Minar Uddin

Minar Uddin আমার পেইজে,, আপনাকে স্বাগতম🥰💝

31/08/2025

যে আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমিও থাকে সাপোর্ট করব।

20/10/2024

একদিন আমিও সফল হবো ❤️

08/01/2024

Good mornig

07/01/2024

শ্বশুরবাড়ি ৭ কেজি মিষ্টি আর ৩ কেজি রসমলাই নিয়ে যাওয়ার পর রাতে আমায় খেতে দিলো, পাঙ্গাশ মাছের দুই টুকরো ভাজি আর পোল্ট্রি মুরগীর আলু দিয়ে রান্না করা পাতলা ঝোলের তরকারি।

খাবার গুলো দেখে আমি আমার স্ত্রী শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম,
-- “ কোন সস্তা জাতীয় খাবার নেই? এত দামী খাবার আমার গলা দিয়ে নামবে না ”

শ্রাবণী চোখের কোণে জমে থাকা জলটা মুছে বললো,
-- “ বিয়ে করার সময় মনে ছিলো না বাপ-মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না?ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি। এতটুকু যে পাচ্ছো এটাই অনেক ”

শ্রাবণী কথা শুনে আমি আর কিছু বললাম না।বাটি থেকে তরকারি যখন প্লেটে নিবো তখন শ্রাবণী আমায় বাঁধা দিয়ে বললো,
-- “ যে জিনিসটা খেতে পারো না সেটা এখন খেয়ে আমায় খুশি করতে হবে না।একটু বসো আমি ডিম ভেজে নিয়ে আসছি। ”

শ্রাবণী ডিম ভাজতে গেলে ওর ভাবী বললো,
– “ ডিম ভাজি করছো কেন? রান্না কি ভালো হয় নি? ”

শ্রাবণী তখন মাথা নিচু করে বললো,
– “ আসলে ভাবী ওর পাঙ্গাশ আর পোল্ট্রিতে এলার্জি ”

ভাবী তখন খোঁচা দিয়ে বললো,
– “ বড়লোক জামাই তো তাই গরীবের খাবার না মুখে উঠে না ”

শ্রাবণী কথাটা শুনেও না শুনার অভিনয় করে ও ওর কাজ করতে লাগলো আর আমি কথাটা হাসিমুখে চুপচাপ হজম করলাম...

পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো ৯টার দিকে।ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী সমানে পুরো বাসা পায়চারি করছে।

আমি তখন দুষ্টামি করে শ্রাবণীকে বললাম,
-- “ তোমার পেটে কি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে? ঠিকঠাক মত বাথরুম হচ্ছে না বলে এইভাবে সমানে হাঁটছো? ”

শ্রাবণী মুখটা গোমড়া করে বললো,
-- “ তুমি যাও ফ্রেস হয়ে আসো ”

আমি জানি শ্রাবণী কেন এমন করছে।শ্রাবণীর ডাকা ডাকিতে ওর ভাই ভাবী ঘুম থেকে উঠে দরজা খুললো সাড়ে দশটার দিকে।

ওর ভাই তখন বললো,
-- “ কিরে, ছুটির দিনে এত সকালে ডাকছিস যে? ”

শ্রাবণী তখন বললো,
-- “ ভাইয়া সাড়েদশটা বেজে গেছে তোমাদের জামাইকে এখনো নাস্তা দেওয়া হয়নি।ডাকছিলাম ফ্রিজের চাবিটা দিতে।নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি ”

পিছন থেকে শ্রাবণীর ভাবী তখন বললো,
-- “ আর বলো না, ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য।তোমার ভাইয়ার ডায়বেটিস তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়।এজন্যই লক করে রাখি ”

শ্রাবণী তখন বললো,
-- “ ভাবী, রাতে আমি যখন ডিম নিলাম তখনও ফ্রিজটা লক করা ছিলো না।আর ভাইয়ার ডায়বেটিস নেই ”

শ্রাবণীর ভাই তখন আমতা-আমতা করে বললো,
--

Address

Netrakona

Telephone

+8801323757832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minar Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram