাকলে অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবি।

শব্দের কেচ্ছা-কাহিনী এখানেই খতম। তবে কেচ্ছাটা আরবি, কাহিনীটা হিন্দি, উভয়ের খতমটা আরবিতে। মাফ চাইলাম না বা সরি বললাম না, কারণ মাফটা আরবি আর সরিটা ইংরেজি।

(সংগৃহীত)

06/11/2024

বাসায় বয়স্ক রোগ রোগী থাকলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ডায়াবেটিস এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিন সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়েছে।
যেকোনো প্রয়োজনে আমাদেরকে মেসেজ করুন অথবা কল করুন।
01771-266463

GlucoLeader     EASY     QUICK        and ACCURATE >
12/10/2024

GlucoLeader

EASY
QUICK
and
ACCURATE

>

11/10/2024

এক যুবক টেলিভিশন এ এক ইসলামী প্রশ্নোত্তর এর অনুষ্ঠানে শায়খ কে কল দিল। যুবকটি বলল, সে প্রেমে পড়েছে এবং তার প্রেমিকা কে ভুলতে পারছে না। সে শায়খের নসিহাহ চায়। শায়খ যুবকটিকে আল্লাহর সাহায্য চাইতে এবং বেশী বেশী দুআ করতে বললেন।
যুবকটি জিজ্ঞেস করল যে, এমন কোনো বিশেষ দুআ আছে কী না যার সাহায্যে সে তার হৃদয়ে গেঁড়ে বসা ভালোবাসার পরশকে দূরে সরিয়ে দিতে পারবে।
শায়খ তাকে এই দুআটি পড়তে বললেনঃ "হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন, চোখে নূর দান করুন, কানে নূর দান করুন..."
শায়খ দুআ শেষ করার আগেই যুবক বাধা দিয়ে বলল, "প্লিজ, প্লিজ সম্মানিত শায়খ। থামুন! থামুন!" শায়খ ভাবনায় পড়ে গেলেন যে তিনি ভুলভাল কিছু বললেন কী না।
যুবকটি জবাব দিল, "আমি যে মেয়ের প্রেমে পড়েছি তার নাম নূর।"

হুজুর তো কিংকর্তব্যবিমুঢ় .............

29/06/2024

😂😂🫨

বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী। বঙ্কিমচন্দ্র একবার তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন।...
08/04/2024

বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী। বঙ্কিমচন্দ্র একবার তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন। স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা।

খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক বারবার আড়চোখে ঘোমটায় ঢাকা তাঁর স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে।

বঙ্কিমচন্দ্র তো এই ঘটনায় বেশ মজা পেলেন। তিনি যুবকটিকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন ‘কি কাজ করা হয়?'

যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল ‘কেরানীর চাকরি করি।’
বঙ্কিম বললেন ‘কত মাইনে পাও?’
যুবকটি বলল ‘বত্রিশ টাকা।’

বঙ্কিমচন্দ্র তখন বললেন ‘তুমি যে এই মহিলার দিকে বার বার আড়চোখে তাকাচ্ছ, তা আমি এর ঘোমটা খুলে দিচ্ছি। ভালো করে দেখে নাও। আর এও শুনে রাখ। আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমার মাইনে আটশো টাকা। এছাড়া বই পত্র লিখেও ভাল রোজগার হয়।

সব মিলিয়ে মাসিক আয় হাজার দেড়েক। এইসবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি। তবু তার মন পাইনি। আর তুমি সেখানে মাত্র বত্রিশ টাকার কেরানী হয়ে এর মন পেতে চাও?

যুবকটি খুব লজ্জা পেয়ে পরের স্টেশনেই অন্য কামরাতে চলে যায়।

©Collected

  machine 🏥হাত পা ঘাড়,হাটু  ,মেরুদন্ড, পিঠ, কোমর ব্যথাসহ যেকোন ব্যথার সমাধান। অর্ডার করতে মেসেজ অথবা কল করুন 01771-26646...
02/04/2024

machine 🏥

হাত পা ঘাড়,হাটু ,মেরুদন্ড, পিঠ, কোমর ব্যথাসহ যেকোন ব্যথার সমাধান। অর্ডার করতে মেসেজ অথবা কল করুন 01771-266463 অথবা 01741-352808✅☎️✅

▪চাবায় কামরায় বাতসহ যেকোন ব্যথা সাথে সাথে কমিয়ে ফেলে।
▪বাড়তি ওজন বা মেদ কমাতে এই মেশিনটি অনেক কার্যকারী।
▪মাসল বা সিক্স প্যাক তৈরি করার জন্য বেশ উপযোগী।
▪স্ট্রোক এর ব্যাথা অনুভূত হলে এই থেরাপি ব্যবহার করা যায়।
▪ব্লাড সার্কুলেশন বৃদ্ধি ও টক্সিন নিরাময় সহায়ক হয়ে থাকে।
▪আকর্ষণীয় ফিগার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
▪শরীরে বাড়তি শক্তি যোগাতে ও চামড়া কুঁচকে যাওয়া থেকে বিরত রাখে।
▪সমস্যা অনুযায়ী আছে ৮ ধরনের মুড, যা ব্যথা অনুযায়ী থেরাপী দেবে।
▪সরাসরি কারেন্ট,ব্যাটারি ও USB সিস্টেমে চালাতে পারবেন।

▪আমাদেরটা ৪ প্যাডের হওয়ায় ব্যাথা নিরাময়ে দ্রুত কাজ করে
▪সময় সেট করা যায় বলে প্রয়োজন অনুযায়ী থেরাপি নিতে পারবেন।
▪এই Digital Therapy Machine টি অনেক জনপ্রিয়
একটি মেশিন।


বিশেষ দ্রষ্টব্যঃ
হার্টে রিং ও পেস মেকার বসানো এবং গর্ভাবস্থায় ব্যবহার সম্পূর্ণ নিষেধ।

তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন #নজিপুর_বাসস্ট্যান্ড_মসজিদ_মার্কেট।।। ✅✅

Online
Buy Digital Therapy Machine 4 pad Online in Bangladesh at Best Prices on Raha Surgical- রাহা সার্জিক্যাল ✓Discounted Prices ✓Fastest Delivery✅✅

please Contact for any information inbox ❤️💜💖

🩺🩻🩼🧰🩺 Raha Surgicals 🩺🩺🩻🩼🩻

✅আমরা নিয়ে এসেছি Digital Blood Pressure Machine ঘরে বসেই ঝামেলা মুক্ত প্রেসার মাপতে পারবেন।  Price: 1500/- tk (Retail)Or...
30/03/2024

✅আমরা নিয়ে এসেছি Digital Blood Pressure Machine ঘরে বসেই ঝামেলা মুক্ত প্রেসার মাপতে পারবেন।


Price: 1500/- tk (Retail)
Order for inbox call

✅ 01771-266463

🔥Product Name :

🔥Digital e Monitor....
✅সুস্হ থাকুন, নিয়মিত Blood Pressure Regular Monitor করুন।
১.ঝামেলামুক্ত ও কম সময়ে সঠিক data পাওয়া যায়।
২.চার্জার এর মাধ্যমে USE করা যায়।
৩.কারও সাহায্য ছাড়া নিজে নিজে ব্যবহার করতে পারবেন।


বর্তমান সময়ে, স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনে হাতের কাছে জরুরি পণ্যটি রাখতে (মেসেজ) করতে পারেন আমাদের পেইজে অথবা

♦️অর্ডার করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্সে দিন অথবা ফোন করুন:-
Raha Surgical
☎01721-543364 Raihan Sharif ✅
☎️01741-352808 Nafiul Islam Nafi ✅
☎️01728-480099 RH Rakibul Hassan ✅

♦️(**অর্ডার করার ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পন্য পৌঁছে যাবে আপনার কাছে**)

♦ (Home or Office Delivery,

🏩ঘরে বসে অর্ডার করুন, এবং পণ্য হাতে নিয়ার অাগে মুল্য পরিশোধ করুন।

( আমাদের প্রত্যেকটা প্রডাক্ট এ আপনি পাবেন অরজিনাল এবং সর্বোচ্চ গুণগত মানের এর নিশ্চয়তা)

ধন্যবাদ।।

তাহলে আর দেরি কেন যে কোন প্রকার সার্জিক্যাল আইটেম নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন Raha Surgical- রাহা সার্জিক্যাল ✅✅ #নজিপুর 🩼🩼💉🔬🔭🩻🩺🩺🧰

দুর্ঘটনা তো বলে কয়ে আসেনা, যেকোনো ধরনের ক্র্যাচ, লাঠি, ওয়াকার, হুইল চেয়ার সহ সবরকম অর্থোপেডিক সামগ্রী সল্পমুল্যে পাচ্...
16/03/2024

দুর্ঘটনা তো বলে কয়ে আসেনা, যেকোনো ধরনের ক্র্যাচ, লাঠি, ওয়াকার, হুইল চেয়ার সহ সবরকম অর্থোপেডিক সামগ্রী সল্পমুল্যে পাচ্ছেন আমাদের কাছে।

যেকোনো প্রয়োজন এ কল করুন ০১৭৭১২৬৬৪৬৩

আলহামদুলিল্লাহ , Mindray DP 36 Power আল্ট্রাসোনোগ্রাফি মেশিন টা প্রায় সব সনোলজিস্ট এবং ছোট পরিসরে ডায়গনস্টিক ও হসপিটাল...
12/03/2024

আলহামদুলিল্লাহ , Mindray DP 36 Power আল্ট্রাসোনোগ্রাফি মেশিন টা প্রায় সব সনোলজিস্ট এবং ছোট পরিসরে ডায়গনস্টিক ও হসপিটাল মালিকদের প্রথম পছন্দ, কারণ এর পোর্টেবিলিটি, ভালো রেজ্যুলেশন, আবার দাম এ যথেষ্ট সাশ্রয়ী, সহজ মেইনটেনেন্স , স্পেয়ার পার্টস এভেইলেবিলিটি এর জন্য।

আমাদের কাছে সকল প্রকার ল্যাব, ডায়াগনস্টিক ও হসপিটাল সামগ্রী সল্পমুল্যে ও কিস্তি সুবিধা সহ পেতে যোগাযোগ করুন।
০১৭৭১২৬৬৪৬৩ , ০১৭২১৫৪৩৩৬৪

Bardia এবং China Folly's Catheter সুলভ মুল্যে পাওয়া যায়। পাইকারি নিতে যোগাযোগ করুণ - 01771266463
12/03/2024

Bardia এবং China Folly's Catheter সুলভ মুল্যে পাওয়া যায়।
পাইকারি নিতে যোগাযোগ করুণ - 01771266463

Address

Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Raha Surgical- রাহা সার্জিক্যাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raha Surgical- রাহা সার্জিক্যাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram